The Anas official

  • Home
  • The Anas official

The Anas official Original Content

উত্তম শাসক এর জন্য দু'আاللهم لَا تُسَلِّطْ عَلَيْنَا مَنْ لَا يَرْحَمْنَا আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহাম...
06/08/2024

উত্তম শাসক এর জন্য দু'আ

اللهم لَا تُسَلِّطْ عَلَيْنَا مَنْ لَا يَرْحَمْنَا
আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহাম্ না!

ইয়া আল্লাহ্! আপনি তাদের হাতে আমাদের শাসনভার অর্পণ করবেন না, যারা আমাদের প্রতি দয়া ও ক্ষমা সুন্দর দৃষ্টি পোষণ করে না।

তিরমিজিঃ ৩৫০২

Our 2nd Independent dayDon't forget our heroesBig Thank you real superheros❤️🇧🇩
05/08/2024

Our 2nd Independent day
Don't forget our heroes
Big Thank you real superheros❤️🇧🇩

04/08/2024

যে ব্যাক্তি জালেমেকে জুলুমের কাজে সহযোগিতা করবে, রাসূল (সা.) তার সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছেন।

তিরমিজি হাদিস: ৬১৪

04/08/2024

চলমান আন্দোলনে বোনেরা যেভাবে ঘরে থেকে অংশ নিতে পারেন—

১। নফল নামাজ পড়ে দুআ ও জা'লিমের বিরুদ্ধে বদদুআ করে।
২। বাড়ির পুরুষদের এই আন্দোলনে অংশ নিতে উৎসাহ ও সাহস দিয়ে।
৩। বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করে।
৪। আন্দোলনে আহত কারো চিকিৎসা বা বন্দীদের জামিনের জন্য কোনো আর্থিক সহায়তায় প্রয়োজন হলে, সাধ্যমতো সাদাকাহ করে।

হে আল্লাহ রাস্তায় নামা প্রতিটা ভাইকে উমর রা. ও আলি রা. এর মতো শক্তি দান করুন।
আল্লাহ তায়লা জালিমদের ধ্বংস করুক
আমিন

আমি বৃষ্টিগর্ভ বায়ু পরিচালনা করি অতঃপর আকাশ থেকে পানি বর্ষণ করি, এরপর তোমাদেরকে তা পান করাই। বস্তুতঃ তোমাদের কাছে এর ভ...
01/07/2024

আমি বৃষ্টিগর্ভ বায়ু পরিচালনা করি অতঃপর আকাশ থেকে পানি বর্ষণ করি, এরপর তোমাদেরকে তা পান করাই। বস্তুতঃ তোমাদের কাছে এর ভান্ডার নেই।

~ সূরা হিজর:১৫ আয়াত:২২

আরাফার দিবস•এটি বছরের আল্লাহ তায়ালা কুরআনে শ্রেষ্ঠতম দিন। •এদিবসের শপথ করেছেন•আরাফার রোজা পূর্বাপর দুই বছরের পাপ মোচনকার...
15/06/2024

আরাফার দিবস

•এটি বছরের আল্লাহ তায়ালা কুরআনে শ্রেষ্ঠতম দিন।

•এদিবসের শপথ করেছেন

•আরাফার রোজা পূর্বাপর দুই বছরের পাপ মোচনকারী

• আরাফার দিবসের দু'আ হলো শ্রেষ্ঠ দু'আ।

•এমহিমান্বিত দিনেই ওহি নাযিল করে ইসলামকে পরিপূর্ণ ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে ঘোষণা দেয়া হয়েছে।

•এদিনেই বিশ্বনবী (স) আরাফার ময়দানে ঐতিহাসিক বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন।

•এদিনে এতবেশী সংখ্যক বান্দা বান্দীকে আল্লাহ তায়ালা জাহান্নামের আগুন থেকে মুক্তির ঘোষণা দেন, যা বছরের অন্য কোনদিন এমনটি দেন না।

