Arman Khan official

Arman Khan official Life is beautiful if you can enjoy,Let's start with something new experience �

30/04/2024

রাসূলুল্লাহ (সঃ) কখনো খাদ্যসামগ্রীর দোষ ধরতেন না। পছন্দ হলে খাবার খেতেন,না হয় রেখে দিতেন।
বুখারী হাদিস:৩৫৬৩,৫৪০৯
মুসলিম হাদিস:২০৬৪
তিরমিযী হাদিস:২০৩১
আবু দাউদ হাদিস:৩৭৬৩
ইবনে মাজাহ হাদিস:৩২৫৯
হাদিসের মান:সহিহ হাদিস

30/04/2024

রাসুল সাঃ বলেছেন,
তুমি জানো, তুমি সঠিক, তবুও তর্কে যেও না।
বুখারী_৪০৭৯

24/03/2024

রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
যার জীবনে দুঃখ-কষ্ট বেশি তার প্রতি
আল্লাহ তা'য়ালার রহমতও বেশি "সুবহানাল্লাহ" 🌸❤️

14/03/2024

"হতাশ হয়ো না, উঠো! সিজদাহ করো এবং কাঁদো!"
-- সূরা ইউসুফ : ৮৬
-
"আল্লাহ কষ্টের পর সুখ দিবেন।"
-- সূরা ত্বলাক : ৭
-
"নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি।"
-- সূরা ইনশিরাহ : ৬
-
"আমি তো আমার দুঃখ ও অস্থিরতাগুলো আল্লাহর সমীপেই নিবেদন করছি।"
-- সূরা ইউসুফ : ৮৬
-
"জেনে রেখো, আল্লাহর সাহায্য নিকটে।"
-- সূরা বাক্বারা : ২১৪
-
"একমাত্র অবিশ্বাসী ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না।"
-- সূরা ইউসুফ : ৮৭
-
"আল্লাহ কোনো ব্যক্তির উপর তার সাধ্যের চাইতে বেশী, এমন বোঝা চাপিয়ে দেন না।"
-- সূরা বাক্বারা : ২৮৬
-
"এবং অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের।"
-- সূরা বাক্বারা : ১৫৫
-
"হে ঈমানদারগণ, তোমরা সবর ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন।"
‌‌ -- সূরা বাক্বারা : ১৫৩
-
"হে আল্লাহ, আমি তো কখনো আপনাকে ডেকে ব্যর্থ হইনি।"
-- সূরা মারইয়াম : ৪

মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সকল কে হেদায়েত দান করুন, আমীন ।

মুসলমানদের বলা হয়েছিল তারা যেনদুনিয়াতে মুসাফিরের মতো থাকে!কিন্তু তারা আজ আরাম আয়েশ আরবিলাসিতায় এতটাই ডুবে গিয়েছে যে,তাদে...
08/03/2024

মুসলমানদের বলা হয়েছিল তারা যেন
দুনিয়াতে মুসাফিরের মতো থাকে!
কিন্তু তারা আজ আরাম আয়েশ আর
বিলাসিতায় এতটাই ডুবে গিয়েছে যে,
তাদের ভাইদের পাশে দাঁড়ানো পর্যন্ত
তারা প্রয়োজন মনে করছে না!

25/02/2024

রাসূল (সাঃ) বলেছেন
তোমরা আঙুলে তাসবীহ গণনা করো, কেননা কিয়ামতের দিন আঙুল গুলো জিজ্ঞাসিত হবে এবং তারা কথা বলবে।
(আবু দাউদ:১৫০১)

14/02/2024

রাসূলুল্লাহ (সা:)বলেছেন,
যে ব্যক্তির অধিকার রক্ষার বিষয়ে তুমি সতর্ক কিন্তু সে তোমার অধিকার
রক্ষায় সতর্ক নয,সে তোমার জন্য উত্তম বন্ধু নয়,এবংসে তোমার সাথে ওটা বসার যোগ্য নয়।

12/02/2024

মানুষ, অন্যের দোষ দেখতে পেলে বিচার পতি সাজে, নিজের দোষ ডাকার জন্য উকিল হয়ে বসে! 🤗

আলহামদুলিল্লাহপবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে।
11/02/2024

আলহামদুলিল্লাহ
পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে।

10/02/2024

অতিরিক্ত আবেগের বশবর্তী হয়ে, কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না,

আবেগ নিয়ন্ত্রণ করতে পারলেই, আপনি সুখী হবেন.!

10/02/2024

কোনো প্রাণীই জানে না, আগামীতে সে কী উপার্জন করবে এবং কেউ জানে না তার মৃ*ত্যু কখন কোথায় হবে।
সূরা লোকমানঃ ৩৪

সুবহানআল্লাহআলহামদুলিল্লাহ
10/02/2024

সুবহানআল্লাহ

আলহামদুলিল্লাহ

04/02/2024

ঝগড়া চরমে পৌঁছার আগেই ক্ষান্ত হও। — হযরত সুলাইমান (আ:)

01/02/2024

উল্লাসিত হইও না, ধন-সম্পদ নিয়ে উল্লাস করা আল্লাহপাক পছন্দ করেন না—আল-কোরআন

01/02/2024

পৃথিবীতে ভুল বুঝার জন্য অনেকেই আছে,
কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নাই!

01/02/2024

কিয়ামতের দিন শাফায়াত লাভের ৬টি গুরুত্বপূর্ণ আমল:
☘▬▬▬ ◈◉◈▬▬▬☘
হাদিসের আলোকে কিয়ামতের দিন শাফায়াত লাভের ৬টি গুরুত্বপূর্ণ আমল তুলে ধরা হল:

◈ ১) একনিষ্ঠ ভাবে আল্লাহর ইবাদত করা ও তাওহিদ বাস্তবায়ন করা:

আবু হুরায়রা রা. হতে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
« أَسْعَدُ النَّاسِ بِشَفَاعَتِى يَوْمَ الْقِيَامَةِ مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ ، خَالِصًا مِنْ قَلْبِهِ أَوْ نَفْسِهِ »
”কিয়ামতের দিন আমার শাফায়াত লাভে সেই ব্যক্তি সৌভাগ্য মণ্ডিত হবে, যে আন্তরিকভাবে বলবে: `লাইলাহা ইল্লাল্লাহ' তথা আল্লাহ ছাড়া সত্য কোন উপাস্য নেই।"(সহীহ বুখারী, অনুচ্ছেদ,হাদীসের প্রতি আগ্রহ,হাদীস নং ৯৯,শামেলা)

◈ ২) কুরআন পাঠ করা:

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,
اقْرَءُوا الْقُرْآنَ فَإِنَّهُ يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ شَفِيعًا لِأَصْحَابِهِ
"তোমরা কুরআন পাঠ কর। কেননা,কুরআন কিয়ামতের দিন তার পাঠকদের জন্য সুপারিশ কারী হবে।" (সহীহ মুসলিম)

◈ ৩) রোযা রাখা:

আব্দুল্লাহ ইবনে আমর রা. হতে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাই হওয়া সাল্লাম বলেছেন:
« الصِّيَامُ وَالْقُرْآنُ يَشْفَعَانِ لِلْعَبْدِ يَوْمَ الْقِيَامَةِ يَقُولُ الصِّيَامُ أَىْ رَبِّ مَنَعْتُهُ الطَّعَامَ وَالشَّهَوَاتِ بِالنَّهَارِ فَشَفِّعْنِى فِيهِ. وَيَقُولُ الْقُرْآنُ مَنَعْتُهُ النَّوْمَ بِاللَّيْلِ فَشَفِّعْنِى فِيهِ. قَالَ فَيُشَفَّعَانِ
”রোযা এবং কুরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোযা বলবে, হে প্রভু, আমি তাকে দিনের বেলায় খাদ্য ও প্রবৃত্তির চাহিদা পূরণে বাধা দিয়েছিলাম। অত:এব আপনি তার ব্যাপারে আমার শাফায়ত কবুল করুন। আর কুরআন বলবে, আমি তাকে রাতের বেলায় ঘুম থেকে বাধা দিয়েছিলাম। অতএব,তার ব্যাপারে আমার শাফায়ত কবুল করুন। অত:পর তাদের শাফায়াত কবুল করা হবে।” (মুসনাদ আহমদ, মুসনাদ আব্দুল্লাহ ইবনে আমর হাদীস নং ৬৭৮৫, শামেলা, সনদ সহীহ)

