Shine bright with Afsana nasrin

Shine bright with Afsana nasrin 1,how to interior my dream house2,healthy food cooking videoes,3,daily blogging It’s parsonal blog and video creator and photography

I've just reached 1.5K followers! Thank you for continuing support. I could never have made it without each and every on...
09/03/2024

I've just reached 1.5K followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉

08/05/2024

১. অভিনন্দন বাংলাদেশ🇧🇩🇧🇩🇧🇩
২. গণভবনের লুটপাট কে glorify করাটা চোখে লাগছে খুব..সারা পৃথিবীর চোখ এখন আমাদের দিকে..International Media তে এই ছবিগুলো দেশের মান ইজ্জতের বারো টা বাজাবে..নিজেদের সম্মান নিজেরা নষ্ট না করি…

৩. সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করাও কিন্তু এই মুহূর্তে আমাদেরই দায়িত্ব…প্লিজ সবাই দায়িত্বশীলতার পরিচয় দেই

৪. সামনের সময়টা অনেক গুরুত্বপূর্ণ.. সবসময়ের মতো আবেগে ভেসে না গিয়ে নিজেদেরকে compose করে সামনের দিনগুলোর plan করা জরুরী

৫. Enjoy…you have earned it.. but don’t forget the promises and sacrifices.

৬. ছোটবেলার অনেক পড়া একটা ভাব সম্প্রসারণের কথা আবারো সবাইকে মনে করিয়ে দেই…

“স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন”

The safety, honour and welfare of my country comes first,
The honour, welfare and comfort of my men come next.
My own ease, comfort and safety come last,
always and every time.

💚Long live my country,
❤️Long Live our Bangladesh,
🧡May Almighty Bless us all.

08/05/2024

Alhamdulillah *হে রাজত্বের মালিক আল্লাহ! তুমি যাকে চাও রাজত্ব দাও, আবার যার কাছ থেকে চাও রাজত্ব ছিনিয়ে নাও; যাকে চাও সম্মানিত করো, আবার যাকে চাও লাঞ্ছিত কর। তোমার হাতেই সকল কল্যাণ। নিশ্চই তুমি সব কিছুর উপর ক্ষমতাবান। [আল-ইমরান : ২৬]*

Student power .one of the best memorable day33 and 34 July .         bright with Afsana nasrin
08/03/2024

Student power .one of the best memorable day33 and 34 July . bright with Afsana nasrin

We want justice
08/01/2024

We want justice

07/18/2024
ছাত্ররাই বর্তমান এবং তারাই ভবিষ্যৎ।  ছাত্ররাই বর্তমান এবং তারাই ভবিষ্যৎ।  Shine bright with Afsana nasrin
07/17/2024

ছাত্ররাই বর্তমান এবং তারাই ভবিষ্যৎ।

ছাত্ররাই বর্তমান এবং তারাই ভবিষ্যৎ।


Shine bright with Afsana nasrin

06/16/2024

Don't sacrifice only animals on Eid, sacrifice your stubborn ego, jealousy and suspicion, purify your heart so that the sacrifices are accepted. Eid Mubarak every one.

06/11/2024

আল্লাহ তা'আলা যাকে অপছন্দ করেন তাকেও অঢেল ধন সম্পদ দান করেন। আর যাকে পছন্দ করেন তাকে দান করেন হিকমাহ।

যাকে হিকমাহ দান করা হয় তার ভিতরে থাকে সাকিনা। আরবি সাকিনা শব্দের অর্থ শান্ত, প্রশান্ত, ধীর, স্থির।

টেবিল ভর্তি খাবার অথচ প্রত্যেকটা খাবারে আপনি দোষ খুঁজে পাচ্ছেন, পেট ভরে খেতে পারছেন না। কেননা আপনাকে সম্পদ দান করা হয়েছে, হিকমাহ দেয়া হয়নি যে কারণে আপনার ভিতর সাকিনা নেই।

