Abrar's.com

Abrar's.com ”নূন্যতম ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, কিছু ভালো প্রত্যাশা নিয়ে এগোচ্ছি। ইনশাআল্লাহ”

Eid Mubarak 2024🐪🐄🐐
18/06/2024

Eid Mubarak 2024🐪🐄🐐

30/05/2024
30/05/2024

আপনার সন্তানের ছোট ছোট সফলতা গুলোকে উৎসাহিত করুন। দেখবেন সফলতা তার পিছু ছাড়বে না।

Abrar with cousin.💚❤️
22/04/2024

Abrar with cousin.💚❤️

Good evening dear friends.
20/04/2024

Good evening dear friends.

Eid mubarak 2024
10/04/2024

Eid mubarak 2024

🍃🍃🍃🍃
16/02/2024

🍃🍃🍃🍃

সংগ্রহীতঃ👉আশাকরি সকলে পড়বেন ঋণের জড়জড়িত হওয়ার আগে একবার ভেবে দেখবেন 🙏🙏 আমাদের মাঝে অনেকেই আছেন  যখন ১৫ হাজার টাকা বেতন প...
07/02/2024

সংগ্রহীতঃ
👉আশাকরি সকলে পড়বেন ঋণের জড়জড়িত হওয়ার আগে একবার ভেবে দেখবেন 🙏🙏

আমাদের মাঝে অনেকেই আছেন যখন ১৫ হাজার টাকা বেতন পেতাম, তখনকার অবস্থা আর আজ দেড় লক্ষ টাকা বেতন পেয়েও অবস্থা সেম। কারণ খরচটা বেড়ে গেছে। বেড়েছে পন্য আসক্তি ও পন্য দাসত্ব।

আর আমরা এক শ্রেনীর বোকা মানুষ খুব সহজেই এসবে পা দিচ্ছেন।
যে টাকা আপনার না, ক্রেডিট কার্ডের নামে আপনি সেই টাকা খরচ করছেন??
বিয়ে করবেন? কিস্তিতে মিলছে সব ফার্নিচার, হানিমুনে যাবেন? বাকিতে বালি যান। টিকিট বাকিতে কেনেন। হানিমুনে যাবেন অথচ একটা ক্যামেরা নিবেন না তা হতে পারে না তাও কিনেন বাকিতে? কেনো কিস্তি তো আছে। অল্প অল্প করে দেবেন।
✍️আমরা প্রথমে সেই ফাদে পা দেই। ধরুন, আপনি ৮০,০০০ টাকা বেতন পান৷ ফুটানী মেরে বিয়ে করতে গিয়ে ধার করেছেন তিন লাখ। এবার বালি যাচ্ছেন বাকিতে। মাসে কিস্তি ৭০০০ টাকা মাত্র। বাসায় টিভি এনেছেন। ওখানে কিস্তি আর ৫০০০টাকা মাত্র কোন ব্যপার না৷
বাসা ভাড়া দেন ৩০ হাজার। মাসে দুই চারবার চাইনিজ খেয়ে ফুটানী মেরে পোষ্ট করবেন 🙄🙄
কিন্তু টাকা আর শোধ হয় না। কিভাবে টাকা শোধ দিবেন এই নিয়ে সব সময় দুশ্চিন্তা। মন ভালো থাকে না।
মেন্টাল শান্তি নাই😇😇। সামনে গরম কাল, এসি লাগাতে হবে ঘরে। আপনার মাথায় ঢুকে গেছে এসিই এক মাত্র পারে আপনার চোখে ঘুম এনে দিতে 😊😊
একজন আপনার কানে মন্তনা দিলো স্যার, বাকিতে এসি নেন। পরে আস্তে আস্তে শোধ করে দেবেন।
আপনিও মনের আনন্দে নিয়ে নিলেন, 🏃‍♂️🏃‍♂️
বাকি বোঝা আরেকটু বাড়লো।
বেতনের টাকা ভাড়া আর কিস্তি দিতে দিতে শেষ। এবার নতুন পরিশরে, কিস্তি আর কার্ড দিয়ে আর কুলাচ্ছে না, এবার ধার করতে হবে।
নিজের ইমেজের ১২টা বাজিয়ে নিলেন ধার। বললেন ২০ দিন পর শোধ দেবেন। কিন্তু ২০ দিনে আপনার আয় বাড়বে কি? নাকি আবার ধার করবেন??
২০ দিন পেরিয়ে ২২ দিন হতে গেল।
এবার বন্ধু আপনাকে ফোন দিলো। আপনি ভাবলেন কি মিথ্যা অজুহাত দেয়া যায়। আচ্ছা দিলেন একটা কিছু। আপনার মিথ্যা বলার হাতে খড়ি। আপনি আছেন মতিঝিল
বলে দিলেন পীরের বাগ। ঠিক পলাতক আসামীর মতো।
নাহ, এতো টেনশন আর নিতে পারছি না কিছু একটা করতে হবে।
আজ আবার ছেলেটার জন্মদিন। আবার ফুটানী মারার চেষ্টা, যা নেই তা নিয়ে বড়াই করা ও শো অফের চেষ্টা । যে টাকা আপনার না, যে টাকা আপনি আয় করেন নি, তাই খরচ করা আবার নতুন করে শুরু।

