Amran Miazi

Amran Miazi ঈমানের পথে অবিচল থেকে আমার মরন যেন হয়,,

03/11/2023
15/07/2023

সমাবেশের করতে না দেওয়ায় জামায়াতে ইসলামী সিলেট শাখার সংবাদ সম্মেলন।

২১ তারিখ শুক্রবার সমাবেশের নতুন তারিখ ঘোষণা

28/05/2023

নাউজুবিল্লাহ,, স্লোগান নিয়ে এদের এত সমস্যা কেন,,

পশ্চিমা এবং পশ্চিমা মিডিয়াদের ষড়যন্ত্রকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, সুলতান আবারো ফিরে এসেছে তার সিংহাসনে,👑ওদের চোখে চোখ রেখ...
28/05/2023

পশ্চিমা এবং পশ্চিমা মিডিয়াদের ষড়যন্ত্রকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, সুলতান আবারো ফিরে এসেছে তার সিংহাসনে,👑
ওদের চোখে চোখ রেখে আবারো গর্জন দিতে! বিশ্বনেতা একদোয়ান'কে অনেক অনেক অভিনন্দন!

ব্রেকিং বিউজ আলহামদুলিল্লাহ তুরস্কে আবারো এরদোয়ান কিংবদন্তী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি ৯৯ শতাংশ ভোটের মধ্যে ৫২,৮...
28/05/2023

ব্রেকিং বিউজ
আলহামদুলিল্লাহ
তুরস্কে আবারো এরদোয়ান কিংবদন্তী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি ৯৯ শতাংশ ভোটের মধ্যে ৫২,৮৭ শতাংশ ভোট পেয়েছে। প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৪৭,১৩ শতাংশ।

26/05/2023

দাদা হুজুরের কথা গরু শুনলো কিন্তু গাজীপুর এর মানুষে শুনলো না🙂.

#চরমোনাই

07/03/2023

আব্দুল্লাহ আল আমিন 💞

😎😎
03/03/2023

😎😎

03/03/2023

🟥এক কালেমায় রুটি রুজি হয়, এক কালেমায় ফাঁসি"

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সকল নেতৃবৃন্দের মুক্তির দাবিতে ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে  #বিক্...
28/02/2023

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সকল নেতৃবৃন্দের মুক্তির দাবিতে ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে #বিক্ষোভ_মিছিল ও #সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী #চট্টগ্রাম_মহানগরী শাখা।

23/02/2023

আলী হাসান উসামা,

22/02/2023
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ...
21/02/2023

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়ায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা: সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

23/01/2023

শিক্ষাব্যবস্থা পরিবর্তন করে পথভ্রষ্ট জাতি গড়ে তোলার আয়োজন হচ্ছে
মাওলানা এটিএম মাসুম | ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী

New picture
30/07/2022

New picture

18/04/2022

ফিরে আসার পুরস্কার
----------------

আল্লাহ বিশ্বাসীদের বারবার ফিরে আসতে লজ্জা কীসের! লজ্জাবোধের কারণে ফিরে আসতে না পারার মধ্য দিয়ে মূলত শয়তানের চ্যালেঞ্জের কাছেই হার মানা হয়।

কোন গুনাহে অভ্যস্ত হয়ে গেলে, ফিরে আসা কিছু ক্ষেত্রে কঠিন হয়ে যায়। একবার, দুইবার তওবা করার পর পুনরায় গুনাহে লিপ্ত হলে আবার তওবা করতে লজ্জা বা অস্বস্তিবোধ হতে পারে। এমন সিচুয়েশনে শয়তানের ওয়াসওয়াসার ধরন এমন হয়- "তুমি কীভাবে তোমার রবের সাথে এমন করছো! এসব বাদ দাও, কিছুদিন পর ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়ে তওবা করিও... আপাতত চলুক...!"

