সাগর হোসেন রনি

সাগর হোসেন রনি Hello Friends! I'm Sagor Hossain Rone. This is my personal page from where I will share with you som

সময় বলে দেয়!🕞কে কার কতটা আপন...সময়ের সাথে সাথেবদলে যায় অনেক প্রিয়জন...সময়ের সাথে সাথে বুঝা যায়কে আপন আর কে বা পর!...
13/12/2023

সময় বলে দেয়!🕞
কে কার কতটা আপন...
সময়ের সাথে সাথে
বদলে যায় অনেক প্রিয়জন...
সময়ের সাথে সাথে বুঝা যায়
কে আপন আর কে বা পর!!
সময়ই চিনিয়ে দেয় কে বন্ধু,,
কে বা স্বার্থপর...।।

12/12/2023
        ❤️👈
11/12/2023

❤️👈

11/12/2023

থাকিস যদি পাশাপাশি,বাসিস যদি ভালো,আসিস যদি কাছাকাছিযতটা চাই তত,চিরটাকাল সঙ্গে রবো.......(👉গুরু🙏)
10/12/2023

থাকিস যদি পাশাপাশি,
বাসিস যদি ভালো,
আসিস যদি কাছাকাছি
যতটা চাই তত,
চিরটাকাল সঙ্গে রবো.......(👉গুরু🙏)

08/12/2023

এ জীবন কেন এত রং বদলায়!

হয়তো ওরা এখন অনেক বড় হইছে!! ২০১৬==============কেমন আছো তোমরা হয়তো অনেক ভালো..অনেকটা সময় পার হয়ে গেছে তাই না....?তোমরা এখ...
05/12/2023

হয়তো ওরা এখন অনেক বড় হইছে!! ২০১৬
==============
কেমন আছো তোমরা হয়তো অনেক ভালো..অনেকটা সময় পার হয়ে গেছে তাই না....?

তোমরা এখন অনেক দূরে ...! মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে হয়...! তোমাদের কি মনে পরে আমার সাথে কাটানো একটু সময়!!

আমার মতই কি পাগলামি মন তোমাদের! আমার মতই কি হাজার ব্যস্ততা মাঝেও মনে পরে ফেলে আসা দিন গুলি!..ধুরু এসব কি ভাবছি...

এখন তোমাদের হাসি দেখে হেসে যাই...! তোমরা ভালো থেকো এটাই আমার বড় চাওয়া...! কিন্তু এখনোও মনে করি তোমাদের গল্প উৎসব উল্লাস ..! ......ভালো থেকো তোমরা!! ২০১৬ অথবা ২০১৭

👉✍________ Roni___অদ্ভুত সেই ছেলেটি

01/12/2023

তোমার সাথে একটা দিন চাই,🌸🥀
তাজমহল, নায়াগ্রা না হোক
অন্তত ঘাসের উপর মুক্তোর মতো ছড়িয়ে থাকা শিশিরের উপর দু কদম হাটতে চাই।
সেদিনের বিকেল টা হোক অন্যরকম,
গোধুলি বেলায় সন্ধ্যা তারার দিকে
তাকিয়ে কেটে যাক কিছু সময়।🌸🥀

হবে কি একটা দিন⁉️

30/11/2023

সে-তো অনেক দিন আগের কথা
তখন আমি ...See more

30/11/2023

পাগল ছাড়া দুনিয়া চলে না😇

29/11/2023

তুমি এসেছিলে পরশু
কাল কেন আসোনি...?

প্লিজ,আপনার সন্তানকে অভাবের বদলে 'আভিজাত্য' শেখান !!তাকে মন ও মননে বড়ো হতে শেখান ..তাকে সাধ্যের মধ্যে থেকে যতটুকু পারেন,...
27/11/2023

প্লিজ,আপনার সন্তানকে অভাবের বদলে 'আভিজাত্য' শেখান !!
তাকে মন ও মননে বড়ো হতে শেখান ..

তাকে সাধ্যের মধ্যে থেকে যতটুকু পারেন, দামী জিনিসপত্র কিনে দেন .. এডগার এলেন পো কিংবা আইজ্যাক বশেভিস সিঙ্গারের বই জন্মদিনে গিফট করেন ..

তাকে সামান্য রাখাল বালকের ব্যাংকার হওয়ার গল্প না বলে এরদোয়ান কিংবা বাইডেনের গল্প বলেন ..
'মানুষ তার স্বপ্নের সমান বড়ো হয়', এই চরম সত্যটা ছোটবেলায় তার মাথায় গেঁথে দেন ..

তাকে বলেন, যেকোন কাজ সম্মানের .. শুধু চেয়ারে বসাই পড়ালেখার উদ্দেশ্য নয় .. চিন্তার মুক্তি না হলে, পিএইচডি করেও কোন ফায়দা নেই ..
নিজের বিবেকের কাছে তাকে সৎ থাকার শিক্ষা দেন ..

তাকে বলেন,এই দেশই পৃথিবীর শ্রেষ্ঠ দেশ না .. পৃথিবীতে আরো অনেক বড়ো বড়ো দেশ, জাতি, মানুষ, সভ্যতা আছে ..
প্রচুর ভ্রমণকাহিনী পড়তে দেন .. দশ, বারো বছর বয়স হলেই যেন তার ভিতর সুইজারল্যান্ডের ইন্টারলেকেন কিংবা কাশ্মীরের কোন সকাল দেখার স্পৃহা তৈরি হয় ..

প্লিজ, বাচ্চাদের অভাব শিখাবেন না ..
অভাবী মানুষ পৃথিবীকে কিছু দিতে পারে না ..
এদের জীবন কাটে ধুঁকে ধুঁকে ..
খরকুটোর মতো বেঁচে থাকা আসলে কোন 'জীবন' না ..
টাকায় দরিদ্র হওয়া কোন অপরাধ না ..
অপরাধ হলো, নিজের চিন্তা ভাবনাকে 'গরীব' করে রাখা ..

যে আপনার সন্তানের উচ্চাকাঙ্ক্ষাকে খাটো করে দেখে, তারা হতাশাগ্রস্ত লোক ..
এদের কাছ থেকে ৫০০ হাত দূরে থাকুন ..

25/11/2023

জীবন যত বড় হবে
ততই বুঝতে পারবে!
প্রয়োজন ছাড়া এই...

পৃথিবীতে কেউ কারো আপন নয়!!

07/11/2023

বাজারে সবচেয়ে কম দাম হল মানুষ।
মানুষের দাম এখন অনেক কম।
দায়িত্ববান লোকদের দায়িত্বহীনতার মানুষ যে কত কষ্টে আছে বলার বাইরে বাজার নিয়ন্ত্রণের বাইরে 🥲
#💲

04/11/2023

৬ টি কারণ, আপনার বিড়াল পালন করা উচিৎ।

» তারা আপনার বাড়িতে ফেরেশতাদের নিয়ে আসে♡
» আবু হুরায়রা রাঃ বিড়াল পালতেন রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম বিড়ালের বাবা বলে আবু হুরায়রা রাদিআল্লাহু আনহু কে ডাকতেন ♡
» তারা সুন্নত নিয়ে আসে♡
» তাদের লালা বিশুদ্ধ♡
» তারা নিজেদের পরিষ্কার করে♡
» তারা খুব শান্ত ♡

🐱4 ইসলামে বিড়াল সম্পর্কে তথ্য

➵হযরত মোহাম্মদ (صلى الله عليه وسلم) বিড়াল পছন্দ করেন।
➵বিড়াল পরিষ্কার এবং খাঁটি প্রাণী।
➵ বিড়াল বাড়ি এবং মসজিদে প্রবেশ করতে পারে।
➵বিড়ালের প্রতি ভালোবাসা ইসলামে বিশ্বাসের লক্ষণ।

"একজন মহিলা জাহান্নামে প্রবেশ করেছিল একটি বিড়ালের কারণে যাকে সে বেঁধে রেখেছিল এবং খাওয়ায়নি এবং পৃথিবীর কীটপতঙ্গকে খাওয়ানোর জন্য ছেড়ে দেয়নি।"
[আল-বুখারি: 3140, মুসলিম: 2242]📖
তাই যদি কোন বিড়াল বা কোন প্রাণী খাবারের সন্ধানে আপনার কাছে আসে, তবে তা উপেক্ষা করবেন না, এটি আপনার কাছে এসেছে শুধুমাত্র আপনার কিছু গুনাহ দূর করার জন্য।আল্লাহু আকবার❤️
বিড়াল সম্পর্কে সামান্য জ্ঞান,
একটি বিড়াল বাড়ির ভিতরে খারাপ আত্মা এবং মন্দ উপাদানগুলিকে তাড়াতে পারে।
যদি বিড়াল কাঁদে তবে এটি আশেপাশের লোকেদের কাছে একটি খবর বা সতর্কবার্তা প্রদান করতে পারে।
যখন একটি বিড়াল আপনার চারপাশে হেঁটে বেড়ায় এবং আপনার পায়ে/পায়ে তার শরীরকে ঘষে বা ঘষে, তখন আমরা সাধারণত মনে করি এটি কেবল আদর করা হচ্ছে বা আমাদের চেনার ভান করছে।কিন্তু প্রবীণদের মতে এটি ভুল কারণ তিনি যদি তার শরীর আপনার উপর রাখেন, তাহলে এর অর্থ হল আপনার শরীর থেকে বা আপনার চারপাশে খারাপ উপাদান বা খারাপ আত্মাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে।
আপনি কি জানেন যে আপনি যখন ঘুমাচ্ছেন এবং আপনার পাশে একটি বিড়াল থাকবে, তখন কোনও অস্বাভাবিক প্রাণী আপনার কাছে আসবে না কারণ তারা বিড়ালকে ভয় পায় এবং তারা আপনার কাছে আসার আগে, তাদের বিড়ালের লেজের সমস্ত বিড়ালের পশম গুনতে হবে। কিন্তু তারা এটি গণনা শেষ করার আগে বিড়ালটি আবার তার লেজ নাড়াবে যাতে তারা বিভ্রান্ত হবে এবং আবার গণনা শুরু করবে।
তাই বিড়ালদের আঘাত করবেন না কারণ তারা খুব প্রতিভাবান এবং আপনি আপনার এবং আপনার পরিবারের কাছে একটি গুরুতর কর্মফল পেতে পারেন।
#

04/11/2023

01/11/2023

_বন্ধু আমার চাঁদের জোছনা! এখন আমার মন কাঁদে না💔🥀😢

19/10/2023

Send a message to learn more

29/09/2023

আমি সব কিছু বি'সর্জন দিতে পারি!কিন্তু! ব্যক্তিত্ব কখনোই না।আমি ভালোবাসি বলেই ক্ষ'মা করতে পারি, তাই বলে! বোকা ভেবো না।   ...
29/09/2023

আমি সব কিছু বি'সর্জন দিতে পারি!
কিন্তু! ব্যক্তিত্ব কখনোই না।
আমি ভালোবাসি বলেই ক্ষ'মা করতে পারি,
তাই বলে! বোকা ভেবো না।

23/09/2023

ওরে মন" ও পাগল মন সব করিস প্রেম করিস না😥💔

09/09/2023

তোমার বাসা টা ঐ দিকে না..?

Address

Uttar Mirpur

Telephone

+8801758391717

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাগর হোসেন রনি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সাগর হোসেন রনি:

Videos

Share

Category


Other Video Creators in Uttar Mirpur

Show All

You may also like