Hill Voice

Hill Voice Online News for CHT Issues, Indigenous Rights, Minority & Women Issues and Human Rights. Address: 10-96, Churchill Street, Waterloo, ON N2L 2X2, Canada
(1)

6,055 Jummas were victims of human rights violations in 200 incidents: PCJSS report for 2024Hill Voice, 1 January 2025, ...
01/01/2025

6,055 Jummas were victims of human rights violations in 200 incidents: PCJSS report for 2024

Hill Voice, 1 January 2025, Special Correspondent: The fragile overall situation in the Chittagong Hill Tracts did not change in 2024. On the contrary, the overall situation has further deteriorated. In 2024, 200 incidents of human rights violations were committed by the security forces and law and order forces deployed in the Chittagong Hill Tracts, army-backed armed terrorist groups, communal and fundamentalist groups, Muslim settlers and land grabbers, and 6,055 Jummas were victims of human rights violations in these incidents. 21 people were killed and 119 houses and shops were torched and looted. In addition, 2,314 acres of land were encroached upon by outside companies, influential individuals and settlers. This information was given in a press briefing of the Parbatya Chittagong Jana Samhati Samiti (PCJSS) signed by Sajib Chakma of its Assistant Information and Publicity Secretary.

The full report of the PCJSS is given below.

Annual Report 2024 on Human Rights Situation in CHT

There has been no change in the overall delicate situation of Chittagong Hill Tracts (CHT) in the year 2024. Rather, the situation, as a whole, has taken worse shape further. No advancement has so far been made in the implementation process of the CHT Accord of 1997 throughout the year 2024. On the contrary, the programs designed as counter-productive to the Accord and interest of the Jumma people have gotten escalated to further extent. The most brutal and hair-raising events that have ear-marked the year 2024 comprise communal attacks, arson and killings on Jumma people in September and burning down of 17 houses of Tripura in December. The barbaric communal attacks occurred no sooner the Interim Government led by Dr. Yunus ascended to the state power. Likewise, the cases with the preceding communal attacks, none of the culprits involved in the attacks has been brought under the law and proper justice in the incident was not ensured.

As a result of anti-discrimination student-mass movement, the Hasina-led Awami League government met its downfall on 5 August 2024 and the Yunus-led Interim Government was formed on 8 August 2024. The main spirit of the mass coup was to put an end to the discriminatory management and to bring in a reform in the state system. The Interim Government has constituted 11 Reform Commissions, as the part of that state reformation. But it is regrettable that in the case with CHT, no change has been brought in the state policy of anti-Accord and anti-interest of the Jumma people. Consequently, likewise that of the periods under the preceding governments, as also during the time of the present Interim Government, the suppressive and regressive measures that include: atrocities upon the Jumma people, illegal land occupation and eviction, organized communal attacks with arson, infiltration of outsiders, criminalization of the Jumma people involved in the movement for Accord implementation by terming them as ‘terrorists’, ‘separatists’, ‘illegal arms holders’ and violence against women and girls, etc. anti-human acts are on the run unabatedly. As a result, the Jumma people of the CHT are being forced to live in extreme uncertainty, fear, and insecurity under the interim government.

The year 2024 has witnessed 200 incidents of human rights violations wherein 6,055 Jumma people fell prey to human rights violations perpetrated by the security forces, law & order forces deputed in CHT, the army-sponsored terrorist groups, communal and fundamentalist quarters, Muslim Bengali settlers and the land grabbers. In these incidents, 21 Jummas were killed and 119 houses and shops were burned and looted. Besides, 2,314 acres of land have been occupied by the outsider company, influential persons and Muslim settlers.

Implementation of the CHT Accord:

Apart from the 9th meeting of the CHT Accord Implementation and Monitoring Committee held on 30 April 2024 at Parliamentary House during the Hasina-led government, no initiative has been taken towards implementation of the Accord. The issues discussed and resolved during the session, among others, include: framing up Rules of the CHT Land Dispute Resolution Commission and to devolve the Land & Land Management subject to the Hill District Councils through an executive order; formation of a Committee on devolvement of subjects to the Hill District Councils; cancellation of setting up APBN camps in the army camp sites already withdrawn; KNF activities in Bandarban, etc. But no headway has been made in implementation of the decisions taken.

As though it passes more than 4 months following formation of Dr. Yunus-led Interim Government, no initiative has been undertaken towards implementation of the Accord. On the contrary, having the Hill District Council Act violated, the Chief Executive Officers were illegally appointed as the Administrators of the Councils, for a short period of time. On the other hand, during re-organization of the Interim Hill District Councils, the settlers coming from outside CHT were appointed as the members of the Councils, the move of which is a direct violation of the CHT Accord.

In fact, 27 years have passed since the signing of the CHT Accord, but two-third provisions of the Accord including the core issues remain unimplemented. Due to the non-implementation of the CHT Accord, a political and peaceful solution to the CHT problem has not been achieved, rather the state machineries have intensified the steamroller of discrimination and deprivation on the indigenous Jumma people. In place of effort for political and peaceful solution of the CHT crisis through implementation of the Accord, the solution policy through wide-scale militarization and fascist way of regression and suppression has remained effective as to this day.