ফিরে আসার পুরস্কারে আপনি আনন্দিত হবেন এবং আপনার ফিরে আসায় আপনার রব আনন্দিত হন।

প্রিয় নবীজি ﷺ বলেছেন, কোন ব্যক্তি তার হারানো উট প্রাপ্তিতে যত আনন্দিত হয়, তোমাদের কারও তওবায় মহান আল্লাহ ততোধিক আনন্দিত হন।

তাবুক অভিযানে অংশ না নেওয়া সাহাবীদের মধ্য হতে যারা ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করা সাহাবীদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বাড়িয়ে দিয়েছিলেন। কাব বিন মালিক রা. এর মন্তব্য ছিল এমন "রাসূল ﷺ এর কাছে সত্য প্রকাশের কারণে, অন্য কাউকে এত বড় নিয়ামত দান করেননি যতটুকু আমাকে প্রদান করেছেন।"

আল্লাহ তায়ালা যেন আমাদের ক্ষমা করার সুযোগ খোঁজেন!

১০০ হত্যাকাণ্ড ঘটানোর পর বনী ইসরায়েলের সেই ব্যক্তিটি যখন তওবার দরজা খুঁজতেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা কতটা দয়া দিয়ে ফিরে আসতে আকাঙ্ক্ষী মানুষটিকে ক্ষমা করে সম্মানিত করলেন। ক্ষমার ভিখারি মানুষটি ক্ষমার উপায় বলে দিতে পারেন এমন এক ব্যক্তির সন্ধানে রওয়ানা হলে পথিমধ্যে তার মৃত্যু এসে গেল। সে তার বক্ষদেশ দ্বারা সে স্থানটির দিকে ঘুরে গেল। মৃত্যুর পর রহমত ও আযাবের ফেরেশতামন্ডলী তার রূহকে নিয়ে বাদানুবাদে লিপ্ত হলেন। আল্লাহ্‌ সামনের ভূমিকে আদেশ করলেন, তুমি মৃত ব্যক্তির নিকটবর্তী হয়ে যাও। এবং পশ্চাতে ফেলে স্থানকে (যেখানে হত্যাকান্ড ঘটেছিল) আদেশ দিলেন, তুমি দূরে সরে যাও। অতঃপর ফেরেশতাদের উভয় দলকে নির্দেশ দিলেন- তোমারা এখান থেকে উভয় দিকের দূরত্ব পরিমাপ কর। পরিমাপ করা হল, দেখা গেল যে, মৃত লোকটি সামনের দিকে এক বিঘত বেশি এগিয়ে আছে। কাজেই তাকে ক্ষমা করা হল।

ধরুন আপনার ভুলের কারণে একজন মানুষের ৫ লক্ষ টাকা খোয়া গিয়েছে। এরপর সেই লোকটার কাছে আপনি ভুলের স্বীকৃতি দিলেন। ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার জন্য এবার লোকটি বলল আপনি ক্ষমা চাওয়ায় ৫ লক্ষ টাকা আমি আপনাকে উপহার প্রদান করলাম। ভাবুনতো, আপনি কতটা আনন্দিত হবেন! তওবার উপহার এমন কিছুই।

দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার তওবাকারীদের প্রতি এতটাই সন্তুষ্ট হন যে, ক্ষমা করার সাথে গুনাহের সমপরিমাণ সওয়ার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

إِلَّا مَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ عَمَلًا صَٰلِحًا فَأُو۟لَٰئِكَ يُبَدِّلُ ٱللَّهُ سَيِّـَٔاتِهِمْ حَسَنَٰتٍۗ وَكَانَ ٱللَّهُ غَفُورًا رَّحِيمًا
যারা তওবা করে বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের গোনাহকে পুণ্য দ্বারা পরিবর্তত করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। (সূরা ফুরকান : ৭০)

আল্লাহর ক্ষমা পাওয়ার বিশেষ মৌসুমে আমরা উপনীত। রাসূল ﷺ বলেন,
“যে ব্যক্তি ঈমানের সাথে সাওয়াবের আশায় রমাদান মাসে রোজা রাখবে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেয়া হবে।’’ (সহীহ বুখারী)

আল্লাহর ভয় ও পুরস্কারের আশা নিয়ে সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ তায়ালার নৈকট্য লাভকারী মানুষদের সারিতে আমরা আমাদের নাম লেখাব ইনশাআল্লাহ।

