নিড়ে ফেরা Nire Fhera.

নিড়ে ফেরা Nire Fhera. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নিড়ে ফেরা Nire Fhera., News & Media Website, Manama.

প্রথম দেখায় আমি যা ভাবছিলাম 🤔আপনি ও কি তাই ভাবছিলেন
05/01/2024

প্রথম দেখায় আমি যা ভাবছিলাম 🤔
আপনি ও কি তাই ভাবছিলেন

24/12/2023
29/11/2023

আলহামদুলিল্লাহ,
রিজার্ভ এখনো ১৫ বিলিয়ন ডলারের উপরে আছে।

ঋণ ১০০ বিলিয়ন ডলার।
আমদানি ৯০ বিলিয়ন ডলার থেকে ৭৫ বিলিয়ন ডলারে নামানো গেছে।

জিনিসপত্রের দাম অত্যন্ত সহনীয় 😢
১৫ বছর কাড়ি কাড়ি ঋণ করে যে ইট পাথরের স্ট্রাকচার তৈরি হয়েছে,
তাতে মানুষের আয় বাড়ছে বিপুলভাবে।🙂

১৫ বছরে ধারের টাকায় বিপুল বিনিয়োগের বিপুল রিটার্ন আসা শুরু হয়ে গেছে।

দেশের মহিলারা ৩ বার লিপস্টিক লাগাচ্ছে আর ৪ বার স্যান্ডেল পাল্টাচ্ছে।

অবশ্য পুরুষ কী করছে জানা যায় নি।

সেই আয় দেশ এগিয়ে চলেছে দুর্দান্ত গতিতে।

এভাবেই দেশ এগিয়ে যাক।
এভাবে যারা দেশকে এগিয়ে নিচ্ছেন,
তাদেরকে এই জাতি
ভবিষ্যৎ প্রজন্ম

গভীরতম শ্রদ্ধার সাথে স্মরণ করবে। 🙂❤🙂

সবাই বলেন,
আলহামদুলিল্লাহ

- খাজা নিজাম উদ্দিন

শেয়ার করুন  এক প্রবাসী ভাই  কে স্যাহয্য করুনকুয়েত প্রবাসী সোহাগ মৃধা ৮ জুন দেশে এসেছিলেন। বিমানবন্দরে তার লাগেজ না পেয়ে ...
30/10/2023

শেয়ার করুন
এক প্রবাসী ভাই কে স্যাহয্য করুন
কুয়েত প্রবাসী সোহাগ মৃধা ৮ জুন দেশে এসেছিলেন। বিমানবন্দরে তার লাগেজ না পেয়ে আর্মড পুলিশে অভিযোগ দেন। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় আরেক যাত্রী তার লাগেজ নিয়ে চলে গেছেন। কুয়েত প্রবাসী সোহাগ মৃধা সিসি ক্যামেরার ফুটেজ দেখে নিশ্চিত করেন ওই যাত্রী তার সাথে একই ফ্লাইটে কুয়েত থেকে এসেছে। তাকে যদি কেউ চিনে থাকেন, তার সম্পর্কে তথ্য দিন। এই ব্যাক্তিকে সনাক্ত করতে এই পোষ্টটি শেয়ার করুন।

সিসি ক্যামেরার ফুটেজ ও অন্যান্য তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এই যাত্রীর সঠিক ঠিকানা পাওয়া যায়নি। তার ফোন নাম্বারগুলো বন্ধ। দীর্ঘদিন তাকে সনাক্ত করার নানা পদ্ধতি অবলম্বন করেও খুজে না পাওয়ায় সকলের সহায়তার জন্য পোষ্ট করা হয়েছে। যাতে সকলের সহায়তায় একজন অপরাধীকে সনাক্ত করা যায়।

