Anamika Barmon

  • Home
  • Anamika Barmon

Anamika Barmon "ভক্তির পথে একসাথে… 🛕
Support দিয়ে পাশে থাকুন 💞
🙏 Follow | 💬 Share | ❤️ Stay🥰"

শ্রীকৃষ্ণলীলা স্বপার্ষদ গৌরলীলায়। ১। ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ ….. চৈতন্য মহাপ্রভু।২। মা যশোদা …….শচী মাতা।৩। নন্দ মহার...
15/11/2025

শ্রীকৃষ্ণলীলা স্বপার্ষদ গৌরলীলায়।

১। ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ ….. চৈতন্য মহাপ্রভু।

২। মা যশোদা …….শচী মাতা।
৩। নন্দ মহারাজ ……. জগন্নাথ মিশ্র।
৪। জানকী ও রুক্মিনী …….লক্ষীপ্রিয়া।
৫। ভূদেবী …….বিষ্ণুপ্রিয়া।
৬। ভগবান বলরাম ……..নিত্যানন্দ প্রভু।
৭। বসুদেব …….হাড়াই পন্ডিত।
৮। রোহিনী ……..পদ্মাবতী।
৯। অনঙ্গ মঞ্জরী ……..জাহ্নবা মাতা।
১০। বারুনী দেবী ………বসুধা।
১১। ক্ষীরোদকশায়ী বিষ্ণু ………বীরচন্দ্র।
১২। গঙ্গা মাতা ………গঙ্গাদেবী।
১৩। সদাশিব/ মহাবিষ্ণু …….অদ্বৈত প্রভু।
১৪। যোগমায়া ………সীতা দেবী।
১৫। শ্রীমতি রাধারাণী …….. গদাধর পন্ডিত।
১৬। নারদ মুনি …….শ্রীবাস ঠাকুর।
১৭। অম্বিকা দেবী ……..মালীনি দেবী।
১৮। বৃষভানু মহারাজ ………পুণ্ডরিক বিদ্যানিধি।
১৯। বৃন্দাদেবী ……..মুকুন্দ দাস।
২০। নন্দীমুখী ………সারঙ্গ ঠাকুর।
২১। পোর্ণমাসি …….. গোবিন্দ আচার্য।
২২। ললিতা সখী ……. স্বরূপ দামোদর।
২৩। বিশাখা সখী …….. রায় রামানন্দ।
২৪। চিত্রালেখা সখী ……. গোবিন্দানন্দ ঠাকুর।
২৫। ইন্দুলেখা সখী …….. রামানন্দ বাসু।
২৬। চম্পকলতা সখী …….. শিবানন্দ সেন।
২৭। তুঙ্গবিদ্যা সখী ………বক্রেশ্বর পন্ডিত।
২৮। রঙ্গদেবী সখী ……. গোবিন্দ ঘোষ।
২৯। সুদেবী সখী …… বাসুদেব ঘোষ।
৩০। ধনিষ্টা সখী …… রাঘব পন্ডিত।
৩১। রূপ মঞ্জরী ……… রূপ গোস্বামী।
৩২। রতি মঞ্জরী ……… রঘুনাথ দাস গোস্বামী।
৩৩। লবঙ্গ মঞ্জরী …….. সনাতন গোস্বামী।
৩৪। বিলাস মঞ্জরী ……. জীব গোস্বামী।
৩৫। রাস মঞ্জরী ……. রঘুনাথ ভট্ট গোস্বামী।
৩৬। গুণ মঞ্জরী …….. গোপাল ভট্ট গোস্বামী।
৩৭। মঞ্জুলেখা মঞ্জরী …… লোকনাথ গোস্বামী।
৩৮। কস্তুরী মঞ্জরী …… কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী।
৩৯। জটিলা গোপি …… রামচন্দ্র পুরী।
৪০। মধুমঙ্গল সখা …… খোলাবেচা শ্রীধর।
৪১। মধুমতি সখী …….. নরহরি সরকার।
৪২। সুবল সখা ………. গৌরীদাস পন্ডিত।
৪৩। শ্রীদাম সখা …….অবিরাম ঠাকুর।
৪৪। রাগলেখা সখী…..শিখি মাহিতি।
৪৫। দেবগুরু বৃহস্পতি ….সারভৌম ভট্রাচার্য।
৪৬। উদ্ধব মহাশয়….পরমানন্দ পুরী।
৪৭।অক্রুর/ সান্দিপনি মুনী….কেশব ভারতী।
৪৮। জয় ও বিজয় ….জগাই ও মাধাই।
৪৯।কলকেলি সখী ….মাধবী মাহিতি।
৫০। চর্তুমুখী ব্রহ্মা …..গোপিনাথ আচার্য।
৫১। ব্রহ্মা / প্রহ্লাদ…..হরিদাস ঠাকুর।
৫২। গর্গ আচার্য ……লীলাম্বর চক্রবর্তী।
৫৩। ভাগুরি ঋষি…..দেবানন্দ পন্ডিত।
৫৪।দুর্বাসা মুনি…..গঙ্গাদাস।
৫৫।বেদব্যাস…..বৃন্দাবন দাস ঠাকুর।
৫৬।শুকদেব গোস্বামী….বল্লভ

