Deshi & bedeshi nature

Deshi & bedeshi  nature love to introduce with foreign nature & দেশি প্রকৃতি

19/10/2024

omar bin al khattab Masjid in Madina 🕌

আলহামদুলিল্লাহ ওমরাহ কাফেলা শেষ করে আমার নিজ গন্তব্যে বাহরাইনে উদ্দেশ্য এখনও আদা রাস্তার অধিক বাকি আছে ইতিমধ্যে আমাদের ক...
27/09/2024

আলহামদুলিল্লাহ ওমরাহ কাফেলা শেষ করে আমার নিজ গন্তব্যে বাহরাইনে উদ্দেশ্য এখনও আদা রাস্তার অধিক বাকি আছে ইতিমধ্যে আমাদের কাফেলার বাস টি একটি রেস্তোরাঁর সামনে বিরতি দিয়েছিলো আলহামদুলিল্লাহ সবাই রাতের খাবার খেয়ে নিলাম খাবার শেষে আমাদের৷ গাড়ি বহরটি আবারো যাএা শুরু করেছে ইনশাআল্লাহ সব কিছু ঠিক থাকলে আগামীদিন সকাল পর্যন্ত বাহরাইনে গিয়ে পোঁছাবো আমরা ইনশাআল্লাহ 🕌🕋

আসসালামু আলাইকুম 🕌🕋 মক্কা এবং মদিনার ১০ দিনের ওমরাহ এর  সফর শেষে আমরা  অল্প কিছু ক্ষনের মধ্যে  আমাদের গন্তব্য স্থান বাহর...
27/09/2024

আসসালামু আলাইকুম 🕌🕋 মক্কা এবং মদিনার ১০ দিনের ওমরাহ এর সফর শেষে আমরা অল্প কিছু ক্ষনের মধ্যে আমাদের গন্তব্য স্থান বাহরাইনে উদ্দেশ্য রওয়ানা দেবো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমাদের ওমরাহ কাফেলার জন্য

ইনশাআল্লাহ মক্কা থেকে মদিনার উদ্দেশ্য রওয়ানা দিয়েছি সবাই দোয়া করবেন
25/09/2024

ইনশাআল্লাহ মক্কা থেকে মদিনার উদ্দেশ্য রওয়ানা দিয়েছি সবাই দোয়া করবেন

23/09/2024
মক্কা নগরীতে প্রিয় হুজুর জনাব মুফতি কাজি ইব্রাহিম হুজুর সাহেব এর সাথে দেখা হয়ে গেলো আলহামদুলিল্লাহ 🕋
21/09/2024

মক্কা নগরীতে প্রিয় হুজুর জনাব মুফতি কাজি ইব্রাহিম হুজুর সাহেব এর সাথে দেখা হয়ে গেলো আলহামদুলিল্লাহ 🕋

Alhamdulillah Alhamdulillah Alhamdulillah allah 🕋🤲🤲🤲
21/09/2024

Alhamdulillah Alhamdulillah Alhamdulillah allah 🕋🤲🤲🤲

19/09/2024

আলহামদুলিল্লাহ ওমরাহ পালন করার জন্য সৌদি আরবের উদ্দেশ্য এই মাএ আমরা রওয়ানা হচ্ছি ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন 🕌🕋

18/09/2024

আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর সবসময় ভালো থাকে সুস্থ থাকেন এটাই আমার দোয়া সবার জন্য আপনারাও আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আগামী দিন সৌদি আরব এর উদ্দেশ্য রওনা দেবো ওমরাহ পালন করার জন্য ইনশাআল্লাহ আল্লাহ পাক যেনো আমার ওমরাহ কবুল করে নেন সবাই দোয়া করবেন আমি যেনো ভালো ভাবে সুস্থ ভাবে ওমরাহ সম্পুর্ন করে আবার আমার গন্তব্যে পৌঁছাতে পারি আসসালামু আলাইকুম ❣

