Million Moments

Million Moments Millions Of Moments.... Explore, Share & Enjoy

27/10/2024

দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে বেসামাল আপনার প্রতিবেশী গরিবের সাহায্যে
নফল উমরাহ্'র টাকা দিয়ে দেন!
শরীআহ্ এমনটাই বলে।

24/10/2024

ঘূর্ণিঝড় 'দানা' উপকূলে আঘাত হানতে পারে বৃহস্পতিবার রাতে

23/10/2024

রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলকে আলোচনার দাওয়াত দিয়েছেন।

খেলা জমতে শুরু করেছে!
আপডেট পেতে সাথে থাকুন!

23/10/2024

দেশের অধিকাংশ রাজনীতিবিদের বৈধ কোনো পেশা নেই, পুরোদস্তুর বেকার.. এদের পেশা চাঁদাবাজি!

22/10/2024

কে যে আগে যায় বলা মুশকিল! আগে গেলে বাঘে খায়...

22/10/2024

প্রধান বিচারপতির সঙ্গে উপদেষ্টাদের আলোচনার বিষয়ে সূত্র জানায়, বৈঠকে রাষ্ট্রপতির পদ নিয়ে আলোচনা হয়েছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি এবং আপিল বিভাগের বর্তমান জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামকে বাংলাদেশের পরবর্তী প্রধান বিচারপতি করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

22/10/2024

রাষ্ট্রের শীর্ষ ২ পদে কাল নতুন মুখ দেখলে আশ্চর্য হবো না

কিচ্ছু নাই শুধু মাথার অংশ আছে, সেটুকুই সামনে রেখে জানাজা পড়ছে। আহ উম্মাহ!🥺💔🇵🇸
21/10/2024

কিচ্ছু নাই শুধু মাথার অংশ আছে, সেটুকুই সামনে রেখে জানাজা পড়ছে। আহ উম্মাহ!🥺💔🇵🇸

21/10/2024

ধান লাগায় আলাল
সার দেয় জালাল
আর ধান কাটে দালাল

প্রথম শ্রেনীতে পড়া শিশু আয়ানের ডায়েরি।ঠিক ৩ মাস আগে, ১৮ই জুলাইয়ে লেখা। চট্টগ্রামের মুরাদপুরে সেদিন শিক্ষার্থীদের উপর গু*...
20/10/2024

প্রথম শ্রেনীতে পড়া শিশু আয়ানের ডায়েরি।

ঠিক ৩ মাস আগে, ১৮ই জুলাইয়ে লেখা। চট্টগ্রামের মুরাদপুরে সেদিন শিক্ষার্থীদের উপর গু*লি চালানো হয়।

19/10/2024

হজ্জ্ব করে এসে যদি নামের শুরুতে "হাজী" লেখাটা দরকার হয়!
তবে হারাম খাওয়ার পর নামের শুরুতে "হারামী" লেখাটা আরো বেশী জরুরী!

19/10/2024

আলহামদুলিল্লাহ
রিজার্ভ থেকে কোনো অর্থ খরচ না করেই দুই মাসে দেড় বিলিয়ন ডলার দেনা পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক।
লুটপাট না হওয়ার ফলাফল! ধন্যবাদ প্রবাসী ভাইদের।

11/10/2024

কলকাতার রাস্তায় উৎসব-আমেজে........

(কপি পোস্ট) ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে এই ভাইটি মা.রা গেছেন, সাথে পাসপোর্ট না ...
03/10/2024

(কপি পোস্ট)
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে এই ভাইটি মা.রা গেছেন, সাথে পাসপোর্ট না থাকায় পরিচয় পাওয়া যাচ্ছে না, ডিপ ফ্রিজে রাখা হয়েছে, কেউ চিনে থাকলে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন।
মানবিক দৃষ্টিকোণ থেকে পোস্টটি শেয়ার করে পরিচয় পেতে সাহায্য করুন।

যোগাযোগ করুন: : +39 3887545712

জর্জ এস ক্লাসন রচিত ‘দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন’ একটি ক্লাসিক ব্যক্তিগত আর্থিক বই। ১৯২৬ সালে প্রকাশিত এই বই থেকে শিক্...
15/09/2024

জর্জ এস ক্লাসন রচিত ‘দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন’ একটি ক্লাসিক ব্যক্তিগত আর্থিক বই। ১৯২৬ সালে প্রকাশিত এই বই থেকে শিক্ষাসূত্র লিখেছেন এম এম মুজাহিদ উদ্দীন

টাকা যেন আপনার জন্য কাজ করে

বইটি শিক্ষা দেয় যে অতিরিক্ত আয় অর্জনের জন্য টাকা জমিয়ে না রেখে বিজ্ঞতার সঙ্গে বিনিয়োগ করা উচিত। পাঠকদের বিনিয়োগের সুযোগ খোঁজার জন্য উৎসাহিত করেছেন। ফলে বিনিয়োগকারীর সম্পদ সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেতে থাকবে। এর মানে হলো, টাকা বসে না থেকে আপনার জন্য কাজ করবে।

জ্ঞান এবং পরামর্শের সন্ধান করুন

ক্লাসন আর্থিক শিক্ষা এবং জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নেওয়ার মূল্যকে তুলে ধরেছেন। যারা সফলভাবে তাদের টাকা পরিচালনা ও ব্যবস্থাপনা করেছেন তাদের কাছ থেকে টাকা ব্যবস্থাপনার কৌশল শিখতে পারলে আরও ভালো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সহায়ক হবে।

পরিকল্পিত বাজেট তৈরি করুন

প্রতি মাসে বাজেট তৈরি করা বইয়ের একটি অন্যতম শিক্ষা। ক্লাসন পাঠকদের তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আয় এবং ব্যয়ের ওপর নজর রাখার পরামর্শ দিয়েছেন। যাতে তারা ভবিষ্যতে প্রয়োজনের জন্য পরিকল্পনা করতে পারেন। কার্যকরভাবে সম্পদ সঞ্চয় করতে পারেন। একটি পরিকল্পিত বাজেট অতিরিক্ত খরচ কমানো ও সঞ্চয়ের জন্য সহায়ক হয়।

নিজের মধ্যে বিনিয়োগ করুন

ক্লাসন আত্ম-উন্নতি এবং শিক্ষার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। নিজের দক্ষতা এবং জ্ঞানে বিনিয়োগ করলে আরও ভালো কাজের সুযোগ এবং আয়ের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে। আর্থিক সাফল্য অর্জনের জন্য ক্রমাগত শেখা অপরিহার্য।

ঋণ এড়িয়ে চলুন

ঋণ একটা মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। বইটি ঋণের বিপদ, বিশেষ করে উচ্চ সুদের ঋণের বিরুদ্ধে সতর্ক করেছেন। ক্লাসন পাঠকদের অপ্রয়োজনীয় জিনিসের জন্য ঋণ নেওয়া এড়াতে এবং বিদ্যমান যেকোনো ঋণ যত তাড়াতাড়ি সম্ভব পরিশোধ করার পরামর্শ দিয়েছেন। সম্পদ গড়ে তোলার জন্য ঋণমুক্ত জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অধ্যবসায় ও ধৈর্য

সৎভাবে সম্পদ বৃদ্ধি করা রাতারাতি সম্ভব নয়। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। যার জন্য প্রচুর অধ্যবসায় ও ধৈর্যের প্রয়োজন। ক্লাসন শিক্ষা দেন যে এর মধ্যে বিপত্তিও ঘটতে পারে। তবুও দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি বজায় রেখে এ সাফল্যের জন্য কাজ করতে হবে। একই সঙ্গে আর্থিক লক্ষ্যের প্রতি থাকতে হবে প্রতিশ্রুতিবদ্ধ।

একাধিক আয়ের পথ তৈরি করুন

ক্লাসন পাঠকদের তাদের মূল পেশার পাশাপাশি ব্যবসা, বিনিয়োগ বা প্যাসিভ আয় করতে উৎসাহিত করেছেন। আয়ের বিভিন্ন রকম উৎস থাকলে একটা উৎসে কোনো সমস্যা হলে বাকি উৎস থেকে আয় আসতে থাকবে। ফলে একেবারে বিপদগ্রস্ত হওয়ার আশঙ্কা খুবই কম। তা ছাড়া এতে অর্থনৈতিক সমৃদ্ধিও সহজ হয়।

সম্পদ ভাগ করুন

পরিশেষে, ক্লাসন দান করা এবং নিজের সম্পদ ভাগ করে নেওয়ার গুরুত্বের ওপর জোর দেন। দাতব্য অবদানের মাধ্যমে হোক বা অন্যকে সাহায্য করার মাধ্যমে হোক, তিনি সম্পদ ভাগাভাগি করতে উৎসাহিত করেছেন।

14/09/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

Address

House 1 Road 1 Sector 5, Uttara, Dhaka
Uttarati
1230

Telephone

+8801302535706

Website

Alerts

Be the first to know and let us send you an email when Million Moments posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Million Moments:

Videos

Share

Category