Tanisha Zaman

Tanisha Zaman Trust isn't just only a word, it's an excellent feeling of life.

কেন আপনার দাঁতের যত্নে ব্যবহার করছেন প্লাস্টিকের ব্রাশ, যখন আপনি পরিবেশ-বান্ধব বাঁশের ব্রাশ বেছে নিতে পারেন? 🌿আপনি কি কখ...
28/10/2024

কেন আপনার দাঁতের যত্নে ব্যবহার করছেন প্লাস্টিকের ব্রাশ, যখন আপনি পরিবেশ-বান্ধব বাঁশের ব্রাশ বেছে নিতে পারেন? 🌿

আপনি কি কখনো ভেবে দেখেছেন, প্রতিদিনের ছোট্ট একটি অভ্যাস—যেমন দাঁত ব্রাশ করা—আমাদের পরিবেশের উপর কী বিরূপ প্রভাব ফেলে? 😯 আমাদের প্রতিদিন ব্যবহৃত প্লাস্টিকের ব্রাশগুলো যখন ফেলে দেওয়া হয়, সেগুলো পৃথিবীকে ধীরে ধীরে দূষিত করে চলেছে, কারণ এগুলো সহজে নষ্ট হয় না! 🌎

এমন সময়েই আমরা এনেছি Ubique-এর সম্পূর্ণ পরিবেশ-বান্ধব বাঁশের টুথব্রাশ 🪥, যা আপনার জন্য তো উপকারী বটেই, আমাদের গ্রহকেও সুরক্ষিত রাখে।

কল্পনা করুন: প্রতিদিন সকালে যখন আপনি এই প্রাকৃতিক বাঁশের টুথব্রাশ হাতে নেন, আপনার মনে হবে যে আপনি শুধুমাত্র নিজেকেই নয়, বরং পৃথিবীর জন্যও কিছু করছেন! 😊

তাহলে অপেক্ষা কেন? পরিবর্তন আনুন আপনার ছোট্ট অভ্যাসে, বড় পার্থক্য তৈরি করুন আমাদের পৃথিবীর জন্য। 🌏

আপনার প্রথম বাঁশের টুথব্রাশ নিতে আগ্রহী? কমেন্ট করুন "বাঁশের ব্রাশ" এবং আমাদের টিম আপনাকে জানাবে বিস্তারিত! 🙌

অর্ডার করতে আজই ইনবক্স করুন!

For order:
WhatsApp: +8801723340582


https://www.facebook.com/share/p/WFz91kadD4vRvZiX/
27/10/2024

https://www.facebook.com/share/p/WFz91kadD4vRvZiX/

🌱 পরিবর্তনের পথে এক ধাপ এগিয়ে যান 🌱
আমাদের নতুন ইকো-ফ্রেন্ডলি বাম্বু টুথব্রাশের সাথে শুরু করুন আপনার দিনের প্রথম হাসি! 💚

আমাদের কোম্পানি "ইউবিক" চীনের মানসম্পন্ন, ১০০% পরিবেশবান্ধব বাঁশের টুথব্রাশ বাংলাদেশে এনেছে, যা পরিবেশ রক্ষায় এক নতুন যুগের সূচনা করতে সহায়ক। প্লাস্টিকের পরিবর্তে এই টুথব্রাশ আপনাকে দেয় একটি টেকসই সমাধান। 🌍

✨ এই উদ্যোগটি শুধু একটি টুথব্রাশ নয়, এটি আমাদের গ্রহকে সুরক্ষিত রাখতে ছোট্ট কিন্তু শক্তিশালী একটি পদক্ষেপ। আমাদের লক্ষ্য, আপনার মতো সচেতন মানুষদের সঙ্গে নিয়ে একটি পরিচ্ছন্ন ও সবুজ পৃথিবী গড়া। 🌿

আপনার মৃদু হাসি দিয়ে সারা দিনে ইতিবাচকতা ছড়িয়ে দিন, এবং একই সঙ্গে প্রিয় গ্রহটিকেও ভালো রাখুন। এখনই ইউবিক বাম্বু টুথব্রাশ ব্যবহার করে গর্বিত হোন এবং নিজের অবদান রাখুন পরিবেশ রক্ষায়!

