Lilac Media

Lilac Media Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Lilac Media, Media/News Company, Sector 6, uttara.

19/09/2024

থাইল্যান্ডের অসাধারণ মাছ কাটিং স্কিল

13/09/2024
18/08/2024

The biggest blockbuster movie after 1971 🎬
© Youtube - YZ 1704 | KOT KHA | XR Mehidy

07/07/2024

সাবধান! খারাপ আবহাওয়ায়,সমুদ্রে নামলে, এমনি করে তলিয়ে যেতে হবে!

স্থান: দিঘা

©unknown

30/06/2024

ঢাকায় আমার বাড়ি-গাড়ি কিছু নাই : মিজানুর রহমান স্যার।

বিদায়ী মহাপরিচালক(গ্রেড-১),দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

সততার পুরস্কার সম্মান ছাড়া আর কি হতে পারে!❤️

এমন সৎ মানুষের প্রতি মন থেকে সম্মান আসে এবং এদের সবারই চেনা উচিত, জানা উচিত, সম্মান করা উচিত।

©ATN Bangla

21/03/2024

প্রি-ওয়েডিং এর ভিডিও, ছবিতে পুরো বলিউড-কে দেখেছেন, এই হলো তার আসল কারণ...

Excilent Research

©The B**g Dairy

LJobsbd এবং DH Service system এর পক্ষ থেকে নতুন চুক্তি করার জন্য রওনা হয়েছি!গতকাল থেকে মনটা খুশী না হয়ে বরং কষ্ট অনুভব ক...
07/02/2024

LJobsbd এবং DH Service system এর পক্ষ থেকে নতুন চুক্তি করার জন্য রওনা হয়েছি!গতকাল থেকে মনটা খুশী না হয়ে বরং কষ্ট অনুভব করছে! কিন্তু কেন?

লিলাক গ্রপের হাতে প্রায় সব ধরনের সার্ভিস সিস্টেম আছে, যা ১৯টা মূল কোম্পানী এবং এর সাব-কোম্পানী বা স্কুলিং সিস্টেম কন্ট্রোল করে থাকে। সব কোম্পানী লিলাক গ্রুপের সার্ভিস সিস্টেমগুলোর জন্য কাজ করলেও বাইরে সবাইকে সার্ভিস দেয় না। LJobsbd এমনি এক প্রতিষ্ঠান। এটি লিলাকগ্রুপের HR Department হিসেবে কাজ করলেও এর কর্ম পরিধি, সক্ষমতা বৃহৎ!

এই প্রতিষ্ঠানের কোন কোম্পানির Modern Procurement Department সম্পূর্ণ দ্বায়িত্ব নেয়ার সক্ষমতা রাখে। আর লিলাক গ্রুপের হাতে থাকা প্রযুক্তি কোম্পানি গুলোর সহযোগীতায় ৭০% কম মানুষের সহযোগিতা নিয়ে মার্কেটিং এবং সিস্টেম ম্যানেজমেন্ট এ কাজ করতে পারে। এবং এই পদ্ধতি করোনাকালীন সময় থেকে লিলাক গ্রুপের প্রয়োগ করে আসছে। এতে করে ৭০% কম মানব সম্পদ নিয়ে ৩০০-৪০০% বেশি মুনাফা করতে পারছে। এবং এই পদ্ধতিতে ১% management (Procurement)সক্ষমতা নিয়ে কোম্পানি পরিচালনা বা ব্যান্ডিং সম্ভব।

