Kitty Paradise BD

Kitty Paradise BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kitty Paradise BD, Digital creator, Dhaka, Uttar Mirpur.
(6)

Kitty Paradise BD ফ্যামিলির সবার উদ্দেশ্যে একটা কথায় বলবো যেই খানেই ক্ষুধার্ত মানুষ হোক বা পশু প্রাণী তাদের একটু হলেও খাবার দিয়ে সাহায্য করুন ❤️ আল্লাহ আপনাদের সাহায্য করবেন ইনশাআল্লাহ🥰

Help the helpless poor people and animals.🙏🙏

চারদিকে কান্না... প্রিয় মানুষটি আজ ছেড়ে চলে গেছেন বহুদূরে - প্রিয়ো মানুষ,টির প্রিয় সেই বিড়ালটি নিথর দেহর উপর নিশ্চুপ হয়ে...
15/12/2024

চারদিকে কান্না...
প্রিয় মানুষটি আজ ছেড়ে চলে গেছেন বহুদূরে -
প্রিয়ো মানুষ,টির প্রিয় সেই বিড়ালটি নিথর দেহর উপর নিশ্চুপ হয়ে বসে আছে।
যেন সে বুঝতে পেরেছে আর কেউ আদর করে কাছে ডাকবে না। নিথর দেহ টি আর উঠে বসে মাথায় হাত বুলিয়ে দিবে না।
এ বাঁধন মায়ার -
বলা হয় পৃথিবীর সব ছাড়তে পারলেও মায়া ছাড়া যায় না।

15/12/2024

মাশাআল্লাহ 😍❤️

আজকে হালকা টেস্ট করতেছি, ভালো লাগলে কালকে থেকে হুম্যানের মাংস খাবো! 😬
14/12/2024

আজকে হালকা টেস্ট করতেছি, ভালো লাগলে কালকে থেকে হুম্যানের মাংস খাবো! 😬

রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যেকোনো প্রাণীর ওপর দয়া করার মধ্যেও রয়েছে প্রভুত সওয়াব।’ 😊🌸🥀[ বুখারি, আয়াত, ৬০০৯ ]
14/12/2024

রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যেকোনো প্রাণীর
ওপর দয়া করার মধ্যেও রয়েছে
প্রভুত সওয়াব।’ 😊🌸🥀

[ বুখারি, আয়াত, ৬০০৯ ]

বাচ্চা জন্ম দেয়ার সময় স্বাভাবিকভাবেই মা কুকুররা একটু প্রাইভেসি খোঁজে। জনবহুল এলাকা থেকে একটু আড়ালে গিয়ে বাচ্চা দিতে চায়।...
13/12/2024

বাচ্চা জন্ম দেয়ার সময় স্বাভাবিকভাবেই মা কুকুররা একটু প্রাইভেসি খোঁজে।
জনবহুল এলাকা থেকে একটু আড়ালে গিয়ে বাচ্চা দিতে চায়।
গ্রামাঞ্চলে ঝোপঝাড় অথবা চিপাগলি, উঠোনের কোণাকানাচ থাকলেও শহরে সেই সুযোগ খুবই কম। প্রায় নেইই বলা যায়।
বাড়িঘরে কোনো উঠোন নেই।
এলিট/পশ সোসাইটির ফ্ল্যাটগুলোতে ওদের জায়গা হওয়ার প্রশ্নই উঠেনা।
বাধ্য হয়ে রাস্তার ধারে কোনো একটা গেইটের চিপায় অথবা ফুটপাতেই বাচ্চা দিতে হয় ওদের।
অনেক সময় এমনও হয় সবকটা বাচ্চা জন্ম দিয়ে না উঠতেই সদ্যজাত সন্তানকে গাড়ির নিচে চা পা পড়ে যেতে হয়।
মা কুকুরের দোষ একটাই সেই কুকুর।
এর বাইরে তার মা হওয়ার যন্ত্রণা অথবা অনুভূতি কোনোটাই মানুষের চাইতে আলাদা না।
বরঞ্চ বেশি হতে পারে, যেহেতু সে অনেকগুলো বাচ্চা জন্ম দেয়।

Puppy season চলছে।
রাস্তাঘাটে মা কুকুরদের সাথে গোলুমোলু নেংটাপোংটা বাচ্চা দেখলে একটু কিছুমিছু খেতে দিয়েন।
রাস্তার মাঝখানে যদি দ্যাখেন মৃত বাচ্চা নিয়ে মা কুকুর বিলাপ করে কাঁদছে, অন্তত বাচ্চাটারে তুলে একটু রাস্তার এক পাশে এনে রাইখেন যেন মা কুকুরটা শান্তিতে একটু প্রসেস করতে পারে তার সন্তান হারানোর শোক।
আবার যদি দ্যাখেন মা কুকুর একাই পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, সাথে কোনো ছানাপোনা নাই, সেই কুকুরের মাথায় পারলে একটু হাত বুলায়ে দিয়েন।
কোন বোবা প্রাণীর দোয়ায় যে আল্লাহ আপনারে মাফ করে দিবেন সেটা তো আমি আপনি জানিনা।
তাই রিস্ক নিয়েন না।
সবাইরেই ভালোবাইসেন।
সবচেয়ে জরুরি কথা, ব্যস্ত শিডিউল থেকে অল্প একটু সময় বের করে মানুষ হইয়েন।

-শামসুন নাহার প্রিয়া

আমার যদি সামর্থ্য হতো আমিও রাস্তার সকল প্রাণীকে এমন করে তাদের মন ভরে খাবার দিতাম🥺🥺 ইয়া আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন যে...
13/12/2024

আমার যদি সামর্থ্য হতো আমিও রাস্তার সকল প্রাণীকে এমন করে তাদের মন ভরে খাবার দিতাম🥺🥺 ইয়া আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন যেন তাদের পাশে সব সময় থাকতে পারি

সম্ভব হলে ওরা যেন ঠাণ্ডায় কষ্ট না পায় সেজন্য আপনার দরজার বাইরে/সিঁড়িতে ছালার বস্তা/চট/মোটা পুরনো কাপড় বিছিয়ে দিন। এই শীত...
13/12/2024

সম্ভব হলে ওরা যেন ঠাণ্ডায় কষ্ট না পায় সেজন্য আপনার দরজার বাইরে/সিঁড়িতে ছালার বস্তা/চট/মোটা পুরনো কাপড় বিছিয়ে দিন। এই শীতের রাতে ওরা একটু হলেও শান্তিতে ঘুমাতে পারবে plz 🙏

আরেকটু সাইডে নে টাকলা হুমান..
12/12/2024

আরেকটু সাইডে নে টাকলা হুমান..

12/12/2024

Once again🖕

"আমি জোজো, পড়াশোনা আমার চাল-চলন! সিলেবাসে মাছের অভাব, তাই বিক্ষোভে মেও-মেও! 🐾🐟"📸 Rawnak HossainRajibul Hasan Rumon
12/12/2024

"আমি জোজো, পড়াশোনা আমার চাল-চলন! সিলেবাসে মাছের অভাব, তাই বিক্ষোভে মেও-মেও! 🐾🐟"

📸 Rawnak Hossain

Rajibul Hasan Rumon

11/12/2024

কথা বলতে পারলে কুকুর টা কি বলতো 😬

Hello আম্মু 😐
11/12/2024

Hello আম্মু 😐

দেখে আফসোস হয় এই মানুষ গুলো বুঝে কিন্তু যাদের টাকা আছে তারা বুঝে না। খালার জন্য অনেক অনেক দোয়া রইলো
11/12/2024

দেখে আফসোস হয় এই মানুষ গুলো বুঝে কিন্তু যাদের টাকা আছে তারা বুঝে না। খালার জন্য অনেক অনেক দোয়া রইলো

প্রচন্ড গরম হোক বা তীব্র শীত।রাস্তায় থাকা কুকুর, বেড়াল গুলো আমাদের গাড়ি,র নিচে আশ্রয় নেয়।গাড়ি সার্ট করার আগে অন্তত একবার...
11/12/2024

প্রচন্ড গরম হোক বা তীব্র শীত।
রাস্তায় থাকা কুকুর, বেড়াল গুলো আমাদের গাড়ি,র নিচে আশ্রয় নেয়।
গাড়ি সার্ট করার আগে অন্তত একবার নিচে চেক করে নিন।
এতে আমার খুব বেশি ১থেকে ২ মিনিট সময় লাগবে।
আপনার একটু সচেতনতায় বাঁচতে পারে নিরিহ প্রান🙏

বিড়ালের বাবা 🖤😻
11/12/2024

বিড়ালের বাবা 🖤😻

11/12/2024

যারা ওদের ভালোবাসে তারা ভয় পায় না, কারণ তাঁদের বিশ্বাস আছে ওদের ওপর ওরা আর যাই হোক প্রভুকে কামড়াবে না। ভুলবশত দাঁত লেগে যেতে পারে কিন্তু স্বইচ্ছায় জীবন থাকতে কামড় দেবে না। ❤️🥰🫂বাবা,মা, ভাই, বোনের পর যদি আমি কাউকে বিশ্বাস করি ভরসা করি শুধু ওদেরকেই করি।❤️

10/12/2024

কুকুররা কেন গাড়ি/ বাইক দেখলে ঘেউ ঘেউ করে, 'আক্রমণাত্মক' হয়ে যায়...?
এবার বুঝলেন!

একটু দেখে পথ চলুন ভাই। আমাদের ব্যস্ততায় ওরা যে প্রান হারায়।

ভিডিও,টি দেখার মতো নয়। খু #বই বেদনা দায়ক শেয়ার করবার জন্য দূঃখিত। মা,কুকুরের আর্তনাদ কলিজায় লাগলো💔

ভিডিও সংগৃহীত।

এটা আমার হার্ট ❤️🐈🐈‍⬛
10/12/2024

এটা আমার হার্ট ❤️🐈🐈‍⬛

Address

Dhaka
Uttar Mirpur
1218

Alerts

Be the first to know and let us send you an email when Kitty Paradise BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Uttar Mirpur

Show All