আহামা-Ahama

আহামা-Ahama মেধার দৌড়ে জিততে না পারেন, তবে পরিশ্রমের দৌড়ে জেতার চেষ্টা করুন। কারণ এর বিপরীতে প্রতিযোগী কম।

**বিশেষ মূহুর্তের আয়ুর্বেদিক সমাধান।** # Ergo Restore একটি আয়ুর্বেদিক সমাধান।  যাদের বিশেষ কাজের  দূর্বলতা আছে বা সময় বা...
03/12/2023

**বিশেষ মূহুর্তের আয়ুর্বেদিক সমাধান।**
# Ergo Restore একটি আয়ুর্বেদিক সমাধান। যাদের বিশেষ কাজের দূর্বলতা আছে বা সময় বাড়িয়ে নিতে চান, তারা ব্যাবহার করতে পারেন।
# আয়ুর্বেদিক এ কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
# বিশেষ মূহুর্তের ৩/৪ ঘন্টা আগে খাবেন।
# আস্তে আস্তে খাওয়া কমিয়ে দিতে পারবেন।
# এক প্যাকেট এ ২০ টি ক্যাপসুল থাকে।
# দাম ১০০০ টাকা। সারাদেশে আমরা ফ্রি ডেলিভারি ।

এছাড়াও,
স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ শরীরের সামগ্রিক স্বাস্থ্য ও শক্তি বৃদ্ধিতে সহায়তা করে।
পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখে।
ধর্মীয় বিধিনিষেধ মেনে চললে শরীর ও মন ভালো থাকে।

* সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পাবেন।
* যে কোন সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন।
* অগ্রীম এক টাকাও দিতে হবে না। ডেলিভারি ম্যান এর কাছ থেকে প্রোডাক্ট বুঝে পেয়ে তারপর টাকা দিবেন।

14/11/2023

উপবাসের পরে রক্তে শর্করার মাত্রা 100 mg/dL (5.6 mmol/L) এর কম থাকলে স্বাভাবিক। তবে শর্করার মাত্রা 100 থেকে 125 mg/dL (5.6 থেকে 6.9 mmol/L) হলে সেটা প্রি-ডায়াবেটিস হিসাবে বিবেচিত হয়।

ডায়াবেটিস হলো একটি ক্রোনিক রোগ যা রক্তে শর্করা (গ্লুকোজ) নিয়ন্ত্রণে সমস্যা সৃষ্টি করে। সাধারণভাবে, শরীরে ইনসুলিন হলো একট...
03/11/2023

ডায়াবেটিস হলো একটি ক্রোনিক রোগ যা রক্তে শর্করা (গ্লুকোজ) নিয়ন্ত্রণে সমস্যা সৃষ্টি করে। সাধারণভাবে, শরীরে ইনসুলিন হলো একটি হরমোন যা প্যানক্রিয়াস নামক গ্ল্যান্ড দ্বারা তৈরি হয় এবং এটি রক্তের মাধ্যমে শর্করা সেলগুলিতে প্রবেশ করে শর্করা প্রয়োজনীয় পরিমাণে ব্যবহার করে তাদের শর্করা নিয়ন্ত্রণ করে।
ডায়াবেটিসের মূল দুটি প্রকার আছে:
টাইপ 1 ডায়াবেটিস: এই ধরণের ডায়াবেটিসে শরীর ইনসুলিন তৈরি করতে অক্ষম হয়, যেহেতু ইনসুলিন তৈরি করতে যায় না। এই ধরণের ডায়াবেটিস সাধারণভাবে যৌবনে বা শিশুদের মধ্যে দেখা যায় এবং রোগীদের ইনসুলিন প্রয়োজন হয়।
টাইপ 2 ডায়াবেটিস: এই ধরণের ডায়াবেটিসে শরীর ইনসুলিন তৈরি করতে সক্ষম থাকে, কিন্তু শর্করা সেলগুলি সঠিকভাবে প্রতিক্রিয়া দেয় না বা ইনসুলিনের প্রয়োজনীয় পরিমাণ নেই। টাইপ 2 ডায়াবেটিস সাধারণভাবে বয়স, ওজন, আবশ্যকতা হিসেবে মিথ্যা খাবার খাওয়া বা জীবনযাপনের অন্যান্য কারণে সৃষ্টি হতে পারে।
ডায়াবেটিসের নেতিবাচক লক্ষণের মধ্যে রক্তে শর্করা স্তরের বৃদ্ধি, অধিক মূত্র প্রবৃত্তি, অধিক প্রাকৃতিক ক্যান্সারের এক্সিডেন্ট, ত্বকের সমস্যা, অব্যাহত গুণধর্ম ইত্যাদি অন্তর্ভুক্ত থাকতে পারে।