03/09/2025

🌸 গৌর আহ্বান 🌸
Anamika Barmon Anamika Barmon
#গৌরআহ্বান #নামসংকীর্তন #হরিবোল #গৌরাঙ্গমহাপ্রভু #প্রেমধর্ম

01/09/2025

#লীলাকীর্তন #কীর্তনপ্রেম #ভক্তি #শ্রীকৃষ্ণ #আধ্যাত্মিক #নামকীর্তন #ভগবানেরলীলা
Anamika Barmon Anamika Barmon

30/08/2025

✨🌼🌹 শ্রীশ্রী রাধাষ্টমী মহাত্ম্য 🌹🌼✨

আগামী ৩১শে আগস্ট (রবিবার) শুভ রাধাষ্টমী তিথি।
এই দিনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি, বৃষভানুরাজ কন্যা শ্রীমতি রাধারানীর শুভ আবির্ভাব।
👉 দুপুর ১২টা পর্যন্ত উপবাস পালনীয়।

📖 শাস্ত্রে রাধাষ্টমী ব্রত মাহাত্ম্য 📖

১️⃣ রাধাষ্টমী ব্রত পালন করলে সমস্ত পবিত্র নদীতে স্নান করার ফল লাভ হয়।
➡️ (পদ্মপুরাণ)

২️⃣ কোটি জন্মের পাপ নাশ হয়।
➡️ (পদ্মপুরাণ)

৩️⃣ এক লক্ষ একাদশী ব্রতের সমান ফল লাভ হয়।
➡️ (পদ্মপুরাণ, ব্রহ্মখণ্ড ৭/৮)

৪️⃣ সুমেরু পর্বত সমান স্বর্ণদান করার থেকেও অধিক ফল লাভ হয়।
➡️ (পদ্মপুরাণ)

৫️⃣ মৃত্যুকালে ভগবানের ধামপ্রাপ্তি ঘটে।
➡️ (হরিভক্তিবিলাস ১৫/২৬০)

৬️⃣ জীবনের সমস্ত দুঃখ–দারিদ্র্য নাশ হয়।
➡️ (হরিভক্তিবিলাস ১৫/২৫২–২৫৩)

৭️⃣ শ্রীমতি রাধারানীর বিশেষ কৃপা লাভ হয়।
➡️ (হরিভক্তিবিলাস ১৫/২৫৫)

৮️⃣ সহজে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া যায়।
➡️ (হরিভক্তিবিলাস ১৫/২৫৭)

৯️⃣ ভক্ত কৃষ্ণপ্রেম লাভের যোগ্যতা অর্জন করেন।
➡️ (হরিভক্তিবিলাস ১৫/২৫৮)

🙏 তাই আসুন, সকলে এই পবিত্র রাধাষ্টমী ব্রত পালন করি, শ্রীমতি রাধারানীর কৃপায় ধন্য হই এবং শ্রীকৃষ্ণ প্রেম লাভ করি।

🌸 জয় শ্রী রাধে 🌸

#রাধাষ্টমী

28/08/2025

✨ ভেবে দেখ মন, কেউ কারো নয় ✨

জীবনের সব সম্পর্কই ক্ষণস্থায়ী…
মায়ার টানে জড়াই, আবার একদিন আলগা হয়ে যায়।

শেষের দিনে একমাত্র বান্ধব ভগবান ।

🌸 তাই মন, তাঁকেই আঁকড়ে ধরো 🌸

🙏হরে কৃষ্ণ 🙏

#রামপ্রসাদী #কৃষ্ণনাম #হরেকৃষ্ণ #হরিবোল #ভক্তি #সত্যকথা

26/08/2025

আজ ২৬শে আগস্ট ভাদ্র মাসের শুক্লা তৃতীয়া তিথি —

শ্রীমতী রাধাঠাকুরাণীর অষ্টসখীগণের মধ্যে পঞ্চম সখী শ্রীমতী তুঙ্গবিদ্যা দেবীর শুভ আবির্ভাব মহোৎসব।

তুঙ্গবিদ্যা সখীর বিশেষ মহিমা সংক্ষেপে:

জন্মস্থান: বর্ষানার দক্ষিণে ডাভোরা গ্রাম।

জন্মতিথি: ভাদ্র মাস, শুক্লা তৃতীয়া (আজকের তিথি)।

পিতৃ-মাতার নাম: পুষ্কর ও মেধা।

পতির নাম: বালিশ।

অঙ্গকান্তি: কর্পূর-চন্দন মিশ্রিত কুমকুমের মতো।

বস্ত্র: পিঙ্গল বর্ণের।

বিদ্যায় পারদর্শিনী: চার বেদ, দর্শন, ব্যাকরণ, জ্যোতিষ, রসশাস্ত্র, নাট্যশাস্ত্র প্রভৃতি ১৮টি বিদ্যা।

নিখিল সঙ্গীতশাস্ত্রে আচার্য, বিশেষত বীণাবাদনে অদ্বিতীয়া।

ব্রজের জলদেবীগণ ও সঙ্গীত-রঙ্গশালার সমস্ত সখীগণের অধিষ্ঠাত্রী।

তাঁর কুঞ্জ: অরুণবর্ণ।

নিত্যসেবা: গীত ও বাদ্য।

যূথসখী: মঞ্জুমেধা, সুমধুরা, সুমধ্যা, মধুরেক্ষণা, তনুমধ্যা, মধুস্যন্দা, গুণচূড়া ও বরাঙ্গদা।

গৌরলীলায়: শ্রীল প্রবোধানন্দ সরস্বতী রূপে অবতীর্ণ।

🌺 আজকের এই মহোৎসব দিনে আমরা প্রার্থনা করি—
শ্রীমতী তুঙ্গবিদ্যা সখী আমাদের হৃদয়কে শ্রীশ্রী রাধাকৃষ্ণের সেবায় সদা নিমগ্ন রাখুন। 🙏

24/08/2025

🌸 কৃষ্ণ নামের মাহাত্ম্য 🌸

একবার দেবর্ষি নারদ ভেবেছিলেন—
“সবাই কৃষ্ণ নাম জপ করে, কিন্তু এই নামের আসল মাহাত্ম্য কী?”

তিনি ব্রহ্মা, বিষ্ণু, মহাদেব—সবার কাছে গেলেন। সবাই বললেন—
“হে নারদ, এ প্রশ্নের উত্তর তুমি যমরাজের কাছে পাবে।”

যমরাজ নারদকে নরক ভ্রমণ করালেন। সেখানে ভয়ংকর শাস্তি ভোগরত পাপীদের দেখে নারদ ভয়ে উচ্চারণ করলেন—
“হা কৃষ্ণ! হা কৃষ্ণ!”

✨ অলৌকিকভাবে কৃষ্ণ নামের ধ্বনি পাপীদের কানে পৌঁছাতেই তাদের দুঃখ ঘুচে গেল, তারা মুক্ত হয়ে স্বর্গলোকে চলে গেল।

যমরাজ বললেন—
“হে দেবর্ষি! এটাই কৃষ্ণ নামের মহিমা। একবার কৃষ্ণ নাম নিলেই অনন্ত পাপ ধ্বংস হয়ে যায়, মুক্তি লাভ হয়।”

🪔 তাই বলাই হয়—
কৃষ্ণ নামই সর্বশ্রেষ্ঠ মুক্তিদাতা ও প্রেমভক্তির উৎস।
হরে কৃষ্ণ 🙏
#কৃষ্ণনাম #মহিমা #হরেকৃষ্ণ #ভক্তি

23/08/2025

✨ অভিসার লীলা ✨

🌺 অভিসার মানে গোপন মিলনযাত্রা।
এটি ভক্তির সেই স্তরকে প্রকাশ করে যেখানে আত্মা (গোপী) সর্বস্ব ত্যাগ করে পরমপ্রিয়ের (শ্রীকৃষ্ণ) সান্নিধ্য কামনায় ধাবিত হয়।

🌸 এখানে প্রেম স্বার্থহীন, নিঃস্বার্থ আর সর্বোচ্চ ত্যাগময়।
🌸 এই লীলায় দেখা যায়—জাগতিক মোহ, পরিবার, সমাজ—সব বাধা পেরিয়ে ভক্ত কেবল প্রভুর প্রেমেই সমর্পিত হন।

👉 অভিসার লীলা আমাদের শেখায়:

ভক্তি মানেই ত্যাগ ও সমর্পণ।

ঈশ্বরপ্রেমে সবকিছু তুচ্ছ।

প্রকৃত প্রেমে থাকে শুধু দেওয়া, পাওয়া নয়।

💖 এ লীলা আসলে ভক্ত ও ভগবানের মিলনমহিমা—যা হৃদয়কে ভিজিয়ে দেয় প্রেমধারায়।
#অভিসারলীলা #ভক্তি #শ্রীকৃষ্ণ #রাধাকৃষ্ণ #প্রেমভক্তি
#কীর্তন Anamika Barmon Anamika Barmon

Address

Vatara

1212

Alerts

Be the first to know and let us send you an email when Anamika Barmon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anamika Barmon:

  • Want your business to be the top-listed Media Company?

Share