এবারের রমাদান হোক আমাদের জীবনের শ্রেষ্ঠ রমাদান।

কপালে টিপ হযরত ইব্রাহিম (আঃ) এর যুগে প'তিতা সনাক্তের চিহ্ন হিসাবে প্রচলন হয়,এই যুগের চরিত্রহীনারাও সেই চিহ্ন বহন করছে।হয...
04/04/2022

কপালে টিপ হযরত ইব্রাহিম (আঃ) এর যুগে প'তিতা সনাক্তের চিহ্ন হিসাবে প্রচলন হয়,এই যুগের চরিত্রহীনারাও সেই চিহ্ন বহন করছে।

হযরত ইব্রাহীম আলাইহিস সালামকে আ,গুনে পুড়িয়ে মারার জন্য নমরুদ একটি ১৮ মাইলের বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করে। সেটি এত বড় ও ভয়াবহ উত্তপ্ত ছিল যে, কোনো মানুষের পক্ষে হযরত ইব্রাহীম (আ.) কে সেখানে নিয়ে নিক্ষেপ করা সম্ভব হল না।অবশেষে একটি চরক বানানো হল যার মাধ্যমে হযরত ইব্রাহীম (আ.) কে ছুড়ে আ,গুনে নিক্ষেপ করা যায়। কিন্তু মহান আল্লাহ তাআলার নির্দেশে রহমতের ফেরেশতারা চরকের একপাশে ভর করে থাকায় চরক ঘুরানো যাচ্ছিল না।

তখন শয়তান নমরুদকে কুবুদ্ধি দিল কিছু পতিতা (নগ্ন) মেয়ে এনে চরকের সামনে বসিয়ে দিতে, কারণ এ অবস্থায় ফেরেশতারা থাকতে পারবে না। তাই করা হল এবং ফেরেশতারা চলে গেল, হযরত ইব্রাহীম (আ.) কে আগুনে নিক্ষেপ করতে তারা সক্ষম হলেন।পরবর্তীতে ওই মেয়েগুলোকে রাষ্ট্রীয় মর্যাদা দান করা হল এবং তাদের মাথায় তীলক পরানো হল। যেটা এখন আমাদের কাছে টিপ নামে পরিচিত।

যেসব মুসলিম নারীরা টিপ পরে, তারা এই ঘটনা জানেনা। জেনেও যদি কেউ পরে তাহলে সেটা তার দুর্ভাগ্য। হিন্দুরা টিপ পরে, এটা তাদের ধর্মীয় সংস্কৃতির অংশ।

পতিতার পরিচয় বোঝানোর জন্য যে টিপ ব্যবহার করা হতো, তা আজ আমাদের উপমহাদেশে মুসলমানদের মধ্যেও ফ্যাশনে রূপান্তরিত হয়েছে !

ওহে মুসলিম মা-বোনেরা! এই সত্য কথাটা জানার পরও কি আপনি আপনাদের কপালে টিপ পরবেন ? সুতরাং এই অবমাননাকর চিহ্নটি মুসলিম মা বোনরা এড়িয়ে চলুন।

সূত্র : তাফসীরে মা-রেফুল কোরআন, হযরত ইব্রাহিম (আ.) মূলগ্রন্থ। তাবারী, তারীখ, ১খ, ১২৩-১২৪; ছালাবী আদি গ্রন্থ, কাসাসুল আম্বিয়া, পৃষ্ঠাঃ ৮১, আদি ইসলামী ইতিহাস, ইবনে কাসীর।

08/02/2022

পাশের দেশে হিজাব পরিধান করার কারণে আমাদের বোনদের হেনস্থা করা হচ্ছে। তাদের শিক্ষা অধিকার কেড়ে নেয়া হচ্ছে। হিজাবের অধিকার আদায়ে বোনদের প্রতিবাদে জয়শ্রীরাম শ্লোগান দিয়ে হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা আক্রমণ করার জন্য তেড়ে আসছে। কলেজ ড্রেস বহির্ভূত হিন্দুত্ববাদী লাল রুমাল ঝুলিয়ে তারা কলেজে আসছে মুসলিমদের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের জন্য।

