Ridon & Tahmina

Ridon & Tahmina Redwan & Tahmina

04/09/2023

আল্লাহ সবাই কে হেদায়েত দান করুন এবং দিনের পথে চলার তৌফিক দান করুন আমিন।

27/08/2023

This sog..❤️🥀

বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ।মাগো আমার ব্রীজ আছে, রাস্তা গেলো কই.?🥴🐸🐸
23/06/2023

বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ।
মাগো আমার ব্রীজ আছে, রাস্তা গেলো কই.?🥴🐸🐸

18/05/2023
16/05/2023

আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন আর আপনার দিনের পথে চলার তৌফিক দান করুন আমিন।

15/05/2023

আল্লাহ সবাই কে সঠিক বুঝার এবং মানার তৌফিক দান করুন আমিন।

11/05/2023

কথা গুলো ১০০% সত্যি 🙂

11/05/2023

আর যাকে ফিল করবা তাকে বিয়ে করবা...🥰❤️🥀

10/05/2023

আল্লাহ আমাদের সবাই কে সঠিক বুঝার তৌফিক দান করুন আমিন।

08/05/2023

এই গান শুনে আমি তিন ঘন্টা বেহুশ ছিলাম।😂😂😂

28/04/2023

সব কিছুর সমাধান...🙂🙂

27/04/2023

Mood off..😔🥀

19/04/2023

Feel this song..🙂🥀

09/04/2023

Seene se tam mere aake lag jao na..😇❤️🥀

04/04/2023

হাজারও স্বপ্ন পুড়ে শেষ 😔😩
গুলিস্তান বঙ্গ মার্কেটে বয়াবহ আগুন

আল্লাহ ব্যবসায়ীদেরকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করুক।
#বঙ্গমারকেট

03/04/2023

Mood off..😔😔

02/04/2023

ঠকাইছো না ঠকাইছো তো...🙂💔🥀

01/04/2023

বেঁচে থাকতে কদর করতে শিখো মরে গেলে হবে না..🙂💔😅

কলকাতায় এক কেজি গরুর গোশতের দাম ১৭৫ রুপি বা বাংলাদেশী টাকায় ২২৪ টাকা। তার ৩০০ কিলোমিটার দূরে ঢাকায় সেই গরুর গোশত বিক্...
31/03/2023

কলকাতায় এক কেজি গরুর গোশতের দাম ১৭৫ রুপি বা বাংলাদেশী টাকায় ২২৪ টাকা। তার ৩০০ কিলোমিটার দূরে ঢাকায় সেই গরুর গোশত বিক্রী হয় ৮০০ টাকা কেজিতে!

ব্যর্থ রাষ্ট্র পাকিস্তানে গরুর গোস্ত পাওয়া যায় ৬০০ রুপিতে যা কিনা বাংলাদেশী ২৩০ টাকার সমান। প্রতিবেশী রাষ্ট্র নেপালে প্রতি কেজি গরুর মাংসের দাম ০.৭৬ ইউএস ডলার মানে ৮০ টাকা, ভুটানে ১৬০ নুল বা ২০৭ টাকা, মিয়ানমারে ৫.৬৬ ইউএস ডলার বা ৫৬৭ টাকা।
মোটামুটি দেখা যায় দক্ষিণ এশিয়ার সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে বাংলাদেশে গরুর গোস্তের দাম সবচেয়ে বেশি।

এখন তো আপনারা বলবেন, এই দেশ মুসলমানদের দেশ, গরুর গোশত খায় বেশি, তাই দাম ও বেশি। বিশ্বের সবচেয়ে বেশি গরুর গোশত খাওয়ার তালিকায় ভারতের অবস্থান ৫ম, ২০২২ সালে সেখানে গরুর গোশত খাওয়া হয়েছে ২৯ লক্ষ মেট্রিক টন।
এই তালিকায় পাকিস্তান আছে ৮ম অবস্থানে ২০২০ এ ওরা ১৭.৫ লক্ষ্য মেট্রিক টন গরুর গোশত খেয়েছে।

অদ্ভুত, ব্যাপার হচ্ছে এই দেশের মানুষের গরু গোশত খাওয়ার তেমন কোন রেকর্ড খুঁজে পেলাম না কোথাও!

