I love world

I love world এই পৃথিবীতে সত্যি কি ভালোবাসা আছে.? i love world 🌍

ষাট গম্বুজ
26/12/2024

ষাট গম্বুজ

24/12/2024

সন্তানদের বিছানা পৃথক করে দেওয়ার বিধান

সন্তানদের বিছানা পৃথক করে দেওয়া প্রসঙ্গে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন—

مروا أولادكم بالصلاة وهم أبناء سبع سنين واضربوهم عليها وهم أبناء عشر وفرقوا بينهم في المضاجع

তোমাদের সন্তানদেরকে নামাযের আদেশ দাও যখন তাদের বয়স সাত বছর হবে। আর দশ বছর বয়স হলে নামাযের জন্য তাদেরকে প্রহার কর এবং তাদের পরস্পরের বিছানা আলাদা করে দাও। (সুনানে আবু দাউদ, হাদিস : ৪৯৫)

এ হাদিসে সন্তানের বয়স দশ বছর হলে তার শোয়ার বিছানা পৃথক করার হুকুম এসেছে। অবশ্য একটি বর্ণনায় সাত বছর বয়সেই বিছানা পৃথক করে দেওয়ার কথা এসেছে। (মুসতাদরাকে হাকীম, হাদিস ৭৩৪)

মুহাদ্দিসেনে কেরাম ও ফিকহবিদগণ সুনানে আবু দাউদের উক্ত হাদিসের উপর ভিত্তি করে সন্তানের বয়স দশ বছর হলে তার শোয়ার বিছানা পৃথক করে দেওয়াকে ওয়াজিব বলেছেন।

এ বয়সে ছেলের জন্য মার সাথে এবং মেয়ের জন্য বাবার সাথে একই বিছানায় শোয়া নিষেধ। অবশ্য বাবার সাথে এক ছেলে এবং মায়ের সাথে শুধু এক মেয়ে একই বিছানায় শোয়ার অবকাশ আছে।

বিছানা পৃথক হওয়ার পদ্ধতি:

বিছানা পৃথক হওয়ার অর্থ এই নয় যে, প্রত্যেক সন্তানের জন্য ভিন্ন ভিন্ন রুমের ব্যবস্থা করে দিতে হবে; বরং একই রুমে ভিন্ন খাট, চকি বা ভিন্ন বিছানার ব্যবস্থা করলেও চলবে।

আর যদি তাদের জন্য পৃথক পৃথক বিছানার ব্যবস্থা করা সম্ভব না হয় বরং সকলকে এক বিছানাতেই রাত্রিযাপন করতে হয় সেক্ষেত্রে এ বয়সের সন্তানদের মাঝে কোল বালিশ বা এ ধরনের কোনো কিছু দিয়ে হলেও আড়াল রাখা আবশ্যক।

আর মেয়েদের বিছানা বাবা ও ছেলেদের থেকে সম্পূর্ণ পৃথক হওয়া জরুরি। এক্ষেত্রে শুধু কোল বালিশ রাখা যথেষ্ট নয়। (আদ্দুররুল মুখতার, রদ্দুল মুহতার ৬/৩৮২)

দুই বোন একই কম্বল নীচে ঘুমানো প্রসঙ্গ

এ প্রসঙ্গে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন—

لاَ ينظرُ الرَّجلُ إلى عورةِ الرَّجلِ ولاَ تنظرُ المرأةُ إلى عورةِ المرأةِ ولاَ يفضى الرَّجلُ إلى الرَّجلِ في الثَّوبِ الواحدِ ولاَ تفضي المرأةُ إلى المرأةِ في الثَّوبِ الواحدِ.