এই সবকিছুই হচ্ছে প্রকাশ্যে এবং এই কর্মকে কোন প্রকার অপরাধ হিসেবে চিহ্নিত করা ছাড়াই। আপনি দেখাতে পারবেন না, কোন মিডিয়া এই ঘটনাকে সন্ত্রাস ও নারী অধিকার ক্ষুণ্ণ হিসেবে উপস্থাপন করছে কিংবা মিডিয়ায় নিম্নতম কোন প্রকার অপরাধ হিসেবে কভারেজ করছে। আপনি দেখাতে পারবেন না নারীবাদী কোন সংগঠন বা ব্যক্তি এটা নিয়ে কলাম লিখছে। আপনি দেখবেন না, মানবাধিকার কোন সংস্থা মানবতার শ্লোগান দিতে। এতে বুঝার বাকি থাকে না, মিডিয়া, হিউম্যান রাইটস, নারীবাদ এগুলো মুসলিমদের জন্য নয়। সবই মুসলিম ও ইসলাম বিরোধী প্রজেক্ট।

আপনি দেখাতে পারবেন না, কোন হিন্দু সংগঠন এই ঘটনার নিন্দা জানিয়েছে কিংবা কোন হিন্দু নেতা বিবৃতি দিয়েছে ঘটা করে। সব কিছু এতো সুস্পষ্ট হওয়ার পরও যদি আপনি মনে করেন মুসলিমরা শান্তিতে বসবাস করছে আপনি তাহলে অন্ধ। ভারতে মুসলিম বিদ্বেষ কতটা মারাত্মক সেটা বুঝা যায়, শাহরুখ খানের সাথে তাদের আচরণ দিয়ে। শাহরুখ আদর্শ, কর্মে, বিশ্বাসে মুসলিম না হলেও নামে মুসলিম। কেবল এই নামের কারণে সেকুলার শাহরুখ দোয়ার জন্য হাত তুলে হিন্দুত্ববাদীদের কড়া সমালোচনার শিকার হচ্ছে।

আমি ভারতের হিন্দু যুব সমাজের প্রতি ঈর্ষাবোধ করি। তারা নিজেদের হিন্দুত্ববাদী আদর্শের জন্য আন্তরিক ও আত্মমর্যাদা সম্পন্ন। কিন্তু আমাদের দেশের তরুণ সমাজের কথাই কল্পনা করুন। নিজেদের দ্বীন ও শরীয়তের প্রতি তারা তাদের মত আন্তরিক নয়। তারা ইসলামের নিদর্শন ও মুসলিম জাতির ব্যাপারে আত্মমর্যাদা অনুভব করে না, অনুভূতি নেই নিজ দায়িত্বের ব্যাপারে।

আত্মমর্যাদা, গায়রাত ও সংবেদনহীন প্রজন্ম নিয়ে মুসলিমদের অগ্রযাত্রার কল্পনা করা যায় না। বরং এর জন্য প্রয়োজন সেই প্রজন্মের মত আরো একটি প্রজন্ম গড়ে তোলা, যেই প্রজন্ম এই দ্বীনের ভিত্তি গড়েছিল দালানকোঠা নির্মাণ সহ। এই প্রজন্মে আবারো সেই চেতনাকে জাগ্রত করতে হবে যেই চেতনা উম্মাহর বোনদের ইজ্জত আব্রুতে আঘাতকারী হস্তকে কেটে দিবে।

জাতিকে সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্ব এবং আদর্শ নাগরিক উপহার দিতে হবে-অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরবাংলাদেশ জামায়াতে ইসলাম...
08/02/2022

জাতিকে সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্ব এবং আদর্শ নাগরিক উপহার দিতে হবে-অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ছাত্রশিবিরের লক্ষ্য হলো আদর্শ নাগরিক তৈরির মাধ্যমে স্বপ্নের সোনার দেশ গড়া। এ লক্ষ্য বাস্তবায়নে প্রতিটি সেক্টরে সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্ব উপহার দিতে হবে।

তিনি আজ রাজধানীর এক মিলনায়তনে ছাত্রশিবির আয়োজিত ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল রাজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসাইন ও পরিকল্পনাবিধ সিরাজুল ইসলাম।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, যে লক্ষ্য সামনে রেখে এদেশের আপামর জনতা বুকের তাজা রক্ত দিয়ে এদেশ স্বাধীন করেছিলো সে লক্ষ্য পূরণ হয়নি। সচেতন নাগরিকদের প্রকৃত সত্য জানতে হবে। গণতন্ত্র, স্বাধীন গণমাধ্যম ও স্বাধীনতার চেতনাকে হত্যা করে যে বাকশাল গঠন হয়েছিলো তা ছিলো এদেশের ইতিহাসের জঘন্যতম অধ্যায়। এমন একটি অন্ধকারময় পরিস্থিতিতে ছাত্রশিবির আশার আলো নিয়ে উপস্থিত হয়েছিলো।

তিনি বলেন, মানুষের তৈরি কোন মতবাদ নিয়ে ছাত্রশিবির আসেনি। ছাত্রশিবির, আল কুরআন ও রাসূল সা. আনীত সুমহান আদর্শের দাওয়াত নিয়ে এসেছিলো। এ কারণেই হতাশায় নিমজ্জিত ছাত্রসমাজকে এত কম সময়ে আকৃষ্ট করতে পেরেছে। স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়েও একটি ছেলে কুরআন, হাদিস, নামাজ ও সুমহান আদর্শের কথা বলবে এটি প্রায় অসম্ভব ছিলো। এখনকার ক্যাম্পাসগুলোর পরিস্থিতির চেয়েও তখন অবস্থা খারাপ ছিলো। কলেজে নামাজ পড়াটাও একটা অপরাধ ছিলো। ছাত্রশিবির সেই অসম্ভব কাজটিই সম্ভব করেছে। শত প্রতিকূলতাকে সামনে নিয়েই শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রশিবির কার্যক্রম শুরু করেছিলো। আমল, যোগ্যতা ও ঈমানী দৃঢ়তার মাধ্যমে ছাত্রসমাজকে আকর্ষণ করতে সক্ষম হয়েছিলো। বাংলাদেশের ইতিহাসে সুশৃঙ্খল সংগঠনের নজির স্থাপন করেছিলো ছাত্রশিবির।

তিনি আরো বলেন, ছাত্রশিবিরের মূল লক্ষ্য হচ্ছে ইসলামের দাবীগুলো পূরণ করা। এ দাওয়াত ছাত্রশিবিরের দিকে নয় বরং আল্লাহর দিকে, কুরআনের দিকে ও রাসূল সা. এর আদর্শের দিকে। ফলে যারা নানা ইজমের দিকে ধাবিত ছিলো, যারা ছাত্রশিবিরকে আঘাত করেছে, রক্ত ঝড়িয়েছে তারাও সময়ের ব্যবধানে ছাত্রশিবিরের ছায়াতলে আশ্রয় নিয়েছে। ছাত্রশিবিরের শহীদ, আহত, পঙ্গু, নির্যাতিতরা আমাদের বড় সম্পদ। কেননা যেখানেই দ্বীনের কর্মীদের রক্ত ঝড়েছে সেই জমিনটা ইসলামের জন্য বিকশিত হয়েছে। ছাত্রশিবির ইতিমধ্যেই জাতিকে সৎ, যোগ্য, আদর্শিক নাগরিক ও নেতৃত্বে উপহার দিতে সক্ষম হয়েছে, তবে এতে আত্মতুষ্টির কিছু নেই। ছাত্রশিবিরকে প্রতিটি সেক্টরে জাতির সেবক ও জাতি গড়ার কারিগর উপহার দিতে হবে। রাসূল সা. যেমন শত প্রতিকূলতার মাঝেও দাওয়াতি কাজ অব্যাহত রেখেছেন তেমনি ছাত্রশিবিরের নেতাকর্মীদের সেই সুমহান আদর্শকে পরিপূর্ণ রুপে ধারণ করে ধৈর্য্য ও ভালোবাসা নিয়ে ছাত্রদের কাছে যেতে হবে। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসাইন বলেন, সার্বিক অপশাসনে জাতি দিশেহারা হয়ে পড়েছে। তারা কাঙ্খিত নাগরিক ও নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। বাস্তবতা হলো, একটি ঘুণেধরা সমাজ ও রাষ্ট্রকে পরিবর্তণের মূল শক্তি হলো ছাত্রসমাজ। ছাত্রসমাজ যদি ঘুমিয়ে থাকে, ছাত্রসমাজ যদি না জাগে তাহলে বাংলাদেশ জাগবে না। এক্ষেত্রে ছাত্রশিবিরের দায়বদ্ধতা অনেক বেশি। কেননা ছাত্রশিবির জাতিকে কাঙ্খিত নাগরিক ও নেতৃত্ব উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ। হতাশায় নিমজ্জিত জাতিকে আশার আলো দেখাতে হবে ছাত্রশিবিরকেই। কেননা জনগণের প্রত্যাশা পূরণে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক ও নেতৃত্ব তৈরির কারখানা হলো ছাত্রশিবির। ছাত্রশিবির যদি ব্যর্থ হয় আগামী দিনের বাংলাদেশ ব্যর্থ হবে। সুতরাং সর্বস্তরের নেতাকর্মীদের সাহসিকতা, ধৈর্য্য, বুদ্ধিমত্তা ও আল্লাহর প্রতি অবিচল আস্থা রেখে এগিয়ে যেতে হবে।

সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম বলেন, মানুষকে মানুষ হিসেবে হিসেবে গড়ে তুলতে চাইলে জীবনের সঠিক অর্থ অনুধাবন করা ও সে অনুযায়ী জীবন গঠন জরুরি। দুনিয়া পরীক্ষা দেয়ার জায়গা আর ফলাফলের জায়গা আখেরাত। আখেরাত ও দুনিয়া অবিচ্ছেদ্য। দুনিয়ার জীবনটা গঠন করতে হবে আখেরাতের উপযুক্ত করে। আমাদের ক্যারিয়ার দুনিয়া ও আখেরাত উভয়ের সফলতাকে কেন্দ্র করে হতে হবে। যা ইবাদত ও আল্লাহর দেয়া খেলাফতের দায়িত্বের অংশ হবে। এ বুঝটি ছাত্রশিবির ছাত্রসমাজের মাঝে উপলব্ধি করাতে সহযোগিতা করেছে। ছাত্রশিবিরের প্রতিটি জনশক্তি একেকটি স্বপ্নের নাম। সুতরাং আমাদের ক্যারিয়ার শুধুমাত্র দুনিয়ায় হলে চলবে না সেটা অবশ্যই দুনিয়া এবং আখিরাতের জন্য হতে হবে। কাঙ্খিত সমাজ বিনির্মাণের জন্য যে ধরনের মানুষ ও গুণাবলী দরকার, সে ধরনের মানুষ ছাত্রশিবির জাতিকে উপহার দিচ্ছে। এ কর্মকান্ডের মাত্রা আরো বাড়াতে হবে। অন্যায়,অনাচার, অসততা থেকে দেশ এবং সমাজকে বাঁচাতে তাকওয়াবান সৎ এবং দক্ষ ও দেশ প্রেমিক নেতৃত্বের কোন বিকল্প নেই তা সর্বস্তরের জনগণকে বুঝাতে হবে।