Communal Attacks, Arson and Killings:

Even after changing of authority in the state power in August, throughout the country including in the CHT, the incidents of communal attacks upon religious and ethnic minorities, vandalizing temples, setting fire in the houses and business centers and plundering, brutal killings, picking up, etc. are on the run continuously. On the other end, having incited the Muslim settlers and ultra-nationalist and communal quarters under the banners titled: ‘Anti-Discrimination Bengalee Students Movement’ and ‘Parbatya Chattagram Nagorik Parishad’, the communal-line intensity has been escalated to further extent. In addition, the 9-member militants arrested earlier in Thanchi for being belonged to the Islamic militant organization named: Jamatul Ansar Fil Hindal Sharkkiya, was released on bail from the Cox’s Bazaar Judge and Session Judge Court in last November.

One of the communal attacks upon the Jumma people in CHT were on last 18-20 September 2024 in Dighinala, Khagrachhari Sadar and Rangamati Sadar while the other one in Khagrachhari Sadar on 1 October 2024. During the attacks, 4 persons namely, Dhana Ranjan Chakma (52), Junan Chakma (20), Rubel Tripura (30) and Anik Kumar Chakma (18) were brutally killed by the attackers Muslim Bengali settlers under defensive coverage of the administration and security forces while more than one hundred Jumma people were wounded. More than hundred houses, shops and business installations of the Jumma people were blazed. Before setting fire, the houses and shops were plundered. Besides, Moitree Vihara, the Buddhist shrine was looted and vandalized. The CHT Regional Council office was attacked and 10 vehicles were burnt to ashes. The ground floor of the office was also set in fire.

After signing of the CHT Accord in 1997, the post-accord period has witnessed 21 numbers of communal attacks including the communal attacks perpetrated in September-October 2024 under patronization of the state security forces. The main aim of such communal attacks is to turn the non-Muslim CHT into a Muslim-inhabited region and to that end, to cripple the economy of the Jumma people; to occupy their lands forcibly; and to evict the Jumma people from their traditional and ancestral lands. Nobody involved in the said communal attacks has been brought under the law as it has been the case with the foregone communal attacks. It is just for the name sake, as though 3 to 4 persons have been shown arrested in connection with the murder case filed by Adarsen Chakma, father of the deceased Anik Kumar Chakma with the Kotwali Police Station and in the setting fire and vandalizing case filed by the CHT Regional Council, the main culprits have remained out of the reach of law & order management system.

As though a 7-member investigation Committee headed by one Additional Divisional Commissioner (Development) was formed on part of the administration, the report of the Committee has not yet been made public. On the other end, though the demand for judicial investigation was raised by various quarters including the PCJSS, no initiative has been taken on government’s part. Since, as the culture of holding no trial exists, the incidents of communal attacks, arson and looting continue to happen in CHT.

Army campaign, searching of houses, jailing and killings:

The year 2024 has ear-marked 119 incidents of human rights violations committed by the security forces and law & order forces and at least 5,655 people wherein 5,000 the Bawm community alone and, 1,321 families including 1000 Bawm families at the least and the villagers of 94 villages including 47 Bawm villages have fallen prey to human rights violations. Of them, 20 people including 16 Bawm people have been killed; 143 people have been entangled in fabricated cases; 28 people have been detained; prevention from cultivating Jum and plantations and damage have been brought to 42 families; the border road construction has claimed 242 families lifting damage; and 20 villages have been ordered to submit their family information with photographs.

From among the other incidents, construction of 16 army camps and 1 new temporary BGB camp in Rowangchari, Ruma and Thanchi of Bandarban Hill District comes to be prominence on plea of counter military measures against KNF and Islamic militant group while violating the CHT Accord. In July 2024, the indigenous Bawm people of Ruma Upazila had to lift a damage amounting to several millions of BDT due to imposition of embargo on selling of their pineapples including transportation of heaves of pineapples already sold. In May, Ato Mong Marma, Union Council Chairman of Borthali Union was killed in bullet shooting committed by the miscreants of the then ruling Awami League. During construction of Rajasthali-Bilaichari-Jurachari link-road under Rangamati Hill District, from Gachban Para and Thum Para villages located on the boundary line of Jurachari and Bilaichari, 23 Jumma families have been evicted while 17 families have been prevented from practicing traditional Jum cultivation by the 26 Engineering Construction Battalion under 34 Engineering Construction Brigade of Bangladesh army in March 2024. The army have taken initiative to evict the villages only with a view to establishing Tourism Centers.

It is through some special quarters of the government, having organized one after another armed terrorist groups on ‘divide & rule’ colonial line encompassing the unruly individuals, opportunists and ambitious fellows from among the Jumma communities and having them deployed openly at various locations, the army have been inciting those elements against the on-going movement with demand for implementation of the Accord. It is from among these elements, 44 incidents have been perpetrated by the Mog Party, Bawm Party (KNF) and the UPDF (Prasit) and in those incidents, 174 innocent people and inhabitants of 36 villages fell prey to human rights violations. The incidents of human rights violations committed by those armed terrorists include: kidnapping, realization of ransom, beating, killing, causing bullet injury, searching, threatening of life, snatching poultry and cattle, money and cell phones, extortion, etc.