কোন পুরুষ অন্য পুরুষের গুপ্তাঙ্গের দিকে যেন না তাকায়। কোন নারী অন্য নারীর গুপ্তস্থানের দিকে যেন না তাকায়। কোন পুরুষ অন্য পুরুষের সঙ্গে একই কাপড়ে যেন শয়ন না করে। কোন নারী, অন্য নারীর সাথে একই কাপড়ে যেন শয়ন না করে।

মুসলিম ৩৩৮, আহমাদ ১১২০৭

এ হাদিসের ভিত্তিতে স্বামী-স্ত্রী ছাড়া অন্য কারো জন্য একই কম্বল বা লেপের নীচে শয়ন করা জায়েয নেই।

ফাতাওয়ায়ে মাহমুদিয়াতে এসেছে—

قریب البلوغ اور بالغ لڑکے لڑکیوں کو ایک بستر اور ایک لحاف میں سونا حدیث شریف کی رو سے مطلقاً منع ہے، صرف زن وشوہر کے لئے اِس کی اِجازت ہے، اور کسی کے لئے اِجازت نہیں ہے۔ (فتاویٰ محمودیہ ۱۹؍۲۱۱ ڈابھیل)

দশ বছরের পর থেকে ছেলে-মেয়েকে একই বিছানায় এবং একই লেপের নীচে শোয়ানোর ব্যাপারে হাদিসে নিষেধ করা হয়েছে। কেবলমাত্র স্বামী ও স্ত্রী একই বিছানা ও একই লেপ/কম্বলের নীচে শয়ন করতে পারবে। এ ছাড়া অন্য কারো জন্যে তা বৈধ নয়। (ফাতাওয়ায়ে মাহমুদিয়া ১৯/২১১)

তাই দুই ভাই বা দুই বোন একই বিছানায় শয়ন করার ক্ষেত্রে মাঝে কোল বালিশ বা এ ধরনের কোনো কিছু দিয়ে হলেও আড়াল রাখা আবশ্যক। আর প্রত্যেকে পৃথক পৃথক কম্বল বা লেপ গায়ে দিবে। একই লেপ বা কম্বলের নীচে শয়ন করা থেকে বিরত থাকবে।

Al Zayani Centre

23/12/2024
13/11/2024

কিসের এতো চিন্তা?
যেখানে আল্লাহ নিজেই উত্তম পরিকল্পনাকারী।❤️

"আলহামদুলিল্লাহ"

08/11/2024

সরকারি অনুদানের কার্ড দিতে গেলে ১ ঘরে হয় ৪ ফ্যামিলি ;
আর মসজিদের ইমামের বেতন চাইতে গেলে ৪ ঘর মিলে হয় ১ ফ্যামিলি 🤔

ডুয়েল ফ্ল্যাশিং বাটন এখন প্রায় সব বাথরুমে দেখা যায়। এই বাটনগুলি শুধু ফ্ল্যাশ করার জন্যই নয়,বরং পানির ব্যবহার কমানোর ...
02/11/2024

ডুয়েল ফ্ল্যাশিং বাটন এখন প্রায় সব বাথরুমে দেখা যায়। এই বাটনগুলি শুধু ফ্ল্যাশ করার জন্যই নয়,
বরং পানির ব্যবহার কমানোর জন্য তৈরি। এখানে দুটি ফ্ল্যাশ অপশন থাকে।
একটি বড় বাটন যা ৬-৯ লিটার পানি ব্যবহার করে কঠিন বর্জ্য ফ্লাশ করে এবং একটি ছোট বাটন যা ৩-৪.৫ লিটার পানি ব্যবহার করে তরল বর্জ্য ফ্ল্যাশ করে।
সঠিক বাটনটি ব্যবহার করলে একটি পরিবার বছরে প্রায় ২০,০০০ লিটার পানি সাশ্রয় করতে পারে, যা পানির বিল কমাতেও সাহায্য করে।
©️

সমস্ত আয়োজনের পরিসমাপ্তি এখানে
29/10/2024

সমস্ত আয়োজনের পরিসমাপ্তি এখানে

কথা কিন্তু হাছা সিচুয়েশন কথা বলে
27/10/2024

কথা কিন্তু হাছা
সিচুয়েশন কথা বলে

বিবাহিত নারী ও পুরুষদের মাঝে এমন কেউ কি আছেন, যিনি নিচের কোন একটা কথাও কখনো শুনেন নি বা বলেন নি  👇সত্যি করে বলেন,  কয়টা ...
25/10/2024

বিবাহিত নারী ও পুরুষদের মাঝে এমন কেউ কি আছেন, যিনি নিচের কোন একটা কথাও কখনো শুনেন নি বা বলেন নি 👇সত্যি করে বলেন, কয়টা কমন পড়েছে?

