09/01/2025
# # # **ভুল পরিচয়ের গল্প**
জীবনে আরও একবার ভুল করলাম—
কারও সাথে পরিচিত হয়ে।
ভাবছিলাম, এই মানুষটাও হয়তো হবে আগের চেয়ে ভিন্ন।
একটু বোঝাপড়া, একটু আন্তরিকতা,
কিন্তু না!
শেষমেশ সেই পুরোনো গল্পটাই ফিরে এলো—
অবহেলা, ভুল বোঝা আর দূরত্বের দেয়াল।
কিছু মানুষ জীবনে আসেই শিক্ষা হয়ে।
তারা শেখায় কাকে বিশ্বাস করতে হয় আর কাকে এড়িয়ে যেতে হয়।
কিন্তু তবুও, মন কেন যেন বারবার ভুল করে!
একটি নতুন মুখ দেখে ভেবে বসে—
এবারের গল্পটা হয়তো সুখের হবে।
কিন্তু ভাগ্যের নিষ্ঠুর হাসি যেন প্রতিবার মনে করিয়ে দেয়,
"সব পরিচয় সম্পর্কের গন্তব্যে পৌঁছায় না।"
তবুও মনে রেখো—
ভুল মানুষদের সঙ্গেও পরিচিত হতে হয়,
কারণ সেই ভুলগুলোই শেখায় কাকে হারানো উচিত আর কাকে বাঁচিয়ে রাখা উচিত।
**"জীবনের প্রতিটি ভুল পরিচয়ই হয়তো একদিন গড়ে দেবে সঠিক মানুষের সন্ধান।
ততদিন পর্যন্ত, নিজেকে আগলে রেখো।"**