আমরা প্রবাসী

আমরা প্রবাসী 🕋💖Ilove Allah & Muhammad Sallallahualayhi Wasallam🕋💓

 #নিউজ অ্যালার্ট - 09.30AM 🇧🇭আজ সকালে হামাদ টাউনের রাউন্ডঅবাউট টানেল 6 এর কাছে শেখ খলিফা বিন সালমান হাইওয়েতে একটি যানবা...
16/06/2024

#নিউজ অ্যালার্ট - 09.30AM 🇧🇭আজ সকালে হামাদ টাউনের রাউন্ডঅবাউট টানেল 6 এর কাছে শেখ খলিফা বিন সালমান হাইওয়েতে একটি যানবাহন উল্টে পাঁচজন আহত হয়েছে, যা জাল্লাকের দিকে যাচ্ছে।

👉প্রতিবেদনগুলি ইঙ্গিত করে যে গাড়িটি একটি লোহার বেড়ার সাথে ধাক্কা লেগেছিল, যার ফলে এটি ভেঙে পড়ে। আঘাতের পরিমাণ অজানা, তবে পাঁচজন যাত্রীই বিক্ষিপ্তভাবে আহত হয়েছেন বলে জানা গেছে।

👉জরুরী পরিষেবাগুলি এই ঘটনায় সাড়া দিয়েছে, এবং কর্তৃপক্ষ বর্তমানে ধ্বংসাবশেষ পরিষ্কার করতে এবং ট্রাফিক প্রবাহকে সহজ করার জন্য ঘটনাস্থলে কাজ করছে।

মানামা বাহরাইন শেখ-আব্দুল্লাহ রোডে একটি বিল্ডিং এ আগুন লাগছে! অনেকেই বিল্ডিং এ আটকা পড়ছেন বলে জানা গেছে। আল্লাহ সকলকে হে...
12/06/2024

মানামা বাহরাইন শেখ-আব্দুল্লাহ রোডে একটি বিল্ডিং এ আগুন লাগছে!
অনেকেই বিল্ডিং এ আটকা পড়ছেন বলে জানা গেছে।
আল্লাহ সকলকে হেফাজত করুন। আমিন।।

পৃথক মামলায় এক নারীসহ সন্দেহভাজন কয়েকজনের কাছ থেকে ৩৪ হাজার টাকার তিন কেজি মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।ক্রিমিনাল ইনভেস্...
02/06/2024

পৃথক মামলায় এক নারীসহ সন্দেহভাজন কয়েকজনের কাছ থেকে ৩৪ হাজার টাকার তিন কেজি মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

ক্রিমিনাল ইনভেস্টিগেশন অ্যান্ড ফরেনসিক সায়েন্সের জেনারেল ডিরেক্টরেটের মাদকবিরোধী অধিদপ্তর জানিয়েছে যে একটি গোপন তথ্য পাওয়ার পরে একটি তদন্ত শুরু করা হয়েছিল, যার ফলে সন্দেহভাজনদের সনাক্ত করা এবং গ্রেপ্তার করা হয়েছে।

09/04/2024

বাহরাইনের রাজার মহানুভবতায় হাজারো কারাবন্দী মুক্তি পেয়েছেন। বাহরাইনে ঘরে ঘরে সে খুশিতে আনন্দ বিরাজ করছে। ঐক্যবদ্ধ্য বাহরাইন প্রতিষ্ঠায় রাজার এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।শিয়া সুন্নির ধন্ধ কিছুটা হলেও কমবে বাহরাইনে।

বাংলাদেশ থেকে পাঁচটি লরি G*a// za!মিশরের বায়তুজ যাকাত ওয়াস ফাউন্ডেশন ‎‫بَيْتُ الزَّكَاةِ وَالصَّدَقَاتِ الْمِصْرِي)‬‎ ...
12/03/2024

বাংলাদেশ থেকে পাঁচটি লরি G*a// za!

মিশরের বায়তুজ যাকাত ওয়াস ফাউন্ডেশন ‎‫بَيْتُ الزَّكَاةِ وَالصَّدَقَاتِ الْمِصْرِي)‬‎ সাদাকাতের উদ্যোগে G**a//za-এর জন্য ত্রাণ কাফেলার পঞ্চম পর্ব গতকাল চলে গেছে। প্রায় একশ লরি বোঝাই এক হাজার টনের এই বিশাল কাফেলায় বাংলাদেশের ব্যানারে আমাদের পাঁচটি লরি রয়েছে।

আল্লাহু আকবার

ইয়ামেনের হুতি বিদ্রোহীদের হামলায় লোহিত সাগরে ইন্টারনেট ক্যাবল কাটা পড়েছে।এরি প্রভাবে বাহরাইনসহ গাল্ফের অন্যান্য দেশে ...
05/03/2024

ইয়ামেনের হুতি বিদ্রোহীদের হামলায় লোহিত সাগরে ইন্টারনেট ক্যাবল কাটা পড়েছে।এরি প্রভাবে বাহরাইনসহ গাল্ফের অন্যান্য দেশে ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে। ইন্টারনেটের স্পিড খুবই স্লো হয়ে পড়ছে। বিকল্প লাইন সংযোগ স্থাপনের কাজ চলছে।যারা জেইন সিম ব্যবহার করছেন তারা বেশি বিপদে পড়বেন।কারন তাদের কোম্পানি সিম ৫ জি আপগ্রেডের কাজ চলছে। কয়েকদিনের মধ্যে আগের অবস্থায় ফিরে আসবে।
copy post

বেসরকারী সেক্টরের কর্মীরা নতুন সুবিধা পেতে পারে যেমন তাদের উল্লেখিত চুক্তিভিত্তিক কাজের বিবরণের বাইরে সম্পাদিত যেকোন কাজ...
23/02/2024

বেসরকারী সেক্টরের কর্মীরা নতুন সুবিধা পেতে পারে যেমন তাদের উল্লেখিত চুক্তিভিত্তিক কাজের বিবরণের বাইরে সম্পাদিত যেকোন কাজের জন্য অতিরিক্ত বেতন, একটি গ্যারান্টিযুক্ত দুই দিনের উইকএন্ড, তারা চাকরি শুরু করার প্রথম দিন থেকেই অসুস্থ ছুটি প্রযোজ্য।

সংসদ সদস্যরা গতকাল তাদের সাপ্তাহিক অধিবেশনে জালাল আল কাদেমের নেতৃত্বে পাঁচজন সংসদ সদস্য দ্বারা উপস্থাপিত 2012 সালের বেসরকারী খাত কর্মসংস্থান আইনের প্রস্তাবিত সংশোধনী সর্বসম্মতভাবে অনুমোদন করেছেন।

পড়ুন: www.gdnonline.com/Details/1303915

বাহরাইনের মহামান্য রাজা হামাদ বিন ঈসা আল খলিফা এবং কুয়েতের আমির মহামান্য শাইখ মিশাল আল আহমেদ আল জাবের আল সাবাহ বিভিন্ন ...
14/02/2024

বাহরাইনের মহামান্য রাজা হামাদ বিন ঈসা আল খলিফা এবং কুয়েতের আমির মহামান্য শাইখ মিশাল আল আহমেদ আল জাবের আল সাবাহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার জন্য আলোচনা করেছেন।

এইচ এম বাদশাহ হামাদ এইচ এইচ শেখ মিশালকে আল সাখীর প্রাসাদে স্বাগত জানান, গতকাল কুয়েতের আমিরের বাহরাইন রাজ্যে আনুষ্ঠানিক একদিনের সফর উপলক্ষে।

বৈঠকের সময়, এইচ এম বাদশাহ হামাদ এইচ এইচ শেখ মিশালকে অর্ডার অফ শেখ ঈসা বিন সালমান আল খলিফা-অসাধারণ ক্লাস কলার উপহার দেন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে কুয়েতের আমিরের অবদানের স্বীকৃতি দেন।

  update: 📢গাল্ফ এয়ার ঢাকা- বাহরাইন আগামী কালকের ফ্লাইটটি GF251 (14 FEB 2024) দুপুর ১২ঃ১০ এর পরিবর্তে বিকাল ৫ঃ১০ মিনিটে ...
13/02/2024

update: 📢

গাল্ফ এয়ার ঢাকা- বাহরাইন আগামী কালকের ফ্লাইটটি
GF251 (14 FEB 2024) দুপুর ১২ঃ১০ এর পরিবর্তে বিকাল ৫ঃ১০ মিনিটে ছেড়ে আসবে।

