09/06/2020
আপনার বাড়ির কাছে অনেক DHMS, B.H.M.S. , M.D. (Hom) চিকিৎসক আছেন তাদের পরামর্শ নিন । দোকান থেকে নিজে থেকে হোমিওপ্যাথিক ওষুধ কিনে খাবেন না
কোভিভ 19 প্রতিরোধের জন্য হোমিওপ্যাথিক ওষুধ আর্সেনিকাম অ্যালবাম 30 খাওয়ার ব্যাপারে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরী হচ্ছে । তারা 10 ML , 15 MযL , 20 ML , 100 ML , 450 ML আর্সেনিকাম অ্যালবাম 30 Seal Pack কিনছে খাওয়ার জন্য । এর জন্য অনেক সমস্যা তৈরী হতে পারে । জনগণের সচেতনতার জন্য এই পোস্ট করতে হচ্ছে.
1. ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের অধীনে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিপ্যাথি করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য হোমিওপ্যাথি ওষুধের প্রয়োগ সম্পর্কে ২৮শে জানুয়ারি বৈজ্ঞানিক উপদেষ্টা পর্ষদের ৬৪তম বৈঠকে আলোচনা ও মাননীয় সচিব , আয়ুষ মন্ত্রক , ভারত সরকারের চিঠি ( D.O. No. S. 16030/18/2019 - NAM , Dated 06/03/2020 ) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য আর্সেনিক অ্যালবাম ৩০ খালি পেটে এক ডোজ করে তিন দিন খেতে হবে। একমাস পর করোনা ভাইরাসের সংক্রমণের প্রকোপ থাকলে একই ডোজ অর্থাৎ আর্সেনিক অ্যালবাম ৩০ খালি পেটে এক ডোজ করে তিন দিন পুনরায় খেতে হবে ।
সুতরাং আর্সেনিক অ্যালবাম ৩০ এক ডোজ করে ব্যবহার করার কথা বলা হয়েছে । নির্দিষ্ট পরিমাণ হোমিওপ্যাথিক ওষুধ যখন নির্দিষ্ট পরিমাণ কোনো Vehicles এর সঙ্গে যুক্ত করা হয় তখন ওষুধটিকে dosage form বলে এবং ওষুধটি ব্যবহারের উপযুক্ত হয় । হোমিওপ্যাথিতে খাওয়ার জন্য যে ওষুধ তৈরী করা হয় তার জন্য Vehicles ব্যবহার করা হয় তা হল Globules / Sugar of Milk / Cones / Pellets / Tablet / Purified water ( Deionised and distilled water) । যে Seal pack ওষুধ দোকান থেকে কিনে এনে সরাসরি ব্যবহার করছেন এটি dosage form থাকে না তা কিন্তু ব্যবহারের উপযুক্ত নয় । কারণ ওষুধটি Vehicles এর সাথে যুক্ত করা হয়নি । যারা বলছেন আর্সেনিকাম অ্যালবাম 30 এক থেকে পাঁচ ফোঁটা অথবা জলে মিশিয়ে খাওয়ার উপদেশ দিচ্ছেন তা সম্পূর্ণ ভুল । হোমিওপ্যাথিক ওষুধের dosage form এ কিভাবে তৈরী করতে হবে তার নিয়ম অর্গানন অফ মেডিসিনের 6th Edition এর Aphorism 270 এর footnote এ এবং Aphorism 272 বলা আছে যা একজন Registered Homoeopathic Physician ও Registered Homoeopathic Pharmacist জানে ।
2. আর্সেনিক অ্যালবাম ৩০ সরাসরি কোভিড 19 কে প্রতিরোধ করে না । এই ওষুধটি গ্রহণ করলে আপনার শরীরের প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয় । যার ফলে কোভিড 19 এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে । কোভিড 19 আক্রান্ত হলেও সেটি তীব্র আকার ধারণের সম্ভবনা কম থাকে ।
