SociDom Agency

SociDom Agency We specialize in creating captivating social media content to enhance your business branding.

The secret formula of consistancy...
20/11/2024

The secret formula of consistancy...

20/10/2024

২০২৫ থেকে ফেসবুকে বড় পরিবর্তন ডিটেইল টার্গেটিং এর এক্সক্লিউড অপশন বাতিল!

ডিজিটাল মার্কেটিংয়ের দুনিয়ায় ফেসবুকের বিজ্ঞাপন ব্যবস্থা বহুদিন ধরেই জনপ্রিয়। এর একটি গুরুত্বপূর্ণ ফিচার ছিল ডিটেইল টার্গেটিং এর এক্সক্লিউড অপশন, যা ব্যবহার করে বিজ্ঞাপনদাতারা এমন গ্রুপকে বাদ দিতে পারত যারা তাদের পণ্য বা সেবার জন্য উপযুক্ত নয়। উদাহরণস্বরূপ, কোনো কোম্পানি যদি শুধু পুরুষদের জন্য বিজ্ঞাপন চালাতে চায়, তবে তারা নারী ব্যবহারকারীদের বাদ দিতে পারত।

তবে ফেসবুক সম্প্রতি ঘোষণা করেছে যে, ৩১ জানুয়ারি ২০২৫ থেকে এই এক্সক্লিউড অপশনটি সরিয়ে ফেলা হবে। অনেক বিজ্ঞাপনদাতা এই পরিবর্তনের কারণে চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন। এই পোস্টে আমরা এই পরিবর্তনের প্রভাব, কারণ এবং কীভাবে এর সাথে মানিয়ে নেওয়া যায় সে সম্পর্কে আলোচনা করবো।

ডিটেইল টার্গেটিং এর এক্সক্লিউড অপশন কীভাবে কাজ করত?

এক্সক্লিউড অপশনটি বিজ্ঞাপনদাতাদের এমন কিছু ব্যবহারকারীকে বাদ দেওয়ার সুযোগ দিত, যারা তাদের পণ্যের সাথে সরাসরি সম্পর্কিত নয়। এটি ব্যবহার করে অনেকেই বিজ্ঞাপনের খরচ কমিয়ে এনে সঠিক কাস্টমারের কাছে বিজ্ঞাপন পৌঁছে দিতেন।

উদাহরণস্বরূপ : যদি কোনো ফ্যাশন ব্র্যান্ডের টার্গেট নারী ক্রেতা হয়, তবে তারা পুরুষ ব্যবহারকারীদের এক্সক্লুড করত। এর ফলে বিজ্ঞাপনের কার্যকারিতা বৃদ্ধি পেত এবং বাজেটও সঠিকভাবে কাজে লাগত।

ফেসবুক কেন এই অপশন সরিয়ে দিচ্ছে?

ফেসবুকের এই পদক্ষেপের পেছনে কিছু মূল কারণ রয়েছে। প্রথমত, ফেসবুক ব্যবহারকারীদের গোপনীয়তা (Privacy) এবং নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে। সাম্প্রতিক বছরগুলোতে ব্যবহারকারীদের তথ্য সুরক্ষা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, যার ফলে বিভিন্ন গোপনীয়তা আইন যেমন GDPR (General Data Protection Regulation) এবং CCPA (California Consumer Privacy Act) এর মত নীতিমালা কার্যকর হয়েছে। ফেসবুক হয়তো এই কারণেই ডিটেইল টার্গেটিং সীমিত করছে, যাতে ব্যবহারকারীদের ডেটা নিরাপদ থাকে।

কী প্রভাব পড়তে পারে?