বাহরাইন সেনাবাহিনীর সদস্য মেজর আবদুল্লাহ রশিদ সোমালিয়ায় এক সন্ত্রাসী হামলায় নিহত হন।আজ তাকে দাফন করা হয়। বাহরাইনের র...
13/02/2024

বাহরাইন সেনাবাহিনীর সদস্য মেজর আবদুল্লাহ রশিদ সোমালিয়ায় এক সন্ত্রাসী হামলায় নিহত হন।আজ তাকে দাফন করা হয়। বাহরাইনের রাজা, বাহরাইনের প্রধানমন্ত্রী, বাহরাইনের সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।এ সময় রাজা নিহত সৈনিকের পরিবারের সদস্যদেরকে সমবেদনা জানান। উল্লেখ্য বাহরাইন এবং দুবাইয়ে সেনাবাহিনী সোমালিয়ার সেনাবাহিনী কে প্রশিক্ষণ দেওয়ার জন্য কার্যক্রম পরিচালনা করছিল। হঠাৎ সেখানে সন্ত্রাসীরা বোমা হামলা করে এতে দুবাইয়ে চারজন এবং বাহরাইনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন।?? 🕋🕋🕋🕋

শ্রম বাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (LMRA) গতকাল ঘোষণা করেছে, 4 ফেব্রুয়ারি থেকে শনিবার পর্যন্ত অনুষ্ঠিত 1,312টি পরিদর্শন পর...
13/02/2024

শ্রম বাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (LMRA) গতকাল ঘোষণা করেছে, 4 ফেব্রুয়ারি থেকে শনিবার পর্যন্ত অনুষ্ঠিত 1,312টি পরিদর্শন পরিদর্শন এবং 17টি যৌথ অভিযানের সময় 68 জন অনিয়মিত শ্রমিক এবং শ্রম আইন লঙ্ঘনকারীদের আটক করা হয়েছে এবং 163 জনকে

13/02/2024

#ব্রেকিংনিউজ বাহরাইন স্পনসর ছাড়াই কাজের ভিসা বা ডিপেন্ডেন্ট ভিসা পরিবর্তনের প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে এবং একই স্পনসরের জন্য এই ধরনের পরিবর্তনের জন্য ফি বাড়িয়েছে BD60 থেকে BD250। এই পদক্ষেপটি প্রথম কর্মসংস্থান পছন্দ হিসাবে স্থানীয় কর্মীবাহিনীকে সমর্থন করার জন্য ভিসা পরিবর্তনের নিয়মগুলিকে উন্নত করতে সরকারি নির্দেশের সাথে সারিবদ্ধ।

moi_bahrain

কি কি নিয়ম মেনে চললে আপনি দেশে থেকেও আপনার এল.এম.আর এর ভিসা রিনিউ করতে পারবেন। আসুন নিয়ম গুলা জেনে নি। মনে করেন আপনি দেশ...
12/02/2024

কি কি নিয়ম মেনে চললে আপনি দেশে থেকেও আপনার এল.এম.আর এর ভিসা রিনিউ করতে পারবেন।
আসুন নিয়ম গুলা জেনে নি।

মনে করেন আপনি দেশে আছেন এবং যে কোনো কারনে আপনার ভিসার মেয়াদ বাড়াতে হবে সে ক্ষেত্রে আপনার বাহরাইনে থাকা পরিচিত কেউ বা নিজের রক্তের কারো মাধ্যেমে আপনি ভিসা রিনিউ করতে পারবেন। কিন্তু যে নিয়ম গুলা আপনাকে মাননতে হবে সে গুলা হলো

১/ যে ব্যক্তি আপনার হয়ে বাহরাইনে ভিসা রিনিউ করবে তার নিজের পাসপোর্ট কপি এবং সি.পি.আর কপি লাগবে।

