SBC TV

SBC TV আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী আপনারা কেমন আছেন আমাদের সাথেই থাকুন সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক গঠনমূলক ব্যক্তিগত বিমত প্রকাশ করব

29/01/2025

রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়নের ইতালি প্রবাসী খোকা মিয়ার ছেলে মাজেদুল ইসলাম গত ২৬ তারিখ মহেশপুর বাজার থেকে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজের ৩ দিন পার হয়ে গেলেও মেলেনি তার সন্ধান। ছেলের সংবাদ পেয়ে ইতালি থেকে ছুটে এসেছেন মাজেদুলের বাবা খোকা মিয়া।

মাজেদুলকে ফিরে পেতে পোষ্টটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন সকলের মাঝে। কোথাও তাকে দেখা মাত্র ফোন দিন এই মোবাইল নাম্বারগুলোতে : ০১৭৪৩৯০৬২৮০, ০১৮৯৩৮৬২৬৫৯, ০১৭৪১০১৫৭৩৬

21/12/2024

🔹 It is bad to do.
★ এটা করা ঠিক না.
🔹 It is bad to eat.
★ এটা খাওয়া ঠিক না.
🔹 It is bad to see.
★ এটা দেখা ঠিক না.
🔹 It is bad to travel.
★ ভ্রমণ করা ঠিক না.🥰
🔹 It is bad too angry.
★ রাগ করা ঠিক না.
🔹 it is bad to argue
★ তর্ক করা ঠিক না.
🔹 It is bad to behaviour badly.
★ খারাপ আচরণ করা ঠিক না.
🔹 It is bad to disrespect.
★ অসম্মান করা ঠিক না.
🔹 It is bad to theft.
★ চুরি করা ঠিক না.
🔹 It is bad to lie.
★ মিথ্যা বলা ঠিক না.

20/12/2024

জেনে রাখুন পরে কখনো কাজ দেবে....
১ কাঠা = ৭২০ বর্গফুট।
১ কাঠা = ৮০ বর্গগজ।
১ কাঠা = ১.৬৫ শতাংশ।
১ কাঠা = ১৬ ছটাক।
২০ কাঠা = ১ বিঘা।
৬০.৫ কাঠা = ১ একর।
=========================

১ একর = ১০০ শতাংশ।
১ একর = ৩ বিঘা ৮ ছটাক।
১ একর = ৬০.৫ কাঠা।
=========================

১ বিঘা = ১৪,৪০০ বর্গফুট।
১ বিঘা = ১৬০০ বর্গগজ।
১ বিঘা = ২০ কাঠা ।
১ বিঘা = ৩৩ শতাংশ।
=========================

১ শতাংশ =৪৩৫.৬ বর্গফুট ৬৫.৪৫ বর্গ ইঞ্চি।
১ শতাংশ = ১০০ অযুতাংশ।
৫ শতাংশ = ৩ কাঠা। = ১৩০৬.৮ বর্গফুট ।
=========================

১ অযুতাংশ = ৪ বর্গফুট ৫২.৩৬ বর্গ ইঞ্চি।
১ ছটাক = ৪৫ বর্গফুট।
=========================
চট্টগ্রামের অধিবাসীদের জন্য নিচের হিসাবটা উপযোগী।
১ কানি = ১৬,৯৯০ বর্গফুট।
১ কানি = ৩৯ শতাংশ।
১ কানি = ২৩.৫ কাঠা।
১ কানি = ২০ গন্ডা।
=========================

১ গন্ডা = ১৬৯৯০ বর্গফুট।
১ গন্ডা = ২ শতাংশ।
১ গন্ডা = ১.২১ কাঠা।
২০ গন্ডা = ১ কানি ।
=========================

কানিঃ
কানি দুই প্রকার। যথা- (ক) কাচ্চা কানি (খ) সাই কানি
কাচ্চা কানি
: ৪০ শতকে এক বাচ্চা কানি। কাচ্চা কানি ৪০ শতকে হয় বলে একে ৪০ শতকের কানিও বলা হয়।
সাই কানিঃ
এই কানি কোথাও ১২০ শতকে ধরা হয়। আবার কোথাও কোথাও ১৬০ শতকেও ধরা হয়।