১. অপ্রাসঙ্গিক অডিয়েন্সকে বিজ্ঞাপন দেখানো : এক্সক্লিউড অপশন না থাকায় এখন হয়তো বিজ্ঞাপনদাতাদের এমন অনেক ব্যবহারকারীর কাছে বিজ্ঞাপন পৌঁছাবে, যারা বিজ্ঞাপনদাতার টার্গেট গ্রাহক নয়। ফলে বিজ্ঞাপনের খরচ বাড়তে পারে।

২. কনভার্সন রেট কমে যেতে পারে : টার্গেট অডিয়েন্সে সরাসরি পৌঁছানো কঠিন হয়ে পড়বে, যার ফলে কনভার্সন রেট কমে যেতে পারে। অপ্রয়োজনীয় অডিয়েন্স থেকে সেলস কম হওয়ার সম্ভাবনা থাকবে।

৩. বাজেটের কার্যকারিতা কমে যাবে : এক্সক্লুড অপশন সরিয়ে ফেলার ফলে বিজ্ঞাপনদাতাদের জন্য বাজেট ব্যবস্থাপনা আরও কঠিন হয়ে উঠবে। অডিয়েন্স বড় হয়ে যাবে, তাই বিজ্ঞাপনের জন্য নির্দিষ্ট বাজেট ঠিক রাখা কঠিন হতে পারে।

বিজ্ঞাপনদাতারা কীভাবে মানিয়ে নিতে পারেন?

এই পরিবর্তনের প্রভাব কমানোর জন্য কিছু স্ট্রাটেজি অবলম্বন করা যেতে পারে:

লুকঅ্যালাইক অডিয়েন্স: ফেসবুকের লুকঅ্যালাইক ফিচারটি ব্যবহার করে নতুন এবং উপযুক্ত অডিয়েন্স খুঁজে পাওয়া সম্ভব। এটি বিদ্যমান গ্রাহকদের সাথে মিল থাকা ব্যবহারকারীদের খুঁজে দেয়, যা বিজ্ঞাপন কার্যকর করতে সাহায্য করবে।

ক্রিয়েটিভ বিজ্ঞাপন: বিজ্ঞাপনের কনটেন্ট এবং ডিজাইন এমনভাবে তৈরি করতে হবে যাতে তা সঠিক অডিয়েন্সের মনোযোগ আকর্ষণ করে। এক্ষেত্রে ক্রিয়েটিভ বিজ্ঞাপন অনেক কার্যকর হতে পারে, যা অপ্রয়োজনীয় গ্রাহকদের দূরে রাখবে।

কনটেক্সচুয়াল টার্গেটিং: ফেসবুকের অ্যালগরিদম ব্যবহার করে কনটেক্সচুয়াল টার্গেটিংয়ের মাধ্যমে নির্দিষ্টভাবে ব্যবহারকারীর ব্রাউজিং অভ্যাস ও পছন্দের ভিত্তিতে বিজ্ঞাপন দেখানো সম্ভব। এতে বিজ্ঞাপন আরও বেশি কার্যকর হতে পারে।

সোর্স :
eMarketer এর এক গবেষণায় দেখা গেছে, ২০২৩ সালে প্রাইভেসি সংক্রান্ত নীতিমালা এবং ব্যবহারকারীর ডেটা সুরক্ষার কারণে ফেসবুকের বিজ্ঞাপনের কার্যকারিতা ৮% কমে গিয়েছে।

Forrester এর রিপোর্ট অনুযায়ী, গোপনীয়তা রক্ষার জন্য কড়াকড়ি নীতিমালা কার্যকর হওয়ায় প্ল্যাটফর্মগুলোতে বিজ্ঞাপনদাতাদের নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।

ফেসবুকের সাম্প্রতিক সিদ্ধান্ত অনেক বিজ্ঞাপনদাতার জন্য বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। তবে সঠিক কৌশল ও নতুন বিজ্ঞাপন পরিকল্পনার মাধ্যমে এই প্রভাব মোকাবিলা করা সম্ভব। বিজ্ঞাপনদাতাদের এখন আরও সৃজনশীল হতে হবে এবং টার্গেটিংয়ের বিভিন্ন টুলস ব্যবহার করতে হবে, যাতে তাদের বিজ্ঞাপনী প্রচার কার্যকর হয়। প্রথমদিকে এই পরিবর্তনগুলো চ্যালেঞ্জ হিসেবে মনে হলেও, সময়ের সাথে সঠিক পরিকল্পনা গ্রহণের মাধ্যমে তা সফলভাবে সামাল দেওয়া যাবে।