সমাপনি বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলাম বলেন, আখেরাতে নিজের মুক্তি ও দুনিয়ায় দ্বীনের বিজয়ের দায়িত্ব আল্লাহ তায়ালা আমাদের দিয়েছেন। এ মেসেজটি নিয়ে ছাত্রসমাজের কাছে যেতে হবে। দূর্ভাগ্যবশত ইসলাম নিয়ে সংকীর্ণতা রাষ্ট্রীয়ভাবে পৃষ্টপোষকতা করা হচ্ছে। এমনকি বিশ্বব্যবস্থা এ ষড়যন্ত্রের সাথে জড়িত। আজকে মুসলমান মুসলমানে বিবাদ সেই ষড়যন্ত্রেরই অংশ। এ অবস্থায় ইসলামের ব্যাপকতা ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার বাস্তব রুপটি ছাত্রশিবিরের প্রতিটি নেতাকর্মীকে সবার সামনে তুলে ধরতে হবে। ষড়যন্ত্র, প্রতিকূলতা থাকবেই। তবে আমাদের সকল প্রতিকূলতা মাড়িয়ে লক্ষ্য পানে এগেয়ে যেতে হবে।

তিনি বলেন, ছাত্রশিবির জাতি গঠনে নৈতিকতা সম্পন্ন যোগ্য নেতৃত্ব তৈরির কাফেলা। ইসলামের সোনালী অতীত ও নেতৃত্ব ফিরিয়ে আনার কাফেলা। ছাত্রশিবির অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামী কাফেলা। এদেশ থেকে খুন, ধর্ষণ, রাহাজানি, টেন্ডারবাজি দূর করার প্রত্যয় ছাত্রশিবিরই গ্রহণ করেছে। আমাদের ২৩৪ শহীদ, আহত, পঙ্গুত্ব বরণকারী ভাইদের ত্যাগের নজরানা ছাত্রশিবিরকে এতটুকু বিচলিত করতে পারেনি। বরং তারা আমাদের জন্য প্রেরণার উৎস। ছাত্রসমাজের অধিকার ফিরিয়ে আনতে ছাত্রশিবির ছিলো আছে এবং থাকবে ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, ছাত্রশিবির পিতা-মাতার হাহাকারগুলো বুঝতে পারে। ছাত্রসমাজকে অনৈতিকতার করাল গ্রাস থেকে রক্ষায় ছাত্রশিবির সাংস্কৃতিসহ সার্বিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। আমি সরকারের প্রতি আহবান রেখে বলতে চাই, অগণতান্ত্রিক ও অন্যায় চর্চা থেকে বের হয়ে আসতে হবে। আমরা সকল ছাত্রকে নিয়ে সোনার বাংলা গঠনের স্বপ্ন দেখি সেখানে আপনারা আমাদের পথে বাঁধা হয়ে দাঁড়াবেন না। ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ কর্মসূচি থেকে ৫৩জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। যাদের মধ্যে ৩২জনকে মুক্তি দেয়া হয়েছে। আমরা আশাকরি বাকীদেরও মুক্তি দেয়া হবে। কারারুদ্ধ ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে। জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে মুক্তি দিয়ে আপনারা উদারতার পরিচয় দিন।

ইসলামী কল্যাণ রাষ্ট্র বিনির্মানে ছাত্রশিবিরের যে অগ্রযাত্রা সে যাত্রায় সকলকে পাশে থাকার আহ্বান জানানোর মধ্য দিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।

03/02/2022

আত্ম*হত্যা জায়েজ হলে প্রতিদিন অনেক মধ্যবিত্ত এ পথেই যেত। আবার ধনীই যে সুখী তা নয়। হয়ত অটেল সম্পদ আছে কিন্তু মনে সুখ নাই।

আত্মহত্যা কখনো জীবনের সমধান নয়। দুঃখের পরেই সুখ আসে অন্ধকার শেষে আলো। কেউ বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত লড়াই করছে আর কেউ সু-সাইড করছে! এটাই জীবনের গল্প, ভাবনার বৈচিত্র।

ক্ষুধা, দারিদ্রতা, সুখ,অসুস্থতা সব আল্লাহর পক্ষ থেকে জীবনের অংশ। এসব কারো জন্য পরীক্ষা আবার কারো তাকদীর। সর্বাবস্থায় ধৈর্য্য নিয়ে আল্লাহর উপর ভরসা আর আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে পারলে জীবন সহজ হয়।