১) আমি ছাড়া তোমার মতো লোকের সাথে কেউ ঘর করতে পারতো না।

২) আমি বলে এখনো রয়ে গেছি তোমার সাথে। অন্য কেউ হলে কবেই চলে যেতো।

৩) আমার কত ভালো ভালো সম্বন্ধ এসেছিলো জানো? নেহাত তোমাকে ভালোবাসতাম বলে সব 'না' করে দিয়েছিলাম। এখন পস্তাচ্ছি।

৪) তোমার মতো আলসে মানুষ আমি আমার জীবনে দেখি নি৷

৫) তোমার মতো এত ভুলো লোকের বিয়ে করাই উচিত হয় নি৷ উচিত ছিলো একা একা মেসে থেকে জীবন কাটানো।

৬) জগতের সব কিছু মাথায় থাকে, শুধু আমি কিছু আনতে বললে, সেটা মনে থাকে না।

৭) তোমার ছেলে/মেয়ে তোমার মতই হয়েছে।

৮) তোমার সাত জনমের ভাগ্য, আমার মত বউ পেয়েছো।

৯) অন্য বউদের মতো হলে, বুঝতে পারতে কত ধানে কত চাল।

21/10/2024

মন খারাপ নাকি সময় খারাপ?
🥀😔

19/10/2024

আগের দিনের বুড়া বেটা-বেটিরা একটা কথা বলত, যার মন কালো, তাদের দুনিয়াও কালো।" এজন্যই মনে হয় বাংলাদেশে সাদা বেগুন নাই। আমরা যারা বিদেশ থাকি, শুধুমাত্র তারাই সাদা বেগুন খাই। বিদেশে সবকিছুই ফ্রেশ। কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আমার মনে হয় বেগুন জিনিসটাই বিদেশি। এই দেশ থেকে বেগুন দেশে যেতে যেতে ডিসকালার হয়ে যায়। এই কারণেই আপনাদের বেগুনের এমন কালার। আবার এটাও হতে পারে আপনাদের মন কালো। আমি শিউর না। আপনাদের কি মতামত?

আপনার পরিবার জানে না যে আপনি আপনার দৈনন্দিন জীবনে বা আপনার চাকরিতে কতটা অসুবিধা এবং চাপের মধ্য দিয়ে যান।- এবং আপনার কাজ...
16/10/2024

আপনার পরিবার জানে না যে আপনি আপনার দৈনন্দিন জীবনে বা আপনার চাকরিতে কতটা অসুবিধা এবং চাপের মধ্য দিয়ে যান।
- এবং আপনার কাজ আপনার জীবন এবং আপনার বাড়ির পরিস্থিতি জানে না।
- আপনার সহকর্মী, আপনার বন্ধু এবং প্রিয়জনরা আপনার উপরে নতুন এবং পুরানো দায়িত্বের আকার বুঝতে পারবেন না।

নীচের লাইন আপনি ছাড়া কেউ আপনার জন্য অনুভব করে না. আপনি সত্যিই কিসের মধ্য দিয়ে যাচ্ছেন তা কেউ বুঝতে পারবে না এবং তারা সম্ভবত প্রচেষ্টার প্রশংসা করে না।

শুধু চালিয়ে যান... লড়াই করুন... নিজের যত্ন নিন 🥹😢🥺

15/10/2024

কোন গাছের শুকনা পাতা বিক্রি হয়ে
আবার খাওয়া জায়ে

বেডা মানুষ 🫠
30/09/2024

বেডা মানুষ 🫠

👇পুরুষ কেন গোপনে কাঁদে? একজন প্রজ্ঞাময় বৃদ্ধকে জিজ্ঞেস করা হয়েছিল, পুরুষ কি কাঁদে? তিনি জবাব দিয়েছিলেন, হ্যা, পুরুষ কাঁদ...
03/09/2024

👇পুরুষ কেন গোপনে কাঁদে?