মেয়েদের ড্রেস নিয়ে, কিংবা সাজগুজ নিয়ে কোন কনটেন্ট করতে গিয়ে সেই কনটেন্টগুলোতে বৈচিত্র আনতে পারছেন না, কনটেন্ট নিয়ে প্যার...
23/09/2024

মেয়েদের ড্রেস নিয়ে, কিংবা সাজগুজ নিয়ে কোন কনটেন্ট করতে গিয়ে সেই কনটেন্টগুলোতে বৈচিত্র আনতে পারছেন না, কনটেন্ট নিয়ে প্যারাতে আছেন, তাদের জন্য এই পোস্টে কনটেন্ট আইডিয়া দিলাম।
ইন্টারটেইন আছে, মেসেজ আছে, স্টোরি আছে, এরকম কনটেন্ট করতে পারলেই মানুষ অ্যাংগেজ হবে, অ্যাডগুলোকে বিরক্ত বোধ করবেনা, ফলাফল ব্রান্ড ভ্যালু বাড়াতে পারবেন।

মেয়েদের ড্রেসের একটা ভিডিও দেখেন।
https://www.youtube.com/shorts/RJxQFyGg9Gs

ভিডিওটা শর্ট ভিডিও। কিন্তু কি কি আছে দেখেন:
১) স্টোরি: কি বারে কি ড্রেস পড়বেন, সেটা দেখানো হয়েছে। একইভাবে আরও স্টোরি করা সম্ভব, অফিসে, বিয়েতে কিংবা অন্য প্রোগ্রামে কি ড্রেস পড়বেন।
২) এন্টারটেইন: ড্রেস দেখাইয়া বলেনি, এই ড্রেসটা প্রিমিয়াম, কিনতে পারবেন উমুক। এখানে মেসেজ দিয়ে এমন ভাবেই প্রেজেন্ট করতেছে, চোখের একটা তৃপ্তি পাবেন।
ড্রেসের জন্য, কিংবা মেকআপ কিংবা এ টাইপ যেকোন প্রডাক্ট নিয়ে যারা কাজ করছেন, তাদের জন্য এই মেয়ের চ্যানেলের মত করেই কনটিনিউভাবে কনটেন্ট মেইক করলেই অডিয়েন্সকে ভালোভাবে কনটেন্টে আটকাতে পারবেন। কঠিনভাবে না ভেবে সহজভাবে ভাবি। জাস্ট এই মেয়ের চ্যানেলটা ফলো করে যদি রিমেক করেন, তাহলেই হয়ে যাবে।

হেডলাইন নিয়ে ভাবছেনতো ?
এই ভিডিও সবগুলোতেই হেডলাইন আছে, সেটাকেই বাংলা করেই ব্যবহার করেন।
একইভাবেই অন্য প্রোডাক্ট নিয়েও ইউটিউবে সার্চ করবেন, এরকম যে চ্যানেলটা দেখে সেখানের ভিডিওগুলো টপিকসগুলো আপনাকে তৃপ্তি দিবে, সেটাকেই আপনার সক্ষমতার মধ্যেই প্লান করেন, রিমেক করবেন, তাহলেই অডিয়েন্সকে আপনার কনটেন্টে অ্যাংগেজ করে ফেলতে পারবেন।

আরও কয়েকটা মেয়েদের ড্রেসের কনটেন্ট কনসেপ্ট দেখে নিন:
https://www.youtube.com/shorts/2xknpAQ6C24
https://www.youtube.com/shorts/XDSHr3x5HeI
https://www.youtube.com/shorts/La_CVAT--nk

INSTAGRAM➡ https://www.instagram.com/risingaditi/ FB : https://www.facebook.com/profile.php?id=100001102557124 ...

