BD.News 24h.

BD.News 24h. বিডি নিউজ 24, এখানে বাংলাদেশ � সকল খবর আ?
(1)

14/03/2024

আজ পবিত্র রামাদানের প্রথম শুক্রবার!
আল্লাহ (তাঃ) আমাদের গোপন প্রার্থনা কবুল করুন, আমাদের মনের আশা পূর্ণ করুন!🤲🖤 আমিন

03/03/2024

আপনি যতই বড় হবেন ততই মানুষ চিনবেন! মানুষ হারাবেন! মানুষ থেকে দূরে যাবেন! এবং মানুষের থেকে মায়া ত্যাগ করতে শিখবেন! পরিবার ছাড়া আর কেউ সারা জীবন পাশে থাকে না, কারো কারো পরিবার ও পাশে থাকে না!!

এটা মনে প্রাণে বিশ্বাস যখন করতে পারবেন, তখনই বুঝবেন এই পৃথিবীতে বন্ধুহীন হয়ে বেঁচে থাকা অস্বাভাবিক কিছু না!❤️

~"পদ্মজা"- এই বইটা পড়তে গিয়ে কখনো মনের অজান্তে হেসেছি কখনো বা অঝোরে কেঁদেছি। এই পৃথিবীর সবথেকে কঠিন মানুষটাও কোন একটা মা...
01/03/2024

~"পদ্মজা"- এই বইটা পড়তে গিয়ে কখনো মনের অজান্তে হেসেছি কখনো বা অঝোরে কেঁদেছি। এই পৃথিবীর সবথেকে কঠিন মানুষটাও কোন একটা মানুষের কাছে নরম হয়ে থাকে।।

এই উপন্যাসের আমিরের মৃত্যু আমাকে কষ্ট দেয়নি, বারবার কাঁদিয়েছে আমিরের লেখা চিঠিগুলো😥। লিখন -কে দেখে বুঝতে পেরেছি দূর থেকেও কাউকে প্রাণ দিয়ে ভালোবাসা যায়।
না-ই বা হলো সংসার। প্রত্যেকটা মেয়েই বোধহয় চায় কেউ একজন তাঁকে আমিরের মতো ভালোবাসুক💝। পূর্ণার মৃত্যু আমাকে কাঁদায়নি, কাঁদিয়েছে মৃদুলের প্রিয়জন হারিয়ে ফেলার কষ্ট।

➤আমিরের শেষ চিঠি-🌼
প্রিয় চেয়েও প্রিয় পদ্মাবতী,
এতো অমিলে কেন হলো মিলন? কেন কালো অন্তরে ছড়িয়ে ছিল ফুলের সুবাস? আমাকে ধ্বংস করার কি অন্য কোন অস্ত্র ছিল না? এমন কঠিন কষ্ট কেন দেওয়া হচ্ছে আমাকে? তোমার ব্যাথায় আমি দগ্ধ হচ্ছি। তোমার কান্না, তোমার আর্তনাদ আমার মস্তিষ্কের প্রতিটি নিউরনকে কাঁপিয়ে তোলে। মনে হয়, মাথার ভিতর পোকারা কিলবিল করছে। বিচ্ছেদের বিষাক্ত ছোবলে নীল হয়ে যাচ্ছি আমি। আমাকে বাঁচাও....💔😥
ইতি
আমির হাওলাদার
➤আমিরকে হত্যা করার পর পদ্মার উক্তি ছিল-
ক্ষমা করো পৃথিবী। আমি তাকে ঘৃণা করতে পারিনি।তাকে আমি নিষ্ঠুর মৃত্যু দিতে পারিনি। যার হাতের পাঁচটি আঙুল আমার নির্ভরতা, যার বুকের পাঁজরে লেগে থাকা ঘামের গন্ধ আমার সবচেয়ে প্রিয়, যার উষ্ণ ঠোঁটের আমার প্রতিদিনের অভ্যাস, যার এলোমেলো চুলে আমি হারিয়ে যাই বারংবার, যার ভালোবাসার আহ্বানে সবকিছু তুচ্ছ করে ছুটে যায়, যার মিষ্টি সোহাগে অন্য জগতে হারিয়ে যাই, তার কষ্ট আমি কি করে সহ্য করি। লোকে বলে, স্বামীর বা পাঁজরের হাড়ে স্ত্রী তৈরি। তাহলে যার পাঁজরে আমার সৃষ্টি, তাঁর আর্তনাদ কি করে শুনি? এই কঠিন কাজ আমার পক্ষে সম্ভব হয়নি। পৃথিবীর সবাইকে বলে দিও- আমার কবরটা যেন আমার স্বামীর কবরের ঠিক বা পাশেই হয়! আমি তাকে ভালোবাসি, যেমন সত্য চন্দ্র সূর্য তেমন সত্য আমি ওকে ভালোবাসি🖤
[পদ্মজা]

এক নজরে বরগুনা-বরগুনা জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এর উত্তরে ঝালকাঠি জেলা, বরিশাল ...
28/02/2024

এক নজরে বরগুনা-

বরগুনা জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এর উত্তরে ঝালকাঠি জেলা, বরিশাল জেলা, পিরোজপুর জেলা ও পটুয়াখালী জেলা, দক্ষিণে পটুয়াখালী জেলা ও বঙ্গোপসাগর, পূর্বে পটুয়াখালী জেলা, পশ্চিমে পিরোজপুর জেলা ও বাগেরহাট জেলা।
বরগুনা জেলা ৬টি উপজেলা, ৬টি থানা, ৪টি পৌরসভা, ৪২টি ইউনিয়ন ও ২টি সংসদীয় আসন নিয়ে গঠিত। এর মোট আয়তন ১,৮৩১.৩১ বর্গকিমি (৭০৭.০৭ বর্গমাইল)।

নামকরণ:

বরগুনা নামের ইতিহাসের সুনির্দিষ্ট কোন তথ্য না পাওয়া গেলেও জানা যায় যে, উত্তরাঞ্চলের কাঠ ব্যবসায়ীরা এতদ্ঞ্চলে কাঠ নিতে এসে খরস্রোতা খাকদোন নদী অতিক্রম করতে গিয়ে অনুকূল প্রবাহ বা বড় গোনের জন্য এখানে অপেক্ষা করত বলে এ স্থানের নাম বড় গোনা। কারো মতে আবার স্রোতের বিপরীতে গুন(দড়ি) টেনে নৌকা অতিক্রম করতে হতো বলে এ স্থানের নাম বরগুনা । কেউ কেউ বলেন , বরগুনা নামক কোন প্রতাপশালী রাখাইন অধিবাসীর নামানুসারে বরগুনা । আবার কারো মতে বরগুনা নামক কোন এক বাওয়ালীর নামানুসারে এ স্থানের নামকরণ করা হয় বরগুনা ।

চিত্তাকর্ষক স্থান:

বেতাগীতে বিবি চিনি মসজিদ, তালতলীর বৌদ্ধ মন্দির ও বৌদ্ধ একাডেমী, পাথরঘাটার হড়িণঘাটার লালদিয়া সমুদ্রসৈকত, সোনাকাটা সমুদ্র সৈকত ও সোনাকাটা ইকোপার্ক, ফাতরার বন, বিহঙ্গ দ্বীপ বা ধানসিড় চর,
তালতলীর শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, ইত্যাদি।

বিখ্যাত খাবার:

বরগুনা জেলা নারিকেল ও সুপারির জন্য বিখ্যাত।এছাড়াও বরগুনার বিখ্যাত খাবার -চুইয়া পিঠা, চ্যাবা পিঠা, মুইট্টা পিঠা, আল্লান, বিসকি, তালের মোরব্বা, শিরনি, নাড়িকেলের সুরুয়া, চালের রুটি, ইলিশ মাছ, মিষ্টি।

অর্থনীতি:

বরগুনা এর অর্থনীতি কৃষিনির্ভর। প্রধান শস্য ধান, চিনাবাদাম,সরিষা,সূর্যমুখী ও বিভিন্ন ধরনের ডাল। একসময় পাট চাষ হত, কিন্তু তা অর্থকারী ফসল হিসেবে জনপ্রিয়তা হারিয়ে ফেলে। উপকূলবর্তী জেলা হওয়ায়, বরগুনার অনেকেই জেলের কাজ করে।

শিক্ষা:

বর্তমানে বরগুনা জেলার সাক্ষরতার হার ৬০ শতাংশের বেশি। বরগুনা জেলায় ভালো মানের ব্যাপক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

১৯৮৪ সালে প্রতিষ্ঠা লাভ করা আমাদের প্রিয় বরগুনা জেলার শুভ জন্মদিনে বরগুনা ও বরগুনাবাসির জন্য রইলো অসংখ্য শুভ কামনা।💐🌹
©️

25/02/2024

আজকের রাতের দোয়াগুলো কবুল হোক! পৃথিবীর সব বাবা মা প্রিয়জন ভালো থাকুক। সব কবরবাসী জান্নাত হোক
আমিন 🤲❤️‍🩹

শীতের গোসলের চেয়ে আত্মহত্যা করা বড় সহজ মনে হয়....🥴হাইরে অভিমান,, চলে গেলো তাজা প্রাণ,, অভিমান বড্ড খারাপ জিনিস অভিমানে অ...
23/01/2024

শীতের গোসলের চেয়ে আত্মহত্যা করা বড় সহজ মনে হয়....🥴

হাইরে অভিমান,, চলে গেলো তাজা প্রাণ,, অভিমান বড্ড খারাপ জিনিস
অভিমানে অভিমানে জীবনটা শেষ।😞

23/01/2024

জীবনে যখনি পিছন ফিরে তাকাবে দেখবে মা-বাবা'ই আছে, আর কোনো সম্পর্কের কোনো গ্যারান্টি নেই, একমাত্ৰ মা-বাবা সন্তানকে ছেড়ে যেতে পারেনা!❤️

07/09/2022
07/09/2022

জীবন একটি কঠিন খেলা, ব্যক্তি হিসেবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমে শুধুমাত্র তুমি সেখানে জয়ী হতে পারবে ।
— এপিজে আবুল কালাম

07/09/2022

বিশ্বাস❞
❝ছোট্ট একটি শব্দ❞
❝পরতে এক সেকেন্ড সময় লাগে❞
❝ভাবতে কয়েক মিনিট লাগে❞
❝বুঝতে কয়েক দিন লাগে❞
❝গড়তে কয়েক মাস লাগে❞
❝ভাংগা বিশ্বাস জোড়া লাগতে সারাজীবন লাগে

13/08/2022

#বরিশাইল্লা_ভার্সন 🔥🥰
সাদা সাদা কালা কালা
পুরাই অস্থির, 😀💝

06/08/2022

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর ঢাকা, চট্টগ্রামসহ দেশের নানা জায়গায় গণপরিবহনের সংকট তৈরি হয়েছে। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। প্রিয় পাঠক, রাস্তায় বেরিয়ে আপনার অভিজ্ঞতা কী?

জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত সামগ্রিকভাবে জীবনযাত্রার ব্যয় বহুলাংশে বৃদ্ধি করবে...
06/08/2022

জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত সামগ্রিকভাবে জীবনযাত্রার ব্যয় বহুলাংশে বৃদ্ধি করবে...

১ আগস্ট,২০২২পুলিশের গুলিতে শহীদ ভোলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মরহুম আব্দুর রহিমের মৃত্যুর ১৮ ঘন্টা পর আব্দুর  ...
01/08/2022

১ আগস্ট,২০২২
পুলিশের গুলিতে শহীদ ভোলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মরহুম আব্দুর রহিমের মৃত্যুর ১৮ ঘন্টা পর আব্দুর রহিমের মরদেহ হস্তান্তর করে পুলিশ. উপস্থিত বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড.বিলকিস জাহান শিরিন ও তার পরিবার।

Address

Uttara Abdullah Pur
Uttarati
00885522

Telephone

+8801958252906

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD.News 24h. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD.News 24h.:

Videos

Share