◈ ৪) আযানের দুয়া পাঠ করা:

আলী ইবনু আইয়াশ (রহঃ) জাবির ইবনু আবদুল্লাহ (রা:) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে ব্যক্তি আজান শোনার পর এ দোয়া পড়বে:
«اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلاَةِ الْقَائِمَةِ،آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ ، وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِى وَعَدْتَهُ، حَلَّتْ لَهُ شَفَاعَتِى يَوْمَ الْقِيَامَةِ»
"হে আল্লাহ,এ পরিপূর্ণ আহবান এবং প্রতিষ্ঠিত সালাত এর প্রতিপালক, মুহাম্মদ কে ওসিলা ও শ্রেষ্ঠত্ব দান কর। প্রতিষ্ঠিত কর তাকে মাকামে মাহমুদে, যার ওয়াদা তাঁকে তুমি দিয়েছ।"
কিয়ামতের দিন তার জন্য আমার শাফায়াত অনিবার্য হয়ে যাবে।
এ হাদিসটি হামযা ইবনু আবদুল্লাহ তার পিতা থেকে,তিনি রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণনা করেছেন) (সহীহ বুখারি (ইফা),অধ্যায়: ৫২/ তাফসীর, হাদীস নাম্বার: 4360)

◈ ৫) মদীনা মুনাওয়ারার কষ্টে ধৈর্য ধারণ করা ও সেখানে মৃত্যু বরণ করা:

হাদিসে বর্ণিত হয়েছে,
عَنْ أَبِى سَعِيدٍ مَوْلَى الْمَهْرِىِّ أَنَّهُ جَاءَ أَبَا سَعِيدٍ الْخُدْرِىَّ لَيَالِىَ الْحَرَّةِ فَاسْتَشَارَهُ فِى الْجَلاَءِ مِنَ الْمَدِينَةِ وَشَكَا إِلَيْهِ أَسْعَارَهَا وَكَثْرَةَ عِيَالِهِ وَأَخْبَرَهُ أَنْ لاَ صَبْرَ لَهُ عَلَى جَهْدِ الْمَدِينَةِ وَلأْوَائِهَا. فَقَالَ لَهُ وَيْحَكَ لاَ آمُرُكَ بِذَلِكَ إِنِّى سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « لاَ يَصْبِرُ أَحَدٌ عَلَى لأْوَائِهَا فَيَمُوتَ إِلاَّ كُنْتُ لَهُ شَفِيعًا أَوْ شَهِيدًا يَوْمَ الْقِيَامَةِ إِذَا كَانَ مُسْلِمًا ».
ঐতিহাসিক হাররার ঘটনার সময় আবু সাঈদ মাওলা আল মাহরী আবু সাঈদ খুদরীর রা. এর নিকট এসে মদীনা থেকে অন্যত্র চলে যাওয়ার জন্য পরামর্শ চাইলেন। তিনি অভিযোগ করলেন, মদীনার আসবাব-পত্র ও পণ্যের দাম বেশি এবং তার সন্তান-সন্ততির সংখ্যাও প্রচুর। এও বললেন, মদীনার এই দু:খ ও কষ্টে ধৈর্য ধারণ করার ক্ষমতা তার নেই। আবু সাঈদ খুদরী তাকে বললেন,আফসোস! তোমাকে এ পরামর্শ দিতে পারি না। কারণ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি:
"যে ব্যক্তি মদীনার দু:খ-কষ্টে ধৈর্য ধারণ করে এবং সেখানেই মৃত্যু বরণ করে কিয়ামতের দিন আমি তার জন্য শুপারিশকারী বা সাক্ষী হব যদি সে মুসলিম হয়।"
(সহীহ মুসলিম,অনুচ্ছেদ: মদীনায় বসবাস করা ও সেখানকার দু:খ কষ্টে ধৈর্য ধারণ করার ব্যাপারে উৎসাহ দান,হাদীস নং ৩৪০৫,শামেলা)

◈ ৬) অধিক পরিমাণে সেজদা দেয়া তথা নফল সালাত আদায় করা:

হাদিসে বর্ণিত হয়েছে,
كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِمَّا يَقُولُ لِلْخَادِمِ : أَلَكَ حَاجَةٌ ؟ قَالَ : حَتَّى كَانَ ذَاتَ يَوْمٍ فَقَالَ : يَا رَسُولَ اللهِ ، حَاجَتِي قَالَ : وَمَا حَاجَتُكَ ؟ قَالَ : حَاجَتِي أَنْ تَشْفَعَ لِي يَوْمَ الْقِيَامَةِ ، قَالَ : وَمَنْ دَلَّكَ عَلَى هَذَا ؟ قَالَ : رَبِّي قَالَ : إِمَّا لاَ ، فَأَعِنِّي بِكَثْرَةِ السُّجُودِ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার খাদেমকে লক্ষ্য করে যে সব কথা বলতেন সেগুলোর মধ্যে একটি কথা হল, “তোমার কি কোন দরকার আছে?”
একদিন তিনি তার খাদেমকে এ কথাটি বললে-
খাদেম: হে আল্লাহর রাসূল,আমার একটি জিনিস দরকার।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম: "তোমার কী জিনিস দরকার?"
খাদেম: আপনি কিয়ামতের দিন আমার জন্য সুপারিশ করবেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম: "কে তোমাকে এ বিষয়টির সন্ধান দিলো?"
খাদেম: আমার প্রতিপালক।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম: "এটাই যদি তোমার চাওয়া হয় তবে অধিক পরিমাণ সেজদা করা তথা বেশি বেশি নফল সালাত আদায়ের মাধ্যমে আমাকে (এ ব্যাপারে) সাহায্য করো।" (মুসনাদ আহমদ,হাদীস নং ১৬৫০২,শামেলা)

এ প্রসঙ্গে আরেকটি হাদীস:
عَنْ رَبِيعَةَ بْنِ كَعْبٍ الْأَسْلَمِيِّ -رضي الله عنه- قَالَ: كُنْتُ أَبِيتُ مَعَ رَسُولِ اللَّهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- فَأَتَيْتُهُ بِوَضُوئِهِ وَحَاجَتِهِ فَقَالَ لِي: (سَلْ) فَقُلْتُ: أَسْأَلُكَ مُرَافَقَتَكَ فِي الْجَنَّةِ، قَالَ: (أَوْ غَيْرَ ذَلِكَ؟) قُلْتُ: هُوَ ذَاكَ، قَالَ: (فَأَعِنِّي عَلَى نَفْسِكَ بِكَثْرَةِ السُّجُودِ)
রাবীয়া বিন কা'ব আসলামী রা. হতে বর্ণিত। তিনি বলেন,আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের (খেদমতের উদ্দেশ্যে) তাঁর সাথেই রাতে থাকতাম। (একদিন) আমি তার জন্য ওযুর পানি ও তার প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে তার নিকট হাজির হলে তিনি আমাকে লক্ষ্য করে বললেন: চাও।
আমি: আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম: এটা ছাড়া অন্য কিছু?
আমি: এটাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম: "তোমার এ বিষয়ে আমাকে সাহায্য করো অধিক পরিমাণে সেজদা করার মাধ্যমে অর্থাৎ বেশি বেশি নফল সালাত আদায় করার মাধ্যমে।
(সহীহ মুসলিম, অনুচ্ছেদ: সেজদা করার মর্যাদা ও তাতে উদ্বুদ্ধ করণ, হাদীস নং ১১২২)
আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিন প্রিয় নবীর শাফাআত লাভে ধন্য করুন। আমিন।
☘▬▬▬ ◈◉◈▬▬▬☘
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব♥

01/02/2024

যার চরিত্র যেমন, তার জীবন সাথীও হবে তেমন”📖সূরা নূর- ২৬

29/01/2024

∙──༅༎﷽༎༅──∙
❝নিজেকে নিয়ন্ত্রন করতে পারাটাও
রবের পক্ষ থেকে বড় নিয়ামত❞
♡︎🌸•𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡•🌸♡︎
∙──༅༎﷽༎༅──∙

29/01/2024

-ধৈর্য্য ধরো তুমি আবারও কাঁদবে,😢
তবে কষ্টে নয়,দোয়া কবুল হওয়ার আনন্দে,🥰

ইনশাহ্ আল্লাহ🌺

29/01/2024

তোমাদের মধ্যে সেই উত্তম যে কুরআন শিখে এবং শিক্ষা দেয়। - [মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম]