আপনাকে হিকমাহ দেয়া হয়েছে যে জন্যে আলু ভর্তা আর ডাল দিয়েও পরম প্রশান্তি নিয়ে পেট ভরে খেয়ে উঠে বলে উঠবেন আলহামদুলিল্লাহ।

উচ্চশিক্ষিতা সুন্দরী স্ত্রী পেয়েও আপনি তাকে নিয়ে সুখী নন, কারণ আপনাকে হিকমা দেয়া হয়নি।

টয়োটা এলিয়নে চড়েও আপনি সুখী নন, আপনার কেন পাজেরো নাই? এর কারণ আপনার মাঝে হিকমাহ নাই, সাকিনা উঠে গেছে। আপনি আপনার অবস্থানে সুখী নন।

আরবি হিকমা শব্দের অর্থ প্রজ্ঞা। যাকে আল্লাহ তা'আলা হিকমা দান করেন সে সর্ব অবস্থায় সন্তুষ্ট থাকে, শান্তিতে থাকে। এর অর্থ নিজেকে মানিয়ে চলা এবং তাতে সন্তুষ্ট থাকা।

রিজিক শব্দের অর্থ অনেক ব্যাপক।
■▪রিযিকেরর সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।
■▪রিযিক এর সর্বোচ্চ স্তর হচ্ছেঃ শারীরিক এবং মানসিক সুস্থতা।
■▪রিযিকের সর্বোত্তম স্তর হচ্ছেঃ পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান এবং
■▪রিযিক এর পরিপূর্ণ স্তর হচ্ছেঃ মহান আল্লাহর সন্তুষ্টি।

■■ রিযিক খুব গভীর একটি বিষয়, যদি আমরা তা বুঝতে পারি।

■■ আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করবো তাও লিখিত বা নির্দিষ্ট।

■■ আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটা লিখিত। একটি দানাও কম না এবং একটিও বেশি না।

■■ ধরুন এটা লিখিত যে আমি সারাজীবনে এক কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্‌ তা'আলা নিয়েছেন।

■■ কিন্তু, আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো সেই সিদ্ধান্ত একান্তই আমার।

■■ যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্‌ তা'আলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাবো। আর হারাম উপায়ে হলেও ওই এক কোটিই... নাথিং মোর, নাথিং লেস!

■■ আমি যেই ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি, সেটা হয়ত ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে, সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি বা কিনেনি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার রিযিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে।
এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না! রিযিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না।

■■ রিযিক জিনিসটা এতোটাই শক্তিশালী!

■■ কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিযিক, শুধুমাত্র আল্লাহ্‌ তা'ইলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে। আলহামদুলিল্লাহ!

■■ কেউ কারওটা খাচ্ছে না, যে যার রিযিকের ভাগই খাচ্ছেন।

■■ আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি, সেটা নির্ভর করছে আমি আল্লাহ্‌ তা'আলার উপর কতটুকু তাওয়াক্কাল আছি, কতটুকু ভরসা করে আছি। কেননা,
আল্লাহ তা'আলা বলেনঃ
-------"দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই, যার রিযিকের দায়িত্ব আল্লাহর ওপর নেই। তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থানস্থল সম্পর্কে তিনি অবহিত। সব কিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে।"
-----(সুরা হুদ : আয়াত ৬)

■■ আল্লাহ তা'আলা অন্যত্র বলেনঃ
-------"যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন। আর তাকে (এমন উৎস থেকে) রিযিক দেবেন, যা সে ধারণাও করতে পারবে না।"
-----(সুরা ত্বালাক : আয়াত ২-৩)

■▪মহান আল্লাহ্‌ তা'আলা আমাদের সঠিক পথ এবং হালাল ও প্রশস্ত কামাই রোজগার ও রিযিক এর ব্যবস্থা করে দিন এবং সকল প্রকার হারাম কামাই রোজগার ও রিযিক থেকে হিফাযত করুন এবং আমাদের সবাইকে ক্ষমা করুন, এবং হিফাযত করুন(আমীন)।