একজন প্রজ্ঞাময় বৃদ্ধকে জিজ্ঞেস করা হয়েছিল, পুরুষ কি কাঁদে?
তিনি জবাব দিয়েছিলেন, হ্যা, পুরুষ কাঁদে, অবশ্যই কাঁদে।
যে প্রশ্ন করেছিল সে অবাক হয়ে বললো, পুরুষও কাঁদে?
কখন?
কিভাবে?
কি এমন কারণ থাকতে পারে, যাতে করে পুরুষ কেঁদে উঠবে?

বৃদ্ধ বললেন,

●পুরুষ কাঁদে, যখন তার মায়ের মত আপন মানুষগুলো এই দুনিয়া ছেড়ে চলে যায়,
●পুরুষ কাঁদে, যখন সে তার বাবা মা দুজনকেই হারায়,
●পুরুষ কাঁদে, যখন তার সন্তান অসুস্থ হয়ে পড়ে,
●পুরুষ কাঁদে, যখন সে তার মেয়ের বিয়ে দেয়,
●পুরুষ কাঁদে, যখন তার অকৃতজ্ঞ একগুঁয়ে সন্তান তাকে সবার সামনে অপমান করে,
● পুরুষ কাঁদে যখন আপনজন থেকে প্রতারিত হয়,
●পুরুষ কাঁদে, যখন সে বুঝতে পারে সে আসলে ভীষণ অসহায়, জীবন যুদ্ধ তাকে কিভাবে গোলাম বানিয়ে রেখে দিয়েছে,
●পুরুষ কাঁদে, যখন সে তার ভালবাসার মানুষগুলোর ভরণ পোষণ করতে ব্যর্থ হয়, তাদের সামান্যতম সখগুলোও সে যখন আর মিটাতে পারে না,
●পুরুষ কাঁদে, যখন সে তার নিজের মা, মাটি আর দেশ থেকে অনেক দূরে, ভালবাসার মানুষগুলোকে একটু ছুঁতেও পারে না, একটু আদরও করতে পারে না,

●হ্যা, পুরুষ কাঁদে, কিন্তু... সে তখনই কাঁদে যখন সে আঁধারের অতলে...
যখন ঝুম বৃষ্টি নামে...
যখন তার পাশে বালিশটা ছাড়া আর কেউই নেই...

■পুরুষের সেই অশ্রু তার চোখের গর্ত থেকে বেরিয়ে আসে না, যা অন্য কেউ দেখে ফেলবে,
পুরুষের অশ্রু বেরিয়ে আসে তার হৃদয়ের গহীন থেকে, কখনো সেটা একটা দীর্ঘশ্বাস, কখনো বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে থাকা !
পুরুষের অশ্রুতে তার চামড়ায় ভাঁজ পড়ে, চুল দাড়ি পেকে যায়, তার হাত দু'টো কেঁপে কেঁপে ওঠে।

এতটুকু বলে সেই বৃদ্ধ আর নিজেকে ধরে রাখতে পারলেন না, নিজেই কেঁদে উঠলেন তিনি, বললেন,
হ্যা ঠিক এভাবেই পুরুষ মানুষ কেঁদে ওঠে, কাঁদতে থাকে।

অতৃপ্ত এই পৃথিবীতে আজ যত আয়োজন অর্ধেক তার মিথ্যে মায়া বাকি অর্ধেক তার প্রয়োজন !

29/08/2024

গ্রামের মৎস্যজীবী

25/08/2024

যে মাথা নোয়াতে জানে,👇
সে কখনো মাথা 👍
খোয়ায় না ।🤗

Address

`Awali

Website

Alerts

Be the first to know and let us send you an email when I love world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to I love world:

Videos

Share

Category