২/ যার ভিসা রিনিউ করা হবে তাকে দেশ থেকে একটা অনুমদন পত্র তৈরি করে সেখানে তার স্বাক্ষর দিয়ে ইমেইলে বা whatsapp এর মাধ্যমে বাহরাইনে থাকে সেই ব্যক্তির নিকট পেরন করিতে হবে।

৩/ অনুমদন পত্রের উপর ভালো করে লিখা থাকতে হবে দেশে থাকা ব্যক্তির সি.পি.আর নাম্বার, তার নাম এবং পাসপোর্ট নাম্বার( অবশ্যই পাসপোর্টের মেয়ার ৭ মাসের উপরে থাকতে হবে)

৪/ অনুমদন পত্রের উপর দেশে থাকা সেই ব্যক্তির স্বাক্ষরটি হুবহু ভিসা এপ্লাই করার সময় যেটা দিয়েছিলো ঠিক সেটাই দিতে হবে। এইখানে অন্য কোনো স্বাক্ষর আপনি দিতে পারবেন না।

আরো ছোটখাটো কিছু কাজ সম্পূর্ন করতে হবে এবং সেটা সেন্টারেই করবে।

©আবির মুন্না

ব্রেকিং নিউজঃন্যাশনাল, পাসপোর্ট এবং রেসিডেন্স অ্যাফেয়ার্স (এনপিআরএ) সিদ্ধান্ত অনুযায়ী ভিজিট ভিসায় বাহরাইন এসেছেন এমন ব্...
12/02/2024

ব্রেকিং নিউজঃ

ন্যাশনাল, পাসপোর্ট এবং রেসিডেন্স অ্যাফেয়ার্স (এনপিআরএ) সিদ্ধান্ত অনুযায়ী ভিজিট ভিসায় বাহরাইন এসেছেন এমন ব্যক্তি ওয়ার্ক ভিসা বা ডিপেন্ডেন্সি ভিসায় পরিবর্তন করতে পারবেননা যদি সেই ব্যক্তির কোন স্পন্সর না থাকে।

ভিজিট ভিসা থেকে ডিপেনডেন্সি ভিসা বা ওয়ার্ক ভিসায় পরিবর্তন করতে হলে পরিবর্তন ফি এখন থেকে ৬০ দিনারের পরিবর্তে ২৫০ দিনার পরিষোধ করতে হবে।

যদিও বাংলাদেশের জন্য ভিজিট ভিসা আপাতত বন্ধ রয়েছে অন্যান্য ভিসাগুলোর মতো, তবে কখনো বাংলাদেশের জন্য ভিজিট ভিসা চালু হলে ভিজিট ভিসায় এসে কাজের ভিসার পরিবর্তনের জন্য বাহরাইন সরকারের কঠোর নিয়মের সাথে সাথে অধিক ভিসা ফি ও গুনতে হবে।

খুব শীঘ্রই গালফ এয়্যারের নাম পরিবর্তন করা হতে পারে।আজ বাহরাইনের সংসদে এ বিষয়ে একটি আবেদন জানানো হয়েছে। সেখানে গাল্ফ এ...
11/02/2024

খুব শীঘ্রই গালফ এয়্যারের নাম পরিবর্তন করা হতে পারে।আজ বাহরাইনের সংসদে এ বিষয়ে একটি আবেদন জানানো হয়েছে। সেখানে গাল্ফ এয়্যারের নাম পরিবর্তন করে বাহরাইন এয়্যার রাখার কথা বলা হয়েছে।

প্রিয় বাহরাইন প্রবাসী ভাইয়েরা,আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে আবারো তিনটি বিষয়ে সতর্ক করছি।১. দয়া করে অবৈধ ভাবে ট্যাক্সি ...
11/02/2024

প্রিয় বাহরাইন প্রবাসী ভাইয়েরা,
আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে আবারো তিনটি বিষয়ে সতর্ক করছি।
১. দয়া করে অবৈধ ভাবে ট্যাক্সি / ভাড়ায় গাড়ি চালাবেন না।
২. অবৈধভাবে বাহারাইনে থাকার এখন আর কোনো সুযোগ নাই। বৈধভাবে থাকুন, দেশের সম্মান বজায় রাখুন।
৩. যারা ডেলিভারির কাজ করেন তারা দয়া করে ট্রাফিক আইন মেনে চলবেন। সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি।
তাই নিজের সচেতন হোন এবং অন্যদেরকেও সচেতন করুন।