(সংগৃহীত)

06/09/2024

প্রতিদিন দান করুন !
দান শুধু অর্থকড়ি আর টাকা পয়সার সাথে সম্পর্কিত নয়। যার দান করার মতো অর্থকড়ি নেই, ইসলামের উদার নীতিতে তিনিও বড় দানশীল হতে পারেন। দান অতি বড় পুণ্যের কাজ। প্রতিদিন দান করুন। পুণ্য সঞ্চয় করুন। ইসলামের দৃষ্টিতে:
০১. প্রতিটি ভালো কথা একটি দান।
০২. প্রতিটি ভালো উপদেশ একটি দান।
০৩. কোনো ভাইয়ের সাথে হাসিমুখে কথা বলা দান।
০৪. অন্ধকে পথ চলতে সাহায্য করা একটি দান।
০৫. পথহারাকে পথ প্রদর্শন করা একটি দান।
০৬. বয়স্কদের সম্মান করা একটি দান।
০৭. ছোটদের স্নেহ করা একটি দান।
০৮. দু:খীর মুখে হাসি ফোটানো একটি দান।
০৯. কারো জন্যে কল্যাণের দোয়া করা একটি দান।
১০. কাউকে উত্তম শিক্ষাদান করা একটি দান।
১১. কাউকে দ্বীনের জ্ঞানদান করা একটি দান।
১১. পিপাসার্তকে পানি পান করানো একটি দান।
১২. রোগীকে দেখতে যাওয়া একটি দান।
১৩. রোগীর কপালে হাত বুলিয়ে দেয়া একটি দান।
১৪. সামান্য কথা/ কাজ দিয়ে সাহায্য করাও একটি দান।
১৫. কারো কল্যাণে কিছু সময় দেয়া একটি দান।
১৬. সহানুভূতিশীল কথা বলাও একটি দান।
১৭. কারো সমস্যার কথা শোনা একটি দান।
১৮. কারো অনিষ্ট দূর করে দেয়া একটি দান।
১৯. কোমল কথা বলা একটি দান।
২০. সহৃদয়তা প্রকাশ করা একটি দান।
২১. ক্ষমা করে দেয়া একটি দান।
২২. কারো দু:খে দু:খী হওয়া একটি দান।
২৩. কারো আনন্দে আনন্দিত হওয়া একটি দান।
২৪. রাস্তা থেকে অনিষ্টকর জিনিস সরানো একটি দান।
২৫. সুপরামর্শ দেয়া একটি দান।
আপনার শেয়ারের কারণে কেহ আমল করলে, আপনার একটি শেয়ারও হতে পারে দানের সমপরিমান । আল্লাহ্ আমাদের আমলের তাওফিক দিক । আমিন।collected

With somoynews.tv – I just got recognised as one of their top fans! 🎉
05/27/2024

With somoynews.tv – I just got recognised as one of their top fans! 🎉

04/29/2024

bright with Afsana nasrin

বয়ঃসন্ধির মতো ৪০ এর পরের জীবনেরও একটা নাম থাকা উচিত।  বুড়িও না, আবার ছুঁড়িও না, অদ্ভুত একটা বয়স। বেশিরভাগ ক্ষেত্রেই এরা ...
03/28/2024

বয়ঃসন্ধির মতো ৪০ এর পরের জীবনেরও একটা নাম থাকা উচিত। বুড়িও না, আবার ছুঁড়িও না, অদ্ভুত একটা বয়স। বেশিরভাগ ক্ষেত্রেই এরা সংসারী 15/20 বছর ধরে।

এক/দুই সন্তানের মা হলেও মনের ভেতরকার কিশোরীটা কোথাও যেন রয়ে যায়। সেই মনের কিশোরীটাকে অবদমনের ক্লান্তিকর প্রচেষ্টা সবসময়। কারন, পরিবেশ পরিস্থিতির কাছে ছুঁড়ি হয়ে থাকাটা নিছক হাস্যকর।

যা পাওয়ার ছিল, আর যা পাওয়া হয় নি, মনটা সেই হিসেব করতে বসে যায়, মন না চাইতেও। কতই বা আর ব্যস্ত থাকা যায়, সংসার, রান্নাবান্না, কিংবা অফিস নিয়ে? দিনের শেষে না পাওয়াগুলো কেমন যেন খোঁচাতে থাকে, দিনের শেষে মনে হয় কেউ তো থাকুক, কেউ তো শুনুক, মনের সব কথা, কোন জাজমেন্ট ছাড়া।

এদিকে সংসার, বাচ্চাকাচ্চা মানুষ করতে করতে জীবনটা বন্ধুহীন হয়ে যায়, সবাই যার যার জীবনে ব্যস্ত।

৪০ পেরোনো মেয়েরা একটা কঠিন রোগে ভোগে। নস্টালজিয়া! কারণে অকারণে শুধু পুরনো কথা মনে পড়ে। পুরোনো ক্ষতগুলো দগদগে হয়ে ওঠে! আবার মনে পড়ে ফেলে আসা শৈশব, তারুন্যের চঞ্চল মন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সোনালি দিনগুলো, তার সঙ্গে প্রথম দেখার ক্ষণটি, কখনো বা না ফুরানো কতো গল্প, বৃষ্টিবিলাস!!
যে কিছু সময়ের জন্য নিজের হয়েছিল, যে কষ্ট দিয়েছিল, কিংবা না চাইতেও যাকে কষ্ট দিতে হয়েছিল, সব মনে পড়ে যায় সময়ে অসময়ে।

রাতেরবেলা সব কাজ সেরে আয়নার সামনে দাঁড়ালে বড় অসুন্দর মনে হয় নিজেকে। চুল পড়ে অর্ধেক, মুখে বলিরেখারা সবে আঁকিবুকি শুরু করেছে, এক সময়ের মেদহীন শরীরটা স্বপ্নের মত লাগে, পেটে স্ট্রেচ মার্কের দাগ, সব মিলিয়ে ভীষণ অনাকর্ষণীয় লাগে নিজেকে। সেই বিষণ্ণতা ঢাকতেই হয়তো শাড়ি-গয়নায় মেতে থাকতে চায় মেয়েদের মন।

জীবনের অর্ধেকটা পার করে এসে ৪০ পেরোনো মেয়েদের দুর্নিবার প্রেমের ইচ্ছা জাগে। নাহ, প্রেম করার জন্য প্রেম না। মনে হয় কেউ থাকুক, কেউ শুনুক সব কথা, আবার কারো আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে মন চায়। মনটা আবার সবকিছু নতুন করে শুরু করতে চায়।

মন নতুন কাউকে চায়না, পুরাতন মানুষটাকেই আবার নতুন করে চায়। আবার তার চোখের তারা হয়ে থাকার বড় সাধ হয়। সংসার, বাস্তবতা সব অস্বীকার করতে চায় মনটা মাঝে মাঝেই।

৪০ পেরোনো মেয়ের বাবা-মায়ের কথা খুব মনে পড়ে। সেই জীবনটা খুব মনে পড়ে প্রতিনিয়ত। যা করতে ইচ্ছা করে তাঁদের জন্য, কিন্তু চাইলেই করা যায় না। শুধু মেয়ের বাবা-মা বলে অধিকারবোধ সীমিত করে রাখতে হবে এই ব্যাপারটাই খুব ভাবায়।

শুধু ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেনডেন্ট হলেই কি সমাজ ইন্ডিপেন্ডেন্স দেয়? মেয়েরা কখনই সমাজের দাসত্ব থেকে পুরোপুরি বের হতে পারে না।

৪০ পেরোনো মেয়েটার মাঝে মাঝেই খুব একা থাকতে মন চায়। নিজের মত করে, নিজের জন্য। পরমুহূর্তেই সন্তানদের জন্য মন কাঁদে। মায়েরা সবচেয়ে ভয় পায় মৃত্যু। শত অভিমানেও সে বেঁচে থাকতে চায়, তার সন্তানদের জন্য। অন্তত যতদিন সন্তানদের জীবনে তার প্রয়োজন আছে ততদিন। চিৎকার করে কাঁদতে বড় সাধ হয়, যেন সেই কান্না কেউ শুনতে না পায়, এমন জায়গার খোঁজে মনে হয় জীবনটাই পার হয়ে যায়।

৪০ এর কাছে এসে মেয়েদের সবুজ মনটা আস্তে আস্তে নীল হতে শুরু করে, প্রথমে, হাল্কা, তারপর আস্তে আস্তে গাঢ় হয়। এক সময়, বেশি কথা বলা মেয়েটা চুপচাপ হয়ে যায়, মেনে নিয়ে বেঁচে থাকা শিখে যায়। পান থেক চুন খসতেই যে মেয়ের চোখের জল, নাকের জল এক হয়ে যেত, তার নিঃশব্দ কান্না খুব কাছের না হলে কেউ টেরই পায় না।

৪০ পেরোনো মেয়েগুলো ব্যালেন্স করতে করতে নিজেদের কথা ভুলে যায়। ভুলে যায় কি করলে ভালো লাগবে, ভুলে যায় মনটা কি চায়।

৪০ পেরোনো শরীরটাও আগের মত সাপোর্ট দেয় না। অপারেশনের ধকল, মেরুদন্ডে দেওয়া ইঞ্জেকশন শরীরটাকে অকেজো করে দেয়। ভাঙ্গা কোমর নিয়ে দিব্যি রান্নাবান্না, বাচ্চার দেখাশোনা, ঘরের কাজ, জার্নি সব করে যায়।তবু দিন শেষে শুনতে হবে কিছুই করে না।

৪০ পেরোনো মেয়েগুলো যত্ন চায়, তারা চায় কেউ তার মনের যত্ন করুক!

যদিও লেখাটি সংগ্রহ করা,তবুও আমার মত ৪০ এ পা রেখেছেন যেন অসংখ্য নারীদের মনের কথা।Shine bright with Afsana nasrin@

03/24/2024

Once sunny day bright with afsana nasrin

03/21/2024

Eton Center

Happy International Women's Day! Here's to celebrating the strength, resilience, and achievements of women everywhere. W...
03/08/2024

Happy International Women's Day! Here's to celebrating the strength, resilience, and achievements of women everywhere. Wishing you a day filled with empowerment and inspiration!

দিন দিন আমাদের প্রিয় দেশটা , এই শহরটা আমাদের বসবাসের জন্য, বাঁচার জন্য অযোগ্য হয়ে যাচ্ছে !!!  কোথায় যাবো আমরা ? কাকে বলব...
03/02/2024

দিন দিন আমাদের প্রিয় দেশটা , এই শহরটা আমাদের বসবাসের জন্য, বাঁচার জন্য অযোগ্য হয়ে যাচ্ছে !!!
কোথায় যাবো আমরা ? কাকে বলবো আমাদের নিরাপত্তাহীনতার আতঙ্কের কথা ? রাস্তা য় বের হলে একসিডেন্টের ভয় ,অসুস্থ হলে ও ডাক্তার দেখানোয় ভয়,ভুল চিকিৎসা হবে নাতো?? কোথাও খেতে যাবো আগুন লাগার ভয়। এতো ট্রমা থেকে মুক্তির উপায় কি??আদৌ কি আমরা মুক্ত হতে পারব??

Happy Christmas
12/25/2023

Happy Christmas

12/02/2023

জানলাম , আজকের ভুমিকম্পের উৎপত্তিস্হল বাংলাদেশ । ব্যাপারটা কিন্তু আর “ফান” করার মত থাকলো না ,ভাবার বিষয় তাইনা ?

Address

Toronto, ON

Telephone

+4372139401

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shine bright with Afsana nasrin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shine bright with Afsana nasrin:

Videos

Share

Category