মহান আল্লাহ বলেন, ‘আর আমি (আল্লাহ) তোমাদের অবশ্যই পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং ধন-সম্পদ, জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা। আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের। যারা তাদের ওপর বিপদ এলে বলে, আমরা তো আল্লাহরই। আর নিশ্চয়ই আমরা তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী।’ (সুরা : বাকারা, আয়াত : ১৫৫-১৫৬)

দেশে যে এতো পরিমান পাগল ছাগল বেড়ে গেছে যা বলার মতো নাহ।গতকাল থেকে টাইমলাইনে একজন BTS ভক্ত মানসিক রোগীর একটা পোস্ট ঘুরাঘু...
31/01/2022

দেশে যে এতো পরিমান পাগল ছাগল বেড়ে গেছে যা বলার মতো নাহ।
গতকাল থেকে টাইমলাইনে একজন BTS ভক্ত মানসিক রোগীর একটা পোস্ট ঘুরাঘুরি করছে।পোস্টটি নাইমা আক্তার পাখি নামের আইডি থেকে করা হয়েছিলো। আসুন পোস্ট টা একট দেখি👇👇👇

( সিদ্ধান্ত তো তখন নিয়েছিলাম যখন আম্মু বলেছিলো- "হয়তো এই বাড়ি ছাড়বি নয়তো BTS ছাড়বি" 🙂🙂

BTS আমি কখনোই ছাড়তে পারবোনা তাই বাড়ি টাই ছেড়ে দিলাম😊
রওয়ানা হলাম ঢাকার উদ্দেশ্যে !

ঠিক এভাবেই একদিন আমার ভার্চুয়াল বয়ফ্রেন্ড আমায় বলেছিলো "হয়তো BTS ছাড়বা নয়তো আমাকে ছাড়বা" সেদিন ছেড়ে দিয়েছিলাম তাকে 😊
But I can't leave BTS -
BTS is my heart❤
BTS is my blood ❤

Namjoon, jungkook, jin, suga, jimin, jhope is my Happyness❤😶
- and Taehyoung??? he is my love my life🥰❤

লাস্ট একটা কথাই বলবো আরমিরা কখনোই BTS নিয়ে কারো সাথে কমপ্রমাইজ করেনা never 🚫🙂 )

© Nayema Akter Pakhi

✍️✍️এখন বুঝেন এদের মন মানসিকতা দাজ্জালী ব্রেইনগুলো কিভাবে হ্যাক করে নিয়েছে।এদের কি কোনো অভিভাবক নেই। না কি অন্য কিছু।।

বিদ্রঃ- এই আইডি টি ফেসবুকে এখন পাওয়া যাচ্ছে নাহ।কিন্তু পোস্টের স্ক্রিনশট নিচে দেওয়া হলো।।

আরো একটা কথা -- হিজাব পড়লে যে মানুষ আল্লাহর ওলী হয়ে যায় না।এই মেয়েটি তার অন্যতম প্রমাণ। হিজাব এখন একটা ট্রেন্ডে পরিনত হয়েছে।।
তাই বোনদের কাছে অনুরোধ, আসুন আপনারা প্রকৃত হিজাবি হোন💙💙

27/01/2022

❤️❤️

19/12/2021

বিএনপির বিজয় র‍্যালিতে অসুস্থ বেগম খালেদা জিয়া' (প্রতিকী প্রতিবাদ)।

03/12/2021

কেয়ামত এর আলামত সম্পর্কে কি বলে শুনুন ❤️❤️

শহীদ আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ইসলামি আন্দোলনের এক অকুতোভয় সৈনিক। দেশে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার, ...
22/11/2021

শহীদ আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ইসলামি আন্দোলনের এক অকুতোভয় সৈনিক। দেশে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার, জনগণের ভোটাধিকার ও একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় তিনি যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন তা তাঁকে যুগ যুগ ধরে স্মরণীয় করে রাখবে।

- Dr. Shafiqur Rahman
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।

22/11/2021



Address

Muharraq

Telephone

+97339311963

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amran Miazi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category