Griffin_Official

Griffin_Official Read, Write, Inspire

29/12/2023

ছাড় সব থেকে কে দেয়? মা? বন্ধু? বাবা?
না, আসলে সব দেয় ভালবাসার যত্ন।

সেন্টিমেন্ট ফিল না করা মানে সুন্দর সময়ের গলা টেপা।
অবশ্য অধিকার এর একটা ব্যাপার থেকেই যায়।
কিন্তু ভালবাসা বেঁচে থাকে, যদি থাকার।
দেখা হওয়া বা না হওয়াতে তেমন কোন যায় আসে না,
কারন তারা জানে, তারা কতটা আপন।

10/12/2023

We always forget, every moment is unique.

November Rain's solo
15/11/2023

November Rain's solo

সরল
06/01/2023

সরল

15 seconds · Clipped by M Mosfiqul Haque Polok · Original video "Hoye Otha Gaan, Kabir Suman and Anindya Chatterjee, 8th June, 2019" by pricoms

১০০ হাজার প্রতি ঘন্টায় ছুটে চলা শান্ত গ্রহটি যে যত্নে তার প্রতিটি জায়গায় আলো মাখতে ব্যস্ত,  তাতে বসে বোরিং বা ক্লিষে মনে...
17/12/2022

১০০ হাজার প্রতি ঘন্টায় ছুটে চলা শান্ত গ্রহটি যে যত্নে তার প্রতিটি জায়গায় আলো মাখতে ব্যস্ত, তাতে বসে বোরিং বা ক্লিষে মনে করা মানুষ গুলো কত অসহায় ভাবে তাকে ছোট করছে ভাবলে নিজেকে সেপিয়েন্স বলতে আমারতো লজ্জা লাগে। জানিনা আপনার মনে কেমন দাগ কাটে!

কোভিড পরবর্তী দুনিয়া: যুদ্ধ, অনাহার, হতাশা কিন্তু show must go on. তবু্ও "বিজয় দিবস" আমাদের যেন জাগিয়ে তোলে অন্তত অর্থনৈ...
16/12/2022

কোভিড পরবর্তী দুনিয়া: যুদ্ধ, অনাহার, হতাশা কিন্তু show must go on.

তবু্ও "বিজয় দিবস" আমাদের যেন জাগিয়ে তোলে অন্তত অর্থনৈতিক দুর্নীতির বিরুদ্ধে।

সাথে নিয়ে একটু হলেও আশা
আর ফুটবল
সাথে কিছুটা আনন্দ,
কিছুটা ব্যাবসায় চষা

বার বার রবি'র আলোয় প্রত্তুষেশীতের আমেজে কাজে ডুবে যায় আলোর দোলায় আর,মন বলে ওঠে"কিছু বলব বলে এসেছিলেম"
11/12/2022

বার বার রবি'র আলোয়
প্রত্তুষে
শীতের আমেজে
কাজে ডুবে যায় আলোর দোলায় আর,
মন বলে ওঠে

"কিছু বলব বলে এসেছিলেম"

21/11/2022

Happiness and depression sometimes work together in mind. That joy obviously for hope. We live our life and carry out a beautiful centrifugal mixing of dream and devastation.

©

01/11/2022

রবীন্দ্রনাথ কতটা আধুনিক ছিলেন তাঁর সময় এর থেকে তার নিদর্শন পাওয়া যায় তাঁর ১৯৩১ এ লেখা চিঠি থেকে।

আমরা এই ২০২২ এ এসেও এমনটা ভাবতে পারি? নাকি সাহস পায় না!

‘...যেখানে মন্দিরের দেবতা মানুষের দেবতার প্রতিদ্বন্দ্বী, যেখানে দেবতার নামে মানুষ প্রবঞ্চিত সেখানে আমার মন ধৈর্য্য মানে না।...দেশের লোকের শিক্ষার জন্যে অন্নের জন্যে, আরোগ্যের জন্যে এরা কিছু দিতে জানে না, অথচ নিজের অর্থ-সামর্থ্য সময় প্রীতি ভক্তি সবই দিচ্ছে সেই বেদীমূলে যেখানে তা নিরর্থক হয়ে যাচ্ছে। মানুষের প্রতি মানুষের এত নিরৌৎসুক্য, এত ঔদাসীন্য অন্য কোনো দেশেই নেই, এর প্রধান কারণ এই যে, এ দেশে হতভাগা মানুষের সমস্ত প্রাপ্য দেবতা নিচ্ছেন হরণ করে।...’

যদিও লালন ফকির অনেক আগেই ভেবেছেন আর বৃহৎ গরীমায় প্রকাশও করেছেন, আমরা ধরতে পারিনা এটা আমাদের দুর্ভাগ্য।

©মোসফিকুল হক পলক

31/10/2022

বিশালত্বকে সবাই ধারন করবে এটা ইউটোপিয়া কিন্তু স্বীকৃতিতে আড়ষ্টতা কেন?
🥸 নাকি আমার অবজারভেশনে ভুল..!

30/10/2022

আমরা জীবনকে উদযাপন করতে হয়তো এক পথ থেকে অন্য পথ এ হাঁটি, কিন্তু শিক্ষকতার আমেজ থেকে যায় সময়ের তরঙ্গে।
নিজেকে বার বার একটি পরিচয় এ অনাবৃত করি।
স্যার।
শ্রদ্ধা সকল শিক্ষক এর জন্য।

26/10/2022

তর্জমা করার বাসনা যখনই জাগে,
ফিরে আসি কিংবা বাস করি নিজের ভেতরে।
আবারও আসে নোনা দেয়াল এর ঠান্ডা পরশ আর রবীন্দ্রনাথ।
.....ও তার অন্ত নাই গো নাই।

সে যে প্রাণ পেয়েছে পান করে যুগ-যুগান্তরের স্তন্য--

ভুবন কত তীর্থজলের ধারায় করেছে তায় ধন্য,

ও তার অন্ত নাই গো নাই।

Address

Sector 5, Road 2
Uttarati
1230

Telephone

+8801888143103

Website

Alerts

Be the first to know and let us send you an email when Griffin_Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Griffin_Official:

Share

Category