Susthota Protidin

Susthota Protidin ক'রোনার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা ?
(1)

25/12/2021
https://youtu.be/Hd0UeIUX7pI
12/07/2020

https://youtu.be/Hd0UeIUX7pI

Corona শারীরিকভাবে লক্ষণহীন হলেও মানসিক লক্ষণে চলছে চিকিৎসা! কিভাবে, কি করবেন, জেনে নিন বিস্তারিত

26/06/2020
21/06/2020

Hi, Here is the excellent tips as doctors suggestions to develop your immune system on this novel coronavirus situation. Arsenic album খাওয়ার সঠিক নিয়ম: ht...

19/06/2020

Free or crack version is not easy or free. It is fully risky for your system. Why? Here I describe that how and why you have to use mobile synthesis repertor...

"এলোপ্যাথি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার একটা হাত হলে, অল্টারনেটিভ মেডিসিন হোমিওপ্যাথি হবে বাংলাদেশের আরেকটি হাত।"- #মোহা...
14/06/2020

"এলোপ্যাথি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার একটা হাত হলে, অল্টারনেটিভ মেডিসিন হোমিওপ্যাথি হবে বাংলাদেশের আরেকটি হাত।"
- #মোহাম্মদ_নাসিম #

হোমিওপ্যাথির পরম বন্ধু, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী জনাব মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীরভাবে শোকাহত।
হোমিও পেপারস, বাংলাদেশের পক্ষ হতে প্রয়াত এর আত্মার সদ্গতি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

নিবেদক
সুস্থতা প্রতিদিন

Please check here https://youtu.be/3P3BUClFdgg or read our post already published. Arsenic Album কিভাবে খাবেন?By: Dr-Bip...
13/06/2020

Please check here https://youtu.be/3P3BUClFdgg or read our post already published.

Arsenic Album কিভাবে খাবেন?
By: Dr-Bipul Chowdhury Sir
সকালে খালিপেটে পরপর তিনদিন সেব্য, মাসে একবার।

• #ডোজেজ_ফরম_বা_সেবন_বিধিঃ

• #পিলেঃ
৪-৫ ফোঁটা ঔষধ কোয়াটার আউন্স পরিমান ২০ নং গ্লোবিউলসে মিশিয়ে উক্ত গ্লোবিউলসে মেশানো ঔষধ থেকে ৫টি দানা এককাপ জলে দিয়ে চামুচ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন।

অথবা

• #লিকুইডেঃ
১ ফোটা ঔষধ ১ কাপ জলে দিয়ে ভালোভাবে চামুচ দিয়ে নেড়ে নিন (মূল ঔষধ direct খাবেন না)।
তারপর ওখান থেকে....

• প্রাপ্তবয়স্করা দুই চামুচ, কিশোর বা শিশুদের ১ চামুচ, নবজাতক শিশুদের ওখান থেকে ৫ ফোঁটা সেব্য অথবা রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেব্য।

• #সতর্কীকরণ:
এই ওষুধটি কোনোভাবেই মধ্য দুপুর বা মধ্যরাত অর্থাৎ 11:30 থেকে 3:00 এর মধ্যে সেবন করবেন না। এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা 99.99% । এখানে বলে রাখা ভালো যে, এ আর্সেনিক এলবাম একটি বিষ। অতএব, কেউ স্থুল মাত্রায় এ ওষুধ সেবন করবেন না।

#বিশেষ_দ্রষ্টব্যঃ
সকল গর্ভবতী মা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগের রোগীরাও নির্দেশিত মাত্রায় সেবন করতে পারবে কোন সমস্যা নেই অথবা রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেব্য।

2. 7 দিন বিরতি দিয়ে/ 7দিন পর থেকে Bryonia Alba 200 একইভাবে তিনদিন সেব্য। এভাবে অল্টারনেটিং প্রতিমাসে একবার পিটিশন হবে অথবা রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেব্য।
#পিলেঃ

