Bangla Brand

Bangla Brand Assalamualaikum❤️
(47)

09/01/2025

# # # **ভুল পরিচয়ের গল্প**

জীবনে আরও একবার ভুল করলাম—
কারও সাথে পরিচিত হয়ে।
ভাবছিলাম, এই মানুষটাও হয়তো হবে আগের চেয়ে ভিন্ন।
একটু বোঝাপড়া, একটু আন্তরিকতা,
কিন্তু না!
শেষমেশ সেই পুরোনো গল্পটাই ফিরে এলো—
অবহেলা, ভুল বোঝা আর দূরত্বের দেয়াল।

কিছু মানুষ জীবনে আসেই শিক্ষা হয়ে।
তারা শেখায় কাকে বিশ্বাস করতে হয় আর কাকে এড়িয়ে যেতে হয়।
কিন্তু তবুও, মন কেন যেন বারবার ভুল করে!
একটি নতুন মুখ দেখে ভেবে বসে—
এবারের গল্পটা হয়তো সুখের হবে।
কিন্তু ভাগ্যের নিষ্ঠুর হাসি যেন প্রতিবার মনে করিয়ে দেয়,
"সব পরিচয় সম্পর্কের গন্তব্যে পৌঁছায় না।"

তবুও মনে রেখো—
ভুল মানুষদের সঙ্গেও পরিচিত হতে হয়,
কারণ সেই ভুলগুলোই শেখায় কাকে হারানো উচিত আর কাকে বাঁচিয়ে রাখা উচিত।

**"জীবনের প্রতিটি ভুল পরিচয়ই হয়তো একদিন গড়ে দেবে সঠিক মানুষের সন্ধান।
ততদিন পর্যন্ত, নিজেকে আগলে রেখো।"**

09/01/2025

# # # **থেকে যাওয়ার গল্প**

কেউ থাকতে না চাইলে, হাজার শিকল বেঁধেও তাকে আটকে রাখা যায় না। মানুষ তো শুধু শরীরে নয়, মনেও থাকে। আর মন যদি দূরে সরে যায়, সম্পর্কের বাঁধন তখন কেবল খোলস হয়ে দাঁড়ায়।
অন্যদিকে, কেউ যদি থাকতে চায়, তাকে রাখতে জানতে হয়— ভালোবাসার গভীরতা দিয়ে, শ্রদ্ধা দিয়ে, গুরুত্ব দিয়ে। সম্পর্ক মানে কেবল অধিকার নয়, একে অপরকে বোঝা ও অনুভব করার শক্তি।

যে সম্পর্ককে গুরুত্ব দেওয়া হয় না, সেই সম্পর্ক ধীরে ধীরে ফিকে হয়ে যায়। যে মানুষ বারবার অবহেলার শিকার হয়, তার মনেও থেকে যাওয়ার ইচ্ছে মরে যায়। তাই প্রিয়জনকে ধরে রাখতে হলে প্রয়োজন সম্মানের, যত্নের, আর সবচেয়ে বড় কথা— আন্তরিকতার।

জোর করে কাউকে আটকে রাখার চেষ্টা যদি সম্পর্ককে বিষিয়ে তোলে, তবে ভালোবাসার নীরব আহ্বানই পারে তাকে হৃদয়ের গহীনে বেঁধে রাখতে।
ভালোবাসা মানে তো কেবল ‘থাকো’ বলা নয়— ভালোবাসা মানে এমনভাবে ভালো থাকা, যেন প্রিয়জন নিজের ইচ্ছেতেই থেকে যেতে চায়।

**"থাকা চাওয়ার গল্পগুলো সহজ নয়, তবে রেখে দেওয়ার গল্পগুলো সযত্ন চেষ্টার।
এমনভাবে ভালোবাসো, যেন প্রিয়জন হারিয়ে যাওয়ার পথ ভুলে যায়।"**

হ্যালো বন্ধুরা?
04/01/2025

হ্যালো বন্ধুরা?

03/01/2025

সময়ের পর্দায় মুছে যাওয়া দুই দশক—একটি জীবনচক্রের নিঃশব্দ অধ্যায়। কুড়ি বছর আগে যে পথে আমরা দু’জন হাঁটা শুরু করেছিলাম, হয়তো সেই পথেই আবার মুখোমুখি হবো। তবে এবার চোখে থাকবে অভিজ্ঞতার গভীর ছাপ, আর হৃদয়ে জমা থাকবে শত স্মৃতির নিরব ধ্বনি।

কুড়ি বছরের পরে যদি সেই কুয়াশার ভেতর হঠাৎ তোমাকে খুঁজে পাই, তুমি কি চিনতে পারবে আমায়? হয়তো তোমার হাসি কিছুটা রূপ বদলাবে, হয়তো আমার কপালের রেখায় লেখা থাকবে সময়ের গল্প। তবু, সেই প্রথম দিনের পরিচিত উষ্ণতা কি আবার ফিরবে?

কুয়াশার আড়ালে দাঁড়িয়ে হয়তো আমরা দু’জন চুপচাপ দেখবো হারিয়ে যাওয়া দিনগুলোর ছায়া। কোনো শব্দের প্রয়োজন হবে না; শুধু চোখের ভাষায় ভেসে উঠবে প্রশ্ন—"তুমি কেমন আছো?"