♻️ আপনি কি পরিবেশবান্ধব পণ্যের পাশে আছেন? আমাদের কমেন্টে জানান, অথবা পোস্টটি শেয়ার করে বন্ধুদের জানাতে সহায়তা করুন! 🌍👇

অর্ডার করতে আজই ইনবক্স করুন!

For order:
WhatsApp: +8801723340582


https://www.facebook.com/share/p/KqxD89QiqBpfSvVg/
20/10/2024

https://www.facebook.com/share/p/KqxD89QiqBpfSvVg/

একবার ভাবুন তো, যে ব্রাশটা আপনি আপনার দাঁতকে সুস্থ রাখার জন্য ব্যবহার করছেন, ঠিক সেই ব্রাশটাই শুধু আপনার দাঁত নয়, আপনার পুরো শরীরেরই ক্ষতি করছে!

অবাক হচ্ছেন? ব্যাপারটা অবাক হওয়ার মতই।

আমরা আমাদের দাঁতের যত্নে প্রতিদিন যে প্লাস্টিকের টুথব্রাশ টা ব্যবহার করছি, সেটা যে কতটা ক্ষতিকর, তা আমরা নিজেরাও জানিনা। প্লাস্টিকের ব্রাশ এর ভেতরে থাকা মাইক্রোপ্লাস্টিক প্রতিনিয়ত আমাদের পুরো শরীরের ক্ষতি করে চলেছে। প্লাস্টিকের টুথব্রাশের এই মাইক্রোপ্লাস্টিকের কারণেই আমরা প্রতিনিয়তই নতুন নতুন রোগে আক্রান্ত হচ্ছি।

তাহলে কি আমরা টুথব্রাশ ব্যবহার করব না? অবশ্যই করবো, তবে সেটা হতে হবে পরিবেশবান্ধব, প্লাস্টিকের না।

আর স্বাস্থ্য সচেতনতা আর পরিবেশবান্ধব চিন্তা করেই ইউবিক নিয়ে এসেছে বাঁশের তৈরি ব্রাশ । এই ব্রাশ পরিবেশবান্ধব এবং স্বাস্থ্যের কোনরকম ক্ষতি করে না।

অর্ডার করতে আজই ইনবক্স করুন!

For order:
WhatsApp: +8801723340582

https://www.facebook.com/share/p/qZXyVQQhDTA3QAtk/
20/10/2024

https://www.facebook.com/share/p/qZXyVQQhDTA3QAtk/

প্রায় সবার মধ্যেই একটা ভাবনা কাজ করে যে, তিনি যে ইঞ্জিন অয়েলটা ব্যবহার করছেন সেটা কি আসলেই জেনুইন? নাকি এর মধ্যে কোন ভেজাল আছে?

যে অয়েলটা আপনি আপনার গাড়ির ইঞ্জিন ভালো রাখার জন্য ব্যবহার করছেন সেটা কি আদৌ আপনার ইঞ্জিন টাকে ভালো রাখছে? নাকি ইঞ্জিনের পার্টসগুলোকে নষ্ট করে দিচ্ছে?

ইউবিক লুব্রিক্যান্টস এর আজকের আয়োজনে থাকছে কিভাবে আপনি আপনার গাড়ির ইঞ্জিনের জন্য সঠিক ইঞ্জিন অয়েলটি নির্বাচন করবেন।

ভালো ইঞ্জিন অয়েল চেনার সহজ কিছু উপায় - জানুন বিস্তারিত

যে কোন ভালো জিনিসের কিছু বৈশিষ্ট্য থাকে, ঠিক তেমনি ভালো ইঞ্জিন অয়েল এর কিছু বৈশিষ্ট্য আছে। আপনি যখন আপনার বাইকে ভালো মানের কোন ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন তখন আপনার বাইকে বেশ কিছু পরিবর্তন আপনি খেয়াল করবেন। আর যদি আপনি এই পরিবর্তন সম্পর্কে জানেন তাহলে আপনি নিজেই ভালো খারাপ ইঞ্জিন অয়েল চিনতে পারবেন।

ভালো ইঞ্জিন অয়েল এর বৈশিষ্ট্যঃ

১- স্মুথ গিয়ার শিফটিংঃ
আপনি যখন আপনার বাইকে কোন ভালো মানের ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন তখন আপনার বাইকের গিয়ার শিফটিং অনেক স্মুথ হবে। অনেক সময় দেখা যায় অনেকের বাইকের গিয়ার শিফটিং হার্ড হয়ে যায়, সেক্ষেত্রে ভালো ইঞ্জিন অয়েল আপনার বাইকের গিয়ার শিফটিং স্মুথ করতে সাহায্য করে। তবে তার জন্য আপনার সব সময় বাইকের ক্লাচ সঠিকভাবে এডজাস্ট রাখতে হবে। অনেক সময় বাইকের ক্লাচ এডজাস্ট না থাকলে আপনার বাইকের গিয়ার শিফটিং হার্ড হয়ে যায়।

২- স্মুথ ইঞ্জিন পারফরম্যান্সঃ
আপনি যখন আপনার বাইকে ভালো ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন তখন আপনার বাইকের ইঞ্জিন থেকে আপনি বেশ স্মুথ পারফরম্যান্স পাবেন। আপনি নিজে থেকে বুঝতে পারবেন আপনার বাইকের ইঞ্জিনে ভালো কিছু রয়েছে।

৩- স্মুথ সাউন্ডঃ
অনেক সময় ইঞ্জিন অয়েলের কারনে বাইকের সাউন্ড কিছুটা নষ্ট হয়ে যায়। কিন্তু আপনি যদি ভালোমানেই ইঞ্জিন অয়েল ব্যবহার করেন তাহলে আপনার বাইকের ইঞ্জিন থেকে আপনি স্মুথ সাউন্ড পাবেন। আর ইঞ্জিনে যদি ইঞ্জিন অয়েল জনিত কোন সাউন্ড সমস্যা থাকে তাহলে সেটিও দূর হয়ে যাবে।

৪- হিটিং ইস্যু কমে যাওয়াঃ
আপনার বাইকে যদি অতিরিক্ত হিটিং সমস্যা থাকে আর আপনি যদি তখন ভালো মানেই ইঞ্জিন অয়েল ব্যবহার করেন, আপনার বাইকের হিটিং সমস্যা অনেকটাই কমে যাবে। তবে তার জন্য আপনাকে অবশ্যই আপনার বাইকের রিকমন্ডেড গ্রেড ফলো করতে হবে।

৫- রেডি পিকাপ কিছুটা ভাল পাওয়াঃ
বাজারে ভালো ভালো কিছু কোম্পানির ইঞ্জিন অয়েল আছে যে অয়েলগুলো আপনার বাইকের রেডি পিকাপ কিছুটা বৃদ্ধি করবে। তবে এটা সব ভালো ইঞ্জিন অয়েলে কিন্তু হয় না। আপনার বাইকের ইঞ্জিন যদি স্মুথ থাকে তাহলে আপনি আপনার বাইক থেকে রেডি পিকাপ মাইলেজ টপ স্পীড সব কিছুই আগে থেকে বেটার পাবেন।

৬- ইঞ্জিন অয়েলের পারফরম্যান্স কমবে নাঃ
ইঞ্জিন অয়েল যদি খারাপ হয় তাহলে আপনি যখন হাইস্পীডে হাইওয়েতে দীর্ঘ সময় বাইক চালাবেন তখন ইঞ্জিন অয়েল তার পারফরম্যান্স ছেড়ে দিবে। এর ফলে আপনার বাইকের সাউন্ড চেঞ্জ হয়ে যাবে কিছুটা এবং আপনার বাইকের গিয়ার শিফটিং হার্ড মনে হবে। কিন্তু আপনার বাইকের ইঞ্জিন অয়েল যদি ভালো হয় তখন আপনার বাইকে এই সমস্যা দেখা দিবে না।

ভালো ইঞ্জিন অয়েল বাইকের ইঞ্জিনে ছোট ছোট অনেক চেঞ্জ আনে, আর এই চেঞ্জগুলো খেয়াল করলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার বাইকের ইঞ্জিন অয়েলটি ভালো।

ভালো ইঞ্জিন অয়েল কোথায় পাবো?