আগে মানুষ হয়ে দেখান!বিষয়টা আমাকে বারবার কাঁদাচ্ছে। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুক...
19/09/2024

আগে মানুষ হয়ে দেখান!
বিষয়টা আমাকে বারবার কাঁদাচ্ছে।
আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার।

16/09/2024

মানুষের জীবনে সফলতা পেতে চাইলে অর্থ উপার্জনের পদ্ধতিগুলো বুঝতে হবে। এর পেছনে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ স্কিল, যা আপনাকে একধাপ এগিয়ে নিয়ে যাবে।

আসুন একবার ভাবুন:

১) একজন মানুষের মনস্তত্ত্ব বোঝা। মানুষের প্রয়োজন, তার চিন্তা-ভাবনা এবং তার সমস্যাগুলোকে বুঝতে পারা আপনার প্রথম ধাপ। আপনি যদি একজন মানুষের মন বুঝতে পারেন, তবে তার জন্য আপনি সহজেই সমাধান দিতে পারবেন।

২) জীবন, ব্যক্তিগত, পেশাগত বা সামাজিক সমস্যার সমাধান তৈরি করা। মানুষ সমস্যার সমাধান চায়, আর সেই সমস্যার সমাধান যখন আপনি দিতে পারবেন, তখনই আপনার সত্যিকারের মূল্যায়ন হবে।

৩) একটি শ্রোতৃবৃন্দ তৈরি করা। আপনি হয়তো নিজের নেটওয়ার্কের উপর নির্ভর করবেন, হয়তো অন্যের সাহায্য নেবেন, অথবা কিনে নেবেন একটা শ্রোতা গ্রুপ, যারা ঠিক সেই মানুষগুলোকে নিয়ে গঠিত, যাদের আপনি বুঝতে শিখেছেন।

৪) পুনরাবৃত্তি এবং ধৈর্য। বারবার চেষ্টা করা, ভুল থেকে শেখা এবং কখনো হার না মানা—এটাই শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল।

আপনার জীবনের যেকোনো উদ্যোগে যদি এই স্কিলগুলো কাজে লাগান, সফলতার পথটা আরও মসৃণ হবে।

তাহলে আজ থেকে, আপনি কীভাবে একজন মানুষের মন বোঝার চেষ্টা করবেন? আপনার সমাধান কীভাবে আরও কার্যকরী হতে পারে?

#উদ্যোক্তা #সফলতা #অর্থ_উপার্জন #ধৈর্য

25 Things About Life!
10/09/2024

25 Things About Life!

গর্ব যদি করতে হয় এই ছেলেগুলোকে নিয়ে করেন!Debojoti Das Soumya নামের এই ছেলেটা গতকাল International Olympiad in Informati...
06/09/2024

গর্ব যদি করতে হয় এই ছেলেগুলোকে নিয়ে করেন!

Debojoti Das Soumya নামের এই ছেলেটা গতকাল International Olympiad in Informatics - IOI - স্বর্ণ পদক জিতছে! পৃথিবীর সেরা সেরা প্রোগ্রামারদের সাথে কমপিট করছে!

আগেও বলেছি! আবারও বলি সাকিব মুশফিকরা দেশের সম্পদ না! ওরা জাস্ট বিনোদনকর্মী! বলতে পারেন ক্রিকেটের পরীমণি!

দেশের প্রকৃত সম্পদ হচ্ছে এই ছেলেগুলো! সাকিব মুশফিকদের নিয়ে মাতামাতি না করে এই ছেলেগুলোকে এপ্রিশিয়েট করুন, উৎসাহ দেন।

Congratulations Soumya 💐

29/08/2024

"Take Ownership of Your Daily Agenda"

"যেদিনটা আপনার হাতে নেই, সেই দিনটা আপনার জীবনের না।"

আজ থেকে প্রতিটি দিনকে নিজের করে নিন!