From among the incidents perpetrated by the army-created armed terrorist groups, the most reckonable ones committed by KNF on 3 and 4 April 2024 were: looting of 2 Banks and looting of 14 weapons from the law & order forces in Ruma and Thanchi Upazila towns. In addition, centering these incidents, the army-led joint force unleashed terrible atrocities upon the innocent Bawm people including women, children and pregnant women on plea of military campaign against the KNF, involving irrespective picking up, physical torture, arrest and sending to jail and most significantly cold-brain killing by shooting in the head terming as KNF members. As of this day, 16 Bawm people including 1 child have been killed by shooting and 111 innocent Bawm people (including some Tripura ethnic people) have been taken arrested.

In August 2024, the UPDF (Prasit) conducted attacks in Rangamati town. At least 18 people were injured while 2 female students were kidnapped. Later on, in the face of mass pressure, the UPDF had to release those female students after meting out inhuman physical torture upon them. At Majolong of Baghaichari Upazila, 4 villagers belonging to Tripura ethnic community were severely beaten up and threatened for life by the anti-Accord UPDF members in December 2024. On the other hand, in a surprise attack by the UPDF, 3 innocent Jumma people were kidnapped; 6-7 persons were severely beaten up and cell phones were snatched away from 50–60 persons.

On the other end, Adu Mong Marma (50), Chairman of Bangalhalia Union Council under Rajasthali Upazila was kidnapped by the army-blessed Mog Party terrorists in August 2024 and he was released after realization of a ransom amounting to 5.0 million Taka. No effective measure was undertaken on part of the administration against the Mog Party terrorists.

Illegal Land occupation, Eviction and Infiltration:

The year 2024 witnessed 25 incidents committed by the settlers and land grabbers. The incidents caused 210 Jummas to become victims of human rights violations, 119 houses and shops have been burnt to ashes and 2,314 acres of lands went under illegal occupation. Some of the worth-mentioning incidents have been cited below:-

Fresh exodus of the Rohingyas of Arakan took place when they crossed the border line through the jungle and by boat in Alikadam Upazila under Bandarban hill district. They infiltrated in Alikadam with the help of some human traffickers in exchange of money. On the other, the Muslim settlers tried to carry out conspiracy against CHT Regulation of 1900 to be declared the law as ‘Dead’ or made ‘Dysfunctional’ during the period of deposed AL government.

In Soroi Union of Alikadam Upazila under Bandarban hill district, several hundred acres of recorded and already occupied lands belonging to the local Jumma and Bengali people were illegally occupied and registered in the names of wife and relatives of Tajul Islam, former Local Government Minister of Awami League government. At present, as though Tajul Islam is absconding, his men are guarding the lands with arms and preventing both the Jumma and Bengali people from walking to and working in their own lands. On 20 November 2024, the miscreants of Tajul Islam conducted attack upon the local Jumma and Bengali villagers in Tongjhiri area of Soroi Union. No action has been taken on the part of administration against those incidents. On the night of Christmas day December 25, the houses of 17 Tripura families in Lama’s Sarai Union in Bandarban were burnt down by land grabbers with the aim of grabbing land.

In Sualok of Bandarban and Duluchari of Alikadam, hundred acres of lands exist in the names of wife and daughter of Benazir Ahmed, the former Inspector General of Bangladesh Police. Once, poor and helpless people used to live in those lands, but they were made to sell their lands at nominal price under tricky and coercive policy. On the other side, an effort is undergoing to occupy 1,700 acres of lands by one outsider Group Company named CDTO-CRCCII-CCECC-ERECBL CONSORTIUM in the name of establishing a Solar Power Plant by means of resorting to counterfeited signature and certification of the local Headman. Thus how the influential individuals are involved in the process of illegal land occupation and getting the Jumma people evicted from their own lands under connivance of the local administration.

Sexual assault, violence, ra**ng and killing:

The year 2024 has the records of 12 sexual violence against Jumma women and girls by the Muslim settlers and in these incidents, 16 Jumma women and girls were victims of violence. Although some of the accused were arrested in these incidents, due to weak charges and the weak role of the police, the accused were released from jail on bail a few days after their arrest. Hence, no person involved in such incidents has hitherto brought under the law and awarded punishment accordingly. It is for the culture of immunity from judicial action, incidents of sexual violations upon the Jumma women and children have been continuing to happen in the hills of CHT.

On April 23, 2024, Rangamati Senior Judicial Magistrate’s Court, Magistrate Fatema Begum Mukta, finally ordered the dismissal of the much-discussed Kalpana Chakma kidnapping case. The court ordered the closure of the case after the final report given by the police failed to provide any trace of the kidnapped Kalpana and to arrest the kidnappers and give exemplary punishment, and rejected the plaintiff’s angry plea on the report. Even after the case has been going on for almost 28 years, the failure of the Rangamati administration and judiciary to provide any trace of the kidnapped Kalpana and to arrest the accused, army Lieutenant Ferdous and VDP members Nurul Haque and Saleh Ahmed, and to give proper trial is nothing but an extreme example of the lack of justice prevailing in the CHT.

Hill Voice, 1 January 2025, Special Correspondent: The fragile overall situation in the Chittagong Hill Tracts did not change in 2024. On the contrary, the overall situation has further deteriorated. In 2024, 200 incidents of human rights violations were committed by the security forces and law and....

