01/11/2022
রবীন্দ্রনাথ কতটা আধুনিক ছিলেন তাঁর সময় এর থেকে তার নিদর্শন পাওয়া যায় তাঁর ১৯৩১ এ লেখা চিঠি থেকে।
আমরা এই ২০২২ এ এসেও এমনটা ভাবতে পারি? নাকি সাহস পায় না!
‘...যেখানে মন্দিরের দেবতা মানুষের দেবতার প্রতিদ্বন্দ্বী, যেখানে দেবতার নামে মানুষ প্রবঞ্চিত সেখানে আমার মন ধৈর্য্য মানে না।...দেশের লোকের শিক্ষার জন্যে অন্নের জন্যে, আরোগ্যের জন্যে এরা কিছু দিতে জানে না, অথচ নিজের অর্থ-সামর্থ্য সময় প্রীতি ভক্তি সবই দিচ্ছে সেই বেদীমূলে যেখানে তা নিরর্থক হয়ে যাচ্ছে। মানুষের প্রতি মানুষের এত নিরৌৎসুক্য, এত ঔদাসীন্য অন্য কোনো দেশেই নেই, এর প্রধান কারণ এই যে, এ দেশে হতভাগা মানুষের সমস্ত প্রাপ্য দেবতা নিচ্ছেন হরণ করে।...’
যদিও লালন ফকির অনেক আগেই ভেবেছেন আর বৃহৎ গরীমায় প্রকাশও করেছেন, আমরা ধরতে পারিনা এটা আমাদের দুর্ভাগ্য।
©মোসফিকুল হক পলক