
18/09/2022
From - tomar ami
To - sayan sia (Ina)
Class - 10
প্রিয় ইনু ,
কিভাবে কোই থেকে শুরু করবো জানি না তবে আমি জানি ভালোবাসি ভীষণ 🙂কতো দিন তোমাকে দেখি না জানো । শুনছি তুমি টিছি খাইছো... আবার অনেকে বলে বিয়াও করছো। আমার সমস্যা নাই আমি তোমাকে ভালোবাসি...বাসতাম.. তুমি আমার জীবনের প্রথম ক্রস। প্রথম প্রেম তবে এক তরফা। তুমি আমার কাছে অনেকটা আকাশের চাঁদের মতো। দূর থেকে দেখেই গেলাম সব সময়। এখনো তোমাকে দেখার জন্য যাই তোমার বাসার সামনে 🙂 তোমাকে কোথাও আর খুঁজে পাইনা। জানি না কোই আছো কেমন আছো তবে ভালো থাকো এতটুকু কামোনা আর বিয়ে করছো নাকি কোই তুমি জানি না তবে তুমি যদি কখনো চাও এই ছেলের সপ্ন সত্যি করবা তাহলে আমি তোমার সব অতীত ভুলেও তোমাকে মেনে নিবো।
তুমি চাঁদ আমার 🌚 ভালোবাসি ভীষণ প্রিয়