29/01/2025
রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়নের ইতালি প্রবাসী খোকা মিয়ার ছেলে মাজেদুল ইসলাম গত ২৬ তারিখ মহেশপুর বাজার থেকে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজের ৩ দিন পার হয়ে গেলেও মেলেনি তার সন্ধান। ছেলের সংবাদ পেয়ে ইতালি থেকে ছুটে এসেছেন মাজেদুলের বাবা খোকা মিয়া।
মাজেদুলকে ফিরে পেতে পোষ্টটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন সকলের মাঝে। কোথাও তাকে দেখা মাত্র ফোন দিন এই মোবাইল নাম্বারগুলোতে : ০১৭৪৩৯০৬২৮০, ০১৮৯৩৮৬২৬৫৯, ০১৭৪১০১৫৭৩৬