15/12/2024
চারদিকে কান্না...
প্রিয় মানুষটি আজ ছেড়ে চলে গেছেন বহুদূরে -
প্রিয়ো মানুষ,টির প্রিয় সেই বিড়ালটি নিথর দেহর উপর নিশ্চুপ হয়ে বসে আছে।
যেন সে বুঝতে পেরেছে আর কেউ আদর করে কাছে ডাকবে না। নিথর দেহ টি আর উঠে বসে মাথায় হাত বুলিয়ে দিবে না।
এ বাঁধন মায়ার -
বলা হয় পৃথিবীর সব ছাড়তে পারলেও মায়া ছাড়া যায় না।