অন্য কোন দেশে অপরাধীকে সনাক্ত করতে সহায়তা চাওয়া হলে সবাই সবার সাধ্যমতো চেষ্টা করে। আমাদের দেশে সহায়তা চাওয়া হলে দেশ প্রেমিক জনতা গালাগালি করে, টিককারি করে মন্তব্য করে। তারা আবার সহায়তাও প্রত্যাশা করে। যাদের গালাগাল করেন, ঘৃণ্য ভাষায় কথা বলেন, তাদের কাছেই আবার সহায়তা চান।

#বাংলা_এভিয়েশন #বাংলা_প্রবাস

Today's Best Photo ❤️❤️❤️❤️❤️                            •      
28/10/2023

Today's Best Photo
❤️❤️❤️❤️❤️






























যুগের সেরা ছবি। আমার আইডি বন্ধ করে দিলেও আর কষ্ট থাকবে না।
26/10/2023

যুগের সেরা ছবি। আমার আইডি বন্ধ করে দিলেও আর কষ্ট থাকবে না।

Palestinian Ministry of Health: 704 martyrs and about 3,900 injured after the Israeli occupation attacks on   and the We...
10/10/2023

Palestinian Ministry of Health:

704 martyrs and about 3,900 injured

after the Israeli occupation attacks
on and the West Bank.

22/09/2023

মিরপুরে ঢাকা কমার্স কলেজ এরিয়ায় রাস্তার পাশের বৈদ্যুতিক তার ছিড়ে একই পরিবারের ৪ জন সহ মোট ৫ জন নিহত ।

যার মস্তিষ্কে একবার ইউরোপ আসার নেশা ঢুকেছে বস🤗🤗 তার কাছে পৃথিবীর সব নেশা অকার্যকর!😊🙂
21/09/2023

যার মস্তিষ্কে একবার ইউরোপ আসার নেশা ঢুকেছে বস🤗🤗
তার কাছে পৃথিবীর সব নেশা অকার্যকর!😊🙂

I am ready 🙂
17/09/2023

I am ready 🙂

প্রবাসী!! 😪😪মেধা দিয়ে, শ্রম দিয়ে, শক্তি দিয়ে, রান্না করে, কম ঘুমিয়ে, পরিবারের আবদার রক্ষা করে, মানষিক চাপ সহ্য করে, সব চ...
17/09/2023

প্রবাসী!! 😪😪
মেধা দিয়ে, শ্রম দিয়ে, শক্তি দিয়ে, রান্না করে, কম ঘুমিয়ে, পরিবারের আবদার রক্ষা করে, মানষিক চাপ সহ্য করে, সব চিন্তা মাথায় নিয়ে ঘাম ঝরিয়ে টাকা উপার্জন করা ব্যক্তিটিই প্রবাসী !

 #ইনবক্স_থেকেসবার কাছে আকুল আবেদন।আমার খালাতো ভাই মোঃ নয়ন দালালের প্রতারণার শিকার হয়ে সৌদিতে মৃত্যুবরণ করেছে।ওর লাশটা দ...
15/09/2023

#ইনবক্স_থেকে
সবার কাছে আকুল আবেদন।
আমার খালাতো ভাই মোঃ নয়ন দালালের প্রতারণার শিকার হয়ে সৌদিতে মৃত্যুবরণ করেছে।

ওর লাশটা দেশে আনাতে হলে নাকি পরিবারের আরও ৪লক্ষ টাকা দিতে হবে।
মাত্র ১ বছর আগে সৌদি গিয়েছিলো।
পরিবার রিন করে ভাইটারে প্রবাসে পাঠিয়েছে। কিন্তু দালাল ওদের সাথে অন্যায় করেছে, মাত্র ৬মাস কাজ করার পর আকামা শেষ। এবং অবৈধ হিসেবে ওইখানে থাকতে হয়েছে, সেপ্টেম্বর ২০২৩ ১ তারিখ থেকে ওদের কাজের মেয়াদ শেষ হওয়ায় কাজ থেকে বের করে দিয়েছে কম্পানি। এবং সেই টেনশনে গতকাল ১৩ সেপ্টেম্বর সকালে স্টক করে মৃত্যু বরন করে আমার ভাইটা।

আমার কথা হচ্ছে একটি মানুষ লোন হাওলাত করে প্রবাসে গিয়ে পরিবারের জন্য কিছুই ইনকাম করতে পারলো না, শুধু দালালের প্রতারণার জন্য। ওর পরিবার তো এমনিতেই শেষ।
এখন আবার টাকা লাগবে কেন?

বাংলাদেশে কি এমন কোন ব্যক্তি বা সংস্থা আছেন যে আমার ভাইয়ের লাশটা সৌদি থেকে দেশের মাটিতে আনাতে সহযোগিতা করতে পারবেন?

জাহাঙ্গীরের সমাধি:নূর-উদ-দিন মুহাম্মদ সেলিম ‘জাহাঙ্গীর’ (৩১ আগস্ট ১৫৬৯ – ২৮ অক্টোবর ১৬২৭); 1605 থেকে 1627 সালে তার মৃত্য...
08/09/2023

জাহাঙ্গীরের সমাধি:

নূর-উদ-দিন মুহাম্মদ সেলিম ‘জাহাঙ্গীর’ (৩১ আগস্ট ১৫৬৯ – ২৮ অক্টোবর ১৬২৭); 1605 থেকে 1627 সালে তার মৃত্যু পর্যন্ত শাসন করেছিলেন। তিনিই একমাত্র মহান মুঘল ছিলেন যাকে কাবুলে সমাহিত করা মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর ছাড়া ভারতে সমাহিত করা হয়নি।

সম্রাট অসুস্থ ছিলেন, রাজকীয় চিকিত্সকরা পরামর্শ দিয়েছিলেন যে অসুস্থতা থেকে পুনরুদ্ধার করতে তাকে কাবুল এবং কাশ্মীর সফর করা উচিত। কাশ্মীরের ঠান্ডা আবহাওয়ার কারণে তিনি লাহোরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। লাহোরে যাওয়ার পথে 28 অক্টোবর 1627 তারিখে রাজৌরি শহরের কাছে কাশ্মীরের পাদদেশে তিনি মারা যান। একটি শেষকৃত্য শোভাযাত্রা কাশ্মীর থেকে তার দেহ স্থানান্তর করে এবং 1627 সালের 12 নভেম্বর শুক্রবার লাহোরে পৌঁছায়। যে দিলকুশা বাগানে তাকে সমাহিত করা হয়েছিল সেটি ছিল জাহাঙ্গীর এবং তার স্ত্রী নুরজাহানের একটি "প্রিয় স্থান", যখন তারা লাহোরে থাকতেন। তার পুত্র, নতুন মুঘল সম্রাট শাহজাহান আদেশ দিয়েছিলেন যে তার দেহাবশেষের মধ্যে তার পিতার সম্মানে একটি "সম্রাটের উপযুক্ত সমাধি" নির্মাণ করা উচিত।

তার সমাধিটি মুঘল শিল্প ও স্থাপত্যের একটি চমৎকার নিদর্শন। সম্রাট নুরজাহানের স্ত্রী বা পুত্র শাহজাহান কে নকশাটি তদারকি করেছিলেন তা নিয়ে কিছু বিতর্ক রয়েছে। উভয়েরই স্থাপত্য নকশার উপর খুব ভাল নজর ছিল। সুন্দর মূল্যবান ও অর্ধ-মূল্যবান পাথর ব্যবহার করা হয়েছে কবরকে সুশোভিত করার জন্য আল্লাহর নিরানব্বই গুণাবলীও এখানে খোদাই করা আছে।

মহারাজা রঞ্জিত সিং-এর হাতে সমাধিটি ব্যাপকভাবে ধ্বংসের শিকার হয়েছিল, যিনি সমাধি থেকে অলঙ্কারগুলি ছিনিয়ে নিয়েছিলেন এবং শিখ মন্দির সাজানোর জন্য অমৃতসরে পাঠিয়েছিলেন। সমাধিটি স্প্যানিশ বংশোদ্ভূত একজন শিখ সেনা অফিসারের বাসভবন হিসেবেও ব্যবহার করা হয়েছিল এবং কাবুলের দোস্ত মুহাম্মদ খানের ভাই সুলতান মুহাম্মদ খান সমাধিটির ব্যাপক ক্ষতি করেছিলেন।
Jāhāṅgīrēra samādhi:

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না ফেরার দেশে চলে গেলেন, রহিমাহুল্লাহ,,,
14/08/2023

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না ফেরার দেশে চলে গেলেন, রহিমাহুল্লাহ,,,

ইতালিতে পাসপোর্ট ভুক্তভোগী কামরুলের আত্মহ*ত্যা 🥲এই সব পোস্ট লিখতে চাইনাঃ সে একজন পাসপোর্ট ভুক্তভোগী ১৯ বছরের কামরুল হাওল...
17/07/2023

ইতালিতে পাসপোর্ট ভুক্তভোগী কামরুলের আত্মহ*ত্যা 🥲

এই সব পোস্ট লিখতে চাইনাঃ সে একজন পাসপোর্ট ভুক্তভোগী ১৯ বছরের কামরুল হাওলাদার ( আত্ম*হ*ত্যা করেছে, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন) এন আই ডি ছিলনা কিন্ত দালালকে পরিবার দিয়েছে বড় অংকের টাকা। শুরু হয় পারিবারিক সমস্যা। মাদারীপুরের এই ছেলেটা গত রবিবার থেকেই ইতালির লা' আকুইলিয়ার আসকোলি পি চিনো থেকে নি*খোঁজ। আজ তার ফাঁ*স দেয়া ম*রদেহ খুঁজে পেয়েছে প্রশাসন।
একজন বাংলাদেশি তার পরিচয় বহনকারী পাসপোর্ট তার অধিকার। আমরা আমাদের অধিকার টা চাই। আর নিরব ঘাতক দালালদের থাবা ও বন্ধ হোক।
পোস্ট: লাবন্য ফারুক

দুইজন প্রবাসীর জানাজা ১ম জন মোহাম্মদ সোহেল- সিলেট গোপালগঞ্জ যিনি সিতরা'তে থাকতেন। ২য় জন, মোহাম্মদ আনোয়ার - কুমিল্লা মুরা...
09/07/2023

দুইজন প্রবাসীর জানাজা

১ম জন মোহাম্মদ সোহেল- সিলেট গোপালগঞ্জ
যিনি সিতরা'তে থাকতেন।

২য় জন, মোহাম্মদ আনোয়ার - কুমিল্লা মুরাদনগর
গ্রাম : জাহানপুর। যিনি হামাদ টাউন এরিয়াতে থাকতেন।

বুকভরা স্বপ্ন নিয়ে এসেছিলেন প্রবাসে, ভাগ্যের নির্মম পরিহাস খালি হাতে চলে যেতে হচ্ছে।

হয়তো কখনো চিন্তাও করেননি এমন অনাকাঙ্ক্ষিত একটা সফর হবে, যে সফরে যাওয়া যায় কিন্তু ফেরা যায় না।

অহ হ্যাঁ বড় একটা পার্সেল যাবে, কথা ছিলো যাওয়ার সময় মা বাবা,ভাইবোন, স্ত্রী সন্তান সবার জন্য দুই দুইটা ৪০ কিলোর কাটন নিয়ে যাবেন, সবাই খুশিতে এয়ারপোর্টে আসবে, গল্প করতে করতে বাড়িতে পৌছবে!!

কিন্তু এখন! কেউ আগের সেই আবেগ নিয়ে আসবেনা
বলবে লাশ নিতে কি আর এতো মানুষ যেতে হয়?