•এদিনে আল্লাহ তায়ালার পক্ষ থেকে তার বান্দা বান্দীদের প্রতি রহমত ও ক্ষমার এ দৃশ্য দেখে শয়তান এতোটাই ক্রোধান্বিত, লাঞ্ছিত ও অপমানিত বোধ করতে থাকে যা আর অন্য কখনো হয়না।

করণীয় আমল

★নফল রোজা, বেশী বেশী তাকবির পাঠ ও দোয়া করা।
★আরাফার দিনের বিশেষ দু'আ, যেটা বিশ্বনবী )ﷺ( সহ সকল নবীরা পড়তেন-

إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ لا

লা ইলাহা ইল্লালাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু "
ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদীর"

অর্থ: আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, তিনি এক এবং একক, তাঁর কোনো শরীক নেই; রাজত্ব তাঁরই, সমস্ত প্রশংসাও তাঁর; আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান।

(ছবি: হাউলি জামে মসজিদ,জিঞ্জিরা কেরানিগঞ্জ,ঢাকা)

13/06/2024

Surah Mu'minun Sheikh yasser al dosari

Hawly Jame mosjid,Zinzira,Keraniganj,Dhaka



জিলহজ্জের প্রথম দশ দিনআল্লাহর নিকট জিলহজ্জ মাসের প্রথম ১০ দিনের আমলের চেয়ে অন্য কোন দিনের আমলই উত্তম নয়। (সহীহ বুখারী: ৯...
07/06/2024

জিলহজ্জের প্রথম দশ দিন

আল্লাহর নিকট জিলহজ্জ মাসের প্রথম ১০ দিনের আমলের চেয়ে অন্য কোন দিনের আমলই উত্তম নয়। (সহীহ বুখারী: ৯৬৯, আবু দাউদ: ২৪৩৮)

★আল্লাহ তা'আলা এই দশ দিনের শপথ করেছেন
★উম্মাহাতুল ইবাদাত তথা মৌলিক ইবাদত (হজ্জ, রোজা, কুরবানি) সমূহের সন্নিবেশ ঘটেছে
★এই দশ দিনের আমল আল্লাহর নিকট জি/হা/দ এর থেকেও উত্তম
★এই দিনগুলো হারাম (সম্মানিত) মাসের অন্তর্ভুক্ত

করণীয় আমল

এই দশ দিন নখ ও চুল কাটা থেকে বিরত থাকবে।

তাহলিল (লা ইলাহা ইল্লাল্লাহ), তাহমিদ (আলহামদুলিল্লাহ), তাকবির (আল্লাহু আকবার) ধ্বনি দিয়ে দিনগুলো মুখরিত করে রাখা।

নফল সালাত, সিয়াম, সাদাকাহ, দু'আ, জিকির এবং তিলাওয়াত করা।

আরাফার দিনে রোজা রাখা। যা পূর্ববর্তী এক বছর ও পরবর্তী এক বছরের পাপ সমূহ মুছে ফেলে।

৯ জিলহজ্জ ফজর থেকে শুরু করে ১৩ জিলহজ্জ আসর পর্যন্ত ওয়াজিব তাকবির পাঠ করা। (আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।)

সামর্থ্যবান হলে কুরবানি করা।


বৃষ্টির সময়ের ৬টি সুন্নাহ{১} বৃষ্টির দোয়া পাঠ করা।দোয়াটি হলো- اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا "হে আল্লাহ কল্যাণকর বৃষ্টি দা...
28/05/2024

বৃষ্টির সময়ের ৬টি সুন্নাহ

{১} বৃষ্টির দোয়া পাঠ করা।

দোয়াটি হলো- اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا "হে আল্লাহ কল্যাণকর বৃষ্টি দাও” (বুখারী: ৬৯১)

অতিবৃষ্টি বা ক্ষতিকর বৃষ্টি হলে এই দোয়া পাঠ করা- اللَّهُمَّ حَوَالَيْنَا، وَلَا عَلَيْنَا "হে আল্লাহ আমাদের আশপাশে (জনবসতির বাহিরে) বৃষ্টি দাও, আমাদের উপর নয়।" (বুখারী: ৯৩৩)