৪-৫ ফোঁটা ঔষধ কোয়াটার আউন্স পরিমান ২০ নং গ্লোবিউলসে মিশিয়ে উক্ত গ্লোবিউলসে মেশানো ঔষধ থেকে 7/8 টি দানা পরপর 3 দিন সকালে খালি পেটে সেব্য।
এটি প্রতিমাসে একবার করে উক্ত নিয়মে খাবেন। যতদিন পর্যন্ত এই ভাইরাসটি ঐ অঞ্চল বা ঐ দেশে থাকবে ততদিন পর্যন্ত নিয়মিত ঔষধটি সেবন করবেন।
• পরপর দুই মাসের বেশি একই শক্তির ঔষধ না সেবন করে উচ্চতর শক্তিতে সেবন করবেন।
• যদি কারো করোনা সাসপেক্ট/ লক্ষণ চলে আসে, দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন।

#বিশেষ_দ্রষ্টব্যঃ
সকল গর্ভবতী মা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগের রোগীরাও নির্দেশিত মাত্রায় সেবন করতে পারবে কোন সমস্যা নেই।"

#পুনশ্চ:
রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন ও পরামর্শ ব্যতিত নিজে নিজে হোমিওপ্যাথি ওষুধ সেবন থেকে বিরত থাকুন।

#স্বাস্থ্য_টিপস
1. দিনে কম্পক্ষে ২ বার সামান্য লবণ দিয়ে সহনীয় গরম করে আদা-লেবু-পানি (কাঁচা হলুদ হলে আরো ভালো) দিয়ে গার্গল করবেন। পাশাপাশি আদা-হলুদ-লবণ দিয়ে গরম পানির ভাপ দিবেন দিনে ২ বার।
2. সোপী ওয়াটার বা ক্ষারযুক্ত সাবান দিয়ে ঘনঘন 20 সেকেন্ড ধরে হাত ধোবেন।
3. সর্বদা মাস্ক পড়ে বের হবেন এবং বাসায় ফিরে সেন্ডেলের তলা ব্লিচিং পাউডার দিয়ে স্প্রে করবেন। জুতা/সেন্ডেল বাইরে রাখবেন। ঘরে অন্য কোথায় না গিয়ে প্রথমেই মাস্কসহ পরনের জামা-কাপড় সোপী ওয়াটার বা ক্ষারযুক্ত সাবান দিয়ে ধোবেন। নিজেও গোসল/স্নান করে নিবেন।

Arsenic album 30 সেবন করার সঠিক নিয়ম। Stay safe by taking homeopathy medicine arsenic alb/ album 30 Like our page: https://facebook.com/SusthotaPro...

আপনার বাড়ির কাছে অনেক DHMS, B.H.M.S. , M.D. (Hom)  চিকিৎসক আছেন তাদের পরামর্শ নিন । দোকান থেকে নিজে থেকে হোমিওপ্যাথিক ওষ...
09/06/2020

আপনার বাড়ির কাছে অনেক DHMS, B.H.M.S. , M.D. (Hom) চিকিৎসক আছেন তাদের পরামর্শ নিন । দোকান থেকে নিজে থেকে হোমিওপ্যাথিক ওষুধ কিনে খাবেন না

কোভিভ 19 প্রতিরোধের জন্য হোমিওপ্যাথিক ওষুধ আর্সেনিকাম অ্যালবাম 30 খাওয়ার ব্যাপারে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরী হচ্ছে । তারা 10 ML , 15 MযL , 20 ML , 100 ML , 450 ML আর্সেনিকাম অ্যালবাম 30 Seal Pack কিনছে খাওয়ার জন্য । এর জন্য অনেক সমস্যা তৈরী হতে পারে । জনগণের সচেতনতার জন্য এই পোস্ট করতে হচ্ছে.

1. ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের অধীনে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিপ্যাথি করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য হোমিওপ্যাথি ওষুধের প্রয়োগ সম্পর্কে ২৮শে জানুয়ারি বৈজ্ঞানিক উপদেষ্টা পর্ষদের ৬৪তম বৈঠকে আলোচনা ও মাননীয় সচিব , আয়ুষ মন্ত্রক , ভারত সরকারের চিঠি ( D.O. No. S. 16030/18/2019 - NAM , Dated 06/03/2020 ) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য আর্সেনিক অ্যালবাম ৩০ খালি পেটে এক ডোজ করে তিন দিন খেতে হবে। একমাস পর করোনা ভাইরাসের সংক্রমণের প্রকোপ থাকলে একই ডোজ অর্থাৎ আর্সেনিক অ্যালবাম ৩০ খালি পেটে এক ডোজ করে তিন দিন পুনরায় খেতে হবে ।
সুতরাং আর্সেনিক অ্যালবাম ৩০ এক ডোজ করে ব্যবহার করার কথা বলা হয়েছে । নির্দিষ্ট পরিমাণ হোমিওপ্যাথিক ওষুধ যখন নির্দিষ্ট পরিমাণ কোনো Vehicles এর সঙ্গে যুক্ত করা হয় তখন ওষুধটিকে dosage form বলে এবং ওষুধটি ব্যবহারের উপযুক্ত হয় । হোমিওপ্যাথিতে খাওয়ার জন্য যে ওষুধ তৈরী করা হয় তার জন্য Vehicles ব্যবহার করা হয় তা হল Globules / Sugar of Milk / Cones / Pellets / Tablet / Purified water ( Deionised and distilled water) । যে Seal pack ওষুধ দোকান থেকে কিনে এনে সরাসরি ব্যবহার করছেন এটি dosage form থাকে না তা কিন্তু ব্যবহারের উপযুক্ত নয় । কারণ ওষুধটি Vehicles এর সাথে যুক্ত করা হয়নি । যারা বলছেন আর্সেনিকাম অ্যালবাম 30 এক থেকে পাঁচ ফোঁটা অথবা জলে মিশিয়ে খাওয়ার উপদেশ দিচ্ছেন তা সম্পূর্ণ ভুল । হোমিওপ্যাথিক ওষুধের dosage form এ কিভাবে তৈরী করতে হবে তার নিয়ম অর্গানন অফ মেডিসিনের 6th Edition এর Aphorism 270 এর footnote এ এবং Aphorism 272 বলা আছে যা একজন Registered Homoeopathic Physician ও Registered Homoeopathic Pharmacist জানে ।

2. আর্সেনিক অ্যালবাম ৩০ সরাসরি কোভিড 19 কে প্রতিরোধ করে না । এই ওষুধটি গ্রহণ করলে আপনার শরীরের প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয় । যার ফলে কোভিড 19 এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে । কোভিড 19 আক্রান্ত হলেও সেটি তীব্র আকার ধারণের সম্ভবনা কম থাকে ।

3. এই ওষুধটি অনেকেই দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন দোকান থেকে কিনে এর ফলে এই ওষুধটির লক্ষন আপনার শরীরের মধ্যে দেখা দেবে । যেটি হোমিওপ্যাথিতে বলা হয় Drug proving ।

4. এত বেশী পরিমাণ আর্সেনিকাম অ্যালবাম 30 seal pack 100 ML , 450 ML কিনে ব্যবহার করছেন । একবারে অনেক বেশী পরিমাণ আর্সেনিকাম অ্যালবাম 30 খেয়ে নিলে Alcohol toxicity ও পার্শ্ব প্রতিক্রিয়া হতে বাধ্য । কারণ Potentised medicine এ 91% অ্যালকোহল থাকে । যা একবারে বেশী পরিমাণ ব্যবহার করলে মৃত্যু পর্যন্ত হতে পারে । মাঝে মাঝে খবরের শিরোনামে উঠে আসে হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করে নেশা করতে গিয়ে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে ।

5. খবরের শিরোনামে উঠে আসা ব্রায়োনিয়া অ্যালবা , জেলসিমিয়াম , ক্রোটেলাস হরিডাস , এন্টিমোনিয়াম টার্টারিকাম , আর্সেনিকাম অ্যালবাম কোভিভ 19 রোগীদের ওপর প্রয়োগ করে ভাল ফলাফল পাওয়ার পর থেকেই আর্সেনিকাম অ্যালবাম ছাড়াও বাকি ওষুধ গুলি জনগণ কিনে খাওয়া শুরু করেছে । এইটা সম্পূর্ণ ভুল । কারণ হোমিওপ্যাথিতে Totality of symptom করে Individualisation এর ভিত্তিতে চিকিৎসা করা হয় । এক্ষেত্রে ওই পাঁচটি ওষুধ ছাড়াও অন্য ওষুধ আসতে পারে । এই ওষুধগুলো প্রতিরোধের জন্য ব্যবহার করা হয়নি ।

6. আপনি যদি কোনো হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করেন তা হলে হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করুন । কারণ আপনার গ্রহণ করা ওষুধটির সাথে আর্সেনিকাম অ্যালবামের Inimical ( শত্রুভাবাপন্ন) , Antidote (প্রতিষেধক) সম্পর্ক থাকে তাহলে সমস্যা তৈরী হবে ।