সবাই বলে প্রবাসীরা শুধু দিয়েই যায়, নিতে জানেনা।

আমি বলি... হ্যাঁ নিবে রাব্বুল আলামিনের কাছ থেকে নিবে, উত্তম জাযা নিবে ইনশাআল্লাহ।

ইরফান সাদিক
হামাদ টাউন বাহরাইন

30/06/2023

দেখি"কে আলু বের করতে পারে"
দামী ফোন ছাড়া"সম্ভব না
🤣😅🤣
🥔🥔🥔🥔🥔

30/06/2023
ঈদের দিন মুসলমানদের অন্তরে আনন্দ থাকে। আনন্দের দিনে সুইডেন কুরআন অ*ব*মান*নার মতো জ*গ*ণ্য কাজ করেছে। ব্যক্তি স্বাধীনতার ন...
29/06/2023

ঈদের দিন মুসলমানদের অন্তরে আনন্দ থাকে। আনন্দের দিনে সুইডেন কুরআন অ*ব*মান*নার মতো জ*গ*ণ্য কাজ করেছে। ব্যক্তি স্বাধীনতার নামে কিছুদিন পরপর সুইডেনে এ ধরণের ঘটনা ঘটছে!

সুইডেনের এ ধরণের ঘটনার তী*ব্র প্র*তি*বা*দ জানিয়ে রাখলাম। সুইডেন! অপেক্ষা করো। সময় কথা বলবে ইনশাআল্লাহ।

দয়াকরে বিষয়টা খেয়াল রাখবেন।
25/06/2023

দয়াকরে বিষয়টা খেয়াল রাখবেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন:ফ্রান্সের প্যারিসে বাংলাদেশি মালিকানাধীন মেছ থেকে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করে...
23/06/2023

ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন:

ফ্রান্সের প্যারিসে বাংলাদেশি মালিকানাধীন মেছ থেকে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে প্যারিস পুলিশ।

নিহত ছেলেটি সিলেটের বড়লেখা উপজেলার, নিজবাহাদুরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চান্দগ্রামের বাসিন্দা।নাম সুয়েবআহমদ।
এ ব্যাপারে বিস্তারিত আপডেট জানা যায়নি।

একবার চিন্তা করে দেখুন তো , কেউ একজন আপনার মৃ*ত্যুর জন্যে অপেক্ষা করে আছে। আপনি মা*রা গেলে তবেই সে কিছু পণ্য বিক্রি করে ...
22/06/2023

একবার চিন্তা করে দেখুন তো ,
কেউ একজন আপনার মৃ*ত্যুর জন্যে অপেক্ষা করে আছে।
আপনি মা*রা গেলে তবেই সে কিছু পণ্য বিক্রি করে তার এবং পরিবারের জন্য খাবার এর ব্যবস্থা করতে পারবে।

21/06/2023

মেয়ে ঢাকায় লিভ টুগেদার করে বাবা গ্রামে গর্ব করে বলে আমার মেধাবী মেয়ে চাকরি করে পড়াশোনা করে! ভিডিও প্রমাণ কমেন্টে 👇

প্রতিদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে হাজার হাজার রোগী আসেন ঢাকা এবং আশেপাশের জেলা থেকে। এসেই সুদীর্ঘ এক লাইনে অ...
20/06/2023

প্রতিদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে হাজার হাজার রোগী আসেন ঢাকা এবং আশেপাশের জেলা থেকে। এসেই সুদীর্ঘ এক লাইনে অপেক্ষা করতে হয় টিকেট কাউন্টার এর সামনে টিকেট কাটতে। সেই অপেক্ষার প্রহর শেষ হলে আবার চিকিৎসক এর কক্ষের বাইরে অপেক্ষার পালা।
এতে রোগীরা অনেক সময়ই দুর্ভোগের শিকার হয়ে থাকে।

রোগীদের দুর্ভোগ এবং লাইনের দাঁড়িয়ে অপেক্ষাকে পরিহার করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চালু হলো ই -টিকেটিং।
বাসায় বসেই আপনি মোবাইলের মাধ্যমে আপনার এবং আপনার পরিবার পরিজনের জন্য আউটডোর এর টিকেট কাটতে পারবেন।

কি আছে এই ই-টিকেট এ:-

১. আপনার পছন্দমতো দিনের টিকেট কাটতে পারবেন
২.আপনার পছন্দমতো সময়ে চিকিৎসক এর সাক্ষাৎ এর জন্য টাইম স্লট নিজেই পছন্দ করতে পারবেন
৩.আপনার পছন্দ মত চিকিৎসা বিভাগ(মেডিসিন/সার্জারি /গাইনী এবং অন্যান্য) আপনি নিজেই ঠিক করতে পারবেন
৪.ই-টিকেট এর রোগীদের জন্য আলাদা রুম এবং চিকিৎসক সুনির্দিষ্ট করা থাকবে

৫.দেশের প্রচলিত অধিকাংশ অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করেই আপনি টিকেট এর ১০.০ টাকা মূল্য পরিশোধ করতে পারবেন। এক্ষেত্রে অতিরিক্ত কোন টাকা রোগীকে পরিশোধ করতে হবে না।

ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে স্মার্ট স্বাস্থ্য সেবার একটি পদক্ষেপ এই ই-টিকেট ব্যবস্থা

link : https://dmch.bindu.health/patient/booking

Dr. Sijan

স্বপ্নপূরণ হলেও একদিনের জন্যেও সেই স্বপ্নের রাজপ্রসাদে থাকা হলো না সৌদি প্রবাসীর…….
20/06/2023

স্বপ্নপূরণ হলেও একদিনের জন্যেও সেই স্বপ্নের রাজপ্রসাদে থাকা হলো না সৌদি প্রবাসীর…….

কয়েকশো অভিবাসী বোঝাই নৌকাটি যাত্রা করেছিল লিবিয়া থেকে ইটালির উদ্দেশে৷ বুধবার  গ্রিসের কাছাকাছি এসে সেটি ডুবে যায়৷ এই দুর...
15/06/2023

কয়েকশো অভিবাসী বোঝাই নৌকাটি যাত্রা করেছিল লিবিয়া থেকে ইটালির উদ্দেশে৷ বুধবার গ্রিসের কাছাকাছি এসে সেটি ডুবে যায়৷ এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৫০০ ছাড়ানোর আশঙ্কা রয়েছে৷ উদ্ধার তৎপরতার ছবি।

04/06/2023

**তীব্র গরমে ৫-৮ জুন সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ: মন্ত্রণালয়

ভারত। কিছু জায়গায় লাইন বলে কিছু নেই। লোহার লাইন ভেঙে গেছে। কংক্রিটের স্লিপার ভেঙেচুরে গেছে।  কামরা থেকে বের করা হচ্ছে রক...
03/06/2023

ভারত।
কিছু জায়গায় লাইন বলে কিছু নেই। লোহার লাইন ভেঙে গেছে। কংক্রিটের স্লিপার ভেঙেচুরে গেছে। কামরা থেকে বের করা হচ্ছে রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ। সেই দেহ তোলা হচ্ছে ম্যাটাডোরে। স্বজনদের খুঁজছেন মানুষ। তাদের আশা একটাই, যদি এখনো কামরার ভিতরে বেঁচে থাকেন তারা। জানি না, তাদের আশাপূরণ হবে কি না, তবে তারাও শিউরে উঠছেন, যখন মৃতদেহ বের করা হচ্ছে। ঘটনাস্থল থেকে বিশেষ প্রতিবেদন লিখলেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ সাউ৷ লিঙ্ক রইল প্রথম মন্তব্যে৷

Address

Manama

Website

Alerts

Be the first to know and let us send you an email when নিড়ে ফেরা Nire Fhera. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other News & Media Websites in Manama

Show All

You may also like