{২} আল্লাহর ভয়ে ভীত-সন্ত্রস্ত থাকা।

উম্মুল মুমিনীন আয়েশা রা. বলেন, আকাশ মেঘাচ্ছন্ন হলে এবং ঝড়ো হাওয়া প্রবাহিত হলে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাবড়ে যেতেন যে, এটি আল্লাহর আযাব কিনা। (সহীহ মুসলিম: ১৯৫৭)

{৩) বৃষ্টিকে আল্লাহর রহমত বলে অভিহিত করা।

উম্মুল মুমিনীন আয়েশা রা. বলেন, প্রিয়নবী সা. যখন বৃষ্টি দেখতেন তখন বলতেন, "এ তো আল্লাহর রহমত।" (সহীহ মুসলিম: ১৯৫৭)

(৪) বৃষ্টি-বাদল সংক্রান্ত কুসংস্কার থেকে মুক্ত হয়ে আল্লাহর প্রতি বিশ্বাসী হওয়া।

প্রিয়নবী সা. হাদীসে কুদসীতে বলেন, "যে বলে, আল্লাহর করুণা ও রহমতে আমরা বৃষ্টি লাভ করেছি, সে হল আমার প্রতি বিশ্বাসী এবং নক্ষত্রের (শক্তির) প্রতি অবিশ্বাসী। আর যে বলেছে, অমুক অমুক নক্ষত্রের প্রভাবে আমাদের উপর বৃষ্টিপাত হয়েছে, সে আমার প্রতি অবিশ্বাসী এবং নক্ষত্রের প্রতি বিশ্বাস স্থাপনকারী।" (সহীহ মুসলিম: ৮৪৬)

(৫) বৃষ্টির পানি গায়ে লাগানো।

রাসুলুল্লাহ সা. বৃষ্টির পানি গায়ে লাগাতেন। সহীহ মুসলিম: ১৯৫৬

(৬) বৃষ্টির সময় দোয়া কবুল হয়, তাই এ সময়ে দোয়া করা।

রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "দুই সময়ের দো'আ প্রত্যাখ্যাত হয় না কিংবা কম প্রত্যাখ্যাত হয়। (এক) আযানের সময়। (দুই) বৃষ্টির সময়।” সহীহুল জামে: ৩০৭৮

রিজিক আর সম্মান কারো হাতে নেই।আল্লাহ যাকে চান-তাকে এই গুরুত্বপূর্ণ নেয়ামত দান করেন"সুবহানআল্লাহনিজের রিজিক নিয়ে দুশ্চিন...
13/05/2024

রিজিক আর সম্মান কারো হাতে নেই।
আল্লাহ যাকে চান-তাকে এই গুরুত্বপূর্ণ নেয়ামত দান করেন"
সুবহানআল্লাহ

নিজের রিজিক নিয়ে দুশ্চিন্তার কিচ্ছু নেই। আমার বা আপনার ভাগেরটুকু কেও নিতে পারবে না, এই দু:সাহস আল্লাহ তায়ালা কাউকে দেননি।
“কারন রিজিকের ফায়সালা আসমানে হয়,জমিনে না”
সুতরাং হতাশ না হয়ে স্রেফ আল্লাহর উপর ভরসা করুন। আপনার আমার জন্য আল্লাহ ই যথেষ্ট।

আলহামদুলিল্লাহ

হিট স্ট্রোক প্রতিরোধে করণীয়> দিনের বেলায় বাইরে কম বের হওয়ার চেষ্টা করুন। রোদ এড়িয়ে চলুন> বাইরে বের হলে সঙ্গে ছাতা রাখুন।...
29/04/2024