২০০টি ঘটনায় ৬,০৫৫ জন জুম্ম মানবাধিকার লঙ্ঘনের শিকার: জেএসএসের ২০২৪ সালের প্রতিবেদনহিল ভয়েস, ১ জানুয়ারি ২০২৫, বিশেষ প্রত...
01/01/2025

২০০টি ঘটনায় ৬,০৫৫ জন জুম্ম মানবাধিকার লঙ্ঘনের শিকার: জেএসএসের ২০২৪ সালের প্রতিবেদন

হিল ভয়েস, ১ জানুয়ারি ২০২৫, বিশেষ প্রতিবেদক: ২০২৪ সালে পার্বত্য চট্টগ্রামের নাজুক সামগ্রিক পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। বরঞ্চ সার্বিক পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। ২০২৪ সালে পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত নিরাপত্তা বাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনী, সেনা-মদদপুষ্ট সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ, সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠী, মুসলিম সেটেলার ও ভূমিদস্যুদের দ্বারা ২০০টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সংঘটিত হয়েছে এবং এসব ঘটনায় ৬,০৫৫ জন জুম্ম মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে। এতে ২১ জনকে হত্যা এবং ১১৯টি ঘরবাড়ি ও দোকান অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। এছাড়া বহিরাগত কোম্পানী, প্রভাবশালী ব্যক্তি ও সেটেলার কর্তৃক ২,৩১৪ একর ভূমি বেদখল করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমার স্বাক্ষরিত সমিতির প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য দেয়া হয়েছে।

নিম্নে জনসংহতি সমিতির প্রতিবেদনটি হুবহু দেয়া হলো।

পার্বত্য চট্টগ্রামের মানবাধিকার পরিস্থিতির উপর ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন

২০২৪ সালে পার্বত্য চট্টগ্রামের নাজুক সামগ্রিক পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। বরঞ্চ সার্বিক পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। ২০২৪ সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো অগ্রগতি সাধিত হয়নি। উপরন্তু পার্বত্য চুক্তি বিরোধী ও জুম্ম স্বার্থ পরিপন্থী কার্যক্রম অধিকতর জোরদার হয়েছে। ২০২৪ সালে সবচেয়ে নৃশংস ও লোমহর্ষক ঘটনা হলো সেপ্টেম্বরে জুম্ম জনগণের উপর নৃশংস সাম্প্রদায়িক হামলা, অগ্নিসংযোগ ও হত্যাযজ্ঞ সংঘটিত হওয়া এবং ডিসেম্বরে লামায় ত্রিপুরাদের ১৭টি বাড়ি জ্বালিয়ে দেয়া। ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে না হতেই এই নৃশংস সাম্প্রদায়িক হামলা সংঘটিত হয়। পূর্বের সাম্প্রদায়িক হামলাগুলোর মতো উক্ত সাম্প্রদায়িক হামলায় জড়িত ব্যক্তিদের কাউকেই আইনের আওতায় আনা হয়নি এবং উক্ত ঘটনার যথাযথ বিচার নিশ্চিত করা হয়নি।

বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনের ফলে ৫ আগষ্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের পতন ঘটে এবং এরপর ৮ আগষ্ট ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গণ-অভ্যুত্থানের মূল স্পিরিট ছিল বৈষম্যমূলক ব্যবস্থার মূলোৎপাটনের লক্ষ্যে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। সেই রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার ১১টি সংস্কার কমিশন গঠন করেছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, পার্বত্য চট্টগ্রামের বেলায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী এবং জুম্ম স্বার্থ পরিপন্থী রাষ্ট্রীয় নীতির কোন পরিবর্তন ঘটেনি। ফলে পূর্বের সরকারগুলোর মতো বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেও জুম্ম জনগণের উপন দমন-পীড়ন, ভূমি বেদখল ও উচ্ছেদ, সাম্প্রদায়িক হামলা ও অগ্নিসংযোগ, অনুপ্রবেশ, পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত জুম্ম জনগণকে ‘সন্ত্রাসী’, ‘বিচ্ছিন্নতাবাদী’, ‘অবৈধ অস্ত্রধারী’ হিসেবে তকমা দিয়ে ক্রিমিনালাইজ করা, জুম্ম নারী ও শিশুর প্রতি সহিংসতা ইত্যাদি মানবতা বিরোধী কার্যক্রম অব্যাহত রয়েছে। ফলে অন্তর্বর্তী সরকারের অধীনে পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণ চরম অনিশ্চয়তা, আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিনাতিপাত করতে বাধ্য হচ্ছে।

২০২৪ সালে পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত নিরাপত্তা বাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনী, সেনা-মদদপুষ্ট সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ, সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠী, মুসলিম বাঙালি সেটেলার ও ভূমিদস্যুদের দ্বারা ২০০টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সংঘটিত হয়েছে এবং এসব ঘটনায় ৬,০৫৫ জন জুম্ম মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে। এতে ২১ জনকে হত্যা এবং ১১৯টি বাড়ি ও দোকান অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। এছাড়া বহিরাগত কোম্পানী, প্রভাবশালী ব্যক্তি ও সেটেলার কর্তৃক ২,৩১৪ একর ভূমি বেদখল করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন:

শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের আমলে ৩০ এপ্রিল ২০২৪ জাতীয় সংসদ ভবনে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির ৯ম সভা অনুষ্ঠিত হওয়া ছাড়া ২০২৪ সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। উক্ত সভায় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বিধিমালা প্রণয়ন এবং ভূমি ও ভূমি ব্যবস্থাপনা বিষয়টি নির্বাহী আদেশের মাধ্যমে তিন পার্বত্য জেলা পরিষদের নিকট হস্তান্তর করা, পার্বত্য জেলা পরিষদের নিকট বিষয় হস্তান্তর সংক্রান্ত একটি কমিটি গঠন, প্রত্যাহৃত সেনা ক্যাম্পের জায়গায় এপিবিএন মোতায়েনের সিদ্ধান্ত বাতিল করা, বান্দরবানে কেএনএফের তৎপরতা ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু এসব বিষয় বাস্তবায়নের কোন অগ্রগতি ঘটেনি।

ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের সাড়ে চার মাসের অধিক সময় অতিবাহিত হলেও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। পক্ষান্তরে তিন পার্বত্য জেলা পরিষদ আইন লঙ্ঘন করে পরিষদগুলোর মুখ্য নির্বাহী কর্মকর্তাদেরকে সাময়িক কালের জন্য পরিষদগুলোর প্রশাসক হিসেবে অবৈধভাবে নিয়োগ দেয়া হয়। অন্যদিকে অন্তর্বর্তীকালীন তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের সময় বহিরাগত সেটেলারদেরকে অন্তর্বর্তী পরিষদের সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়, যা ছিল পার্বত্য চুক্তির সরাসরি বরখেলাপ।

বস্তুত পার্বত্য চট্টগ্রাম চুক্তির স্বাক্ষরের পর ২৭ বছর অতিক্রান্ত হলেও চুক্তির মৌলিক বিষয়সহ দুই-তৃতীয়াংশ ধারা অবাস্তবায়িত অবস্থায় রয়েছে। পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক ও শান্তিপূর্ণ সমাধান তো অর্জিত হয়ইনি, বরঞ্চ রাষ্ট্রযন্ত্র কর্তৃক আদিবাসী জুম্ম জনগণের উপর বৈষম্য ও বঞ্চনার স্টিমরোলার অধিকতর জোরদার হয়েছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য সমস্যার রাজনৈতিক ও শান্তিপূর্ণ সমাধানের পরিবর্তে ব্যাপক সামরিকায়ণ করে ফ্যাসীবাদী কায়দায় দমন-পীড়নের মাধ্যমে সমাধানের নীতি বলবৎ রয়েছে।

সাম্প্রদায়িক হামলা, অগ্নিসংযোগ ও হত্যাকান্ড:

গত আগষ্ট মাসে দেশের ক্ষমতার পালা বদলের পরও পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু ও আদিবাসীদের উপর সাম্প্রদায়িক হামলা, মন্দির ভাঙচুর, ঘরবাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাট, নৃশংস হত্যাকান্ড, ধর-পাকড় ইত্যাদি অব্যাহত রয়েছে। পক্ষান্তরে তথাকথিত বৈষম্য বিরোধী বাঙালি ছাত্র আন্দোলন ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ব্যানারে মুসলিম সেটেলার এবং উগ্র জাতীয়তাবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠীকে লেলিয়ে দিয়ে পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক উত্তেজনা জোরদার করা হয়েছে। অন্যদিকে বান্দরবানের থানচি থেকে আটককৃত ইসলামী জঙ্গী সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ৯ জন সদস্যকে গত নভেম্বরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিনে মুক্তি দেয়া হয়েছে।

পার্বত্য চট্টগ্রামে জুম্মদের উপর অন্যতম সাম্প্রদায়িক হামলা সংঘটিত হয় গত ১৮-২০ সেপ্টেম্বর দীঘিনালা, খাগড়াছড়ি সদর ও রাঙ্গামাটি সদরে এবং ১ অক্টোবর খাগড়াছড়ি সদরে। প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর ছত্রছায়ায় মুসলিম সেটেলার কর্তৃক সংঘটিত এসব হামলায় ধন রঞ্জন চাকমা (৫২), জুনান চাকমা (২০), রুবেল ত্রিপুরা (৩০) ও অনিক কুমার চাকমা (১৮) নামে ৪ জন জুম্মকে নৃশংসভাবে হত্যা করা হয় এবং শতাধিক জুম্ম আহত হয়। জুম্মদের শতাধিক ঘরবাড়ি, দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়। অগ্নিসংযোগের পূর্বে এসব ঘরবাড়ি ও দোকান লুটপাট করা হয়। এছাড়া মৈত্রী বিহার ভাঙচুর ও লুটপাট করা হয়। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদে হামলা চালিয়ে ১০টি গাড়ি ভস্মীভূত করা হয় এবং অফিসের গ্রাউন্ড ফ্লোর জ্বালিয়ে দেয়া হয়।