22/10/2023

আয়ুর্বেদিক ঔষধে কি কোন পার্শ্ব- প্রতিক্রিয়া আছে?
**সহজ ভাষায় পার্শ্ব - প্রতিক্রিয়া হল, আপনি কোন একটা বিশেষ অসুখের জন্য কোন ঔষধ সেবন করলে, আপনার ঐ অসুখটা ভাল করার পাশা পাশি আপনার শরীরে অন্য কোন খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি করা। এই ধরনের পার্শ্ব- প্রতিক্রিয়া সাধারণত আয়ুর্বেদিক ঔষধে হয় না।**

আয়ু’ শব্দের অর্থ ‘জীবন’ এবং ‘বেদ’ শব্দের অর্থ ‘জ্ঞান’ বা ‘বিদ্যা’। ‘আয়ুর্বেদ’ শব্দের অর্থ জীবনজ্ঞান বা জীববিদ্যা। অর্থ...
21/10/2023

আয়ু’ শব্দের অর্থ ‘জীবন’ এবং ‘বেদ’ শব্দের অর্থ ‘জ্ঞান’ বা ‘বিদ্যা’। ‘আয়ুর্বেদ’ শব্দের অর্থ জীবনজ্ঞান বা জীববিদ্যা। অর্থাৎ যে জ্ঞানের মাধ্যমে জীবের কল্যাণ সাধন হয় তাকে আয়ুর্বেদ বা জীববিদ্যা বলা হয়। আয়ুর্বেদ চিকিৎসা বলতে ভেষজ বা উদ্ভিদের মাধ্যমে যে চিকিৎসা দেয়া হয় তাকে বুঝানো হয়। এই চিকিৎসা ৫০০০ বছরের পুরাতন। আদি যুগে গাছপালার মাধ্যমেই মানুষের রোগের চিকিৎসা করা হতো।এই চিকিৎসা বর্তমানে ‘হারবাল চিকিৎসা’ তথা ‘অলটারনেটিভ ট্রিটমেন্ট’ নামে পরিচিতি লাভ করেছে। বর্তমানে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে এই চিকিৎসা বেশি প্রচলিত। পাশাপাশি উন্নত বিশ্বেও এই চিকিৎসা ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। কারণ মর্ডান এলোপ্যাথি অনেক ঔষধেরই side effect বা পার্শ প্রতিক্রিয়া রয়েছে। যেমনঃ ঔষধ সিপ্রোফ্লক্রাসিন, ফ্লুক্লক্রাসিলিন, মেট্রোনিডাজল, ক্লক্রাসিলিন প্রভৃতি ঔষধ রোগ সারানোর পাশাপাশি মানব শরীরকে দুবর্ল করে ফেলে এবং দীর্ঘদিন ব্যবহারের ফলে স্মৃতিশক্তি, যৌনশক্তি, কর্মক্ষমতা কমে যাওয়ার ইতিহাস পাওয়া যায়। কিন্তু তবুও দ্রুত আরোগ্য লাভের জন্য মানুষ এগুলো ব্যবহার করে চলেছে। পক্ষান্তরে ডাক্তারও ঔষধ ব্যবসায়ীগণ এসকল পার্শ প্রতিক্রিয়া পরোয়া না করে সুনামের জন্য অনবরত যথেচ্ছহারে রোগীদেরকে এসকল ঔষধ দিয়ে যাচ্ছেন। তাই এখন এ ঔষধের বিকল্প ও পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত হিসেবে বিশ্বে আয়ুর্বেদিক চিকিৎসা এখন ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে আমরা অনেকেই এই চিকিৎসা পদ্ধতি ব্যাবহার করি এবং এই চিকিৎসায় সাইড এফেক্ট নেই বললেই চলে।

22/09/2023

যদি আপনি মেধার দৌড়ে জিততে না পারেন,তবে পরিশ্রমের দৌড়ে জেতার চেষ্টা করুন কেনোনা এর বিপরীতে প্রতিযোগীর সংখ্যা কম কিন্তু জয়ী হবার সম্ভাবনা বেশি”।

Address

Alaul Avenue, Sector/6
Uttara
1230

Telephone

+8801878816844

Alerts

Be the first to know and let us send you an email when আহামা-Ahama posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আহামা-Ahama:

Share