Yasin Ahmed

Yasin Ahmed yai

“নতুন বছরের আগমনে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আমাদের সকলকে দ্বীনের উপর সুদৃঢ় রাখুন। আমাদের সকলের জন্য উত্তম ...
31/12/2023

“নতুন বছরের আগমনে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আমাদের সকলকে দ্বীনের উপর সুদৃঢ় রাখুন। আমাদের সকলের জন্য উত্তম বছর বয়ে আনুন।”

©️©️©️©️

31/12/2023
01/12/2023

কথা হাস্যকর হলেও-কথা গুলা আসলেই সত্য ❤️🥰

সুপারফুড চিয়া সীডের ১৩ টি উপকারিতা:১।  চিয়া বীজ ওজন কমাতে সহায়তা করে।২। চিয়া সীড রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে...
02/10/2023

সুপারফুড চিয়া সীডের ১৩ টি উপকারিতা:
১। চিয়া বীজ ওজন কমাতে সহায়তা করে।
২। চিয়া সীড রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে
৩।এটা শক্তি এবং কর্মক্ষমতা বৃদ্ধি করে
৪। চিয়া সিড ব্লাড সুগার (রক্তের চিনি) স্বাভাবিক রাখে, ফলে ডায়াবেটিস ঝুঁকি কমায়
৫। চিয়া বীজ হাড়ের স্বাস্থ্য রক্ষায় বিশেষ উপকারি
৬। চিয়া সিড মলাশয় (colon) পরিষ্কার রাখে ফলে কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়
৭। চিয়া সিড শরীর থেকে টক্সিন (বিষাক্ত পদার্থ) বের করে দেয়
৮। চিয়া সীড প্রদাহজনিত সমস্যা দূর করে
৯। চিয়া সীড ভাল ঘুম হতে সাহায্য করে
১০। চিয়া বীজ ক্যান্সার রোধ করে
১১। চিয়া সিড হজমে সহায়তা করে
১২। চিয়া বীজ হাঁটু ও জয়েন্টের ব্যথা দূর করে
১৩। চিয়া সিড ত্বক, চুল ও নখ সুন্দর রাখে

02/10/2023

জেনে নিন, পুরুষের শুক্রাণুর সংখ্যা কমে যাওয়ার কারণ
#পুরুষের #শুক্রাণু_কমে _যাওয়ার_কারন

Video : Health বার্তা

মধু জমে যায়?মধু জমে গেলে সাধারণত সবাই এটাকে ভেজাল মধু মনে করেন। কিন্তু অনেকে জানেন না যে মধু জমে যাওয়া একটি প্রাকৃতিক প্...
20/09/2023

মধু জমে যায়?
মধু জমে গেলে সাধারণত সবাই এটাকে ভেজাল মধু মনে করেন। কিন্তু অনেকে জানেন না যে মধু জমে যাওয়া একটি প্রাকৃতিক প্রক্রিয়া। তরল থেকে দানাদার অর্ধ-কঠিন অবস্থায় যাওয়ার এ প্রক্রিয়াকে গ্র্যানুলেশন বা স্ফটিকায়ন বলে।
মৌচাক থেকে আলাদা করার পর মধু যত দ্রুত জমে, চাকের ভেতর মোমের কোষে থাকলে তত দ্রুত জমে না। প্রতিটি মধুর স্ফটিকায়নের একটা নির্দিষ্ট সময় আছে। ওই সময়ের মধ্যে মধু যদি না জমে তবে সম্ভাবনা আছে যে ওই মধুতে ভেজাল আছে। জমে যাওয়ায় মধুর রং বদলে যায়, তরল থেকে দানাদার হয়ে যায় কিন্তু মধুর গুণগত মান কমে না।

আসলে, মধু হলো একটি ঘন শর্করা দ্রবণ। সাধারণত এতে ৭০% এর বেশি শর্করা বা কার্বোহাইড্রেট ও ২০% এর কম পানি থাকে। তার মানে স্বাভাবিকভাবে পানিতে যে পরিমাণ চিনি দ্রবীভূত হয়, মধুতে তার চেয়ে অনেক বেশি পরিমাণে থাকে। চিনির মাত্রাতিরিক্ত পরিমাণ দ্রবণকে অস্থিতিশীল করে। একারণেই মধুর জমাট বাধা শুরু হয়। পানি থেকে গ্লুকোজ আলাদা হয়। গ্লুকোজ স্ফটিক আকারে জমতে থাকে। আর দ্রবণটি আস্তে আস্তে সাম্যাবস্থার দিকে যায়।