১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের পর রাষ্ট্রীয় বাহিনীর পৃষ্টপোষকতায় সেপ্টেম্বর-অক্টোবরের সাম্প্রদায়িক হামলাসহ পার্বত্য চট্টগ্রামে ২১টি সাম্প্রদায়িক হামলা সংঘটিত হয়েছে। এ ধরনের সাম্প্রদায়িক হামলার মূল উদ্দেশ্য হচ্ছে অমুসলিম অধ্যুষিত পার্বত্য চট্টগ্রামকে মুসলিম অধ্যুষিত অঞ্চলে পরিণত করা এবং সে লক্ষ্যে জুম্মদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা, জুম্মদের ভূমি জবরদখল করা, তাদের চিরায়ত জায়গা-জমি থেকে উচ্ছেদ করা। পূর্বের সাম্প্রদায়িক হামলাগুলোর মতো উক্ত সাম্প্রদায়িক হামলায় জড়িত ব্যক্তিদের কাউকেই আইনের আওতায় আনা হয়নি। নিহত অনিক কুমার চাকমার পিতা আদর সেন চাকমা কর্তৃক কোতোয়ালী থানায় দায়েরকৃত হত্যা মামলা এবং আঞ্চলিক পরিষদ কর্তৃক দায়েরকৃত অগ্নিসংযোগ ও ভাঙচুর মামলায় নামমাত্র ৩/৪ জনকে গ্রেফতার গ্রেফতার করা হলেও ঘটনায় জড়িত মূলহোতারা থাকে ধরাছোয়ার বাইরে।

প্রশাসনের তরফ থেকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন)-কে প্রধান করে একটি ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলেও আজ অবধি উক্ত তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করা হয়নি। অন্যদিকে জনসংহতি সমিতিসহ বিভিন্ন মহল থেকে উক্ত ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি করা হলেও সরকারের তরফ থেকে কোন উদ্যোগ নেয়া হয়নি। এ ধরনের বিচারহীনতার সংস্কৃতি বলবৎ থাকায় পার্বত্য চট্টগ্রামে ধারাবাহিকভাবে সাম্প্রদায়িক হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা সংঘটিত হয়ে আসছে।

সেনা অভিযান, ঘরবাড়ি তল্লাসী, জেল-জুলুম, হত্যা:

২০২৪ সালে নিরাপত্তা বাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক ১১৯টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সংঘটিত হয়েছে এবং এতে কমপক্ষে ৫,০০০ জন বমসহ ৫,৬৫৫ জন, কমপক্ষে ১,০০০ বম পরিবারসহ ১,৩২১ পরিবার ও ৪৭টি বম গ্রামসহ ৯৪টি গ্রামের লোক মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে। তার মধ্যে হত্যা করা হয়েছে ১৬ জন বমসহ ২০ জনকে, গ্রেফতার ও মিথ্যা মামলায় জড়িত করা হয়েছে ১৪৩ জনকে, সাময়িক আটক করা হয়েছে ২৮ জনকে, জুম ও বাগান-বাগিচা চাষে বাধা ও ক্ষতি করা হয়েছে ৪২ পরিবারকে, সীমান্ত সংযোগ সড়কে ক্ষতি করা হয়েছে ২৪২ পরিবারকে এবং পারিবারিক তথ্য ও ছবি প্রদানে নির্দেশ দেয়া হয়েছে ২০টি গ্রামকে।

এসব ঘটনার মধ্যে অন্যতম ঘটনা হচ্ছে কেএনএফ ও ইসলামী জঙ্গী বিরোধী অপারেশনের অজুহাতে পার্বত্য চুক্তিকে লঙ্ঘন করে বান্দরবান জেলার রোয়ংছড়ি, রুমা ও থানচি উপজেলায় সেনাবাহিনীর ১৬টি ও বিজিবির ১টি নতুন অস্থায়ী ক্যাম্প স্থাপন করা। জুলাইয়ে সেনাবাহিনীর নিষেধাজ্ঞার কারণে বান্দরবান জেলার রুমা উপজেলার আদিবাসী বম জনগোষ্ঠীর কয়েক লক্ষ টাকার বিক্রিত ও বিক্রয়যোগ্য পাকা আনারস ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। মে মাসে বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতোমং মারমা তৎসময়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুর্বৃত্তের গুলিতে হত্যার শিকার হন।

মার্চে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কন্সট্রাকশন ব্রিগেডের অধীন ২৬ ইঞ্জিনিয়ারিং কন্সট্রাকশন ব্যাটেলিয়ন কর্তৃক রাঙ্গামাটি জেলার রাজস্থলী-বিলাইছড়ি-জুরাছড়ি সীমান্ত সংযোগ সড়ক নির্মাণের সময় জুরাছড়ি ও বিলাইছড়ির সীমান্তবর্তী গাছবাগান পাড়া ও থুম পাড়া নামে দুইটি জুম্ম গ্রামের ২৩ পরিবার জুম্ম উচ্ছেদ ও ১৭ পরিবারকে জুম চাষে বাধা প্রদান করা হয়েছে। পর্যটন কেন্দ্র স্থাপনের মূল উদ্দেশ্যেই সেনাবাহিনী উক্ত দু’টি গ্রাম উচ্ছেদের উদ্যোগ নিয়েছে।