সরকার, দেশের উন্নয়নের জন্যে সর্বোচ্চ টা করার চেষ্টা করে যাচ্ছে। শুধু আটকে আছি আমরা সিন্ডিকেট এর কাছে।

নিরবে কাঁদছে মানুষ, আমার প্রিয় মাতৃভূমি।

29/03/2023

আল্লাহ কেন টিকটিকি সৃষ্টি করেছেন..!!

28/03/2023

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে!! 😇❤️🥀

27/03/2023

ভালোবাসা..🥹💔🥀

26/03/2023

আমি তুমি ছাঁড়া আমি কিভাবে বাঁচি বলো তুমি বিনা..😇❤️🥀

25/03/2023

ভালোবাসা সুন্দর...😇❤️🥀

24/03/2023

Mene tera name dil rakh diya..😇❤️🥀

24/03/2023

চাঁদের ছবি স্টোরিতে দিচ্ছেননা কেন?

24/03/2023

😭💔😅🥀

23/03/2023

💔😅🥀

23/03/2023

ভুলিনিতো আমি তোমার মুখের হ্যাসি..😊💔😔

22/03/2023

দেখা হচ্ছে আগামীকাল (২৩ মার্চ) বিকাল ৪টায় "স্বপ্নপুরী" আউটলেট এর উদ্বোধনে।

এসকে টাওয়ার (২ তলা), রামগঞ্জ টাওয়ার সংলগ্ন, বাইপাস রোড, রামগঞ্জ, লক্ষ্মীপুর।

কলকাতায় এক কেজি গরুর গোশতের দাম ১৭৫ রুপি বা বাংলাদেশী টাকায় ২২৪ টাকা। তার ৩০০ কিলোমিটার দূরে ঢাকায় সেই গরুর গোশত বিক্...
21/03/2023

কলকাতায় এক কেজি গরুর গোশতের দাম ১৭৫ রুপি বা বাংলাদেশী টাকায় ২২৪ টাকা। তার ৩০০ কিলোমিটার দূরে ঢাকায় সেই গরুর গোশত বিক্রী হয় ৮০০ টাকা কেজিতে এমনকি মাত্র ১২৭ কি: মি: দূরেও সেই গোশতের কেজি ৬০০ টাকা।

ব্যার্থ রাষ্ট্র পাকিস্তানে গরুর গোস্ত পাওয়া যায় ৬০০ রুপিতে যা কিনা বাংলাদেশী ২৩০ টাকার সমান। প্রতিবেশী রাষ্ট্র নেপালে প্রতি কেজি গরুর মাংসের দাম ০.৭৬ ইউএস ডলার মানে ৮০ টাকা, ভুটানে ১৬০ নুল বা ২০৭ টাকা, মিয়ানমারে ৫.৬৬ ইউএস ডলার বা ৫৬৭ টাকা।

মোটামুটি দেখা যায় দক্ষিণ এশিয়ার সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে বাংলাদেশে গরুর গোস্তের দাম সবচেয়ে বেশি।

এখন তো আপনারা বলবেন, এই দেশ মুসলমানদের দেশ , গরুর গোশত খায় বেশি, তাই দাম ও বেশি।

বিশ্বের সবচেয়ে বেশি গরুর গোশত খাওয়ার তালিকায় ভারতের অবস্থান ৫ম, ২০২২ সালে সেখানে গরুর গোশত খাওয়া হয়েছে ২৯ লক্ষ মেট্রিক টন।

এই তালিকায় পাকিস্তান আছে ৮ম অবস্থানে ২০২০ এ ওরা ১৭.৫ লক্ষ্য মেট্রিক টন গরুর গোশত খেয়েছে

অদ্ভুত, ব্যাপার হচ্ছে এই দেশের মানুষের গরু গোশত খাওয়ার তেমন কোন রেকর্ড খুঁজে পেলাম না কোথাও !

নিরবে দুর্ভিক্ষে কাঁদছে আমার প্রিয় মাতৃভূমি।

একটি শিক্ষামূলক গল্প সাপ আর টাকি মাছের মাঝে খুব বন্ধুত্ব৷ কিন্তু সাপ ছিলো বেজায় অহংকারী৷ অহংকারের বশে সে কখনো ডানে, কখনো...
20/03/2023

একটি শিক্ষামূলক গল্প
সাপ আর টাকি মাছের মাঝে খুব বন্ধুত্ব৷ কিন্তু সাপ ছিলো বেজায় অহংকারী৷ অহংকারের বশে সে কখনো ডানে, কখনো বাঁয়ে এভাবে হেলেদুলে চলত।

ভরা বর্ষায় দুই বন্ধু একদিন ঘুরতে বের হলো৷ সাপ তার স্বভাব সুলভ রাজকীয় ভঙ্গিতে ডানে বাঁয়ে হেলে দুলে চলতে লাগল৷ এতে সাপের টাকি মাছের সাথে চলতে সমস্যা হচ্ছিলো৷

দু'জনের চলার পথের প্রতিবন্ধকতা দূর করার জন্য টাকি মাছ সাপকে বললো, "বন্ধু, তুমি একটু সোজা হয়ে হাঁটলেইতো পার৷"

সাপ বললো, "বন্ধু, যারে দেখতে নাহি পারি তার চলন বাঁকা৷ তুমি আসলে আমাকে দেখতে পারো না, তাই আমার চলন তোমার কাছে বাঁকা মনে হয়৷"

টাকি মাছ বললো, "ব্যাপারটা আসলে তা নয় ৷ তোমার বাঁকা চলার কারনে আমি তোমার পাশাপাশি হাঁটতে পারছি না৷"

সাপ বললো, "বাপ-দাদার চৌদ্দ পুরুষ ধরে আমরা এভাবে চলে আসছি, আর তুমি আসছো আমাকে পথ চলা শেখাতে ?

একেতো টাকি মাছের চেয়ে লম্বা বলে অহংকারে সাপের পা পড়ে না, তার উপর সাপের অন্তর ভরা বিষ৷ টাকি মাছ যতই তাকে বোঝাতে চায় ততই সে ফোঁস ফোঁস করে ফুলতে থাকে৷

তর্ক- বিতর্কের এক পর্যায়ে তারা জেলের জালে ধরা পড়ে৷ জেলে সাপকে মেরে সোজা করে ঝুলিয়ে রাখে৷ টাকি মাছ তখন আফসোস করে বললো, "বন্ধু, সেইতো সোজা হইলি, তাও মরনের পর !!

অহংকার আর অন্তর ভরা বিষ নিয়ে যারা বাঁকা পথে চলেন, তারা আশা করি এবার একটু সোজা পথে চলবেন ৷ মরনের পরে সোজা হলেও, কোন লাভ হবে না।

- কিসের অহংকার?গত শুক্রবার যমুনা ফিউচার পার্কের মসজিদের সামনে এই লোকটা ভিক্ষা করছিলেন তার পরিচয় হচ্ছে তিনি সাবেক গার্মেন...
19/03/2023

- কিসের অহংকার?
গত শুক্রবার যমুনা ফিউচার পার্কের মসজিদের সামনে এই লোকটা ভিক্ষা করছিলেন তার পরিচয় হচ্ছে তিনি সাবেক গার্মেন্টস ব্যবসায়ী মিঃ শাহজাহান। মান্দার এলাকায় তার গার্মেন্টস ছিল। সম্প্রতি তিনি ১০ কোটি টাকা লোকসান করে আজ পথের ফকির। তার স্ত্রী খুব অসুস্থ। তিনি নিজেও হার্টের রোগী। বড় অপারেশন হবে। তাই সাহায্য চাচ্ছে। মনে মনে ভাবলাম কত মানুষের রোজগারের সুযোগ করে দিয়েছিলেন আজ তিনি মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করছেন। এরকম কিছু মানুষের জন্যই হয়তো এতো বড় একটি সেক্টর এর জন্ম হয়েছিল।
আল্লাহ যে কাকে কোন অবস্থা থেকে কোন অবস্থায় নিমিশেই নিয়ে যাবে কল্পনাও করতে পারবে না, তাই নিজের অবস্থান ও অর্থবিত্ত নিয়ে অহংকার না করি এবং অন্যের খারপ অবস্থার জন্য কাউকে খোটা না দেই। আল্লাহ সবাইকে যে যে অবস্থায় আছে সে অবস্থায় থেকেই আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন৷ আমীন

19/03/2023

কথা টা কিন্তু সত্যি.. 🙂🥀

Address

West Laksmipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ridon & Tahmina posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ridon & Tahmina:

Videos

Share

Category

Nearby media companies