অনেকে মনে করেন, একই সময়ে কেনা দুটো মধুর মধ্যে একটা মধু জমে যাচ্ছে, আরেকটা যাচ্ছে না কেন? মধুর শর্করাতে প্রধানত প্রধান অণু থাকে- গ্লুকোজ ও ফ্রুক্টোজ। গ্লুকোজ ও ফ্রুক্টোজের পরিমাণ একেক মধুতে একেকরকম থাকে। সাধারণভাবে ফ্রুক্টোজ ৩০-৪৪% এবং গ্লুকোজ থাকে ২৫-৪০%। বিভিন্নজাতের মধু বিভিন্ন হারে স্ফটিকায়িত হয়। এ হার ১-২ মাস থেকে দুই বছর হতে পারে।

গ্লুকোজের দ্রবণীয়তা কম, এটি স্ফটিকায়ন হয় দ্রুত। যে মধুতে গ্লুকোজ বেশি জমে তাড়াতাড়ি (সরিষা ফুলের মধু)। যে মধুতে গ্লুকোজ কম এবং পানি বেশি সেটা জমে ধীরে ধীরে (সুন্দরবনের মধু)। কিছু মধু পুরোপুরি পুরোপুরি জমে যায় যেমন সরিষা ফুলের মধু। আবার কিছু মধুতে নিচে স্ফটিক আর উপরে তরলের একটি স্তর থাকে। মধুর প্রকারের ভিত্তিতে স্ফটিকের আকারও বিভিন্ন রকম হয়। মধু যত দ্রুত স্ফটিকায়িত হয়, স্ফটিক তত পাতলা হয়। স্ফটিকায়িত মধুর রঙ তুলনামূলকভাবে মলিন হয়।

এছাড়া আরও কিছু নিয়ামক রয়েছে যা স্ফটিকায়ন শুরু করা, তরান্বিত করা ও স্লথ করায় ভূমিকা রাখে। গ্লুকোজ ও ফ্রুক্টোজ ছাড়া মধুর অন্যান্য কার্বোহাইড্রেট উপাদান, এমাইনো এসিড, প্রোটিন, খনিজ, এসিড ইত্যাদিও স্ফটিকায়নের প্রক্রিয়াকে প্রভাবিত করে। এছাড়া ধুলা, পরাগরেণু, মোমের কণা বা বহিরাগত স্ফটিকের উপস্থিতিতেও স্ফটিকায়ন তরান্বিত হতে পারে। তাপমাত্রা, আপেক্ষিক আর্র্দ্রতা ও প্যাকেটজাত করার ধরণও পার্থক্য গড়ে দিতে পারে। মধুর ধরনের উপর ভিত্তি করে কক্ষ তাপমাত্রায় স্ফটিকায়ন শুরু হতে কয়েক সপ্তাহ, কয়েক মাস এবং বিরল ক্ষেত্রে কয়েক দিন লাগতে পারে। অনেকের জমা মধু খেতে ভালো লাগে। এক চামচ স্ফটিকায়িত মধু তরল মধুতে যোগ করলে বাকি মধু দ্রুত জমে যাবে।

#মধু

15/08/2023

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেস্ত নসিব করেন, আমিন।🤲

আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী ইন্তেকাল করেছেন😢ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেস্ত নসিব ...
14/08/2023

আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী ইন্তেকাল করেছেন😢
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেস্ত নসিব করেন, আমিন।🤲

এটা সাধারণ কোন পা নয়, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য পরিশ্রম করে যাওয়া পা।ভালো থাকুক পৃথিবীর সকল বাবা 💖
26/07/2023

এটা সাধারণ কোন পা নয়, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য পরিশ্রম করে যাওয়া পা।
ভালো থাকুক পৃথিবীর সকল বাবা 💖

যদি টাকা দিয়ে হাগতে হয় মুতা লাগে তাহলে এটা পাব্লিক টয়লেট কেমনে হয়, এটা তো প্রাইভেট টয়লেট!চিল্লায় বলেন ঠিক না বেটিক।৭০ ট...
26/07/2023

যদি টাকা দিয়ে হাগতে হয় মুতা লাগে তাহলে এটা পাব্লিক টয়লেট কেমনে হয়, এটা তো প্রাইভেট টয়লেট!