এই প্রশ্নটা আমাদের সবার মনে কম বেশি থাকে, আর এই প্রশ্নের সঠিক উত্তর দেয়াটা কিছুটা কষ্টকর। তবে বর্তমান সময়ে ভালো ইঞ্জিন অয়েল কোম্পানিগুলোর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট থাকে। আপনি যদি আপনার আশেপাশে ভালো ইঞ্জিন অয়েল খুজে না পান তাহলে সেই পেজ বা ওয়েবসাইটে যোগাযোগ করুন। আর আপনি যার থেকে ইঞ্জিন অয়েল কিনে থাকেন আগে এটা অবশ্যই যাচাই করে নিবেন তিনি ওই ইঞ্জিন অয়েল কোম্পানির অফিসিয়াল অফিসিয়াল ডিস্ট্রিবিউটর কিনা? কারন অফিসিয়াল ডিস্ট্রিবিউটর থেকে ইঞ্জিন অয়েল কিনলে ইঞ্জিন অয়েল খারাপ হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে।

বিশেষ দ্রষ্টব্য:ইঞ্জিন অয়েল ব্যবহারের পর ইঞ্জিন অয়েলের বোতলটি ছ্রিদ্র করে দিবেন, যাতে ওই বোতল পরবর্তিতে আর ব্যবহার করা না যায়।

ইউবিক লুব্রিকেন্টস নিয়ে এসেছে ১০০% খাঁটি ইঞ্জিন অয়েল, যা আমরা সরাসরি আমদানি করি থাইল্যান্ড, দুবাই এবং ভারত থেকে। আমাদের ইঞ্জিন অয়েল আপনার ইঞ্জিনের পারফরম্যান্স বাড়াবে, ইঞ্জিনকে দীর্ঘস্থায়ী করবে এবং শক্তি দেবে। তাই, ইঞ্জিনকে দীর্ঘস্থায়ী, সুরক্ষিত এবং মসৃণ রাখতে আজই বেছে নিন ইউবিক লুব্রিকেন্টস-এর বিশ্বমানের ইঞ্জিন অয়েল।

🔗 আরও বিস্তারিত জানার জন্য বা অর্ডার করতে আমাদের পেইজে যোগাযোগ করুন।

Order now:
WhatsApp:+8801716118346

#ইঞ্জিনঅয়েল #ইউবিকলুব্রিকেন্টস #থাইল্যান্ডথেকেঅয়েল #দুবাইথেকেঅয়েল #ভারতথেকেঅয়েল #গাড়িরইঞ্জিন #খাঁটিইঞ্জিনঅয়েল #ইঞ্জিনসুরক্ষা #বিশ্বমানেরঅয়েল #প্রিমিয়ামঅয়েল

**eoil **e **eoil

https://www.facebook.com/share/p/7TmvZchqrpUK28BE/
17/10/2024

https://www.facebook.com/share/p/7TmvZchqrpUK28BE/

🌿 আপনার দাঁতের যত্ন এখন পরিবেশবান্ধব উপায়ে! 🌿

আমাদের Ubique এনেছে চীন থেকে আমদানি করা সম্পূর্ণ প্রাকৃতিক বাঁশের টুথব্রাশ, যা বাংলাদেশে সহজলভ্য। পরিবেশের সুরক্ষায় এগিয়ে আসুন এবং আপনার দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্রে একটি ছোট কিন্তু কার্যকর পরিবর্তন আনুন। 🌍💚

♻️ মুখে হাসি, পরিবেশে শান্তি! আমাদের বাঁশের টুথব্রাশ সম্পূর্ণভাবে জৈব এবং প্লাস্টিক মুক্ত। এটি আপনার দাঁতের যত্নে যেমন কার্যকর, তেমনি আমাদের পৃথিবীকেও সুরক্ষিত রাখছে। 🌱

অর্ডার করতে আজই ইনবক্স করুন!