আপনার দৈনন্দিন কাজগুলোতে আপনি যে নিয়ন্ত্রণ আনবেন, তার ফলাফলেই আপনার সাফল্য নির্ভর করবে।

তাই আপনার সময়, আপনার সিদ্ধান্ত—এটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে।

Go ahead and take a Risk for yourself ✨✨FOCUS ON 1 SKILL AND MASTER ON IT....1 year has 12 months, 365 days, 8760 hours,...
26/08/2024

Go ahead and take a Risk for yourself ✨✨

FOCUS ON 1 SKILL AND MASTER ON IT....

1 year has 12 months, 365 days, 8760 hours, 525,600 minutes, 31,536,000 seconds..

DUDE , give yourself 1 year it only take 1 year to completely change your life...

1 year be uncomfortable, do all the task that's needs to be done.... Cut yourself from social media ....

23/08/2024

২২.০৮.২০২৪~
• আজকে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে।
• টিএসসিতে একদিনে উঠেছে ১৪ লাখ+
• আস-সুন্নাহ দিচ্ছে ১০ কোটিরও বেশি।
• হিন্দুরা টাকা দিচ্ছে আস-সুন্নাহতে।
• কিছু বাস রেসকিউ টিমের জন্য ভাড়া ফ্রি করে দিচ্ছে।
• কিছু সিম বন্যাগ্রস্ত এলাকাগুলোতে নেট-মিনিট ফ্রি করে দিচ্ছে।
• রিকশাওয়ালা তার সারাদিনের আয় দান করে দিচ্ছে।
• কর্তৃপক্ষ টাওয়ারে মোবাইল চার্জের ব্যবস্থা করে দিচ্ছে।
• কিছু এজেন্সি থেকে হেলিকপ্টার পাঠিয়ে দেওয়া হয়েছে দূর্গতদের সাহায্যের জন্য।
• মা-বোনেরা এসে গলার চেইন খুলে বলছে এটা ছাড়া দেয়ার মতো কিছু নেই।
• বিকাশ, নগদের মতো প্রতিষ্ঠানের কর্মীরা তাদের একদিনের বেতন অনুদান হিসেবে দিচ্ছে।

দেশের মানুষকে এতটা একতাবদ্ধ কখনো দেখেছেন?

বন্যাকবলিত অঞ্চলে আমাদের টিমের-আনুষ্ঠানিক কার্যক্রম শুরু ইনশা'আল্লাহ।সার্বিক তত্ত্বাবধানেঃশাইখ মুফতী হারুন ইজহার হাফিঃআর...
22/08/2024

বন্যাকবলিত অঞ্চলে আমাদের টিমের-
আনুষ্ঠানিক কার্যক্রম শুরু ইনশা'আল্লাহ।

সার্বিক তত্ত্বাবধানেঃ
শাইখ মুফতী হারুন ইজহার হাফিঃ

আর্থিক সহযোগিতায় যোগাযোগঃ
01618105633 (Bkash-Nagad Personal)
01879566204 (Nagad Personal)

Bank details
20507770235351916
Islami Bank, Kawkhali Bazar agent banking-
Kawkhali, Rangamati

20/08/2024

ভাগ্যবানদের কাছে সুযোগ আসে।
সাহসীরা নিজেরাই সুযোগ তৈরি করে।
কিন্তু আসল জয়ী হলেন তারাই যারা তাদের সমস্যাকেই সুযোগে পরিণত করতে পারেন।

16/08/2024

"সম্প্রতি ডা. মৌমিতার নৃশংস মৃত্যু আমাদের হৃদয়কে কাঁদিয়েছে। এমন ঘটনা কেবলমাত্র একটি নির্দিষ্ট অঞ্চল বা সম্প্রদায়ের নয়, বরং এটি পুরো মানবতার জন্য একটি দুঃখজনক অধ্যায়। যখন একটি সমাজে নারীরা নিরাপদ নয়, তখন সেই সমাজকে সমৃদ্ধ বলা যায় না।

আমাদের পৃথিবীতে কোথাও যেন আর কোনো নারীকে এমনভাবে নির্যাতনের শিকার না হতে হয়। আমাদের প্রয়োজন একসঙ্গে দাঁড়িয়ে, প্রতিটি নারীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা—চাই সে যে ধর্ম, জাতি, বা সংস্কৃতিরই হোক না কেন।