চিল্লায় বলেন ঠিক না বেটিক।

৭০ টাকা কেজির চাল খেয়ে
প্রস্রাব পায়খানা করতে লাগবে ৩০ টাকা,
মোট= ১০০
©️

25/07/2023

আলহামদুলিল্লাহ ❤️

22/07/2023

ঢাকা শহরে টাকা পয়সা কামানো টাফ।

তবে, একজন রিক্সাওয়ালা মাসে অন এভারেজ কামায় ৩০/ ৩৫ হাজার টাকা।

একজন উবার চালক অলমোস্ট ৪০ হাজার টাকা কামায়।

একজন ডেডিকেটেড ঝালমুড়ি বিক্রেতা কামায় ৬০ হাজার টাকা।

একজন ডাব বিক্রেতা সব খরচ বাদ দিয়া কামায় ৬৫ হাজার টাকা।

একজন রাস্তার ধারের চা দোকানদার সঠিক পজিশনে বসতে পারলে কামায় ৩৫ হাজার টাকা।

বাসে ঘুরে ঘুরে পানি, জুশ বিক্রেতা কামায় ২৭ হাজার টাকা।

১৫/২০ বছর পড়াশোনা করা একজন ফ্রেশ গ্রাজুয়েট কামায় ১০/১৫ হাজার টাকা। তাও শইল্যের তেল পানি খরচ কইরা অনেক অনেক গালিগালাজ সহ্য কইরা।

এই যুগে পড়াশোনার ভ্যালুটা আসলে ঐভাবে আমি আর দেখতে পাইতেছি না।

সব থেকে জরুরি শিক্ষা হইলো ফ্যামিলি শিক্ষা আর যোগ বিয়োগ জানা।

বাকী সব এখন স্ক্যাম।

©️©️©️©️©️

17/07/2023

অধিকাংশ মা-ন-সি-ক সমস্যার প্রধান কারণ আল্লাহর সাথে সম্পর্কের অবনতি!🖤

04/07/2023

😍আপনার ক্লান্তিকর কাজ সম্পূর্ণ করার জন্য ৫টি AI টুল: 🔥👇
1. Tango.us : আপনি যা জানেন তা ধাপে ধাপে নির্দেশনায় পরিণত করে—কোন ভিডিও, মিটিং বা স্ক্রিন শেয়ারের প্রয়োজন নেই৷
2. Lovo AI : AI ভয়েস জেনারেটর এবং পেশাদারদের জন্য টেক্সট টু স্পিচ।
3. Rytr : ব্যক্তিগত AI কপিরাইটার।
4. ChatPDF : যেকোনো PDF এর সাথে চ্যাট করুন।
5. Sheetplus AI : এআই দিয়ে এক্সেল সূত্র লিখুন।

30/06/2023

ঘূর্ণিবায়ু
লোকেশন:তেলিগাতী বাজার,আটপাড়া,নেত্রকোণা।

৪৬ দিনে ৪৮ ম্যাচের ক্রিকেট বিশ্বকাপ১০ দল, ১০ ভেন্যু, ৪৬ দিন, ৪৮ ম্যাচ৫ অক্টোবর প্রথম ম্যাচফাইনাল ১৯ নভেম্বর
29/06/2023

৪৬ দিনে ৪৮ ম্যাচের ক্রিকেট বিশ্বকাপ

১০ দল, ১০ ভেন্যু, ৪৬ দিন, ৪৮ ম্যাচ

৫ অক্টোবর প্রথম ম্যাচ
ফাইনাল ১৯ নভেম্বর

29/06/2023

❤️ ঈদ মোবারক ❤️

ফুল প্রেমিদের কাছে সব ফুলই প্রিয় 💞🌸
28/06/2023

ফুল প্রেমিদের কাছে সব ফুলই প্রিয় 💞🌸

মস্কো শহরের একটি যায়গা, যেখানে দালানের চারপাশ জুড়ে রয়েছে অসংখ্য গাছ, যেখানে কোন শীততাপ নিয়ন্ত্রণের প্রয়োজন হয়না। শান্তি ...
23/06/2023

মস্কো শহরের একটি যায়গা, যেখানে দালানের চারপাশ জুড়ে রয়েছে অসংখ্য গাছ, যেখানে কোন শীততাপ নিয়ন্ত্রণের প্রয়োজন হয়না। শান্তি মেলে প্রকৃতির মুক্ত বাতাসে 💚

Ok!
23/06/2023

Ok!

শহর.....❤️গ্রাম.....😯কোথায় বেশি শান্তি ..?
23/06/2023

শহর.....❤️
গ্রাম.....😯
কোথায় বেশি শান্তি ..?

ইনশাআল্লাহ 🤩
22/06/2023

ইনশাআল্লাহ 🤩

জমি ক্রয় করার পূর্বে যা অবশ্যই জানা দরকার।
28/05/2023

জমি ক্রয় করার পূর্বে যা অবশ্যই জানা দরকার।

Address

Sector 4
Uttarati
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yasin Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies