Say of Islam - ইসলামের কথা

Say of Islam - ইসলামের কথা রাসূল স. বলেছেন, "প্রচার কর যদি একটি মাত্র আয়াতও হয়।"

12/06/2024

নিশ্চয়ই যারা তাদের রবকে না দেখেই ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার।

— সূরা আল-মুলক, আয়াত : ১২

07/06/2024

.রাসূল (সা.) বলেছেনঃ
বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী থাকে সেজদার সময়। সুতরাং তখন তোমরা বেশি বেশি
দোয়া করো।

______মুসলিম-(৪৮২)।

07/06/2024

🖤ভালোবাসা কি 🖤
যখন ফজরের সালাত মিস হয়ে গেলে, কষ্টে বুকের বা পাশটা মোচর দিয়ে ওঠে

যখন এশার নামাজ না পড়ে আপনি ঘুমাতে পারেন না। তখন বুঝে নিবেন আপনি প্রেমে পড়েছেন
আপনার রবের প্রেমে❤️🥀

আল্লাহ সকলকে ৫ ওয়াক্ত নামাজ পরার তৌফিক দান করুন আমিন 🤲

06/06/2024

The Power Of সূরা মূলক

মনে করুন, আপনি দুনিয়া থেকে চলে গেছেন। আপনার জানাজার নামাজ শেষ। আপনাকে কবরে রাখা হলো। আপনি অপেক্ষা করতেছেন মুনকার নাকির ফেরেশতার জন্য। কিন্তু, তাঁরা আসছে না। অথচ জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করেছেন আপনি।
একটু পরেই কবরের সাথে জান্নাতের একটি সুড়ঙ্গপথ তৈরি হয়ে গেলো। আপনি ভাবলেন, এ কেমন কথা। প্রশ্ন-উত্তর কোথায়? তখন আপনার মনে পড়ল, প্রতি রাতে সূরা মূলক পাঠ করলে কবরে প্রশ্ন উত্তরের ঝামেলা নেই। কবরের আজাবেরও কোনো চান্স নেই। অত:পর , রেশমী চাদরের নরম বিছানায় গা এলিয়ে দিয়ে আপনি বললেন, 'আলহামদুলিল্লাহ'।

-(তিরমিজি-২৮৯০ এর সহীহ অংশ থেকে)

06/06/2024

রাসুল (সা.) বলেছেন, ‘কিছু খুশির সংবাদ গোপন রাখতে হয়। কেননা প্রত্যেক সংবাদ শ্রবণকারী বন্ধু হয় না।’

24/05/2024

:))

24/05/2024

😍💓

04/05/2024

আল্লাহ বলেন:

অতিরিক্ত চিন্তা করা বন্ধ করো, অভিযোগ করা বন্ধ করো, নিজের উপর অতিরিক্ত চাপ দেয়া বন্ধ করো। বরং তুমি আমাকে বিশ্বাস করো, আমার উপরে তোমার বিশ্বাস কোথায়? আমি তোমাকে তোমার পরিকল্পনার চেয়েও বেশি ভালোবাসি, আমি তোমাকে হতাশ করবো না।❤️

21/04/2024

"জীবন সঙ্গিনী নির্বাচনে তুমি দীনদারীকেই প্রাধান্য দেবে নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে!

(সহিহ বুখারী ৫০৯০)🌼.

31/03/2024

"আমি পনেরো বছর ধরে বোঝার চেষ্টা করেছি কুরআনে সুখের সন্ধান বলতে কিছুই বলা হয়নি। কিছুই না। আমি আশ্চর্য হয়ে খুঁজেছি আল্লাহ পাক কেনো এত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেননি। যা বলা হয়েছে তা হলো "সন্তুষ্ট থাকা; সন্তুষ্ট থাকো, এতেই সুখ।"✨🖤

- উস্তাদ নোমান আলী খান।

19/03/2024

দোয়া এক অপূর্ব বিনিয়োগ। মূলধন হারানোর কোনও আশংকা নেই। হয় কবুল হবে। না হয় কোনও বিপদ দূর হবে। নয়তো সওয়াব হিসেবে সংরক্ষিত থাকবে।

