The Anas official

  • Home
  • The Anas official

The Anas official Original Content

অহংকারীর অবস্থা এমন, যেন সে একটি উঁচু পাহাড়ের চূড়ায় উঠে গেছে। সেখানে থেকে সে যখন নিচের দিকে তাকায়, তখন দেখতে পায়, মানুষগ...
16/07/2025

অহংকারীর অবস্থা এমন, যেন সে একটি উঁচু পাহাড়ের চূড়ায় উঠে গেছে। সেখানে থেকে সে যখন নিচের দিকে তাকায়, তখন দেখতে পায়, মানুষগুলো খুবই ছোট ছোট। কিন্তু প্রশ্ন হলো, নিচের মানুষগুলো কি তাকে বড় দেখতে পাচ্ছে? না, তারা সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। তারা তার দিকে তাকিয়ে নেইও।

হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহ.

যে সময়গুলো নষ্ট হচ্ছে সেগুলোই আসল সময়এক এক মুহূর্তের সমষ্টিই তো জীবন। প্রতিটি মুহূর্ত সময়ের একটি অংশ। সময়ের আলাদা কো...
05/03/2025

যে সময়গুলো নষ্ট হচ্ছে সেগুলোই আসল সময়

এক এক মুহূর্তের সমষ্টিই তো জীবন। প্রতিটি মুহূর্ত সময়ের একটি অংশ। সময়ের আলাদা কোনো অস্তিত্ব যেহেতু মানুষ অনুভব করে না। তাই সময়ের বয়ে চলাও অনুভূত হয় না।

আমরা দুনিয়ার বুকে যেন নৌকার যাত্রী। মনে হয়, ঠাঁয় দাঁড়িয়ে। অথচ সময় আমাদের নিয়ে বয়ে চলেছে।
নৌকা কিংবা গাড়ির আরোহী কোথাও যাওয়ার সময় মনে করে সে বসে আছে। অথচ সে চলছে। ঠিক তেমনি সময়ও তার কাজ করে চলেছে। সময় শেষ হয়েই যায়। বয়স বাড়ার অর্থ জীবন কমে যাওয়া। অথচ আমরা একটুও ভাবি না।

শাঈখুল ইসলাম হযরত আব্দুল মালেক হাফিজাহুল্লাহ

পানাহার বন্ধ করে রোযা রাখা এটা হল সাধারণ রোযা। আরেক রোযা হল গুনাহসমূহ ত্যাগ করে দেওয়া। এটা তার চেয়ে বড় রোযা। প্রথম রো...
03/03/2025

পানাহার বন্ধ করে রোযা রাখা এটা হল সাধারণ রোযা। আরেক রোযা হল গুনাহসমূহ ত্যাগ করে দেওয়া। এটা তার চেয়ে বড় রোযা। প্রথম রোযা ফরজ। সে রোযার চেয়ে এটা আরও বড় ফরয। মোল্লা আলী কারী রহমাতুল্লাহ বলেন যে, রোযা তিন প্রকার। ১. না খেয়ে রোযা রাখা এটাতো পুরা মাসে ফরয। ২. গুনাহ থেকে বাঁচার রোযা। এর জন্য জরুরী হলো সকল গুনাহ থেকেও মুক্ত থাকা। চোখের গুনাহ, গীবত এবং ঝগড়া থেকে বিরত থাকা। ৩. রোযার বরকতে এমন অন্তর তৈরি হওয়া যে, আমি শুধু আল্লাহকে চাই। আমার অন্য কিছুর দরকার নেই। অন্তরের এমন কাইফিয়ত, এমন অবস্থা তৈরি হয়ে যাওয়া এটা হল আল্লাহর আশেক দেওয়ানাদের রোযা। এটার নাম হলো ছাওমুত্ তারিকত্।

তরজুমানে আকাবির আরেফ বিল্লাহ শাহ আবদুল মতীন বিন হুসাইন সাহেব দা: বা:

রমজান মাসে করনীয় ৪ কাজ১. লা ইলাহা ইল্লাল্লাহ জিকির।জরুরি না ওযু অবস্থায় কোনো জায়গায় বসে জিকির করা। যে কোনো স্থানে কাজের ...
01/03/2025

রমজান মাসে করনীয় ৪ কাজ

১. লা ইলাহা ইল্লাল্লাহ জিকির।
জরুরি না ওযু অবস্থায় কোনো জায়গায় বসে জিকির করা। যে কোনো স্থানে কাজের ফাকে শোয়া অবস্থায়,বসা অবস্থায়, হাটা অবস্থায় যে কোনো জায়গায় যতটুকু সম্ভব আমল করা।জরুরি না ১০০-২০০-৫০০ বার জিকির করা লাগবে হোক ১০ বার হোক ৫ বার যার যতটুকু সম্ভব।

২. ইস্তেগফার।
রমজান মাস ক্ষমার মাস
নিজের গুনাহ্ র কথা স্বরন করে তাওবা করা। বেশি বেশি ইস্তেগফার করা আস্তাগফিরুল্লাহ পড়া। গুনাহ থেকে বেচে থাকা।

৩. আল্লাহ তায়লার কাছে জান্নাত চাওয়া।
বেশি বেশি দোয়া করা আল্লাহ তায়ালার কাছে জান্নাতুল ফেরদৌস চাওয়া

৪. জাহান্নাম থেকে মুক্তি চাওয়া।

আল্লাহ আমল করার তাওফিক দান করুক
রমজান মাসের বরকত সবাই কে নসিব করুক।

- আরেফ বিল্লাহ শাহ আব্দুল মতিন বিন হুসাইন দা:বা ঢালকানগর।

Address


Alerts

Be the first to know and let us send you an email when The Anas official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Anas official:

  • Want your business to be the top-listed Media Company?

Share