এই পোস্টটি নিয়মিত আপডেট হবে। আপডেটের বিষয় হবে ইউটিউব সম্পর্কিত সাম্প্রতিক সমস্যা এবং এই গ্র্রুপতে থাকা টপ কমোন প্রশ্ন গুলি নিয়ে গোছানো একটি সুন্দর অ্যালবাম, যেটা আশা রাখছি ইউটিউব বিগেইনার থেকে উন্নত স্তর সবার কাজে লাগবে।
উত্তর: অনুগ্রহ করে এই নিয়মগুলিকে ছোট করে দেখবেন না এবং সেগুলি মন থেকে মেনে চলুন। নির্দেশিকাগুলিতে ফাঁক-ফোকর খুঁজে বের করার চেষ্টা করবেন না বা তাদের আইনি চোখে দেখতে যাবেন না - আপনাকে যেটা করতে হবে তা হল নিয়মগুলিকে বুঝে নেওয়া এবং যে কারণে নিয়মগুলিকে রাখা হয়েছে সেই কারণের উদ্দেশ্য কে সম্মান দেখানো।নগ্নতা বা যৌন সামগ্রী YouTube, পর্নোগ্র্যাফি বা যৌন সামগ্রী প্রকাশ করার জায়গা নয়। আপনার ভিডিওতে এই ধরনের জিনিস থাকলে, এমনকি তা আপনার নিজেরই ভিডিও হলেও, তা YouTube -এ প্রকাশ করবেন না। তাছাড়া, খেয়াল রাখবেন যে আমরা আইন বলবৎকারী বিভাগের সঙ্গে পারস্পরিক সহযোগিতায় কাজ করি এবং শিশুদের উপরে চালানো যৌন নির্যাতনের অভিযোগ জানিয়ে থাকি।হিংসাত্মক বা গ্রাফিক সামগ্রীচমকে দেওয়া, আতঙ্ক সৃষ্টি করা বা অসম্মান জানানোর মতো কোনো প্রধান উদ্দেশ্য নিয়েই হিংসাত্মক বা ভয়াবহ সামগ্রী পোস্ট করাটা ঠিক হবে না। কোনো খবর বা তথ্যচিত্রের উপস্থাপন করতে গিয়ে কোনো গ্রাফিক সামগ্রী পোস্ট করতে হলে, ভিডিওটিরসাহায্যে ঠিক কী দেখাতে চাওয়া হচ্ছে তা অন্যদের বুঝতে সাহায্য করতে পর্যাপ্ত তথ্য প্রদান করতে ভুলবেন না। অন্যদের হিংসাত্মক কোনো কাজ করতে উৎসাহিত করবেন না। ঘৃণ্য সামগ্রীআমাদের পণ্যগুলির মাধ্যমে আমরা অন্যদের খোলাখুলি ভাবে মতামত জানানোর সুযোগ করে দিই। কিন্তু আমরা এমন সব সামগ্রী যা জাতি বা জাতিগত উৎস, ধর্ম, অক্ষমতা, লিঙ্গ, বয়স, নাগরিকত্ব, প্রবীণ অবস্থা, অথবা যৌন অবস্থান/লিঙ্গ ভিত্তিক পরিচয়ের ভিত্তিতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে হিংস্রতা ছড়ায় অথবা তাতে সমর্থন যোগায় অথবাযার প্রধান উদ্দেশ্যই হচ্ছে এই ধরনের মূল বিষয়গুলির উপরে ভিত্তি করে ঘৃণার পরিবেশ সৃষ্টি করা, সেগুলিকে আমরা সমর্থন করি না৷ স্পষ্টতই, মত প্রকাশের স্বাধীনতার নাম নিয়ে যখন প্রাথমিক ভাবে কোনো সুরক্ষিত গোষ্ঠীকে আক্রমণ করা হবে, তখন তা আমাদের নিয়মনীতির উল্লঙ্ঘন করা হচ্ছে বলে ধরা হবে৷স্প্যাম, বিভ্রান্তিকর মেটাডেটা, এবং স্ক্যামআমরা কেউই স্প্যাম পছন্দ করি না। আপনার সাইটের ভিজিটর সংখ্যা বাড়াতে বিভ্রান্তিকর বিবরণ, ট্যাগ, শিরোনাম বা থাম্বনেল তৈরি করবেন না। মন্তব্য এবং ব্যক্তিগত বার্তা সহ অনির্দিষ্ট, অনভিপ্রেত বা পুনরাবৃত্তিমূলক সামগ্রী বিশাল পরিমাণে পোস্ট করা ভালো দেখায় না।ক্ষতিকারক বা বিপজ্জনক সামগ্রীশারীরিক ভাবে ভালো রকম আঘাত পেতে পারেন এমন কোনো কাজ অন্যদের, বিশেষ করে বাচ্ছাদের করতে উৎসাহ দিয়ে ভিডিও পোস্ট করবেন না। এই ধরনের ক্ষতিকারক বা বিপজ্জনক কিছু করার উৎসাহ দেওয়া ভিডিওগুলিকে কোনো নির্দিষ্ট বয়সের কম বয়স্কদের দেখার সুবিধা দেওয়া নাও হতে পারে বা কতটা বিপজ্জনক তা বিবেচনা করে ভিডিও সরিয়ে দেওয়া হতে পারে।কপিরাইটকপিরাইটের প্রতি অসম্মান দেখাবেন না। শুধুমাত্র আপনার তৈরি করা বা আপনার ব্যবহারের অনুমতি আছে এমন ভিডিওগুলিই আপলোড করুন। অর্থাৎ, প্রয়োজনীয় অনুমতি না নিয়ে, আপনি তৈরি করেননি এমন কোনো ভিডিও আপলোড করবেন না, আপনার ভিডিওতে এমন কোনো সামগ্রী ব্যবহার করবেন না যার কপিরাইটের মালিক অন্য কেউ, যেমন কপিরাইট থাকা প্রোগ্রামের স্নিপেট বা ভিডিও বা অন্য ব্যবহারকারীদের বানানো মিউজিক ট্র্যাক।হুমকিনিজের স্বার্থসিদ্ধির জন্য অন্যের ক্ষতি করা, পিছু নেওয়া, ভয় দেখানো, হয়রানি, শাসানো, গোপনীয়তায় হস্তক্ষেপ, অন্যদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করে দেওয়া এবং অন্যদের হিংসাত্মক কাজ করতে বা ব্যবহারের শর্তাদি লঙ্ঘনের কাজে উৎসাহ যোগানোর মতো ঘটনাগুলিকে হালকা চোখে দেখা হয় না। কাউকে এই ধরনের কিছু করতে দেখা গেলে তাদের YouTube থেকে পুরোপুরি ভাবে নিষিদ্ধ করা দেওয়া হতে পারে।
একটি মোবাইল ফোনের পিন ভেরিফাইয়ের মাধ্যমে একটি জিমেইল একাউন্ট খুলুন তারপর ইউটিউবতে গিয়ে সাইন-ইন করুন এবং এই লিংকটিতে গিয়ে আপনি যে ভিডিও ছারবেন সেই রিলেটেড একটি নাম দিয়ে একটি চ্যানেল ক্রিয়েট করুন, চ্যানেল ক্রিয়েট হয়ে গেলে সুন্দর দেখে একটি প্রোফাইল পিকচার এবং কাভার পিকচার লাগান । কাভারটির রেজুলেশানের ধারনা পেতে এই লিংকটি ক্লিক করুন ।
প্রশ্ন ৩) ইউটিউবের জন্য এডসেন্স একাউন্ট কিভাবে বানাবো?
উত্তর: ইউটিউবতে লগিন থাকা অবস্থায় এই লিংকটিতে গিয়ে মনেটাইজেশান অপশনটি এনাবেল করুন তারপর এনাবেল মাই একাউন্ট। এবার ওদের টার্মস এন্ড কন্ডিশনের বক্স গুলোতে টিক মার্ক দিয়ে আই এক্সেপ্ট বোতামটি ক্লিক করুন । তারপর পুনরায় আবার আগের লিংকটিতে যান এবং ওখান থেকে একাউন্টটি একটি মোবাইল ফোনের পিন ভেরিফাইয়ের মাধ্যমে ভেরিফাই করুন । এবং ওই একই লিংক ক্লিক করে পেইড কন্টেন্ট অপশনটির ভেতরে থাকা এক্টিভ এডসেন্স একাউন্ট সিলেক্ট করুন এবং পরের পৃষ্ঠায় নেক্সট ক্লিক করে তার পরের পেজতে গিয়ে সাইনইন করুন এবং সেভ এন্ড কন্টিনিউ করে পরবর্তি পেজ থেকে কান্ট্রি এবং টাইমজোন সহ একাউন্টটি ইন্ডিভিজুয়াল বানান এবং তার নিচে আপনার ঠিকানা দিন এবং তার নিচের পাঁচটি খালি বক্সতে ইয়েস করুন যদি এডসেন্স রিলেটেড নটিফিকেশানস পেতে চান নইলে নো করে দিন এবং ফর্মটি সাবমিট করে দিন । সাবমিট হয়ে গেলে পরবর্তি পেজতে এডসেন্সের টার্মস এন্ড কন্ডিশনের বক্সতে টিক মার্ক দিয়ে এক্সেপ্ট করুন ।
আপনার চ্যানেলটিতে ভালো কিছু থাকলে অবশ্যই এপ্রুভ হবে, এপ্রুভ হতে ১ ঘন্টা থেকে ৭ দিন পর্যন্ত লাগতে পারে এবং এপ্রুভ হয়ে গেলে আপনি আপনার রেজিসটার্ড ইমেইলতে এই বেপারে মেইল পাবেন ।
প্রশ্ন ৪) ইউটিউব থেকে প্রতিদিন আমার সাবসক্রাইবার সংখ্যা কমে যাচ্ছে কেনো?
উত্তর: ইউটিউব কয়েকদিন বাদে বাদে আপনার চ্যানেল রিফ্রেস করে এবং আপনার চ্যানেল থেকে দুই রকমের সাবসক্রাইবার রিমুভ করে দেয়, (১) সাব ফর সাব মানে ফেক সাবসক্রাইবার গুলোকে যারা আপনার চ্যানেল সাবসক্রাইব করে আর কোনোদিন ফিরে আসেনি। (২) আপনাকে যারা সাবসক্রাইব করেছিল তাদের চ্যানেল সাসপেন্ড হয়ে গেলে ওই একই পদ্ধতিতে তাদেরকেও রিমুভ করে দেয়।
কিন্তু যদি ব্যাপারটা রোজ হয় তাহলে এর দুটি কারন থাকতে পারে, (১) আপনার সাবসক্রাইবাররা আপনাকে ম্যানুয়ালি আনসাব করছে। (২) আপনার দেখার ভুল মানে আপনি যেখান থেকে দেখছেন ওখানে সেটিংটা লাস্ট ২৮ দিন হিসাবে থাকে মানে ওখানে একদিন যোগ হয় আরেকদিন বিয়োগ এবং যদি রিছেন্ট কয়েকদিন যাবৎ নুতন সাবসক্রাইবার না মিলতে থাকে তাহলে নুতন দিনের আপডেট আসার সঙ্গে সঙ্গে সাবসক্রাইবার সংখ্যা কমতেই থাকবে এটাই সুত্র ।
প্রশ্ন ৫) ভিডিও তে অ্যাড শো করছে না কেন?
উত্তর: ইউটিউবে অ্যাড শো না করার অনেক কারন থাকতে পারে। কন্টেন্টের ধরন এবং ভিউ লোকেশন এর সাথে মিলিয়ে যদি শো করার মত কোন ইউটিউবের কাছে না থাকে তাহলেও অ্যাড শো করে না। এছাড়া চ্যানেলে কোন স্ট্রাইক থাকলে বা অ্যাডসেন্স অ্যাকাউন্টে সমস্যা থাকলে অ্যাড শো করবে না। তবে ভিডিও ম্যানেজারে ডলার আইকন সবুজ থাকলে চিন্তা করার কিছু নেই।
প্রশ্ন ৬) আমার চ্যানেল সাসপেন্ড হয়েছে কোন কারন ছাড়া, এখন কি করবো?
উত্তর: এই প্রশ্ন যারা করছেন তাদের একবার ভাবা উচিত, ইউটিউবে যত বেশী চ্যানেল থাকবে ইউটিউবের তত বেশী লাভ হবে কারন তারা আপনার ভিডিও তে অ্যাড দিয়ে টাকা অর্জন করছে। গুগলের ৯০ ভাগ আয় শুধু মাত্র অ্যাড থেকে আসে। তাহলে কোন কারন ছাড়া কেন আপনার চ্যানেল সাসপেন্ড করবে? তবে ইদানিং ইউটিউবে কিছু সমস্যা থাকার কারনে ভুল বশত কিছু ভালো চ্যানেল সাসপেন্ড হয়ে যাচ্ছে, তবে এর পরিমান খুবই কম। যদি একান্তই মনে করে থাকেন আপনি ইউটিউবের কোন নিয়ম ভাঙ্গেন নি তাহলে চ্যানেলে সাইন ইন করার পরে যে পেজ আসবে সেখানে সবার নিচে Contact Us এ ক্লিক করে ফর্ম পুরন করে জমা দিন।
প্রশ্ন ৭) Invalid Click/Invalid Activity এর জন্য অ্যাডসেন্স ডিজেবল হয়ে গেছে, কি করবো?