For order:
WhatsApp: +8801723340582

https://www.facebook.com/share/p/b9VnBwpPjoEvEC5m/
15/10/2024

https://www.facebook.com/share/p/b9VnBwpPjoEvEC5m/

আমরা চীন থেকে প্রাকৃতিক বাঁশের টুথব্রাশ বাংলাদেশে নিয়ে এসেছি! 🌍💚

প্রাকৃতিক এবং পরিবেশবান্ধব এই ব্রাশগুলি আপনার দাঁতের যত্নের পাশাপাশি আমাদের পরিবেশকে রক্ষা করতে সাহায্য করবে এবং আমাদের গ্রহকে রক্ষা করবে।

আমাদের ব্রাশগুলো সম্পর্কে আরও জানুন এবং আপনার অর্ডার দিন!

For order:
WhatsApp: +8801723340582

https://www.facebook.com/share/p/iaSmr26Qyw1qBzSx/
14/10/2024

https://www.facebook.com/share/p/iaSmr26Qyw1qBzSx/

প্লাস্টিকের টুথব্রাশ পলিপ্রোপিলিন এবং নাইলনের মতো নন-বায়োডিগ্রেডেবল উপাদান থেকে তৈরি করা হয়। এগুলি পচতে 400 বছর পর্যন্ত সময় নিতে পারে, যা ল্যান্ডফিল বর্জ্য এবং সমুদ্র দূষণে উল্লেখযোগ্যভাবে অবদান রাখে।

প্লাস্টিকের টুথব্রাশ ভেঙে যাওয়ার সাথে সাথে তারা মাইক্রোপ্লাস্টিকগুলিকে পরিবেশে ছেড়ে দেয়। এই ক্ষুদ্র কণাগুলি আমাদের জল ব্যবস্থায় শেষ হতে পারে এবং সামুদ্রিক জীবন দ্বারা গৃহীত হয়, সম্ভাব্যভাবে বাস্তুতন্ত্রের ক্ষতি করে।

অপরদিকে, আমাদের ইউবিক বাঁশের টুথব্রাশগুলি পরিবেশ বান্ধব, প্লাস্টিক-মুক্ত প্যাকেজিং-এ আসে, প্লাস্টিক বর্জ্য আরও কমিয়ে দেয়। বাঁশের টুথব্রাশ শুধুমাত্র কার্যকরী নয়; তারা একটি মসৃণ, আধুনিক নকশা অফার করে যা প্রাকৃতিক এবং ধরে রাখতে আরামদায়ক।

Ubique বাঁশের টুথব্রাশে স্যুইচ করার মাধ্যমে, আপনি একটি স্বাস্থ্যকর গ্রহের দিকে একটি ছোট কিন্তু কার্যকর পদক্ষেপ নিচ্ছেন।

For order:
WhatsApp: +8801723340582

https://www.facebook.com/share/p/XwpjYwQAfFSHxmF1/
13/10/2024

https://www.facebook.com/share/p/XwpjYwQAfFSHxmF1/

সেরা বাজেট ফ্রেন্ডলি বাইক খুঁজছেন? তালিকায় Bajaj, TVS এবং Yamaha বাইক:

সমস্ত জিনিসের দাম বাড়ছে! ইতিমধ্যে ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে জ্বালানির দাম। বেড়েছে পরিবহণ খরচ। পরিস্থিতি সামাল দিতে এখন বাজেট ফ্রেন্ডলি বাইক (budget friendly bike) কিংবা স্কুটারের চাহিদা অনেকটাই বেড়ে গিয়েছে।

শুধু বাজেট ফ্রেন্ডলি নয়, কেনার সময় বাইকের মাইলেজও মাথায় রাখতে হচ্ছে গ্রাহকদের। এমনই সেরা পাঁচটি বাইকের খোঁজ রইল এই প্রতিবেদনে। যা দামেও সস্তা (Cheapest Motorcycles) এবং মাইলেজেও সেরা। রইল সেই তালিকা-