আমরা যারা বাংলাদেশেররা যেই কোন প্রতিষ্ঠানের কাজ করি, আমরা বাংলাদেশেরা  কখনো মিলেমিশে কাজ করতে পারি না, হাডুডু খেলার মতন ...
11/02/2024

আমরা যারা বাংলাদেশেররা যেই কোন প্রতিষ্ঠানের কাজ করি, আমরা বাংলাদেশেরা কখনো মিলেমিশে কাজ করতে পারি না, হাডুডু খেলার মতন পিছে কিভাবে টেনে রাখবো সে চেষ্টাটাই করি, কোন বাংলাদেশির ভালো আমরা চাই না, আমি সবাইকে বলছি না আমাদের বাংলাদেশের মধ্যে কিছু বাঙালি আছে, বাঙালি নামে কলঙ্ক , যারা কখন আপনাকে বড় হতে দেবে না, আপনার পিছু লেগে থাকবে, আমি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সবসময় পিছেই রাখুক। তিনটা চারটায় কোম্পানিতে কাজ করে প্রত্যেকটি কোম্পানিতে এইরকম দুই একজন বাংলাদেশী নামে বাঙালি আমি পেয়েছি। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝ দান করার তৌফিক দান করুক। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন?

বাহরাইনে আগে কখনো এমন চেক দেখিনি। রাস্তা ঘেরাও দিয়ে প্রতিটি এলাকায় অভিযান চালানো হচ্ছে।কোন কোন এলাকায় বাড়ি বাড়ি ও ত...
03/10/2023

বাহরাইনে আগে কখনো এমন চেক দেখিনি। রাস্তা ঘেরাও দিয়ে প্রতিটি এলাকায় অভিযান চালানো হচ্ছে।কোন কোন এলাকায় বাড়ি বাড়ি ও তল্লাশি চালানো হচ্ছে। অবৈধরা খুব দ্রুত বৈধ হোন।

গালফ এয়ারের সঙ্গে বিমানের কোড শেয়ার, বাড়বে সুবিধাআকাশযাত্রা প্রতিবেদক ১০ আগস্ট ২০২৩ ৭:৪৩ অপরাহ্নগালফ এয়ারের সঙ্গে বিমানে...
13/08/2023

গালফ এয়ারের সঙ্গে বিমানের কোড শেয়ার, বাড়বে সুবিধা
আকাশযাত্রা প্রতিবেদক ১০ আগস্ট ২০২৩ ৭:৪৩ অপরাহ্ন
গালফ এয়ারের সঙ্গে বিমানের কোড শেয়ার, যাতায়াত হবে নির্বিঘ্নে
গালফ এয়ারের সঙ্গে বিমানের কোড শেয়ার, যাতায়াত হবে নির্বিঘ্নে
শেয়ার
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও গালফ এয়ারের যাত্রীরা ঢাকা-বাহারাইনের পাশাপাশি উভয় দেশের অভ্যন্তরীণ রুটেও সহজে যাতায়াত করতে পারবেন,, যা পারস্পারিক সংযোগ বৃদ্ধি করবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনের গালফ এয়ারের সঙ্গে কোড শেয়ার চুক্তি সই করেছে। এই চুক্তির ফলে বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন।

বুধবার বিমানের প্রধান কার্যালয় বলাকায় ওয়েব প্লাটফর্মে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে এ চুক্তি সই করা হয়।

বিমানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম এবং গালফ এয়ারের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন ওয়ালিদ আল আলাউয়ি কোড শেয়ার চুক্তিতে সই করেন। এ সময় বলাকায় গালফ এয়ারের বাংলাদেশ প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বিমানের প্রধান কার্যালয় বলাকায় ওয়েব প্লাটফর্মে ভার্চুয়াল উপস্থিতিতে চুক্তি সই করা হয়
বিমানের প্রধান কার্যালয় বলাকায় ওয়েব প্লাটফর্মে ভার্চুয়াল উপস্থিতিতে চুক্তি সই করা হয়?
টিকেট বিক্রিসহ অন্যান্য ক্ষেত্রে উভয় এয়ারলাইন্স একে অপরকে সহযোগিতা করবে। বিমান ও গালফ এয়ারের যাত্রীরা ঢাকা-বাহারাইনের পাশাপাশি উভয় দেশের অভ্যন্তরীণ রুটেও সহজে যাতায়াত করতে পারবেন, যা পারস্পারিক সংযোগ বৃদ্ধি করবে।

অনুষ্ঠানে শফিউল আজিম বলেন, ‘গালফ এয়ারের সঙ্গে কোড শেয়ার চুক্তি উভয় এয়ারলাইন্সের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক। এটি যাত্রীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং বাংলাদেশের সঙ্গে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর বন্ধনকে শক্তিশালী করবে।’

ক্যাপ্টেন ওয়ালিদ আল আলাউয়ি বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে ব্যবসায়িক অংশীদারিত্বে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। এর ফলে আমাদের নেটওয়ার্ক সম্প্রসারিত হবে এবং যাত্রীরা ভ্রমণ উপভোগ করবেন।’

কোড শেয়ার চুক্তির মাধ্যমে এয়ারলাইন্স ২টির অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি পাবে, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় হবে এবং এর ফলে উভয় এয়ারলাইন্স সুবিধা পাবে।

09/02/2023

কমলাপুর রেল স্টেশনে সাধারণ যাত্রীকে হয়রানি(ভোগান্তি)!!একদল চক্র কিভাবে কাজ করে থাকে দেখুন।

09/02/2023

প্রবাসীদের হুন্ডিতে টাকা পাঠানো নিয়ে তো বহুত বড় কথা বলেন। তারা জাবার প্রথম কার্যক্রম থেকে এমন ভোগান্তিতে ফেলেন তখন মাথায় থাকে না বুঝি।এয়ারপোর্টে অপমান করেন, মেডিকেলে আসলে প্রাপ্যো সম্মান করেন না।আর দিন শেষে দেখা যায় তাদের টাকা ছাড়া বাংলাদেশ অচল।

LMRA আগামী ৪ মার্চ পর্যন্ত শ্রমিকদের শ্রম নিবন্ধন কর্মসূচিতে যোগদানের মাধ্যমে তাদের আইনি অবস্থা সংশোধন করার সময়সীমা ঘোষ...
07/02/2023

LMRA আগামী ৪ মার্চ পর্যন্ত শ্রমিকদের শ্রম নিবন্ধন কর্মসূচিতে যোগদানের মাধ্যমে তাদের আইনি অবস্থা সংশোধন করার সময়সীমা ঘোষণা করেছে।

লেবার মার্কেট রেগুলেটরি অথরিটি (এলএমআরএ) বাহরাইনের সকল অনিয়মিত কর্মীদের এবং ফ্লেক্সি পারমিট ধারীদেরকে আগামী ৪মার্চ ২০২৩ এর আগে তাদের আইনি অবস্থা সংশোধন করার জন্য জন্য আহ্বান জানিয়েছে।

এলএমআরএ নিশ্চিত করছে যে, মার্চের শুরুর মধ্যে সমস্ত দেশ জুড়ে চেকিং এবং উচ্ছেদ অভিযান পরিচালনার পাশাপাশি এলএমআরএ সমস্ত আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট সরকারী সংস্থার সাথে সমন্বয় করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

LMRA কর্তৃপক্ষ এও বলেছে যে, ফৌজদারি অপরাধের সাথে জড়িত এবং যারা তাদের বর্তমান পারমিটে নির্ধারিত শর্তাবলী লঙ্ঘন করেছে তারা ব্যতীত বাকি সবাই যাদের ভিসা নেই তারা নতুন শ্রম নিবন্ধন কর্মসূচিতে নিবন্ধন করতে পারবে।