সুতরাং সকল জনগণ রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করুন । কোনো হাতুড়ের পরামর্শে হোমিওপ্যাথিক ওষুধ খাবেন না । পশ্চিমবঙ্গের কোনো হাতুড়ে নিজেকে হোমিওপ্যাথিক চিকিৎসক দাবি করলে তার নাম অথবা রেজিস্টেশন নম্বর দিয়ে ( https://www.chmwb.org/search-physician.php ) ওয়েবসাইট থেকে তার কথার সত্যতা যাচাই করে নিতে পারেন । আপনার বাড়ির কাছে অনেক DHMS, B.H.M.S. , M.D. (Hom) চিকিৎসক আছেন তাদের পরামর্শ নিন । দোকান থেকে নিজে থেকে হোমিওপ্যাথিক ওষুধ কিনে খাবেন না । প্রেশক্রিপশন ছাড়া দোকান থেকে হোমিওপ্যাথিক ওষুধ বিক্রি বন্ধ হোক । কারণ যেভাবে জনগণ হোমিওপ্যাথিক ওষুধ কিনে খাচ্ছে তাতে পার্শ্ব প্রতিক্রিয়া হতে বাধ্য । যারা মনে করেন হোমিওপ্যাথিক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই ধারণা ভুল । সঠিক মাত্রায় সঠিক হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করলে তখন হোমিওপ্যাথিক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না কিন্তু ভুল হোমিওপ্যাথিক ওষুধ অধিক মাত্রায় ব্যবহার করলে সাংঘাতিক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে ।

 #স্বাস্থ্য_টিপস     1. দিনে কম্পক্ষে ২ বার সামান্য লবণ দিয়ে সহনীয় গরম করে আদা-লেবু-পানি (কাঁচা হলুদ হলে আরো ভালো) দিয়ে ...
09/06/2020

#স্বাস্থ্য_টিপস

1. দিনে কম্পক্ষে ২ বার সামান্য লবণ দিয়ে সহনীয় গরম করে আদা-লেবু-পানি (কাঁচা হলুদ হলে আরো ভালো) দিয়ে গার্গল করবেন। পাশাপাশি আদা-হলুদ-লবণ দিয়ে গরম পানির ভাপ দিবেন দিনে ২ বার।
2. সোপী ওয়াটার বা ক্ষারযুক্ত সাবান দিয়ে ঘনঘন 20 সেকেন্ড ধরে হাত ধোবেন।
3. সর্বদা মাস্ক পড়ে বের হবেন এবং বাসায় ফিরে সেন্ডেলের তলা ব্লিচিং পাউডার দিয়ে স্প্রে করবেন। জুতা/সেন্ডেল বাইরে রাখবেন। ঘরে অন্য কোথায় না গিয়ে প্রথমেই মাস্কসহ পরনের জামা-কাপড় সোপী ওয়াটার বা ক্ষারযুক্ত সাবান দিয়ে ধোবেন। নিজেও গোসল/স্নান করে নিবেন।

Arsenic Album কিভাবে খাবেন? সকালে খালিপেটে পরপর তিনদিন সেব্য, মাসে একবার।•  #ডোজেজ_ফরম_বা_সেবন_বিধিঃ•  #পিলেঃ৪-৫ ফোঁটা ঔ...
09/06/2020

Arsenic Album কিভাবে খাবেন?

সকালে খালিপেটে পরপর তিনদিন সেব্য, মাসে একবার।

• #ডোজেজ_ফরম_বা_সেবন_বিধিঃ

• #পিলেঃ
৪-৫ ফোঁটা ঔষধ কোয়াটার আউন্স পরিমান ২০ নং গ্লোবিউলসে মিশিয়ে উক্ত গ্লোবিউলসে মেশানো ঔষধ থেকে ৫টি দানা এককাপ জলে দিয়ে চামুচ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন।

অথবা

• #লিকুইডেঃ
১ ফোটা ঔষধ ১ কাপ জলে দিয়ে ভালোভাবে চামুচ দিয়ে নেড়ে নিন (মূল ঔষধ direct খাবেন না)।
তারপর ওখান থেকে....