কানি গন্ডার সাথে বিভিন্ন প্রকারের পরিমাপের তুলনা
২ কানি ১০ গন্ডা (৪০ শতকের কানিতে) = ১ একর
১ কানি = ১৭২৮০ বর্গফুট
১ কানি = ১৯৩৬ বর্গগজ
১ কানি = ১৬১৯ বর্গমিটার
১ কানি = ৪০ বর্গ লিঙ্ক
১ একর = ১০ বর্গ চেইন
১ একর = ১০০ শতক
১ একর = ৪,০৪৭ বর্গমিটার
১ একর = ৩ বিঘা ৮ ছটাক
১ একর = ৬০.৫ কাঠা
১ শতক = ১ গন্ডা বা ৪৩২.৬ বর্গফুট
বিঘা-কাঠার হিসাব
১ বিঘা = (৮০ হাত × ৮০ হাত) ৬৪০০ বর্গহাত
১ বিঘা = ২০ কাঠা
১ কাঠা = ১৬ ছটাক
১ ছটাক = ২০ গন্ডা

উপরোক্ত পরিমাপ পদ্ধতির মাধ্যমে এবার আপনি খুব সহজেই হিসাব করতে পারবেন আপনার ফ্ল্যাটটির পরিমাপ। তারপরও আপনাদের সুবিধার্থে আরও সহজভাবে তুলে ধরা হলো।
* ৩ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ২১৬০ বর্গফুট।
* ৫ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৩৬০০ বর্গফুট।
* ১০ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৭২০০ বর্গফুট।
এই হিসাব পদ্ধতির মাধ্যমে এবার আপনি ঠিক করুন আপনি আপনার জায়গায় কোন আয়তনের ফ্ল্যাট নির্মাণ করবেন। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে, রাজউক ইমারত নির্মাণ আইনে মোট জমির এক তৃতীয়াংশ জায়গা খালি রাখতে হয় রাস্তা, ড্রেন ও আলো বাতাসের জন্য।

আর যারা রেডি ফ্ল্যাট কিনবেন তারা এই হিসাবটি জেনে রাখুন। কেননা ফ্ল্যাট বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলো ফ্ল্যাটের মোট আয়তন ছাড়াও সিড়ি, ফ্ল্যাটের সামনে, পিছনে, সাইডের খালি জায়গাও ফ্লাটের মধ্যে অন্তর্ভুক্ত করে থাকে।

যেমন –
* আপনি যদি ৯০০ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনেন তাহলে আপনার মূল ফ্ল্যাটের আয়তন হবে ৬০০ থেকে ৬৫০ বর্গফুট।
* আর যদি ১২০০ বর্গফুট হয় সেক্ষেত্রে ৭৮০ থেকে ৮৫০ বর্গফুট হবে আপনার মূল ফ্ল্যাটের আয়তন।
* ১৬০০ বর্গফুট আয়তনের ফ্ল্যাটের ক্ষেত্রে সব কিছু বাদ দিয়ে মূল ফ্ল্যাটের আয়তন হবে ১২০০ থেকে ১২৫০ বর্গফুট
CS/RS

18/12/2024
30/10/2024

পল্লী উন্নয়ন ও মানব কল্যাণ সংসার পক্ষ থেকে বাহেরচর নৈহাটি মাদ্রাসাতে পাঞ্জাবি বিতরণ করেছিলাম গত বৎসর

10/09/2024

Where there = যেখানে.......সেখানে
💠 যেখানে সৃষ্টিকর্তা আছে সেখানে বিশ্বাস আছে।
Where there is Allah there is trust.
💠 যেখানে ফুল আছে সেখানে স্নিগ্ধতা আছে।
Where there is flower there is greasiness.
💠 যেখানে গণতন্ত্র আছে সেখানে সুশাসন আছে
Where there is democracy there is good governance
💠 যেখানে মানুষ আছে সেখানে সভ্যতা আছে
Where there are people there is civilization.
💠 যেখানে লাইব্রেরী আছে সেখানে we`¨v আছে
Where there is library there is knowledge.
💠 যেখানে বন্ধু আছে সেখানে সহযোগিতা আছে
Where there are friends there is cooperation.
💠 যেখানে দারিদ্র্যতা আছে সেখানে অভিশাপ আছে
Where there is poverty there is curse.
💠 যেখানে জল আছে সেখানে জীবন আছে
Where there is water there is life.
💠 যেখানে মা আছে সেখানে ভালোবাসা আছে।
Where there is mother there is love.
💠 যেখানে অনুশাসন আছে সেখানে একতা আছে।
Where there is command there is