এবার আসি মন খারাপের কথায়! বেশ কিছু কোম্পানি এই সাপোর্ট নেয়ার জন্য আমার সাথে কথা বলছিল, কিন্তু প্রতিষ্ঠার ৫ বছর পর্যন্ত এই সার্ভিস আমি দেই নাই। হঠাৎ একদিন একটা হাউসিং কোম্পানির সাথে ব্যাক্তি পর্যায়ে আলোচনা হলো Lilac Dream House এর পক্ষ থেকে! তারা সততার সাথে কাজ করছে কিন্তু ব্যান্ডিং বা ম্যানেজমেন্ট পাওয়ার দূর্বল বা আদি পদ্ধতির৷ ৫-৬ মাস কথা বলার পর কি ভেবে যেন LJobsbd এর সার্ভিসের অফার দিয়ে বসলাম। এখন তো রাজি হয়ে গেসে সাথে সাথেই! যেই ভাবে বলেছি, অফিস ডেকোরেশন করে ফেলেছে। এডভান্স নিয়ে, চুক্তি করার জন্য বসে আছে! আর আমার না করারও সুযোগ নেয়!

আর ৯০-৯৫% Procurement এর দ্বায়িত্ব ছেড়ে দিয়ে শুধু production এ ফোকাস করার মজা পেয়ে গেলে এই সার্ভিস ভাইরাসের মতো ছড়িয়ে যাবে! কিন্তু ৬০-৮০% জব বা ম্যান পাওয়ার কম দরকার হবে। মানে বেশ কিছু মানুষ চাকরি হারাবে। এখানেই কষ্টের জায়গা!

যদিও এটাই বাস্তবতা! সময়ের সাথে নিজের স্কিল না বাড়ালে জব থাকবে না। মার্কেটার এর জায়গা এপ্স নিয়ে নিবে। মানুষের জায়গা রোবট নিয়ে নিবে। এদের পিছনে থাকবে কিছু প্রযুক্তিবিদ যারা সিস্টেমগুলো চালাবে।
মার্কেটার দের প্রতি বিশ্বাস হারিয়ে Lilac AD Agency এর digital marketing সিস্টেম উন্নত করেছিলাম! production এ রোবট ব্যবহার বাড়বে। আমিই শুধু Lilac Artificial Intelligence ( LAI) এর মত সাব-কোম্পানী বানিয়ে পিছনে রেখে দিয়েছি ভাবলে ভূল করবেন। প্রায় সব বড় কোম্পানি তাই করছে।
এত বড় লিখা পড়ে অনেকে হাসতেই পারেন কিন্তু গত জানুয়ারিতে শুধু প্রযুক্তি কোম্পানীগুলোতেই ৯০ হাজার মানুষ চাকরি হারিয়েছে, যুক্তরাষ্ট্রে! বাকি গুলো চিন্তা করে দেখেন।
Be aware & Develop your skill to survive in the new era!

06/12/2023

Dear Crush! টেলিফোনে কথা বলতে অসুবিধা কি?🫣

©Uzzol Hossain

12/10/2023

ফ্রিল্যান্সিং কি?
কাদের জন্য?

২০১৮ সালে প্রতিষ্ঠিত একটি দল৩ মৌসুমে ৯৯টি ম্যাচ খেলেছেনপ্রথম বছর টেবিলে ১৯, দ্বিতীয় বছর ২০, তৃতীয় বছর ১২ ফাইনাল ০ সেমিফ...
20/08/2023

২০১৮ সালে প্রতিষ্ঠিত একটি দল
৩ মৌসুমে ৯৯টি ম্যাচ খেলেছেন
প্রথম বছর টেবিলে ১৯, দ্বিতীয় বছর ২০, তৃতীয় বছর ১২

ফাইনাল ০ সেমিফাইনাল ০ কোয়ার্টার ফাইনাল
০ টাইটেল, কাপ এবং চ্যাম্পিয়নশিপ ০

মেসির সাথে চুক্তি ✍️✅
তারপর কী হলো?