LMRA সমস্ত কর্মীকে অনুমোদিত নিবন্ধন কেন্দ্রের মাধ্যমে অথবা LMRA-এর ওয়েবসাইট www.lmra.bh-এ গিয়ে "যোগ্যতা যাচাই পরিষেবা" ব্যবহার করে, অথবা +973 33150150 নাম্বারে শ্রমিকের ব্যক্তিগত নাম্বার সহ একটি এসএমএস পাঠিয়ে অথবা +973 17103103 নাম্বারে LMRA কল সেন্টারে যোগাযোগ করে শ্রম নিবন্ধন কর্মসূচির জন্য তাদের যোগ্যতা যাচাই করতে আহ্বান করছে।"

ছাগলনাইয়ায় স্ত্রীকে বাঁচাতে ফেসবুকে স্বামীর আবেগঘন স্ট্যাটাস ,সাহায্যের আবেদন সমাচার ডেস্ক:ব্রেন টিউমারের আক্রান্ত স্ত্র...
31/01/2023

ছাগলনাইয়ায় স্ত্রীকে বাঁচাতে ফেসবুকে স্বামীর
আবেগঘন স্ট্যাটাস ,সাহায্যের আবেদন
সমাচার ডেস্ক:
ব্রেন টিউমারের আক্রান্ত স্ত্রীর জীবন বাঁচাতে ফেসবুকে
আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জালাল উদ্দিন বিজয় নামের ছাগলনাইয়ার এক যুবক। স্বামী বিজয়ের ফেসবুক স্ট্যাটাসটি ফেনী সমাচার পঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

"যত দিন যাইতেছে তত আমার স্ত্রীর অবস্থা খারাপ হইতেছে
এই মুহুর্তে আমার স্ত্রী এর চিকিৎসার জন্য ৪ লক্ষ টাকা প্রয়োজন। আমার হাতে বেশি সময় নাই। অনেকে তো অনেক টাকা অপ্রয়োজনে নষ্ট করে পেলেন। যারা দেশে বা বিদেশে আছেন প্লিজ আমাকে একটু যে যা পারেন সহযোগিতা করেন। আল্লাহ আপনাদের কে দিবে। আপনাদের দান বৃথা যায়বে না। আমি অপারগ আমার সামর্থ্য নেই নিজের চোখের সামনে আমার স্ত্রী ধুঁকে ধুঁকে মরে যাচ্ছে আপনাদের সহযোগিতায় আবারও সে স্বাভাবিক জীবনে ফিরতে পারে।
আপনারা চাইলে আমার স্ত্রী আমাদের মাঝে আবার ফিরে আসবে। আমি আমার পরিবার ৫ ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবো আপনাদের জন্য"।
আমার বিকাশ নাম্বার দয়া করে যে যা পারেন সাহায্য করুন 01888197847

ঢাকা শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এমিরাত এয়ারলাইন্সের বিজনেস ক্লাস কাউন্টারের ছবি এটা 😢এটাই নাকি smart Bangladesh ...
23/01/2023

ঢাকা শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এমিরাত এয়ারলাইন্সের বিজনেস ক্লাস কাউন্টারের ছবি এটা 😢

এটাই নাকি smart Bangladesh 🤦‍♂️

বাহরাইন  প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা  বাংলাদেশ দূতাবাস  ও কমিউনিটি সহায়তায় মরহুম জহিরের মৃতদেহ  শাহজালাল আন্তর্জাতিক বি...
19/01/2023

বাহরাইন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা বাংলাদেশ দূতাবাস ও কমিউনিটি সহায়তায় মরহুম জহিরের মৃতদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি ওমর ফারুক ভাইকে। উল্লেখ্য মরহুম জহিরের ছয় বছরের একটি কন্যা সন্তান রয়েছে। প্রবাসীর মধ্যে কেউ যদি জহির ভাইয়ের পরিবারকে সহযোগিতা করতে চান তাহলে ওমর ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন।

কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, “সাত কোটি বাঙালির হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি”এই চবিগুলো ঢাকা থেকে কা...
18/01/2023

কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, “সাত কোটি বাঙালির হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি”

এই চবিগুলো ঢাকা থেকে কানাডার বিমানের একটা ফ্লাইট ল্যান্ড করার পর বিমানের ভিতরের দৃশ্য।
পৃথীবিতে অন্য কোন জাতি এমন আছে কিনা আমার জানা নেই।😓

17/01/2023

The opening of the water garden in Salmaniya area is from tomorrow, Tuesday 17/1/2023, and its opening hours are from three in the afternoon until ten at night, and the entry fee is 300 fils per person, and less than 3 years are free.