3. এই ওষুধটি অনেকেই দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন দোকান থেকে কিনে এর ফলে এই ওষুধটির লক্ষন আপনার শরীরের মধ্যে দেখা দেবে । যেটি হোমিওপ্যাথিতে বলা হয় Drug proving ।
4. এত বেশী পরিমাণ আর্সেনিকাম অ্যালবাম 30 seal pack 100 ML , 450 ML কিনে ব্যবহার করছেন । একবারে অনেক বেশী পরিমাণ আর্সেনিকাম অ্যালবাম 30 খেয়ে নিলে Alcohol toxicity ও পার্শ্ব প্রতিক্রিয়া হতে বাধ্য । কারণ Potentised medicine এ 91% অ্যালকোহল থাকে । যা একবারে বেশী পরিমাণ ব্যবহার করলে মৃত্যু পর্যন্ত হতে পারে । মাঝে মাঝে খবরের শিরোনামে উঠে আসে হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করে নেশা করতে গিয়ে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে ।
5. খবরের শিরোনামে উঠে আসা ব্রায়োনিয়া অ্যালবা , জেলসিমিয়াম , ক্রোটেলাস হরিডাস , এন্টিমোনিয়াম টার্টারিকাম , আর্সেনিকাম অ্যালবাম কোভিভ 19 রোগীদের ওপর প্রয়োগ করে ভাল ফলাফল পাওয়ার পর থেকেই আর্সেনিকাম অ্যালবাম ছাড়াও বাকি ওষুধ গুলি জনগণ কিনে খাওয়া শুরু করেছে । এইটা সম্পূর্ণ ভুল । কারণ হোমিওপ্যাথিতে Totality of symptom করে Individualisation এর ভিত্তিতে চিকিৎসা করা হয় । এক্ষেত্রে ওই পাঁচটি ওষুধ ছাড়াও অন্য ওষুধ আসতে পারে । এই ওষুধগুলো প্রতিরোধের জন্য ব্যবহার করা হয়নি ।
6. আপনি যদি কোনো হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করেন তা হলে হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করুন । কারণ আপনার গ্রহণ করা ওষুধটির সাথে আর্সেনিকাম অ্যালবামের Inimical ( শত্রুভাবাপন্ন) , Antidote (প্রতিষেধক) সম্পর্ক থাকে তাহলে সমস্যা তৈরী হবে ।
সুতরাং সকল জনগণ রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করুন । কোনো হাতুড়ের পরামর্শে হোমিওপ্যাথিক ওষুধ খাবেন না । পশ্চিমবঙ্গের কোনো হাতুড়ে নিজেকে হোমিওপ্যাথিক চিকিৎসক দাবি করলে তার নাম অথবা রেজিস্টেশন নম্বর দিয়ে ( https://www.chmwb.org/search-physician.php ) ওয়েবসাইট থেকে তার কথার সত্যতা যাচাই করে নিতে পারেন । আপনার বাড়ির কাছে অনেক DHMS, B.H.M.S. , M.D. (Hom) চিকিৎসক আছেন তাদের পরামর্শ নিন । দোকান থেকে নিজে থেকে হোমিওপ্যাথিক ওষুধ কিনে খাবেন না । প্রেশক্রিপশন ছাড়া দোকান থেকে হোমিওপ্যাথিক ওষুধ বিক্রি বন্ধ হোক । কারণ যেভাবে জনগণ হোমিওপ্যাথিক ওষুধ কিনে খাচ্ছে তাতে পার্শ্ব প্রতিক্রিয়া হতে বাধ্য । যারা মনে করেন হোমিওপ্যাথিক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই ধারণা ভুল । সঠিক মাত্রায় সঠিক হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করলে তখন হোমিওপ্যাথিক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না কিন্তু ভুল হোমিওপ্যাথিক ওষুধ অধিক মাত্রায় ব্যবহার করলে সাংঘাতিক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে ।