05/06/2023
Wo Sikandar hi dosto kahelata hain
Hari Baazi ko jitna jise aata hain..❣️
চেন্নাই এর আগে 9 বার ফাইনাল খেলেছে, জিতেছে 4 বার। কিন্তু এইবারের ফাইনালটা আগেরগুলোর থেকে অনেকটা আলাদাই ছিল। কারণ হয়তো এই বছরই প্রথমবার খাতায় কলমে চেন্নাই গুজরাট মানে প্রতিপক্ষ টিমের থেকে অনেকটাই পিছিয়ে ছিলো।
গুজরাট টাইটানস, কি মারাত্মক একটা টিম। ওপেনিং করতে নামে নতুন প্রজন্মের অন্যতম সেরা প্রতিভা শুভমান গিল, সাথে অভিজ্ঞ ঋদ্ধিমান সাহা। শুরুতেই সাহা স্ট্রাইকরেটটাকে এমন বাড়িয়ে দেয় যে, পরে সে রাস্তায় লক্ষ্যে পৌঁছতে মোটেই অসুবিধা হয় না গিলের। আর কোনোদিন গিল না চললে সাহা তো আছেই। এরপর ব্যাটিংয়ে আসে সাই সুদর্শন(কেরিয়ারের অন্যতম সেরা ফর্মে আছে), বিজয় শঙ্কর(যে ধূমকেতুর মত একবার এসে ওয়ার্ল্ড কাপ খেললেও, এখন যেন এক নতুন ছন্দে ফিরে এসেছে)। তারপর আসে ইন্ডিয়া টিমের অন্যতম সেরা ফিনিশার, টিমের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া, অভিজ্ঞ মিলার আগের বারের বহু ম্যাচ শেষ মুহূর্তে জিতিয়ে দেওয়া রাহুল তেওয়াটিয়া। এত অবধি শুনে যদি মনে হয় গুজরাটের ব্যাটিংই গুজরাটের স্তম্ভ, তা কিন্তু একদমই নয়! এর বোলিং ব্যাটালিয়ন এ আছে, সেরা ফর্মে থাকা মোহাম্মদ শামী, t20 এর সেরা লেগস্পিনার রশিদ খান, হঠাৎ করে ডেথ ওভার স্পেশালিস্ট হয়ে ওঠা মোহিত শর্মা(যে নিজেও csk এরই আবিষ্কার), এছাড়াও রশিদের দেশেরই আরেক স্পিনার নূর আহমেদ!
গোটা টুর্নামেন্টে শুভমান গিল ব্যাটিংয়ে নিজের সেরাটা দিয়ে নিয়ে গেল অরেঞ্জ ক্যাপ, আর পার্পল ক্যাপ তো কখনই শামী,রশিদ, মোহিত ছাড়া কারো হাতে যায়ইনি গোটা টুর্নামেন্টে!
এমন অবস্থায় যদি csk এর টিমের প্লেয়ারদের নিয়ে কথা বলতে হয়, তাহলে পরিস্থিতি এদিকে অনেকটা উল্টো। ওপেনার হিসেবে কনওয়ে, গাইকোয়াডরা সফল হলেও, তিনে নেমে নিজেকে নতুন ভাবে আবিষ্কার করা রাহানের ফর্মও নিচের দিকে যাচ্ছিল। দুবে সবচেয়ে বেশি ছয় মারলেও ধারাবাহিকতায় অনেকটাই পিছিয়ে, এরপর ময়েন, রাইডু, জাদেজা তিনজনেরই ব্যাটিংয়ে সিজন খুব একটা ভালো নয়। তুরুপের এক্কা হয়ে উঠতে পারতো যে স্টোকস তার সিজন তো চোটের জন্য শুরুর আগেই শেষ হয়ে গেল। আর বোলিংয়ে রয়েছে হয়ত এই বছর ipl এর সবচেয়ে বেশি রান খাওয়া বোলার তুষার দেশপান্ডে, অন্যতম আবিষ্কার বেবি মালিঙ্গা মাহিশা পাথিরানা, তিকশনা, চোট থেকে ফেরা দীপক চাহর আর অনবদ্য জাদেজা।
কিন্তু এসব ছাড়াও একজন ছিল যার মস্তিষ্ক-এর কাছে হার মানতে হচ্ছিল সমস্ত হিসেব নিকেশ কে, তার নাম মহেন্দ্র সিং ধোনি। "Oh Captain, My Captain!"
***
ধোনি টস জিতে বল নিয়েও আদৌ খুব বেশি কোনো সুবিধা পেলো না, বরং গুজরাট যেন এই সুযোগটাকে আরো বেশি করে লুফে নিলো। ধোনির এক সেকেন্ডের চেয়েও দ্রুত স্টাম্পিংয়ে গিল হার মানলেও হার মানলো না সাহা, সাই সুদর্শনরা তাই তো 20 ওভারের শেষে ওরা চেন্নাইকে দিলো ipl ফাইনাল এর ইতিহাসের সবচেয়ে বড় টার্গেটটা! 214-4
এর আগে, ফাইনালে 200 এর বেশি রান সাকসেসফুলি চেজ হয়েছে মাত্র একবার, সেই রানটাও এর থেকে অনেকটা কম। এরপর এলো বৃষ্টি। একটা সময়ে গতকাল রাতের মত আবার অনিশ্চয়তায় চেয়ে গেল ম্যাচের ভাগ্য। কিন্তু ফাইনালি খেলা শুরু হলো। আর যখন হলো তখন ডাকওয়ার্থ লুইস নিয়মে চেন্নাইকে করতে হবে, 15 ওভারে 171 রান!
যে টিম প্রায় প্রতিটা ম্যাচেই 12-13 ওভারে গিয়ে 100 রান কমপ্লিট করে, তাদের 15 ওভারে করতে হবে 150 এর চেয়েও বেশি রান। কাজেই প্রাকটিক্যালইও ম্যাচ তখন চেন্নাইয়ের কোর্ট থেকে অনেকটা বাইরে!
কিন্তু শুরুতেই বলেছি, wo sikandar hi dosto kehalata hain..haari baazi ko jitna jise aata hain..😌❤️
ipl এর অন্যতম সেরা ফাইনালটা খেলা হলো আজ। যেকোনো হলিউড থ্রিলারকে হার মানিয়ে দিতে পারে এই ম্যাচ। প্রথমে যে গতিতে গাইকোয়াড আর কনওয়ে খেলা শুরু করলো মনে হলো চেন্নাই অনেক আগেই ম্যাচ জিতে যাবে। কিন্তু প্রতিপক্ষ টিমটার নামও গুজরাট! ওদের যেকোনো প্লেয়ার যেকোনো দিন এসে ম্যাচ পাল্টে দিতে পারে। যেমনটা করলো আজ নূর আহমেদ। এক ওভারেই ফেরালো দুই ওপেনারকে। যে প্লেয়ারটা ইন্ডিয়ানদের মধ্যে গোটা টুর্নামেন্টে সবচেয়ে বেশি ছয় মেরেছে সেই দুবের একটা বলও আজকে ঠিকঠাক কানেক্ট হলো না। কিন্তু রাহানে খেললো, নিজের অভিজ্ঞতাকে সেরা কাজে লাগালো আজ। কিন্তু ওর উইকেটটাও নিয়ে নিল মোহিত শর্মা।
এই ম্যাচ শুরু হওয়ার আগেই আম্বাতি রাইডু জানিয়ে দিয়েছিল এটাই ওর শেষ ipl। এটাই ওর শেষ ম্যাচ। আর শেষ ম্যাচটা ও খেললোও সেরার মত। দুবের স্লো স্ট্রাইক রেট, রাহানের আউট এর মাঝে ম্যাচ যখন প্রায় চেন্নাইয়ের হাফ থেকে বেরিয়ে যাচ্ছে, মাত্র তিনটে বোলে দুটো ছয় আর একটা চার মেরে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলো ও।
কিন্তু এখানেই শেষ নয়, এরপরের বলেই রাইডু আউট। মাঠে নামলো হয়ত নিজের শেষ ipl ফাইনাল খেলা মহেন্দ্র সিং ধোনি। আরও একটা ফাইনাল, টার্গেট, আরো একটা "Dhoni finishes off in his style!" দেখার জন্য তখন মুখিয়ে জনতা। কিন্তু anti-climax অভি ভি বাকি হ্যা মেরে দোস্ত! ফাস্ট বলেই ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে ধোনি আউট।
7 গেল মাঠে নামলো 8 নম্বর জার্সি জাদেজা, নিজেরই হোম গ্রাউন্ডে নিজের গুজরাটেরই বিপক্ষে! হয়ত অনেক কিছু প্রমাণ করার ছিল ওর। যারা গোটা টুর্নামেন্টে ওর আউট হওয়া নিয়ে লাফিয়েছে সেই চেন্নাই ফ্যানকে কিছু জবাব দেওয়ার ছিল! যে 'Form is temporary but Class is permament!'
এদিকে ম্যাচ তখন প্রায় ঝুলে পড়েছে গুজরাটের কোলে। শেষ ওভারে বাকি 13 রান, বিপক্ষে অন্যতম সেরা ডেথ বোলার হিসেবে নিজেকে আবিষ্কার করা মোহিত শর্মা। ফার্স্ট বল পারফেক্ট ইয়র্কার নো রান। সেকেন্ড বল আবার ইয়র্কার, কোনোরকমে একরান নিয়ে দুবে স্ট্রাইক দিলো জাদেজাকে। থার্ড বল আবার ইয়র্কার এবার জাদেজা দৌড়ে আরেক রান নিলো। দুবে দৌড়ে আরেক রান
লাস্ট দু বলে ম্যাচের সমীকরণ দাঁড়ালো 2 বলে 10 রান। ধোনিকে এই প্রথম কিছুটা হতাশ লাগছে। এই শেষ ফাইনালটা কি তবে আর জেতা হলো না!
গোটা টুর্নামেন্টে এত ভালো খেলে এসেছে দুটো টিম, কিন্তু শেষ পর্যন্ত বিজয়ীর মুকুট পড়বে কোন দল সেটা পুরোপুরি নির্ভর করছিল এই শেষ দুটো বলে।
কে বলে জাদেজা রান পায় না? ফিনিশ করতে পারে না? মোহিত শর্মা এবারেও ইয়র্কার কিন্তু জাদেজা এবার প্রস্তুত! বলটা মারলো লং অনের ওপর দিয়ে। That's a six!
লাস্ট বলে বাকি চার রান। ধোনির মত কুল মানুষও চোখ বন্ধ করে নিলো। কিন্তু জাদেজা ছিল আছে থাকবে! লাস্ট বলে মারলো চার! ছুটে গিয়ে জড়িয়ে ধরল ধোনিকে, ধোনিও ওর প্রিয় জাদেজাকে কোলে তুলে নিলো! সে এক অপরূপ মুহূর্ত যা হয়ত বহুদিন মনে থেকে যাবে সকল ক্রিকেটপ্রেমীদের! and finally csk won the title for the fifth time!
সমস্ত হিসেব নিকেশ হেরে গেল, এদের টিম গেমের কাছে। দুর্বল টিম হয়েও যে ফাইনাল জেতা যায় প্রমান করে দিলো চেন্নাই। আরো একবার স্বপ্ন দেখাতে শেখালো! রাইডুর এর চেয়ে বড় farewell আর কি হতে পারে! তবে পেলো আরেকটা মানুষও, ধোনি। গোটা টিম যেন তাকে গিফট করলো এবারের ipl টা!
Finally We are the Champions for the 5th time!❤️❤️ the most successful team in the history of IPL❤️🔥
ইমোশানের চক্করে লেখাটা অনেক বড় হয়ে গেছে, এখানেই শেষ করলাম।
Ranit Banerjee
P.S. লেখাটা এখানে থাক😶