19/05/2024
ওহে জালেমের দল! এতো জুলুমের পরেও ছাড় পেয়ে যাচ্ছো বলে মনে করোনা যে রেহাই পেয়ে যাবে।
নিম্নোক্ত আয়াতটি স্বরণ করো আর সাবধান হয়ে যাও কারণ তিনি ছাড় দেন কিন্তু সীমালঙ্ঘন করলে ছেড়ে দেন না।
لَوۡ یُؤَاخِذُ اللّٰهُ النَّاسَ بِظُلۡمِهِمۡ مَّا تَرَکَ عَلَیۡهَا مِنۡ دَآبَّۃٍ وَّ لٰکِنۡ یُّؤَخِّرُهُمۡ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی ۚ فَاِذَا جَآءَ اَجَلُهُمۡ لَا یَسۡتَاۡخِرُوۡنَ سَاعَۃً وَّ لَا یَسۡتَقۡدِمُوۡنَ
আল্লাহ যদি মানুষকে তাদের জুলুমের জন্য (তাৎক্ষণিক) শাস্তি দিতেন তবে ভূপৃষ্ঠে কোন জীব-জন্তুকেই রেহাই দিতেন না কিন্তু তিনি এক নির্দিষ্ট কাল পর্যন্ত তাদেরকে অবকাশ দিয়ে থাকেন।
অতঃপর যখন তাদের সময় আসে তখন তারা মুহুর্তকাল আগাতে বা পিছাতে পারে না। (সুরা নাহাল-৬১)