বাজাজ Pulsar NS160:
এই সেগমেন্টে প্রথম নামটাই রয়েছে Bajaj Pulsar NS160 এর। মাইলেজ এবং দাম! সবটাই মধ্যবিত্তের আয়ত্তের (Cheapest Motorcycles) মধ্যে। বাজাজ Pulsar NS160 বাইকটির এক্স-শোরুম দাম 1.23 লাখ টাকা। অন্যদিকে মাইলেজে যে কোনও বাইককে জোর টক্কর দিতে পারে Bajaj এর সর্বাধিক বিক্রিত এই বাইক। সংস্থার দাবি, প্রতি লিটারে ৪৫ কিলোমিটার ছুটতে পারে Pulsar NS160।

টিভিএস Apache RTR 160 4V:
এই তালিকার দ্বিতীয় বাইক TVS Apache RTR 160 4V। সংস্থার অন্যতম বিক্রিত বাইক এটি। Apache RTR 160 4V বাইকটির (Cheapest Motorcycles) এক্স-শোরুম প্রাইস 1.21 লাখ টাকা। তবে অনেকগুলি ভেরিয়েন্ট রয়েছে। TVS এর দাবি, প্রতি লিটারে 45 কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে Apache RTR 160 4V। রয়েছে একাধিক ফিচারও। যা প্রিমিয়াম বাইকে রয়েছে।

Yamaha FZ S FI (V 2.0):
বাজেট ফ্রেন্ডলি এবং মাইলেজের ক্ষেত্রে আরও একটি সেরা বাইক Yamaha FZ S FI (V 2.0)। প্রতি লিটারে এই বাইক ৪৫ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে এই বাইক। একাধিক ফিচারে ঠাসা Yamaha FZ S FI (V 2.0)। এক্স শোরুম (Cheapest Motorcycles) দাম শুরু হচ্ছে 1.22 লাখ টাকা। তবে বেশ কয়েকটি ভেরিয়েন্ট আছে। গ্রাহকদের জন্যে একাধিক অফার রয়েছে।

বাজাজ Avenger Street 160:
সস্তা এবং মাইলেজের বাইক নিয়ে কথা হচ্ছে আর সেই তালিকায় Bajaj থাকবে না! আর সেগমেন্টের সেরা বাইক Avenger Street 160। Bajaj Avenger Street 160 এর এক্স শোরুম (Cheapest Motorcycles) দাম 1.12 লাখ টাকা। প্রতি লিটারে ৪৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাওয়া যায় এতে।

For more information:
WhatsApp:+8801716118346

**eoil **e

https://www.facebook.com/share/p/rSPcHMhieX9G2rvL/
11/10/2024

https://www.facebook.com/share/p/rSPcHMhieX9G2rvL/

বাঁশ একটি নবায়নযোগ্য সম্পদ যা দ্রুত বৃদ্ধি পায় এবং ন্যূনতম পানির প্রয়োজন হয়। একটি বাঁশের টুথব্রাশের হ্যান্ডেলটি বায়োডিগ্রেডেবল, যার অর্থ এটি প্লাস্টিকের বিপরীতে শত শত বছর ধরে ল্যান্ডফিলে বসবে না।

বাঁশের টুথব্রাশ শুধুমাত্র কার্যকরী নয়; তারা একটি মসৃণ, আধুনিক নকশা অফার করে যা প্রাকৃতিক। কিছু প্লাস্টিকের টুথব্রাশে BPA-এর মতো ক্ষতিকারক রাসায়নিক থাকতে পারে, যা সময়ের সাথে সাথে আপনার মুখ এবং শরীরে প্রবেশ করতে পারে। যদিও BPA-মুক্ত বিকল্পগুলি বিদ্যমান, একটি বাঁশের টুথব্রাশ ব্যবহার করে এই ঝুঁকি সম্পূর্ণরূপে দূর করে।

Ubique বাঁশের টুথব্রাশে স্যুইচ করার মাধ্যমে, আপনি একটি স্বাস্থ্যকর গ্রহের দিকে একটি ছোট কিন্তু কার্যকর পদক্ষেপ নিচ্ছেন।

Order now:
WhatsApp: +8801723340582

https://www.facebook.com/share/p/WM6JcMH2am4WtqED/
11/10/2024

https://www.facebook.com/share/p/WM6JcMH2am4WtqED/

ঢাকার কাছে একদিনে বেড়ানোর মত কয়েকটি ভ্রমণ স্থান:

কর্মব্যস্ত সপ্তাহ শেষে কিম্বা হুটহাট একদিনের ছুটির দিনে অনেকেই পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে ঢাকা বা ঢাকার কাছে ডে টুর অর্থাৎ দিনে গিয়ে দিনে ফিরে আসা যায় এমন দর্শনীয় স্থানে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। অল্প সময়ের এই ভ্রমণের একদিকে যেমন চিত্ত বিনোদনের চাহিদা মিটাই , অন্যদিকে কর্মময় জীবনে নতুন করে কাজের উদ্দীপনা জাগিয়ে তোলে।

ইউবিক লুব্রিক্যান্টস এর আজকের আয়োজনে চলুন দেখে নেই রাজধানী ঢাকা থেকে একদিনে ঘুরে আসার মত এমন কিছু চমৎকার দর্শনীয় স্থান।

জল জঙ্গলের কাব্য:
জল জঙ্গলের কাব্য গাজীপুর জেলার পুবাইলে অবস্থিত । নগর জীবন থেকে বের হয়ে খোলামেলা গ্রামীণ পরিবেশ উপভোগ করতে চাইলে এর থেকে সুন্দর জায়গা আর হয় না । প্রায় ৯০ বিঘা জায়গার উপর গড়ে উঠেছে এটি । সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকেলের স্ন্যাক্স ও রাতের খাবার সহ জনপ্রতি খরচ পড়বে ৩,০০০ টাকা।

সোনারগাঁও লোকশিল্প জাদুঘর:
সোনারগাঁও জাদুঘর ঢাকার অদূরে নারায়নগঞ্জ জেলার পানাম নগরে অবস্থিত একটি অন্যতম দর্শনীয় স্থান । এখানে শীতকালে মাসব্যাপী বসে লোকশিল্প মেলা । প্রতি শুক্রবার থেকে বুধবার সকাল ১০.০০ থেকে ৫.০০ পর্যন্ত জাদুঘরের গেট খোলা থাকে । টিকেটের মুল্য ও কম, জনপ্রতি ২০ টাকা মাত্র ।

পদ্মা রিসোর্ট
পদ্মা রিসোর্ট ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলায় পদ্না নদীর পাড়ে অবস্থিত । নদী পাড়ের ও কাঁশফুলের অপূর্ব দৃশ্য যারা খুঁজে বেড়ান, তাঁরা চাইলেই ঢু মেরে আসতে পারেন এখান থেকে । গাড়ি নিয়ে ঢাকা থেকে ২ ঘন্টার মধ্যেই পৌছে যাবেন । কটেজের ভিতরে আছে রেস্টুরেন্ট, রিভার ক্রুজ ও খেলাধূলা করার বিশাল জায়গা ।

ড্রিম হলিডে পার্ক:
ড্রিম হলিডে পার্ক ঢাকার পাশেই নরসিংদী জেলায় অবস্থিত অন্যতম থিম পার্ক । পরিবার পরিজনদের সারাদিন হৈচৈ আর আনন্দে মাতামাতি করতে অথবা পিকনিকের অায়োজন করতে চাইলে ঘুরে আসতে পারেন এখান থেকে । রাতে থাকার জন্য রয়েছে রিসোর্টের ও সুব্যবস্থা আর প্রবেশমুল্য জনপ্রতি ২০০ টাকা করে ।

বালিয়াটি জমিদার বাড়ি:
ঢাকা থেকে ৩৫ কিলোমিটার দূরে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় বালিয়াটি গ্রামে বালিয়াটি জমিদার বাড়ি অবস্থিত । এই জমিদার বাড়ির বিশাল সব স্থাপনা আপনাকে নি:সন্দেহে অবাক করবে । প্রতি সপ্তাহে রোববার ও সোমবার অর্ধবেলা ছাড়া প্রতিদিনই সকাল ৯.০০টা থেকে বিকাল ৫.০০ টা পর্যন্ত গেট দর্শনার্থীদের জন্য গেট উন্মুক্ত থাকে ।