মাত্র ৭ ম্যাচে চ্যাম্পিয়নশিপ 🏆🇺🇸

ইতিহাসের সেরা 🐐🇦🇷 সঙ্গে চুক্তি অভিনন্দন ইন্টার মিয়ামি অভিনন্দন মেসি অভিনন্দন বেকহাম

বাবার হোটেল থেকে বের হলেই বুঝা যায় পৃথিবীতে এক মুঠো ভাতের কত মূল্য"!
20/06/2023

বাবার হোটেল থেকে বের হলেই বুঝা যায়
পৃথিবীতে এক মুঠো ভাতের কত মূল্য"!

Public Management নিয়ে কাজ করা কি পরিমাণ কঠিন, এটা যারা ব্র‍্যান্ড নিয়ে কাজ করে তারাই ভালো বলতে পারবে। লিলাক গ্রুপ প্রতি...
20/05/2023

Public Management নিয়ে কাজ করা কি পরিমাণ কঠিন, এটা যারা ব্র‍্যান্ড নিয়ে কাজ করে তারাই ভালো বলতে পারবে।
লিলাক গ্রুপ প্রতিষ্ঠা করার শুরু দিকে চিন্তা করেছিলাম সবার কাছে সার্ভিস পৌছে দিবো কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম ফ্রি সার্ভিস দেয়া হলো সবচেয়ে ঝামেলার কাজ।আর কম দামের সার্ভিসে যত ঝামেলা পোহাতে হয়, বেশি দাম বা মানসম্মত সার্ভিসে তত ঝামেলা পোহাতে হয় না।

ধীরে ধীরে কোম্পানী বাড়তে থাকে, একই সাথে কোম্পানীর প্রোডাক্ট এবং সার্ভিসের মানও বাড়তে থাকে। এমন কি Content Writing by Lilac (CWBL) কোম্পানীতে শুধু প্রিমিয়াম সার্ভিস দেয়ার উপর টেস্ট চালানো হয়েছিল।যা সফলভাবে কাজ করেছে। এই পরীক্ষার ফলাফলের পর ধীরে ধীরে সব কোম্পানীকে একই ধরনের প্রিমিয়াম মডেলে নিয়ে আসা হয়।

আজ থেকে ঘোষনা দিয়েই বলছি- লিলাকে আর কোন সাধারন মানের সার্ভিস পাওয়া যাবে না। সবই প্রিমিয়াম সার্ভিস হবে। গত ২ বছর ধরে আমাদের কোন কোম্পানীতে রেজিস্ট্রেশন ছাড়া সার্ভিস নিতে পারে না, যা চলমান থাকবে।

মোট কথা লিলাক গ্রুপের ১৮ টা কোম্পানী এবং ৫৯ সাব-কোম্পানীর সবগুলো থেকে শুধু মাত্র প্রিমিয়াম সার্ভিসই পাওয়া যাবে, যেখানে সার্ভিস নিতে হলে, লিলাক গ্রুপের মেম্বার হতেই হয় এবং হবে। এমন কি লিলাকের কোন কোম্পানীতে চাকরি করতে হলে, অবশ্যই Lilac Education থেকে পাশ করে আসতে হয়। Lilac education এর ২২টি শিক্ষা ব্যবস্থাপনা আগামী কয়েক বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হবে ইনশাল্লাহ।

সম্পূর্ণ লিলাক গ্রপকে প্রিমিয়াম ব্র‍্যান্ডে রূপান্তর করার মিশনের নাম " Mission Flamingo"

🔰
আমি পৃথিবীতে কাউকেই আমার প্রতিযোগী মনে করি না।কারন আমি শূন্য থেকে উঠে আসা মানুষ, আবার একদিন এই মাটিতেই মিশে যাবো। আল্লাহ ছাড়া কাউকে, তেমনভাবে কাছে পাই নাই, হয়তবা চাইও নাই। আমি লিলাককে যেহেতু পুরোপুরি প্রিমিয়াম ব্যান্ড তৈরি করছি তাই এর প্রতিযোগী একটা গরীবের ব্রান্ড বানাচ্ছি।