• প্রাপ্তবয়স্করা দুই চামুচ, কিশোর বা শিশুদের ১ চামুচ, নবজাতক শিশুদের ওখান থেকে ৫ ফোঁটা সেব্য অথবা রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেব্য।

• #সতর্কীকরণ:
এই ওষুধটি কোনোভাবেই মধ্য দুপুর বা মধ্যরাত অর্থাৎ 11:30 থেকে 3:00 এর মধ্যে সেবন করবেন না। এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা 99.99% । এখানে বলে রাখা ভালো যে, এ আর্সেনিক এলবাম একটি বিষ। অতএব, কেউ স্থুল মাত্রায় এ ওষুধ সেবন করবেন না।

#বিশেষ_দ্রষ্টব্যঃ
সকল গর্ভবতী মা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগের রোগীরাও নির্দেশিত মাত্রায় সেবন করতে পারবে কোন সমস্যা নেই অথবা রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেব্য।

2. 7 দিন বিরতি দিয়ে/ 7দিন পর থেকে Bryonia Alba 200 একইভাবে তিনদিন সেব্য। এভাবে অল্টারনেটিং প্রতিমাসে একবার পিটিশন হবে অথবা রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেব্য।
#পিলেঃ

৪-৫ ফোঁটা ঔষধ কোয়াটার আউন্স পরিমান ২০ নং গ্লোবিউলসে মিশিয়ে উক্ত গ্লোবিউলসে মেশানো ঔষধ থেকে 7/8 টি দানা পরপর 3 দিন সকালে খালি পেটে সেব্য।
এটি প্রতিমাসে একবার করে উক্ত নিয়মে খাবেন। যতদিন পর্যন্ত এই ভাইরাসটি ঐ অঞ্চল বা ঐ দেশে থাকবে ততদিন পর্যন্ত নিয়মিত ঔষধটি সেবন করবেন।
• পরপর দুই মাসের বেশি একই শক্তির ঔষধ না সেবন করে উচ্চতর শক্তিতে সেবন করবেন।
• যদি কারো করোনা সাসপেক্ট/ লক্ষণ চলে আসে, দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন।

#বিশেষ_দ্রষ্টব্যঃ
সকল গর্ভবতী মা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগের রোগীরাও নির্দেশিত মাত্রায় সেবন করতে পারবে কোন সমস্যা নেই।"

#পুনশ্চ:
রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন ও পরামর্শ ব্যতিত নিজে নিজে হোমিওপ্যাথি ওষুধ সেবন থেকে বিরত থাকুন।

#স্বাস্থ্য_টিপস
1. দিনে কম্পক্ষে ২ বার সামান্য লবণ দিয়ে সহনীয় গরম করে আদা-লেবু-পানি (কাঁচা হলুদ হলে আরো ভালো) দিয়ে গার্গল করবেন। পাশাপাশি আদা-হলুদ-লবণ দিয়ে গরম পানির ভাপ দিবেন দিনে ২ বার।
2. সোপী ওয়াটার বা ক্ষারযুক্ত সাবান দিয়ে ঘনঘন 20 সেকেন্ড ধরে হাত ধোবেন।
3. সর্বদা মাস্ক পড়ে বের হবেন এবং বাসায় ফিরে সেন্ডেলের তলা ব্লিচিং পাউডার দিয়ে স্প্রে করবেন। জুতা/সেন্ডেল বাইরে রাখবেন। ঘরে অন্য কোথায় না গিয়ে প্রথমেই মাস্কসহ পরনের জামা-কাপড় সোপী ওয়াটার বা ক্ষারযুক্ত সাবান দিয়ে ধোবেন। নিজেও গোসল/স্নান করে নিবেন।

বর্তমান করোনা ভাইরাস থেকে বাঁচতে Arsenicum Album মুড়ির মতো খাচ্ছেন!বিপদ কি জানেন?গুরুত্বপূর্ণ তথ্য ও সাম্প্রতিক কিছু ভয়ঙ...
08/06/2020

বর্তমান করোনা ভাইরাস থেকে বাঁচতে Arsenicum Album মুড়ির মতো খাচ্ছেন!

বিপদ কি জানেন?
গুরুত্বপূর্ণ তথ্য ও সাম্প্রতিক কিছু ভয়ঙ্কর চিত্র নিয়ে শীঘ্রই ভিডিও আসছে।

ভিডিও টি সবার আগে দেখতে/পেতে LIKE, comments করে Active থাকুন।

Address

Wari

Alerts

Be the first to know and let us send you an email when Susthota Protidin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Susthota Protidin:

Share

Category