হিট স্ট্রোক প্রতিরোধে করণীয়

> দিনের বেলায় বাইরে কম বের হওয়ার চেষ্টা করুন। রোদ এড়িয়ে চলুন
> বাইরে বের হলে সঙ্গে ছাতা রাখুন।
> হালকা রঙের ঢিলেঢালা সুতি পোশাক পরুন
> প্রচুর পরিমাণে পানি খান
> সহজে হজম হয় এমন সহজপাচ্য খাবার খান, বাসি বা খোলা খাবার খাবেন না
> দিনের বেলা একটানা শারীরিক পরিশ্রম করবেন না
> সম্ভব হলে একাধিকবার পানির ঝাপটা দিন বা গোসল করুন
> প্রস্রাবের রঙ হলুদ হলে পানি খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিন
> ঘরের পরিবেশ যেন অতিরিক্ত গরম বা ভ্যাপসা না হয় সেদিকে লক্ষ রাখুন
> বেশি অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে
>একটি বাটি বা গ্লাসে কিছু পানি আপনার জানালায় রেখে দিন পাখিদের জন্য; এটাও এক ধরনের সদকা।

★দুই এক ফোঁটা চোখের পানি; আকাশের পানি মুষলধারায় বর্ষাতে বা বন্ধ করে দিতে পারে।
আসুন, সকলে মহান রবের কাছে উপকারী বৃষ্টি কামনা করি।

"আল্লাহুম্মা সয়্যিবান নাফিআ""

অর্থ : হে আল্লাহ, মুষলধারে কল্যাণকর বৃষ্টি দিন। আমিন

আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যদি নামাজেরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রমকারী (ব্যক্তি) জানতো; এটা...
25/04/2024

আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যদি নামাজেরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রমকারী (ব্যক্তি) জানতো; এটা তার কত বড় অপরাধ, তাহলে সে নামাজে থাকা ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করার চেয়ে চল্লিশ (দিন/মাস/বছর) দাঁড়িয়ে থাকা উত্তম মনে করতো।
তবুও নামাযীর সামনে বেয়ে অতিক্রম করত না।
(বুখারী, মুসলিম, মিশকাত ৭৭৬ নং)

অবশ্য নামাযীর সামনে সুতরা থাকলে পার হওয়া হারাম বা গুনাহর কাজ নয়।
(মাজমূ’ ফাতাওয়া, ইবনে বায ২/২৬৭)

ঠিকানা: হাউলী জামে মসজিদ,জিঞ্জিরা,কেরানিগঞ্জ,ঢাকা

ঈদের মেলায় লটারি জুয়ার ফেতনাজুয়া হলো এমন কাজ কর্ম যার লাভ বা ক্ষতি সম্পর্কে আপনি আগে থেকে জানেন না। আপনি সম্পূর্ণ নিঃস্ব...
11/04/2024

ঈদের মেলায় লটারি জুয়ার ফেতনা

জুয়া হলো এমন কাজ কর্ম যার লাভ বা ক্ষতি সম্পর্কে আপনি আগে থেকে জানেন না। আপনি সম্পূর্ণ নিঃস্ব হতে পারেন জুয়া থেকে, অথবা অনেক লাভ করতে পারেন, কিন্তু কোনটা যে হবে এটা আপনি আগে থেকে জানেন না। বাজি, লটারি সবই জুয়ার মধ্যে পরে।
ইসলামের দৃষ্টিতে জুয়া ও লটারি খুবই গর্হিত কাজ।
আল কুরআনে জুয়াকে ঘৃণ্য বস্তু এবং শয়তানের কাজ বলা হয়েছে। এগুলো থেকে দূরে থাকার আদেশ করা হয়েছে। মদ-জুয়ার মাধ্যমে পরস্পর শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি হয়। এজন্য ইসলামে জুয়া খেলার শাস্তি রয়েছে।এগুলোর মাধ্যমে শয়তান মানুষকে নামাজ ও আল্লাহতায়ালার স্মরণ থেকে বিমুখরাখে।
বাজি ও জুয়া থেকে পাওয়া টাকা হারাম। হারাম ভোগ করে ইবাদত-বন্দেগি করলে তা কবুল হয় না।

আল্লাহপাক বলেন- “হে মুমিনগণ! মদ, জুয়া, মূর্তিপূজার বেদী ও ভাগ্য নির্ধারন শর ঘৃন্য বস্তু, শয়তানের কাজ। সুতরাং তোমরা তা বর্জন কর, তাহলে তোমরা সফলকাম হতে পারবে। শয়তান তো মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে চায়, এবং তোমাদের আল্লাহর স্মরণ ও নামাজ আদায়ে বাধা দিতে চায়। তবে কি তোমরা নিবৃত্ত হবে না।” (সুরা মায়িদা, ৯০-৯১)।