Brand Name: Freesia
Tagline: Free but not free

লিলাক গ্রুপের বিজ্ঞাপনের জন্য আমি কি পরিমান খরচ করেছি বা করি সেটা আমিই ভালো বলতে পারবো। কিন্তু Freesia তে আমি এক পয়সাও খরচ করব না। এটি লিলাকের সব কন্সেপ্ট নিয়ে কাজ করলেও, গরীবের ব্র‍্যান্ড হয়েই কাজ করবে এবং এটা এক ধরনের বিজ্ঞাপনী সংস্থা হিসেবে কাজ করবে, ডাটা মার্কেট হিসেবে কাজ করবে, যেখানে ডাটা সাইন্সের কাজ থাকবে অনেক বেশি। আমি বিভিন্ন সার্ভিস আনার আগে লিলাকে অনেক পরীক্ষা নিরীক্ষা চালাতাম। এখন থেকে সব পরীক্ষা চালানো হবে Freesia এর কাস্টমারের উপর। লিলাক সকল প্রকার পরীক্ষার বাইরে থাকবে। লিলাকের সার্ভিসের মান এমন পর্যায়ে থাকবে যাতে করে মানুষের বাজে কথা বলার সুযোগই না থাকে,যদিও সেই সুযোগ অনেক আগে থেকেই বন্ধ। ফ্রিসিয়াতে ভাইরাল মার্কেটিং কন্সেপ্ট ব্যবহার করা হবে। আর মানুষ অন্যের ভুল ধরতে পছন্দ করে বেশি। তাই ফ্রিসিয়াতে সবাইকে কথা বলার সুযোগ তৈরি করে দেয়া হবে।

Freesia- Mission Free but not Free মডেলে শুরু হচ্ছে। যার পুরোটাই আমার পরীক্ষার জায়গা। আমি জানি কোন প্রতিষ্ঠানের ট্যাগ লাইন Free but not Free লিখা উচিত না, কিন্তু এটা ব্যাতিক্রম। আমার লিলাকের বাইরে ব্যান্ড তৈরি করার ইচ্ছে নাই। ফ্রিসিয়াকে না হয় আমার খেলার জায়গা হিসেবেই নিলাম। আমি যখন কাউকে ফ্রি সার্ভিস দিবো, নিশ্চই তার উপর পরীক্ষা চালানোর অধিকার আমার আসবে বলে মনে করি। সত্যি বলতে পৃথীবিতে কিছুই ফ্রি না, বিনিময়ে অবশ্যই কিছু নিয়ে নেয়া হয়। অধিকাংশ ক্ষেত্রেই তথ্য এবং অভ্যাস নিয়ে নেয়া হয়। আসলে Freesia দিয়ে আমি প্রমান করবো ফ্রি ব্যবসার মডেলের চেয়ে ভালো ব্যবসায়িক মডেল আর হতে পারে না।
আমার এক কথা মনে রাখবেন- " যখন আপনি ফ্রিতে কোন সার্ভিস নিচ্ছেন তার মানে হলো এই জায়গায় পন্য হবেন আপনি এবং ভবিষ্যতে আপনাকে বিক্রয় করা হবে।

শেষ কথা- Lilac Group মানেই DH Sakib আর DH Sakib মানেই Freesia, তারপর এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানের প্রতিযোগী হিসেবে তৈরি হবে। এবার দেখার বিষয় কে জিতে প্রিমিয়াম ব্র‍্যান্ড "Lilac" নাকি গরীবের ব্র‍্যান্ড "Freesia".