🇧🇭🌳🎠🎢

🎠Water Garden

📍 Salmaniya area

🕒 From 3pm - 10 Pm

💸300 fils / person , less than 3yrs free

আমি দেখেছি বিগত কয়েক বছর আগে সৌদিয়া পরিবহন শ্যামলী পরিবহন এবং ইতিহাদ পরিবহন গুলো আগে সার্ভিস দেওয়া হতো এয়ারপোর্টের ব...
13/01/2023

আমি দেখেছি বিগত কয়েক বছর আগে সৌদিয়া পরিবহন শ্যামলী পরিবহন এবং ইতিহাদ পরিবহন গুলো আগে সার্ভিস দেওয়া হতো এয়ারপোর্টের বিতর থেকে লোক নেওয়া হতো, যারা মধ্যপ্রাচ্য দেশ যেমন সৌদি আরব দুবাই ওমান কাতার বাহারাইন ওই সমস্ত যাত্রীরা প্রবাসে অবস্থানকালে বিমানের টিকেট নেওয়ার সময় একই সাথে বাসের টিকেটও নিয়ে নিত বিশেষ করে কুমিল্লা ফেনীর প্রবাসীরা এই সুযোগ-সুবিধা পেত , বর্তমানে এই সুযোগ-সুবিধা আছে কিনা তা আমার জানা নেই, যদি স্টার লাইন পরিবহন ওই সুযোগ-সুবিধা দিয়ে থাকে যে এয়ারপোর্ট বিতর থেকে যাত্রি উঠানো সিস্টেম চালু করে আশা করি ভালো একটা সুফল পাবেন,,,, ধন্যবাদ আশা করি বিবেচনা করবেন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।প্রিয় দ্বিনদার ইমানদার দানবির ভাই বোনদের খেদমতে স্ববিনয় আকুল আবেদন নিচে যে মাদরাসার সা...
11/01/2023

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
প্রিয় দ্বিনদার ইমানদার দানবির ভাই বোনদের খেদমতে স্ববিনয় আকুল আবেদন নিচে যে মাদরাসার সাইন বোর্ডটি দেখছেন এই মাদরাসার জায়গা ক্রয় ও ঘড় দরজা নির্মানের জন্য কিছু দানবির প্রয়োজন যারা আল্লাহর পথে নবী সঃ এর ঘড় মাদরাসা নির্মানের জন্য আর্থিক অনুদান দেওয়ার মত সামর্থ ও ইচ্ছা আছে।
যদি এমন কোন আল্লাহর নেক বান্দা বান্দি থাকেন তাহলে নিচের ইমো নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরুদ করছি।
ইমো 01919273563
অনুদান পাঠানোর জন্য সরাসরি কথা বলেও দিতে পারেন বা 01778273563 বিকাশ /রকেট পার্সোনাল পাঠিয়েও দিতে পারেন।
আরজ গুজার
এম কে আব্দুল্লাহ আল মাসউদ
প্রতিস্ঠাতা / পরিচালক অত্র মাদরাসা

দক্ষ কর্মী প্রেরণের পাশাপাশি বিদেশ যাওয়া খরচ কমানো এবং হয়রানি বন্দ করলেই বাড়বে রেমিট্যান্স! ভাষা শিক্ষাটাি জরুরি প্রবাসী...
07/01/2023

দক্ষ কর্মী প্রেরণের পাশাপাশি বিদেশ যাওয়া খরচ কমানো এবং হয়রানি বন্দ করলেই বাড়বে রেমিট্যান্স! ভাষা শিক্ষাটাি জরুরি প্রবাসীদের!

Address

Manama
302

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমরা প্রবাসী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমরা প্রবাসী:

Videos

Share



You may also like