‘ভাগ করো শাসন করো’ ঔপনিবেশিক নীতির ভিত্তিতে সরকারের বিশেষ মহলের মাধ্যমে জুম্ম জাতিগোষ্ঠীর মধ্যে উচ্ছৃঙ্খল, সুবিধাবাদী ও উচ্চাভিলাষী ব্যক্তিদের নিয়ে একের পর এক সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ গঠন করে দিয়ে এবং তাদেরকে বিভিন্ন জায়গায় প্রকাশ্যে সশস্ত্রভাবে মোতায়েন করে পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে চলেছে। ২০২৪ সালে সেনা-সৃষ্ট এসব সশস্ত্র সন্ত্রাসী গ্রুপগুলোর মধ্যে মগ পার্টি, বম পার্টি ও ইউপিডিএফ (প্রসিত) কর্তৃক ৪৪টি ঘটনা সংঘটিত হয়েছে এবং এতে ১৭৪ জন ও ৩৬টি গ্রামের অধিবাসী মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনার মধ্যে অপহরণ, মুক্তিপণ আদায়, মারধর, হত্যা, গুলিতে আহত, তল্লাসী, হত্যার হুমকি, গবাদিপশু ও মুরগী ছিনতাই, টাকা ও মোবাইল ছিনতাই, চাঁদা দাবি ইত্যাদি ঘটনা ছিল।

সেনা-সৃষ্ট সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কর্তৃক সংঘটিত সন্ত্রাসী ঘটনাগুলোর মধ্যে অন্যতম হলো গত ২ ও ৩ এপ্রিল কেএনএফ কর্তৃক রুমা ও থানচিতে ব্যাংক এবং রুমা থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর ১৪টি আগ্নেয়াস্ত্র লুট করা। উপরন্তু উক্ত ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী কেএনএফের বিরুদ্ধে সামরিক অভিযানের দোহাই দিয়ে নারী, শিশু, গর্ভবতী নারীসহ নিরস্ত্র নিরীহ বম গ্রামবাসীদেরকে ধর-পাকড়, শারিরীক নির্যাতন, গ্রেফতার ও জেলে প্রেরণ, কেএনএফ তকমা দিয়ে ঠান্ডা মাথায় গুলি করে হত্যার ঘটনা সংঘটিত হয়েছে। এযাবত গুলি করে হত্যা করা হয় একজন শিশুসহ বম জনগোষ্ঠীর ১৬ জনকে এবং গ্রেফতার করা হয় গর্ভবতী নারী ও শিশুসহ ১১১ জন নিরীহ বম গ্রামবাসীকে (কয়েকজন ত্রিপুরাসহ)।

আগস্টে রাঙ্গামাটি শহরে ইউপিডিএফ (প্রসিত) সশস্ত্র হামলা চালায়। এতে কমপক্ষে ১৮ জন আহত ও ২ জন ছাত্রীকে অপহরণ করা হয়। পরে জনগণের চাপে পড়ে অমানুষিক মারধরের পর উক্ত ছাত্রীদের ছেড়ে দিতে বাধ্য হয়। ডিসেম্বরে বাঘাইছড়ির মাজালঙে চুক্তি বিরোধী ইউপিডিএফ কর্তৃক ৪ জন ত্রিপুরা গ্রামবাসীকে হুমকি ও বেদম মারধর করা হয়। অন্যদিকে পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের হাতিমারা গ্রামে একটি বিয়ে অনুষ্ঠানে ইউপিডিএফ হঠাৎ হানা দিয়ে ৩ নিরীহ জুম্মকে অপহরণ, ৬-৭ ব্যক্তিকে বেদম মারধর এবং ৫০-৬০ জনের মোবাইল ফোন ছিনতাই করে।

অপরদিকে আগষ্ট মাসে সেনা-মদদপুষ্ট মগ পার্টি’র সন্ত্রাসী কর্তৃক রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদুমং মারমা (৫০) অপহরণের শিকার হন এবং পরে ৫০ লক্ষ টাকার মুক্তিপণ দিয়ে তাকে ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় প্রশাসন তরফ থেকে মগ পার্টি সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

ভূমি বেদখল, উচ্ছেদ ও অনুপ্রবেশ:

২০২৪ সালে মুসলিম সেটেলার ও ভূমিদস্যু কর্তৃক ২৫টি ঘটনা সংঘটিত হয়েছে। এতে ২১০ জন জুম্ম মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে, ১১৯টি বাড়ি, দোকান ও বুদ্ধ মন্দিরে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে এবং ২,৩১৪ একর ভূমি বেদখল করা হয়েছে। আলিকদমে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটেছে। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা নিম্নে দেয়া গেল-

অক্টোবরে মিয়ানমারের আরাকান রাজ্য থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীর লোকজন নতুন করে বান্দরবান জেলার আলিকদম উপজেলার জঙ্গল ও নদীপথে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে। গত প্রায় এক মাস ধরে অর্থের বিনিময়ে স্থানীয় কিছু দালালের সহযোগিতায় রোহিঙ্গারা আলিকদমে প্রবেশ করছে। অপরদিকে ক্ষমতাচ্যুত আওয়ামীলীগ সরকারের আমলে মুসলিম সেটেলাররা ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধিকে ‘মৃত ঘোষণা’ বা ‘অকার্যকর’ করার ষড়যন্ত্র করেছিল।