যমুনা রিসোর্ট:
যমুনা রিসোর্ট টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার মাঝে যমুনা সেতুর কাছেই অবস্থিত । পর্যটকদের থাকার ব্যবস্থা ছাড়াও ভিতরে রয়েছে সুইমিং পুল, খেলাধুলার ব্যবস্থা, জিম ও অন্যান্য সুবিধা । খরচ পড়বে জনপ্রতি ৪০০০ টাকা করে । এছাড়া, বিভিন্ন উৎসব-অনুষ্ঠানেও রিসোর্টটি বিভিন্ন ধরনের প্যাকেজের সুবিধা দিয়ে থাকে ।

বঙ্গবন্ধু সাফারি পার্ক:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার থেকে মাত্র ৫ কিলোমিটার পশ্চিমে বঙ্গবন্ধু সাফারি পার্কটি অবস্থিত। পার্কের ভিতরের অংশকে আবার ৫টি অংশে ভাগ করা হয়েছে – কোর সাফারি, সাফারি কিংডম, বায়োডাইভার্সিটি পার্ক, এক্সটেনসিভ এশিয়ান ডাইভার্সিটি পার্ক ও বঙ্গবন্ধু স্কয়ার। প্রবেশমুল্য জনপ্রতি ৫০ টাকা।

For more information:
WhatsApp:+8801716118346

**eoil **e

https://www.facebook.com/share/p/pRmENef4isWo39cd/
10/10/2024

https://www.facebook.com/share/p/pRmENef4isWo39cd/

ঢাকার সেরা ১০টি মোটরসাইকেল পার্টস-এর শপ:

একটি মোটরসাইকেল কিভাবে পারফর্ম করবে তা অনেকাংশেই নির্ভর করে এর অভ্যন্তরীন ও বাহ্যিক মোটরপার্টস এর উপর।
কোনো বাইকের পার্টস যতটা হেলথি সেই বাইকের রাইডার কম্ফোরটেবিলিটি, ডিউরেবিলিটি, অ্যান্ড সেফটি তততাই বেশি।

বাংলাদেশের শুধু মাত্র ঢাকার একটি নির্দিষ্ট এলাকার কথাই যদি ধরা হয় যেমনঃ বংশাল, সেখানে রয়েছে অগণিত মোটর পার্টস এর দোকান।

সেখান থেকে শুধুমাত্র ১০ টি বেস্ট দোকানের নাম বলা কঠিন হলেও, চেষ্টা করা হয়েছে আপনার।

আপনাদের জন্য বেস্ট শপ গুলকেই শর্টলিস্ট করা। এগুলো হচ্ছে ফিসিক্যাল শপ, যেখানে আপনি যেকোনো ধরনের মোটর পার্টস ও বাইকের এক্সেসরিস গুলো পেয়ে থাকবেন।

১. Bike Spares BD – (১/২, কসাই টুলি, বংশাল রোড – ১০০০)

২. Bongshal.com – (৫১, ১ বংশাল রোড)

৩. Bike Parts Market – (পিসি৯৩+২পি৯, মকিম বাজার রোড, ঢাকা – ১০০০।)

৪. Fair Auto Mirpur – (সেনশন ৬, ব্লক – কেএ, প্লট-৩২/৩, মিরপুর ১০)

৫. Moto Fusion BD – (১৪২ বংশাল রোড, মকিম বাজার রোড, ঢাকা – ১০০০)

৬. Icon Auto – (হাউস – ১৩, ব্লক – কে এ, সেকশন – ০৬, বাউন্ডারি রোড, ঢাকা – ১২১৬)

৭. Parts Bazar Bangladesh (১০৪ বংশাল রোড, মকিম বাজার, ঢাকা – ১০০০)

৮. Rightstop Motor Gear and Accessories – (২২/১, মাজেদ সরদার রোড, ঢাকা – ১১০০)

৯. Bike Fair – (৫৯২, সি/এ মালিবাগ চৌধুরীপাড়া রোড, ঢাকা – ১২১৯)

১০. Mr. Bike Parts (১৩৬/১ বংশাল রোড, মকিম বাজার রোড, ঢাকা – ১০০০)

For more information:
WhatsApp:+8801716118346

**eoil **e

Address

Jinnah Para
Shipyard
2100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanisha Zaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tanisha Zaman:

Share