নারীদের প্রতি এমন নিষ্ঠুরতা বন্ধ করার জন্য সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। আসুন, আমরা সকলেই নিজেদের জায়গা থেকে কাজ করি, কণ্ঠস্বর তুলি এবং এই অত্যাচার বন্ধ করার জন্য ঐক্যবদ্ধ হই। নারীর প্রতি সহিংসতা রোধে আমরা কেউই নীরব দর্শক হয়ে থাকতে পারি না।

** **

12/08/2024

আজকের পৃথিবীতে আমাদের বেশিরভাগ সমস্যাই আসলে রিসোর্স ম্যানেজমেন্টের সমস্যা। আমাদের হাতে সমস্ত তথ্য আছে, যা আমাদের যেকোনো কিছু করার জন্য প্রয়োজন। কিন্তু আমরা ৩০ সেকেন্ডের বেশি কোনো কিছুতে ফোকাস করতে পারি না। আমরা সহজেই মনোযোগ হারিয়ে ফেলি এবং দুই সপ্তাহের মধ্যে হাল ছেড়ে দেই।

আসল সমস্যাটা রিসোর্সের অভাবে নয়, আমাদের স্বচ্ছতার অভাবে।

আমরা যদি আমাদের মনোযোগ এবং ফোকাস ধরে রাখতে পারি, তাহলে আমাদের হাতের রিসোর্সগুলোই আমাদের সফলতার জন্য যথেষ্ট হবে।

---

12/08/2024

আমরা আসলে ব্যর্থতার ভয় পাই না, বরং আমরা ভয় পাই যে অন্যরা আমাদের ব্যর্থতা নিয়ে কী ভাববে। সত্যিটা হলো, কেউ আমাদের দিকে তাকিয়ে নেই এবং কেউই তেমনভাবে পরোয়া করে না। আর যারা পরোয়া করেও, তারা খুব তাড়াতাড়ি অন্য কিছুর দিকে মনোযোগ দেয় এবং এক-দুই ঘণ্টার মধ্যে আমাদের ভুলে যায়।

তাহলে, কেন আমরা নিজেদের সীমাবদ্ধ করছি অন্যদের মতামতের কারণে? আমাদের লক্ষ্য যদি সত্যিই গুরুত্বপূর্ণ হয়, তাহলে অন্যদের চিন্তা করে নিজেদের পিছিয়ে রাখার কোনো মানে হয় না। চলুন, আমাদের ভয়কে অতিক্রম করে এগিয়ে যাই, কারণ অন্যরা কী ভাবছে তা দিয়ে আমাদের সফলতা বা ব্যর্থতা মাপা উচিত নয়।

---

How to have a Good day!
09/08/2024

How to have a Good day!

05/08/2024

মোবাইল ডাটা চালানোর নিঞ্জা টেকনিক ...

ফোনে প্রথমে airplane mode দেন
তারপর airplane mode সরিয়ে সেটিং এ গিয়ে network 2G সিলেক্ট করে ভিপিন কানেক্ট করুন।

ভিপিএন কানেক্টিং অবস্থায় আবার সেটিং এ গিয়ে 4G চালু করুন। হোপফুলি কানেক্টেড হয়ে যাবে।

মুগ্ধের প্রশংসায় পঞ্চমুখ ফাইবার
02/08/2024

মুগ্ধের প্রশংসায় পঞ্চমুখ ফাইবার

Address

60 Feet
West Agargaon
1207

Opening Hours

Monday 14:00 - 23:00
Tuesday 14:00 - 23:00
Wednesday 14:00 - 23:00
Thursday 14:00 - 23:00
Friday 10:00 - 00:00
Saturday 10:00 - 00:00
Sunday 14:00 - 23:00

Telephone

+8801515637732

Website

Alerts

Be the first to know and let us send you an email when SociDom Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SociDom Agency:

Videos

Share