Ek din aap yun humko mil jayenge... 🥀
Ek din aap yun humko mil jayenge... 🥀
২০ দিনের লড়াই শেষ হলো। ক্যান্সারের কাছে ভালোবাসাও হার মেনে নিলো। 💔 😪 RIP ঐন্দ্রিলা। 💔
ঐন্দ্রিলা এতক্ষণে পঞ্চভূতে বিলীন হয়ে গেছে।
তার যুদ্ধ শেষ হয়ে গেলো।
জীবনে যে ২৪ টি বসন্ত পেয়েছিলো মেয়েটি, তার মধ্যে গত ৫ টি বসন্ত তার কাছে খুব কষ্টের সাথে আনন্দেরও।
সব্যসাচী মেয়েটি ক্যান্সারের পেশেন্ট জেনেও ভালোবেসেছিলো।
ভালোবাসা সুন্দর। 🥀
একজন প্রেমিক পুরুষ যখন তার প্রেমিকার পায়ে চুমু খায়, তখন আমরা সেটাকে সেক্স বলি।
বা একজন স্বামী যখন তার স্ত্রীর পায়ে মাথা ঠেকায়, আমরা সেটাকে অতিরঞ্জিত বলি।
সব্যসাচী ঐন্দ্রিলার পায়ে চুমু খেয়েছে মাথা ঠেকিয়েছে।
হয়তো বলছিলো, তোমাকে বাঁচাতে পারলাম না।
ক্ষমা করে দিও।
কিন্তু দেখুন ঐন্দ্রিলা মরে গিয়ে বেঁচে গেছে।
জীবন্ত লাশ হয়ে গেলো সব্যসাচী।
কতটুকু মায়া থাকলে প্রেমিকার পায়ে চুমু খাওয়া যায়?
যে চুমুতে কোন শারীরিক চাহিদা থাকে না।
থাকে শুধু অঘাত বিশ্বাস।
কতটুকু সম্মান থাকলে প্রেমিকার পায়ে মাথা ঠেঁকানো যায়?
যেখানে কোন আত্
সে ফিরে আসবে না।
সে ফিরে আসবে না।
মানুষের কিছু ইচ্ছে মরে যাবে, কিছু ইচ্ছে বেঁচে থাকবে, এটাই নিয়ম।
মানুষের কিছু ইচ্ছে মরে যাবে, কিছু ইচ্ছে বেঁচে থাকবে, এটাই নিয়ম।