18/03/2024

ইফতারের সময় বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন।
একমাত্র মূসা নবীই আল্লাহর সাথে ঘন ঘন সাক্ষাৎ করার বায়না ধরতেন এবং সুযোগও পেতেন। একবার তিনি মহান আল্লাহ সুবহানাহু তাআলার কে জিজ্ঞেস করেছিলেন__

"হে আল্লাহ্ একমাত্র আমাকে আপনার সাথে সরাসরি কথা বলার সম্মান ও সুযোগ দিয়েছেন।এমন সুযোগ কি অন্য কাউকে দিয়েছেন বা দিবেন?"

আল্লাহ সুবহানাহু তা'আলা বললেন __"পরবর্তীকালে আমি একদল লোক পাঠাবো যারা মুহাম্মদ (সঃ) এর উম্মত হবে,যারা রোজা রাখবে এবং রোজা অবস্থায় তারা তোমার চেয়েও আমার অধিক নিকটবর্তী হবে।হে মূসা যখন তুমি আমার সাথে কথা বলো তখন আমার আর তোমার মধ্যে ৭০,০০০ সূক্ষ পর্দা থাকে যা তুমি দেখতে পাও না। কিন্তু ইফতারের সময় আমার ও আমার ঐ সব বান্দার মাঝে একটি পর্দা ও থাকবে না। (সুবহানাল্লাহ)হে মূসা আমি দায়িত্ব নিচ্ছি__ইফতারের সময় আমি একজন রোজাদারের দোয়াও অস্বীকার করব না।"

সুবহানাল্লাহ,, আলহামদুলিল্লাহ, আল্লাহু-আকবার।💗

16/03/2024

ইফতারের সময় যখন রোজাদার ব্যক্তি আযানের অপেক্ষা করে, তখন আল্লাহ্ তায়ালা শ-য়-তানকে ডেকে বলেন, "দেখো আমার বান্দা যাকে তুমি না-ফ-রমান বলেছো যার কানে যতক্ষণ পর্যন্ত আমার নাম না পৌছাবে ততক্ষণ সে এক লোকমা খাবার ও মুখে দেবে না 🖤
ঠিক এই সময় আমার বান্দা যদি আমার কাছে কিছু চায় তাহলে আমি তা অবশ্যই পুরনো করবো!

সুবহানাল্লাহ 🌸

04/03/2024

ক্ষমা❤️🌸

04/03/2024

Yahhh Allah plz help them❤️‍🩹

আল্লাহ্ সহায় হোন মৃত্য ব্যাক্তিদের পরিবারের মানুষজনদের প্রতি।আমিন🌸  road
01/03/2024

আল্লাহ্ সহায় হোন মৃত্য ব্যাক্তিদের পরিবারের মানুষজনদের প্রতি।আমিন🌸
road

01/03/2024

🌸🌹

23/02/2024

আস্তাকফিরুল্লাহ্

23/02/2024

আলহামদুলিল্লাহ ❤️

আমিন❤️🫶
16/02/2024

আমিন❤️🫶

❤️
16/02/2024

❤️

13/02/2024
আলহামদুলিল্লাহ 🤍
12/02/2024

আলহামদুলিল্লাহ 🤍

wating 🤍
06/02/2024

wating 🤍

As-salamu alaykum
06/02/2024

As-salamu alaykum

Alhamdulillah 🤍🫶
06/02/2024

Alhamdulillah 🤍🫶

02/02/2024

⚪খুব ক্লান্ত হয়ে আকাশের দিকে তাকালে মনে হয়,, আল্লাহ বলছে হতাশ হয়ো না,,নিরাশ হয়ো না,,আমি সব দেখছি,শুনছি,,একদিন সব ঠিক হয়ে যাবে,,ধৈর্য্য ধরো😊
ইনশাআল্লাহ ❤️🕋

tamu🌼

Address

Makhoner Char
Uttar Jamalpur

Telephone

+8801775009709

Website

Alerts

Be the first to know and let us send you an email when Say of Islam - ইসলামের কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Uttar Jamalpur media companies

Show All

You may also like