এই আয়াত হতে বুঝা যায় শয়তান চায় জুয়া ছড়িয়ে পড়ুক যাতে মানুষ পরস্পর বিদ্বেষে জড়িয়ে যায় আর মুমিনদের আল্লাহর স্মরণ হতে বিরত রাখা যায়। রসুলুল্লাহ’(সাঃ) বলেন- “আর কেউ যদি অন্যকে প্রস্তাব দেয়, এসো আমরা জুয়া খেলি সে যেন দান সদকা করে।” (বুখারি – ৪৮৬০,মুসলিম-১৬৪৭)।
সব ধরনের জুয়াবাজি ইসলামে অবৈধ।

আমরা সবাই ঈদের মেলার লটারি সহ সব ধরনের বাজি,জুয়া হইতে সাবধান থাকি।


تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْতাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।ঈদ মোবারক✨🌙আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা...
10/04/2024

تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
ঈদ মোবারক✨🌙
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ

ঈদের দিনের সুন্নত কাজ গুলো
- অন্যান্য দিনের তুলনায় তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা।
- মিসওয়াক করা।
- তাড়াতাড়ি গোসল করা।
- সাধ্যমতো উত্তম পোশাক পরধিান করা
- আতর ব্যবহার করা
-বেজোড় সংখ্যক খেজুর বা মিষ্টি জাতীয় খাবার খেয়ে ঈদগাহে যাওয়া।
- ঈদুল ফিতরের দিন ঈদগায় যাওয়ার আগে সাদকায়ে ফিতর আদায় করা।
- এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে আসা।
- ঈদগায় পায়ে হেঁটে যাওয়া।
-খুতবা শোনা (ওয়াজিব)
- ঈদের দিনে বেশি বেশি করে তাকবীর পড়া
- আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ

স্থান: হাউলি জামে মসজিদ,জিঞ্জিরা,কেরানিগঞ্জ,ঢাকা।

লাইলাতুল কদরের দু'আঃ “আল্লা-হুম্মা ইন্নাকা আ'ফুউন তুহিব্বুল আ'ফওয়া ফা’ফু আ'ন্নী”
06/04/2024

লাইলাতুল কদরের দু'আঃ

“আল্লা-হুম্মা ইন্নাকা আ'ফুউন তুহিব্বুল আ'ফওয়া ফা’ফু আ'ন্নী”

𝐋𝐀𝐈𝐋𝐀𝐓𝐔𝐋 𝐐𝐀𝐃𝐀𝐑 "The Night of Power is better than a thousand months"The Prophet Muhammad ﷺ said: "Whoever prays during t...
02/04/2024

𝐋𝐀𝐈𝐋𝐀𝐓𝐔𝐋 𝐐𝐀𝐃𝐀𝐑

"The Night of Power is better than a thousand months"

The Prophet Muhammad ﷺ said: "Whoever prays during the night of Qadr with faith and hoping for its reward will have all of his previous sins forgiven."

-Bukhari and Muslim

LAILA-TUL-QADAR Mubarak to all the Muslims. May Allah bless all of us with His blessings ✨

31/03/2024

লাইলাতুল
কদরের দু'আঃ

“আল্লা-হুম্মা ইন্নাকা আ'ফুউন তুহিব্বুল আ'ফওয়া ফা’ফু আ'ন্নী”

আলী বিন আবু তালিব বলেছেন: তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যখন মধ্য শাবানের রাত আসে, ত...
25/02/2024

আলী বিন আবু তালিব বলেছেন:

তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যখন মধ্য শাবানের রাত আসে, তখন তোমরা রাতটি নামাযে কাটাও এবং সেদিন সিয়াম পালন কর।

-সুনানে ইবনে মাজাহ, খণ্ড:১, বই ৫, হাদিস ১৩৮৮

Address


Alerts

Be the first to know and let us send you an email when The Anas official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Anas official:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share