17/09/2024
17/09/2024

পিকনিক এর জন্য রান্না হচ্ছে 🍲🍝🍜

as salamu Alikum  jumma mubarak friends
13/09/2024

as salamu Alikum jumma mubarak friends

06/09/2024

প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ,
জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ,
বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ।।
আমার আঙিনায় ছড়ানো বিছানো,
সোনা সোনা ধুলিকণা,
মাটির মমতায় ঘাস ফসলে,
সবুজের আল্পনা,
আমার তাতেই হয়েছে
স্বপ্নের বীজবোনা।।
অরূপ জোছনায়, সাজানো রাঙানো
ঝিলিমিলি চাঁদ তলে
নিবিড় মমরায়, পিউ পাপিয়া
হৃদয়ের দ্বার খোলে,
আমি তাতেই রেখেছি
স্বপ্নের দ্বীপ জ্বেলে।।
"প্রথম বাংলাদেশ" শাহনাজ রহমতুল্লাহর গাওয়া একটি দেশাত্মবোধক গান। গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান মনির ও সুর করেছেন আলাউদ্দিন আলী। গানটি ১৯৭০-এর দশকের শেষ দিকে বাংলাদেশ টেলিভিশনের বর্ণালি সঙ্গীতানুষ্ঠানে প্রথম প্রচারিত হয়।
সংগ্রহীত

26/08/2024

আমার মতে বাংলাদেশ সকল প্রকার প্যাডেল চালিত রিক্সা বন্ধ করা হোক সকল প্যাডাল চালিত রিক্সায় ব্যাটারি লাগানোর নির্দেষ দেওয়া হোক কারন অনেক বয়স্ক ব্যক্তি আছে যারা প্যাডাল চালিত রিক্সা চালাতে পারেন না অনেক সময় অনেক রোগাক্রান্ত ব্যাক্তি ও প্যাডাল চালিত রিক্সা চালাতে পারেন না তাই সবার উচিৎ হবে প্যাডাল চালিত রিক্সা বন্ধ করে সকলে ব্যাটারি চালিত রিক্সা চালানো প্যাডাল চালিত রিক্সা গুলো কে ব্যাটারিতে রুপান্তর করা হোক

26/08/2024

এখনই সঠিক সময় আনসার নামের আলসার বাহিনী কে বিলুপ্ত করার এরা দেশ ও জনগণের জন্য আলসারের রুপ ধারন করেছে এদের কে বিলুপ্ত করা হোক

24/08/2024

আল্লাহর বিশেষ মেহের বানিতে আমাদের বাসা বাড়িতে বন্যার পানি হানা দেয় নি তবে দেশের এই পরিস্থিতিতে দেশের মানুষের জন্য এলাকার মানুষের জন্য বন্যকবলিত আমার কুমিল্লা জেলার মানুষের জন্য পাশের জেলা ফেনি নোয়াখালী চট্টগ্রাম তথা সমগ্র বাংলাদেশের বন্য কবলিত সকল মানুষের জন্য কষ্ট এক বিন্দু কম হচ্ছে না প্রথম ২দিন কোনো ভাবে দুচোখের পাতা এক হচ্ছিলো না বন্য কবলিত মানুষের জন্য টেনশনে টেনশনে ২টা রাত জেগে নিউজ চ্যানাল গুলোর দিকে ফেসবুক লাইভে নিউজ ফিডে ২৪ ঘন্টা চোখ রেখে দেখেছি আর টলমল অশ্রুশিক্ত নয়ন নিয়ে আল্লার কাছে পানা চেয়েছি 😭 হে আল্লাহ আপনি দেশের প্রতি দেশের মানুষের প্রতি রহম করুন আল্লাহ দেহ টা প্রবাসে মন টা দেশে পড়ে থাকে সারাক্ষণ 😥

23/08/2024

দেহ টা পড়ে আছে প্রবাসে রিদয় টা পড়ে আছে বাংলাদেশে 😥

22/08/2024

আর ধরে রাখা গেলো না অভশেষে কুমিল্লা বুড়িচং বুড়বুড়িয়া- মিথিলাপুর গোমতী নদীর বাঁধ ভেঙে গেছে।
সবাই সচেতন থাকুন।

Address

Manama
591

Telephone

+97339452903

Website

Alerts

Be the first to know and let us send you an email when Deshi & bedeshi nature posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share