29/01/2024

হজরত আনাস (রাঃ) হতে বর্ণিতঃ ☘

রাসূল (সা.) বলেছেন- আল্লাহ তা'আলা যার ক ল্যা ন চান মৃ ত্যু র আগে তাকে স ৎ কাজের সুযোগ দান করেন।

☘সুনান আত তিরমিজি-(২১৪২)☘

29/01/2024

আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।
হযরত মোহাম্মদ (সঃ)

27/01/2024

পাপের প্রথম শাস্তি হলো
মানসিক অস্থিরতা।
মহান আল্লাহ আমাদের সবাইকে পাপ মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন,আমিন।

27/01/2024

ভেঙে পড়ার নাম জীবন নয়। ভেঙে পড়লে নিজেকে নতুন করে তৈরি করার নাম জীবন।

22/08/2023
20/08/2023

কেউ কারাগারে থেকেও কোটি মানুষের দু'আ পায় আর কেউ সিংহাসনে বসেও কোটি মানুষের লানত খায়। জালেম আর আলেমের মধ্যে এটাই পার্থক্য।

07/08/2023

নিশ্চয় আল্লাহ তা‘আলা তোমাদের দেহ এবং তোমাদের আকৃতি দেখেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন।

মুসলিম ২৫৬৪

21/07/2023

আজকের দিনে ভদ্র মানে তুমি ভীতু! বিনয়ী মানে তুমি দূর্বল। সৎ মানে তুমি বোকা আর স্পষ্টবাদী মানে তুমি বেয়াদব এবং ভুল ধরিয়ে দেওয়া মানে তুমি শত্রু।
কথা সত্যি কিনা ???

আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট ব্যক্তিদের জীবন হয় সুখময়। আমরা চাইলেও লিখিত তাকদিরকে উল্টাতে পারবো না। কোন্ জিনিসে কল্যাণ আর...
07/07/2023

আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট ব্যক্তিদের জীবন হয় সুখময়। আমরা চাইলেও লিখিত তাকদিরকে উল্টাতে পারবো না। কোন্ জিনিসে কল্যাণ আর কোন্ জিনিসে অকল্যাণ তা আমাদের চেয়ে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহই ভালো জানেন।
প্রিয় নবি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আল্লাহ তা‘আলা যখন কোন বান্দাকে ভালবাসেন, তখন তাকে কোন মুসিবতে লিপ্ত করেন।” [তিরমিযি, আস-সুনান: ২৪০১, আহমাদ, আল-মুসনাদ: ৫/২৩৬৯৭]
এদেশের সত্যনিষ্ঠ নিভৃতচারী আলিম মুফতি মনসূরুল হক (হাফিযাহুল্লাহ্) এই প্রসঙ্গে বলেন, তখন যদি সে ধৈর্য্যের পরিচয় দেয় এবং আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকে, তবে তাকে আল্লাহ (মর্যাদা দেওয়ার জন্য) নির্বাচিত করেন। এ মাকাম (অবস্থান) হাসিল হওয়ার পর বান্দার দুনিয়াবি কোন পেরেশানি থাকে না।
এক হাদিসে প্রিয় নবি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘‘মুমিনের ব্যাপারটি বড় আশ্চর্যজনক! কেননা, তার সকল কাজই কল্যাণময়। যদি সে কোন মুসিবতে নিপতিত হয়, তাহলে ধৈর্য ধারণ করে, যা তার জন্য কল্যাণকর। আর যদি কোন নেয়ামত প্রাপ্ত হয়, তাহলে প্রশংসাসহ কৃতজ্ঞতা আদায় করে, এটিও তার জন্য কল্যাণকর হয়।’’ [মুসলিম, আস-সহিহ: ২৯৯৯]
তাই, মুমিনের অভিধানে ‘হতাশা’ শব্দটি থাকতে নেই। কারণ, আল্লাহ তার প্রতিটি কথাই শুনেন। তাকে মূল্যায়ন করেন। তার জন্য কল্যাণের ফায়সালা করেন। তবে, মুমিন তার জ্ঞানের স্বল্পতার কারণে সবসময় এটি বুঝতে পারে না।

Address

Bu Kuwara
Riffa
0000

Telephone

+97336257371

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arman Khan official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arman Khan official:

Videos

Share