সময় অদ্ভুত এক জাদুকর। এটি কখনো কেড়ে নেয়, কখনো ফিরিয়ে দেয়। কুড়ি বছরের অপেক্ষার পরে সেই কুয়াশা কি আমাদের জন্য হারিয়ে যাওয়া গল্পের পৃষ্ঠা খুলবে? নাকি সবকিছুই থাকবে কুয়াশার মতো অস্পষ্ট, ধরা-ছোঁয়ার বাইরে?

তোমায় হঠাৎ পেলে, আমি কি সাহস করে হাত বাড়াতে পারবো? নাকি হৃদয়ের অদৃশ্য ভয়ে কুয়াশার আড়ালেই থেমে থাকবো?

ভালোবাসা ঠিক কুয়াশার মতো—নির্বাক, অথচ গভীর; ধরা যায় না, অথচ ছেড়ে যেতেও পারে না। আর যদি সত্যিই তোমাকে পাই, তবে কি সেই মুহূর্তের জন্য কুড়ি বছরের অপেক্ষা যথার্থ হবে?

**– আয়মান সাদিক**
একজন স্মৃতির গল্পকার।

02/01/2025

**ভালোবাসার গভীরতা**

খুব ভালোবাসি,
যতটা তুমি বুঝতে পারো,
যতটা তুমি আমাকে নিয়ে ভাবো,
যতটা তুমি অনুভব করো সারাক্ষণ—
তার থেকেও সহস্র গুণ বেশি ভালোবাসি তোমায়।

তোমার মনের প্রতিটি চিন্তার গভীরে আমি আছি,
তোমার প্রতিটি অনুভূতির আকাশে আমি মিশে আছি।
তুমি বুঝতে পারো না, কিন্তু প্রতিটি নিশ্বাসে,
প্রতিটি ভাবনায় আমি কেবল তোমায় নিয়েই আছি।

আমার ভালোবাসা শুধুই অনুভূতির সীমানায় সীমাবদ্ধ নয়।
এ ভালোবাসা কখনো সময়ের ঘড়িতে বাঁধা পড়ে না,
কখনো কোনো হিসেবের পাতায় টিকে থাকে না।
এ ভালোবাসা এক অনন্ত সত্য,
যা তোমার ছায়ায় প্রতিদিন নবীন হয়ে ওঠে।

তোমার প্রতি এই ভালোবাসা প্রকাশ করার মতো ভাষা হয়তো নেই।
তবু এটুকু বলি,
যেখানে তোমার অনুভূতির শেষ,
সেখান থেকেই শুরু হয় আমার ভালোবাসার গভীরতা।

09/12/2024

প্রিয় মানুষের আইডি সার্চ দিয়ে দেখার বদঅভ্যাস হয়তো আমাদের কখনো যাবেনা!

09/12/2024

পৃথিবীর সকল ভা*ঙা মনের মানুষদের হৃদয়ে এভাবে ফুল ফুটুক

09/12/2024

বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে যে সকল মেয়েরা Tiktok, Facebook, Instagram থেকেই নিজের চেহারা আড়াল করে রেখেছে তাদের জানাই, Big Respect!

16/11/2024
28/09/2024

Big shout out to my newest top fans! Nidi Islam

27/09/2024

ভালোবাসা পেতে গেলে একটা মানুষকে ভালোবাসার পাশাপাশি যথেষ্ট সময়, প্রায়োরিটি এবং যত্ন-আত্তি উপহার দিতে হয়।

শুধু মুখে মুখে ভালোবাসি বললেই সে ভালোবাসা কখনো কোনো সম্পর্ক টেনে নিয়ে যেতে পারে না। কারণ, ভালোবাসা লুকিয়েই থাকে প্রিয়জনের যত্নে। আর সে ভালোবাসা ঠিক তখনই পূর্ণতা পায় যখন সম্পর্কে থাকা একে অপরের প্রতি যথেষ্ট সম্মান এবং মূল্যবোধ বজায় থাকে।

আসলে কাউকে ভালোবাসা যতটা সহজ, তেমনি কাউকে ভালোবেসে ধরে রাখা আবার ততটাই কঠিন।

সেক্ষেত্রে এইসব যথাযথ কেয়ারিং, প্রায়োরিটি এবং যত্ন-আত্তি একটি সম্পর্ককে অতি সহজেই শক্তিশালী এক ভালোবাসার পুর্ণতায় বেঁধে রাখে।

একসময় দেখা যায় এতেই জীবন খুব সুন্দর হয়ে ওঠে।

ছিলে না তুমি

27/09/2024

পাহারা দিয়ে কি আর মানুষ আটকান যায়! মানুষ আট'কায় মায়ায়, ভালোবাসায়, যত্নে!

22/09/2024

তোমার পাশে থাকলেই মনে হয়, পৃথিবীর সব গুঞ্জন থেমে গেছে—শুধু তুমি আর আমি, এই নিঃশব্দে বেঁচে আছি।"

Address

Uttarati

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Brand posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangla Brand:

Videos

Share