11/12/2023
বাহ কি চমৎকার শিক্ষা পদ্ধতি মাশাআল্লাহ।
---------------------------------------!
মালয়েশিয়ার একটি স্কুলে-ছোট শিশুদেরকে সুন্দর করে 'কাবা শরীফ' তওয়াফ/ওমরা করার পদ্ধতি শিক্ষা দেওয়া হচ্ছে।
আর আমাদের দেশে শিক্ষা দেওয়া হচ্ছে ব্যাঙের লাফ আর হাঁসের ডাক, আহ্! বড় আফসোস৷
জাতিকে মেধাশূন্য করে ধ্বংস করার জন্য এর থেকে বেশি কিছু প্রয়োজন নেই।
নতুন শিক্ষা কারিকুলাম ১০ বছর চালু থাকলে আগামী প্রজন্মের একটা বড় অংশ মানসিক প্রতিবন্ধী হবে নিশ্চিত।