উত্তর: অ্যাডসেন্স ডিজেবল হওয়ার পরে যে মেইল টা আসে সেটা ভালো করে পরুন। বেশীরভাগ সময় Invalid Activity এর জন্য ডিজেবল হয় কিন্তু সবাই মনে করে Invalid Click কারন তারা মেইল টা মনোযোগ দিয়ে পড়ে না। অ্যাডসেন্সেInvalid Activity অনেক রকমের আছে, আমরা যে ভুল টা সবসময় করে থাকি সেটা হল একাধিক অ্যাডসেন্স খুলা। গুগলের প্রাইভেসির জন্য তারা সুনির্দিষ্ট করে বলে না ডিজেবল হওয়ার কারন টা তাই সেটা আপনাকে খুঁজে নিতে হবে। তারপর অ্যাডসেন্সের কাছে আপিল করতে হবে। দুঃখের বিষয় হল যদি আপনি সত্যি ভুল করে থাকেন তাহলে ফিরে পাওয়ার সম্ভাবনা ১%-২%। ফিরে না পেলে অন্য নাম ঠিকানা দিয়ে নতুন কম্পিউটার থেকে অ্যাকাউন্ট খুলতে হবে।
প্রশ্ন ৮) অ্যাডসেন্সের CTR, CPC, RPM এগুলো কি?
উত্তর: CTR: CTR= Click Through Rate : ভিডিও তে যখন অ্যাড শো করা হয় তখন সবাই সেখানে ক্লিক করে না। যারা ক্লিক করে তাদের টা গণনায় নেওয়া হয়। CTR হচ্ছে প্রতি ১০০ বার অ্যাড শো করায় কয়জন ক্লিক করেছে তার হিসাব। ১০০ বার অ্যাড শো করলে যদি ৫ জনে ক্লিক করে তাহলে CTR হবে ৫% আর ১০ জনে ক্লিক করলে হবে ১০%। ১৫% এর উপরে CTR বিপদজনক। এর উপরে চলে গেলে মনিটাইজেশন অফ করে দেবেন আর অ্যাডসেন্সে Invalid Click ফরম টি পুরন করবেন।
CPC: Cost Per Click :প্রতি বার অ্যাডে ক্লিক পরলে অ্যাডের মালিক যে পরিমান ডলার দেয় তাই হল CPC। এটা ভিডিও টাইপ এবং ভিউয়ার এর লোকেশনের উপরে নির্ভর করে কম বেশী হয়। CPC বাড়ানোর নির্দিষ্ট কোন পথ নেই যদি না আপনি কন্টেন্ট বদলান অথবা টার্গেট ভিউয়ার বদলান।
RPM: Revenue Per Mile :প্রতি হাজার বার অ্যাড দেখানো হলে যে ডলারটা দেওয়া হয় তাকেই RPM বলে। তবে অ্যাড শুধু দেখালেই হবে না ভিউয়ার সেটা ৩০ সেকন্ড বা তার বেশী দেখলে সেটা গণনায় নেওয়া হবে।
প্রশ্ন ৯) অ্যাডসেন্স Hosted Account আর Non-Hosted Account কি?
উত্তর: Hosted Account শুধু মাত্র গুগলের নিজস্ব প্রোডাক্টের জন্য। যেমনঃ ইউটিউব, ব্লগার এগুলো গুগলের নিজের হওয়ায় সাইট গুলোর উপরে গুগলের কন্ট্রোল আছে।
Non-Hosted Account গুলো ইউজারদের নিজস্ব ওয়েবসাইটের জন্য, যেমনঃ www.example.com এই সাইট গুলোর উপরে গুগলের নিয়ন্ত্রন নেই বলেই এগুলো Non-Hosted Account এর মধ্যে পরে।
প্রশ্ন ১০) আমি ৫ বছর আগে ইউটিউব চ্যানেল খুলেছি, আমি কি মনেটাইজেশনের জন্য এপ্লাই করতে পারবো?
উত্তর : ৫০ বছর পুরানো ইউটিউব চ্যানেল হলেও সমস্যা নেই। শুধু আজকের দিন হতে গত ১২ মাসের ভেতর ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম এবং ১০০০ সাব্স্ক্রাইবার থাকলেই আপনি মনেটাইজেসনের জন্য এপ্লাই করতে পারবেন। আপনি মনেটাইজেশন এনাবেল করার জন্য এলিজেবেল কিনা চেক করতে