আলহামদুলিল্লাহ  আস সুন্নাহ ফাউন্ডেশনের  পক্ষ থেকে কমলনগর উপজেলা  ২৫ কেজি করে চাউলের বস্তা ১১৫০ পরিবারের মাঝে বিতরণ করা হ...
08/09/2024

আলহামদুলিল্লাহ
আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে কমলনগর উপজেলা ২৫ কেজি করে চাউলের বস্তা ১১৫০ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

_হে আল্লাহ এই বন্যা থেকে সবাইকে রক্ষা কর আমিন..😳
22/08/2024

_হে আল্লাহ এই বন্যা থেকে সবাইকে রক্ষা কর আমিন..😳

আর একটা বাধ নির্মাণ করা হোক এদেশের যুবকরা বিনা পারিশ্রমিকে শ্রম দেব।।
22/08/2024

আর একটা বাধ নির্মাণ করা হোক এদেশের যুবকরা বিনা পারিশ্রমিকে শ্রম দেব।।

🚫 সবাইকে জানিয়ে সতর্ক করুন 🚫আগামী ২৪-৭২ ঘন্টায় দেশের বন্যা পরিস্থিতির অবনতির আশংকা করা যাচ্ছে। নতুন নতুন জেলা প্লাবিত হব...
22/08/2024

🚫 সবাইকে জানিয়ে সতর্ক করুন 🚫

আগামী ২৪-৭২ ঘন্টায় দেশের বন্যা পরিস্থিতির অবনতির আশংকা করা যাচ্ছে। নতুন নতুন জেলা প্লাবিত হবার আশংকা আছে। ইতিমধ্যেই ১৯০ এর অধিক বেশি গ্রাম প্লাবিত হয়েছে।

করণীয় :
~ মোবাইলে চার্জ রাখুন।
~ শুকনা খাবার/ মোমবাতি ঘরে রাখুন।
~প্রাথমিক ঔষধ/চিকিৎসা সরঞ্জাম কাছে রাখুন।
~ যাদের পুকুরে মাছ আছে, এখনো না ডুবে থাকলে জাল দিয়ে ঘেরাও করে রাখুন।
~ ছোট বাচ্চাদের সাবধানে রাখুন।
~ গর্ত ডুবে যাওয়ায় সাপ এ সময় বের হয়ে আসবে। সাবধানতা অবলম্বন করুন।
~ সিজারিয়ান অপারেশন লাগবে এমন প্র‍্যাগনেন্ট মহিলা থাকলে ডাক্তারের সাথে কথা বলে নতুন করে ডেট ফিক্স করুন (বন্যার অবস্থা বুঝে)
~ গরু/ছাগলের জন্য শুকনা খাবারের মজুত রাখুন।
~ বৃষ্টির পানি যাতে ফুলের টব/ অন্য পাত্রে/ ডাবের খোসায় জমে না থাকে সে দিকে খেয়াল দিন।

৩১ বছর পর ত্রিপুরার ডুম্বুর সুইচ গেট খুলে দিল ভারত!
মধ্যরাতে নোয়াখালী-ফেনী পানিতে তলিয়ে গেল। বন্যার শঙ্কায় লক্ষীপুর-কুমিল্লা সহ আরও কয়েকটা জেলা।

- জনস্বার্থে পোষ্টটি শেয়ার করার অনুরোধ রইলো 🙏❤

11/05/2024
11/05/2024
11/05/2024
11/05/2024

আসসালামুআলাইকুম প্রিয় ভাইয়েরা সোনার বাংলা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন আমার এটা একটা টেকনোল....

18/04/2024

নীল সাগরে অতল গভীরে
গাঙচিল ওড়ে আর কত গান গায়
তোমার আকাশে আমার মনের পাখি
অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়???
হায় হায় দিন যায়, রাত যায় সব যায়
তবু আমি বসে থাকি তোমার আশায়..

Address

Al Khobar Dammam

Alerts

Be the first to know and let us send you an email when SBC TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SBC TV:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share