কি যে ভয়ানক এই সাইকেল, তা কেবল মাত্র সেই ব্যক্তিরা বোঝে যারা এই সাইকেলে পড়েছেন,
এতো টাকা আয় করেন, টাকা যায় কই? মনে তো কোন শান্তি নেই, টেনশন।
আমেরিকার মানুষ এখন তিন ট্রিলিয়ন ডলার লোনে ডুবে আছে। বাংলাদেশে যারা শহরে থাকেন, ও সারা বছরের আয় প্রায় ১০ লক্ষ টাকা, তাদের প্রত্যেকের প্রায় ৩-৪ লক্ষ টাকার লোন রয়েছে।
এই টাকা কিভাবে শোধ দিবেন, সেই চিন্তা প্রতিনিয়ত আমাদের অসুস্থ করে তুলছে।
অনেক বাবা মা সন্তানের জন্যে কিছু করার তালে ফ্ল্যাট কেনাকে জীবনের লক্ষ্য করে ফেলেন। বাবা মা হিসেবে সন্তানকে ভালো মানুষ করার দিকে খেয়াল দিতে হবে সেইটা তাদের মাথায় নেই।।
আপনি নিজেই যদি তাকে ফ্লাট করে দেন, তাহলে সে আর করবেটা কি? আয় বুঝে ব্যয় করুন।
অপচয় ও ফুটানী ধর্মীয় দিক বিবেচনায়ও নিষিদ্ধ।
আপনি কি মনে করেন, আপনার এই জীবন যাপন আজ থেকে ২০০ বছর পর আপনার পরের জেনারেশন মনে রাখবে? তারা কি আপনার মতো নিঃস্ব, কিস্তিতে জর্জরিত, ঋণগ্রস্থ মানুষকে মনে রাখবে?
বড়শি দিয়ে একটি মাছ যেমন ধরা হয়, নেড়ে চেড়ে আধার খেতে দেয়, গলায় বিধে নিলে আর নিস্তার নাই। খাঁচার পাখি ভালো খেতে পায়, কিন্তু জীবনটা থাকে বন্দী দসায়।
তেমনি ঋণ যে করে তারও নিজের উপর আর নিজের কন্ট্রোল থাকে না।
ভালো হয় নিত্য দিন দানের অভ্যাস করুন। যে দান করে তার হাত উপরে থাকে আর যে ঋন করে বা হাত পাতে তার হাত সবসময় নিচে থাকে।।
এবার ভেবে দেখুন আপনি কোন অবস্থানে থাকতে চান জীবন আপনার ডিসিশন আপনার।

নিজে ভাল থাকবেন অন্যকে ভাল রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ
=====================

30/01/2024

সু-প্রভাত
Follow💛💛 Button Look At👁️‍🗨️ You.💛💛

29/01/2024

ধন্যবাদ পেতে হলে কি করবেন।




সাদা সাদা কালা কালা 😎😎😎
29/01/2024

সাদা সাদা কালা কালা 😎😎😎

28/01/2024

ডিউটি টাইমে আপনাদের সাথে




#বাংলাদেশ

Morning ❤️🧡❤️Bahrain
28/01/2024

Morning ❤️🧡❤️Bahrain

আসুন একজন আরেকজনকে সাপোর্ট করি
27/01/2024

আসুন একজন আরেকজনকে সাপোর্ট করি




27/01/2024

বাহরাইনের মানামায় বাংলাদেশী হাট বাজার




15/01/2024





সু-প্রভাত বাহরাইন
টাইম সকাল ৭.০০টা
লেট আপলোড (দুঃখিত)
কথার বলার জড়তা দূর করতে ভিডিওটি ভালো লাগলে দেখবেন, ভালো না লাগলেও ধন্যবাদ। তবে নিরুৎসাহিত করবেন না। again thanks.💚💛🧡❤️

13/01/2024

First Video In page.
Pray🤲Love❤️Eat🥗

10/01/2024

Welcome
ভালো কিছু
Coming Soon.🍀.

Address

Flat/23, Building/3924, Road-475, Block/304
Manama
323

Telephone

+97337254772

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abrar's.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abrar's.com:

Videos

Share

Nearby media companies



You may also like