বান্দরবান জেলার লামার সরই ইউনিয়নে আওয়ামীলীগের সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম কর্তৃক ক্ষমতা অপব্যবহার করে তার স্ত্রী ও আত্মীয়-স্বজনের নামে স্থানীয় জুম্ম ও বাঙালি জনগণের মালিকানাধীন ও ভোগদখলীয় শত শত একর ভূমি বেদখল করা হয়। বর্তমানে তাজুল ইসলাম পলাতক থাকলেও, তার লোকজন ঐ এলাকায় নিয়মিত সশস্ত্রভাবে পাহারা দিচ্ছে এবং স্থানীয় জুম্ম-বাঙালি জনগণকে তাদের ভূমিতে চলাচল ও কাজ করতে বাধা দিচ্ছে। গত ২০ নভেম্বর তাজুল ইসলামের দুর্বৃত্তরা সরই ইউনিয়নের টংগঝিরি এলাকায় স্থানীয় জুম্ম-বাঙালি গ্রামবাসীদের উপর হামলা চালায়। এসব ঘটনার বিরুদ্ধে প্রশাসনের তরফ থেকে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ভূমি বেদখলের উদ্দেশ্যে ভূমি বেদখলকারী কর্তৃক ২৫ ডিসেম্বর বড় দিনের রাতে বান্দরবানে লামার সরই ইউনিয়নের ত্রিপুরাদের ১৭টি পরিবারের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হয়।

বান্দরবানের সুয়ালক ও লামার ডুলুছড়িতে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ, তার স্ত্রী ও মেয়ের নামে রয়েছে শত একর জমি। এসব জমিতে একসময় অসহায় পরিবারের বসবাস থাকলেও ছলে-বলে-কৌশলে নামমাত্র মূল্যে তাদের জমি বিক্রি করতে বাধ্য করা হয়। অন্যদিকে লক্ষীছড়ি উপজেলার ২১৭নং জারুলছড়ি মৌজায় সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্পের নামে হেডম্যানের স্বাক্ষর সহ প্রত্যয়নপত্র জাল করে CDTO-CRCCII-CCECC-ERECBL CONSORTIUM নামক একটি বহিরাগত কোম্পানি কর্তৃক ১,৭০০ একর ভূমি বেদখলের চেষ্টা করা হচ্ছে। এভাবেই প্রভাবশালী ব্যক্তিরা প্রশাসনের ছত্রছায়ায় পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখল ও স্বভূমি থেকে জুম্মদেরকে উচ্ছেদ করে চলেছে।

যৌন হয়রানি, সহিংসতা, ধর্ষণ ও হত্যা:

২০২৪ সালে মুসলিম সেটেলার কর্তৃক জুম্ম নারী ও শিশুর উপর ১২টি সহিংসতার ঘটনা সংঘটিত হয়েছে এবং এতে ১৬ জন জুম্ম নারী ও শিশু সহিংসতার শিকার হয়েছে। এসব ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও পুলিশেন দুর্বল অভিযোগ গঠন ও ভূমিকার কারণে অভিযুক্ত ব্যক্তিরা গ্রেপ্তারের কয়েক দিন পরে জামিনে জেল থেকে বের হয়ে যায়। ফলে এ যাবৎ জুম্ম নারী ও শিশুর উপর সংঘটিত কোনো ঘটনায় জড়িত ব্যক্তিরা দৃষ্টান্তমূলক শাস্তি পায়নি। এই বিচারহীনতার সংস্কৃতির কারণে জুম্ম নারী ও কন্যাশিশুর উপর অব্যাহতভাবে লোমহর্ষক সহিংসতার ঘটনা সংঘটিত হয়ে আসছে।

গত ২৩ এপ্রিল ২০২৪ রাঙ্গামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তা বহুল আলোচিত কল্পনা চাকমা অপহরণ মামলাটি অবশেষে খারিজের আদেশ দিয়েছেন। পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে অপহৃত কল্পনার কোনো হদিশ প্রদান ও অপহরণকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যর্থতা নিয়ে এবং প্রতিবেদনটির উপর বাদীর নারাজি আবেদন নামঞ্জুর করেই আদালত এই মামলাটি অবসানের আদেশ দেন। প্রায় দীর্ঘ ২৮ বছর ধরে মামলাটি চলার পরও রাঙ্গামাটির প্রশাসন ও বিচার বিভাগ কর্তৃক অপহৃত কল্পনার হদিশ দিতে না পারা এবং অভিযুক্ত চিহ্নিত সেনাবাহিনীর লেঃ ফেরদৌস এবং ভিডিপি সদস্য নূরুল হক ও সালেহ আহমদকে গ্রেপ্তার করে যথাযথ বিচার করার ব্যর্থতা পার্বত্য চট্টগ্রামে বিদ্যমান বিচারহীনতার এক চরম দৃষ্টান্ত বৈ কিছু নয়।

https://hillvoice.net/en/bn/2025/01/%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a6%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a7%ac%e0%a7%a6%e0%a7%ab%e0%a7%ab-%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%ae%e0%a7%8d/

Address

Waterloo
Waterloo, ON

Alerts

Be the first to know and let us send you an email when Hill Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share