জানতে চোখ রাখুন প্রতি বছরের ২১ জানুয়ারি Lilac Media তে 😛।
- CEO & Founder DH Sakib

সকালে একই পরিবারের দুই নিষ্পাপ শিশুকে বিছানায় মৃত অবস্থায় পাওয়া গেছে।তাদের মৃত্যুর সম্ভাব্য কারণ তদন্ত করে তাদের খাদ্...
27/04/2023

সকালে একই পরিবারের দুই নিষ্পাপ শিশুকে বিছানায় মৃত অবস্থায় পাওয়া গেছে।

তাদের মৃত্যুর সম্ভাব্য কারণ তদন্ত করে তাদের খাদ্য-পানের ব্যাপারে প্রশ্ন করলে বাচ্চাদের মা বলেন, বাচ্চারা বাইরে থেকে কিছু খায়নি, কিন্তু ঘুমানোর সময় প্রতিদিনের মত আজও এক গ্লাস করে দুধ দেওয়া হয়।

ফ্রিজে দুধের পাত্র পরিদর্শন করলে পাত্রের নীচে ৩/৪ ইঞ্চি বিষধর সাপের এই বাচ্চাটি মৃত অবস্থায় পাওয়া যায়।
ফ্রিজে গিয়ে দুধের জগেই পড়ল কিভাবে??? পরিবারের কথা মনে পড়ে সব্জি বাজার থেকে শাক এনে শাকের বান্ডিল না খুলে ফ্রিজে রেখেছিল।

সম্ভবত সাপের বাচ্চা শাকের বান্ডিল থেকে বেরিয়ে দুধের জগে পড়েছিল। শিশুদের মৃত্যুর কারণ স্পষ্ট, কিন্তু পরিবারের দুটি সন্তান হারিয়েছে।
তাই ফ্রিজে কিছু রাখার সময় শাক, সবজি ও খাবার অন্যান্য জিনিস থেকে খুব সতর্ক থাকা উচিত।

ফ্রিজ সবসময় পরিষ্কার রাখুন, রান্নাঘরে কোন খাবার খোলা রাখবেন না । *দুর্ঘটনা থেকে শিক্ষা নিন এবং এই বার্তাটি শুধু পড়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে শেয়ার করে মানবতার সেবায় আপনার ক্ষুদ্র অংশটি দান করুন।

সংগৃহীত

Company: Foodlygo মানুষের খাদ্য চাহিদা পূরনের আপ্রান প্রচেষ্ঠায়...
26/04/2023

Company: Foodlygo
মানুষের খাদ্য চাহিদা পূরনের আপ্রান প্রচেষ্ঠায়...

বাংলাদেশী মুদ্রায় ৭১ লক্ষ ৭০ হাজার টাকা প্রায়, দুবাই আন্তর্জাতিক কোরআন হেফজ প্রতিযোগিতার প্রথম পুরস্কার গ্রহণ করে দেশে...
08/04/2023

বাংলাদেশী মুদ্রায় ৭১ লক্ষ ৭০ হাজার টাকা প্রায়, দুবাই আন্তর্জাতিক কোরআন হেফজ প্রতিযোগিতার প্রথম পুরস্কার গ্রহণ করে দেশে ফিরছে তাকরিম ও তার গর্বিত ওস্তাদ। বাংলাদেশের আসল হিরো এরাই।

আফসোস যে প্রথম সারির কোন গণমাধ্যম নিউজ করল না। ফ্যাক্টঃ আজকে বাংলাদেশে যদি একটা ছেলে বা মেয়ে চমৎকার গান গাইতো,, মিনিটের ভিতর,, ভাইরাল হয়ে যেতো,,ভিউ হতো লক্ষ কোটি।

শেয়ার করে সবাইকে সুখবর টা দেখার সুযোগ করে দিন।

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ👌১.  মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছ...
06/04/2023

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ👌

১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

২. মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।

৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।

৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।

৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।

৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।

৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।

৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।

১০. বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!

*জানিনা কে লিখেছে, কুড়িয়ে পাওয়া।
সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি *
সালাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে!

~সংগৃহীত~

Address

Sector 6
Uttara
1230

Alerts

Be the first to know and let us send you an email when Lilac Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lilac Media:

Videos

Share


Other Media/News Companies in Uttara

Show All