JHS Online Media

  • Home
  • JHS Online Media

JHS Online Media Best online Trusted Shop in Bangladesh
(4)

আসসালামু আলাইকুম ! আপনি কি আপনার জন্য ইউটিউব চ্যানেল তৈরি এবং সেটআপ করার জন্য একজন পেশাদার ডিজিটাল মার্কেটার খুঁজছেন?আমি...
10/12/2023

আসসালামু আলাইকুম !
আপনি কি আপনার জন্য ইউটিউব চ্যানেল তৈরি এবং সেটআপ করার জন্য একজন পেশাদার ডিজিটাল মার্কেটার খুঁজছেন?
আমি আপনাকে একজন সফল নির্মাতা হতে এবং আপনার ব্যবসাকে দ্রুত বৃদ্ধি করতে একটি ভাল-অপ্টিমাইজ করা চ্যানেল শুরু করতে সাহায্য করতে পারি ।

Hello!
Are you looking for a professional digital marketer to create and setup YouTube channel for you?
I can help you become a successful creator and start a well-optimized channel to grow your business fast..
visit us:https://shahinpromoter.blogspot.com/

ফেসবুক মার্কেটিং এর উপকারিতা:ফেসবুক মার্কেটিং একটি অত্যন্ত কারগরী ডিজিটাল মার্কেটিং স্ট্রেটেজি,  এবং এটির অনেকগুলি উপকার...
07/12/2023

ফেসবুক মার্কেটিং এর উপকারিতা:

ফেসবুক মার্কেটিং একটি অত্যন্ত কারগরী ডিজিটাল মার্কেটিং স্ট্রেটেজি, এবং এটির অনেকগুলি উপকারিতা জড়িত আছে:

1, লক্ষ্যমুলক পাবলিসিটির দিকে মার্কেটিং:
ফেসবুক বিশ্ববিদ্যালয় অনুসরণ করে কোনও বিশেষ লক্ষ্যমূলক পাবলিসিটির দিকে মার্কেটিং করতে সাহায্য করে। প্রতিষ্ঠানগুলি নিজেদের লক্ষ্যগুলির সাথে সাজানো হোমপেজ এবং তাদের কাস্টমারদের সাথে যোগাযোগ করতে সক্ষম থাকে।

2, লক্ষ্যমূলক পোস্ট এবং পেজ:
ফেসবুকে প্রতিষ্ঠানের পেজ এবং পোস্ট তৈরি করা হতে সক্ষম থাকে, যা ব্যবসার লক্ষ্যগুলির সাথে মিলে যায় এবং কাস্টমারদের সাথে সাংঘটিত থাকতে সাহায্য করে।

3,টার্গেটেড এবং কাস্টমাইজড মার্কেটিং:
ফেসবুক এডভার্টাইজিং প্ল্যাটফর্মে টার্গেটেড এবং কাস্টমাইজড মার্কেটিং করা সহজ এবং কারগরী। এটি ব্যবসার লক্ষ্যমূলক গ্রুপে আপনার প্রচারের দিকে নিয়োজন করে এবং নিজেদের প্রচার যোগাযোগ তৈরি করতে সাহায্য করে।

4, সামাজিক সংযোগ ও সাংঘাতিকতা:
ফেসবুক প্ল্যাটফর্মটি কাস্টমারদের সাথে সামাজিকভাবে সংযোগ তৈরি করতে সাহায্য করে, এটি ব্যবসার সাথে সাংঘাতিকতা তৈরি করতে সাহায্য করে এবং নিজেদের কাস্টমারদের সাথে সহজেই যোগাযোগ করতে একটি মাধ্যম হিসেবে কাজ করে।

5,ডেটা এবং অ্যানালাইটিক্স:
ফেসবুক পেজ এবং এডভার্টাইজিং ক্যাম্পেইনের জন্য ব্যবহারকারীদের জন্য অনেক ডেটা এবং অ্যানালাইটিক্স প্রদান করে। এটি ব্যবসা মডেল বা মার্কেটিং ক্যাম্পেইন উন্নত করতে সাহায্য করে এবং প্রতিষ্ঠানের লক্ষ্যগুলি অনুযায়ী মার্কেটিং প্রচারের দিকে প্রবৃদ্ধি করতে সাহায্য করে।

6,বিপণি ও বিক্রয়ের জন্য একটি প্ল্যাটফর্ম:
ফেসবুক একটি বিপণি প্রচার এবং বিক্রয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। ক্রেতাদের সাথে সংযোগ করা, তাদের জন্য আকর্ষণীয় অফার এবং ডিসকাউন্ট প্রদান করা, এবং সরাসরি ফেসবুক থেকে বিক্রয় করার জন্য অনুমোদন প্রদান করা ব্যবসা বাড়ানোর জন্য অত্যন্ত কারগরী।

সংক্ষেপঃ ফেসবুক মার্কেটিং একটি কারগরী এবং প্রভাবী ডিজিটাল মার্কেটিং. এটি প্রতিষ্ঠানের লক্ষ্যগুলি অনুযায়ী টার্গেট এবং কাস্টমাইজড মার্কেটিং তৈরি করতে, কাস্টমারদের সাথে সংযোগ তৈরি করতে, ডেটা এবং অ্যানালাইটিক্স ব্যবহার করতে, সামাজিক সংযোগ ও সাংঘাতিকতা তৈরি করতে, বিপণি এবং বিক্রয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে, এবং অবশ্যই ব্যবসা উন্নত করতে সাহায্য করে।

👉ফেসবুক মার্কেটিং কী? ✅ফেসবুক মাকের্টিং হলো ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ব্যান্ড বা প্রডাক্ট মার্কেটিং করা বা প্রমোট করা। এছ...
03/12/2023

👉ফেসবুক মার্কেটিং কী?

✅ফেসবুক মাকের্টিং হলো ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ব্যান্ড বা প্রডাক্ট মার্কেটিং করা বা প্রমোট করা। এছাড়াও ফেসবুকের অনেক গুরুত্বপূর্ণ কাজ

1..Facebook business page and manager setup
2..Facebook ads campaign
3..Boosting

পুরো পৃথিবী জুড়ে ফেসবুকের অনেক জনপ্রিয়তা রয়েছে। ফেসবুকের মাধ্যমে আপনি আপনার ক্যারিয়ারটাকে একটা সুন্দর জায়গা নিতে পারবেন। তাহলে কেন অকারণে ফেসবুকে বসে আছেন? এখনি এটাকে কাজে লাগান

একজন ব্যাক্তির সবচেয়ে কাছের বন্ধু এখন ফেসবুক। সবচেয়ে বেশি সময় ব্যায় করি ফেসবুকে। তাহলে ফেসবুকের উপর যদি একটু স্কিল ডেভলপ করতে পারি তাহলে ফেসবুক থেকেই অনেক ভালো একটা ইনকাম নিশ্চিত করতে পারি

📣📣একটা ব্যবসা দাঁড় করানোর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো এর মার্কেটিং। আর এখন ডিজিটাল মার্কেটিং সেক্টরের একটি বিশাল অং...
02/12/2023

📣📣একটা ব্যবসা দাঁড় করানোর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো এর মার্কেটিং। আর এখন ডিজিটাল মার্কেটিং সেক্টরের একটি বিশাল অংশ দখল করে রেখেছে ফেসবুক। তাই, আপনার ব্যবসা বাড়ানোর কাজে ফেসবুক মার্কেটিং হতে পারে অন্যতম একটি মাধ্যম।🔥🔥

📊-তাই আর দেরি না করে এখনি বাড়িয়ে নেন আপনার ব্যবসা।

📣📣 The most important step after setting up a business is its marketing. And now Facebook has occupied a huge part of the digital marketing sector. So, Facebook marketing can be one of the ways to grow your business.🔥🔥

📊-So increase your business now without delay.

Order now: [email protected]

ফ্রিল্যান্সিং নাকি চাকরি কোনটি করা উচিত?  vs  : বর্তমান সময়ে চাকরি যেন সোনার হরিণ, অপরদিকে অনেকেই অনলাইন থেকেই ইনকাম করছ...
01/12/2023

ফ্রিল্যান্সিং নাকি চাকরি কোনটি করা উচিত?

vs : বর্তমান সময়ে চাকরি যেন সোনার হরিণ, অপরদিকে অনেকেই অনলাইন থেকেই ইনকাম করছে লাখ লাখ টাকা। আর সে কারণে আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে যে, ক্যারিয়ার গড়ার জন্য কোনটি বাছাই করবো, চাকরি নাকি ফ্রিল্যান্সিং? যখন কোনো ফ্রিল্যান্সার এর সাকসেস স্টোরি গুলো দেখি, তখন আমাদের মধ্যেও এক ধরনের সুপ্ত ইচ্ছার প্রকাশ ঘটে এবং তখন আমরা ভাবতে থাকি যে, চাকরি পেতে হলে অনেক কষ্ট করতে হয়। কিন্তুু আমরা যদি নিজের ঘরে বসে অনলাইন থেকে ইনকাম করি। তাহলেই তো আর চাকরির মতো কষ্ট করতে হচ্ছেনা।
হুমম এটা সত্যি যে অনলাইনে নিজের ঘরে বসে টাকা ইনকাম করা যায়। কিন্তুু প্রদীপের নিচে যেমন অন্ধকার থাকে, ঠিক তেমনি ভাবে অনলাইন ইনকাম বা ফ্রিল্যান্সিং এর পেছনেও একটা অন্ধকার জগৎ রয়েছে। কিন্তুু আমরা সেই অন্ধকার জগৎ কে গুরুত্ব না দিয়ে। শুধুমাত্র অন্যদের সাকসেস স্টোরি দেখে নিজেও হুমড়ি খেয়ে পড়ছি ফ্রিল্যান্সিং করার জন্য। যা একজন মানুষের কখই করা উচিত নয়।
তাই চলুন, এবার জেনে নেয়া যাক, চাকরি ও ফ্রিল্যান্সিং এর সুবিধা ও অসুবিধা গুলো কি কি।

চাকরি বনাম ফ্রিল্যান্সিং কোনটি ভালো?
১/ ইনকাম এর দিক থেকে চাকরি ও ফ্রিল্যান্সিংঃ ধরুন, আপনি একটি চাকরি করেন। আর সে কারনে আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করছেন। সেই প্রতিষ্ঠান থেকে আপনাকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমান টাকা বেতন প্রদান করা হবে।
অপরদিকে আপনি যদি ফ্রিল্যান্সিং এর দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন একজন ফ্রিল্যান্সার এর মাসিক ইনকাম এর কোনো সীমাবদ্ধতা নেই।
এখানে আপনি কোনো মাসে লাখ টাকাও ইনকাম করতে পারবেন। আবার দেখা যাবে, আপনি কোনো মাসে ফ্রিল্যান্সিং করে এক টাকাও ইনকাম করতে পারবেন না।
কেননা, কোনো ফ্রিল্যান্সার গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে, তিনি প্রতি মাসেই একই পরিমান টাকা আয় করতে পারবেন।
কারন, একজন ফ্রিল্যান্সার প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে কাজ সংগ্রহ করতে হয়।
কিন্তুু কোনো কারণে যদি এই মার্কেটপ্লেস গুলো থেকে কাজ সংগ্রহ না হয়। তাহলে সেই ফ্রিল্যান্সার এর ইনকাম এর পরিমান হবে একবারে শূণ্য।

২/ বাড়তি ইনকামের সুবিধায় চাকরি ও ফ্রিল্যান্সিংঃ এখন যদি আপনি একমাসে ফ্রিল্যান্সিং করে ১০ হাজার টাকা ইনকাম করেন। তাহলে পরের মাসে আপনি আরো বেশি কাজ করে আপনার ইনকাম এর পরিমান বাড়াতে পারবেন।
কেননা, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে আপনি যতো বেশি দক্ষতার সাথে কাজ করতে পারবেন। আপনার অনলাইন আয় এর পরিমান ঠিক ততো বেশি বৃদ্ধি পাবে।
তবে চাকরি তে আপনি এই বিশেষ সুবিধা টি পাবেন না। কারন, একটি প্রতিষ্ঠানে চাকরির শুরুতেই আপনাকে আপনার বেতনের সীমাবদ্ধতা জানিয়ে দেওয়া হবে। এবং সেই সীমা অনুযায়ী আপনি প্রতি মাসে বেতন পাবেন।

৩/ স্থায়ী ইনকামের দিক থেকে চাকরি ও ফ্রিল্যান্সিংঃ একটা কথা জেনে রাখুন, ফ্রিল্যান্সিং এর ইনকাম কখনোই স্থায়ী হয়না। হয়ত চলতি মাসে আপনি লাখ লাখ টাকা ইনকাম করে জিরো থেকে হিরো হতে পারবেন।
কিন্তুু পরের মাসেও যে আপনি হিরো হয়ে থাকতে পারবেন বিষয়টা এমন নয়।
কিন্তুু একটি প্রতিষ্ঠানে চাকরি করলে আপনি স্থায়ী ইনকামের সোর্স তৈরি করতে পারবেন। কারন, চাকরি শুরুর আগে আপনার যে বেতন নির্ধারন করা হবে।
সেই পরিমান বেতন আপনি প্রতিমাসে চাকরি করে উপার্জন করতে পারবেন। আর এটি হলো চাকরির বিশেষ সুবিধাজনক দিক।

৪/ সম্মানে দিক থেকে চাকরি ও ফ্রিল্যান্সিংঃ একটা প্রবাদ আমরা সবাই জানি। সেটি হলো, যখন আপনার হাতে টাকা থাকবে, তখন আপনি কে সেটা ভুলে যাবেন। কিন্তুু যখন আপনার কাছে টাকা থাকবে না, তখন পুরো পৃথিবী ভুলে যাবে আপনি কে।
তো এখন আপনি ফ্রিল্যান্সিং করে প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করছেন, তাহলে সেটা আপনার জন্য সম্মানজনক।
কিন্তুু কোনো কারণে যদি আপনার ফ্রিল্যান্সিং আইডি ব্যান হয় কিংবা আপনার ইনকাম ড্রপ করে। তাহলে কিন্তুু আপনার অর্জিত অর্থের বিনিময়ে প্রাপ্য সম্মান হারিয়ে যাবে।
কিন্তুু আমাদের দেশে চাকরি করলে একটা স্থায়ী সম্মান অর্জন করা হয়। আর এই সম্মান আপনি ততোদিন বজায় রাখতে পারবেন। যতদিন আপনি কোনো প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় থাকবেন।

ফ্রিল্যান্সিং নাকি চাকরি কোনটি করা উচিত?
দেখুন, আপনার আসলে কি করা উচিত সেটা আপনাকেই সিন্ধান্ত নিতে হবে। এখন সিন্ধান্ত আপনার, আপনি কি চান সেটি ভেবে দেখুন। আপনার জন্য কোনটি উপযু্ক্ত হবে তা নিয়ে চিন্তা করুন।
পরিশেষে আপনার জন্য কিছুকথা
চাকরি ও ফ্রিল্যান্সিং একজন মানুষের ক্যারিয়ার গড়ার জন্য দুটোই উপযু্ক্ত। তবে নিজের ক্যারিয়ার গড়ার জন্য আপনি যে কোনো কাজেই নিজের দক্ষতার পরিচয় দিতে পারলে তার মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে পারবেন।
ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।

একের পর এক আইডি হ্যাক হওয়ার মেইন কারণ হচ্ছে উলটা পালটা সাইটে ক্লিক করা বা মোবাইলে লোভনীয় মেসেজ এলে সেগুলো তে ক্লিক করা।...
01/12/2023

একের পর এক আইডি হ্যাক হওয়ার মেইন কারণ হচ্ছে উলটা পালটা সাইটে ক্লিক করা বা মোবাইলে লোভনীয় মেসেজ এলে সেগুলো তে ক্লিক করা। আর ২য় তো হচ্ছে মন যেমনে চায় এমনেই আইডিতে নাম দেওয়া। এর জন্য অনেক সময় আইডি ব্যাক আনতে সমস্যা হয়। তাই আপনার NID বা পাসপোর্টে যে নাম, এই নাম ফেসবুকে দিয়ে রানিং ভ্যারিফাই নিজের টা নিজে করে রাখুন এবং টু ফ্যাক্টর অথেনটিকেশন অন করে রাখুন।
ধন্যবাদ

6,500 বছর পুরনো  বিশ্বের প্রাচীনতম সোনার গহনা সহ একটি অভিজাত পুরুষের সমাধি।😊
03/11/2023

6,500 বছর পুরনো বিশ্বের প্রাচীনতম সোনার গহনা সহ একটি অভিজাত পুরুষের সমাধি।😊

এটা আবার কেমন খাট ভাই!🤨
12/10/2023

এটা আবার কেমন খাট ভাই!🤨

আসসালামুয়ালাইকুমআপনার দিনটি শুভ হোক
02/10/2023

আসসালামুয়ালাইকুম
আপনার দিনটি শুভ হোক

কথাসাহিত্যিক হানিফ সংকেত ভাই সঠিক  কথা লিখার জন্য হানিফ সংকেত  ভাইজানকে প্রাণঢালা অভিনন্দন।
01/10/2023

কথাসাহিত্যিক হানিফ সংকেত ভাই সঠিক কথা লিখার জন্য হানিফ সংকেত ভাইজানকে প্রাণঢালা অভিনন্দন।

আসসালামুয়ালাইকুমআজ আপনাদের দিনটি শুভ হোক 🥰
01/10/2023

আসসালামুয়ালাইকুম
আজ আপনাদের দিনটি শুভ হোক 🥰

ক্যালেন্ডারের হিসেবে এখন শরৎকাল। ফ্যান চালালে মনে হয় শীতকাল, বন্ধ করলে মনে হয় গ্রীষ্মকাল। বাহিরে এসে দেখি বর্ষাকাল। 🤷‍♂️...
24/09/2023

ক্যালেন্ডারের হিসেবে এখন শরৎকাল।

ফ্যান চালালে মনে হয় শীতকাল, বন্ধ করলে মনে হয় গ্রীষ্মকাল। বাহিরে এসে দেখি বর্ষাকাল। 🤷‍♂️

এই এক আজব কাল😛

আসসালামুয়ালাইকুমআপনার দিনটি শুভ হোক
24/09/2023

আসসালামুয়ালাইকুম

আপনার দিনটি শুভ হোক

লেখা পড়ার ইজ্জত শেষ 😏🥱এই বই এর লেখকের মাথায় কি আসলেই কিছু আছে নাকি পুরোটাই গোবর দিয়ে ভরা😛🤭
22/09/2023

লেখা পড়ার ইজ্জত শেষ 😏🥱
এই বই এর লেখকের মাথায় কি আসলেই কিছু আছে নাকি পুরোটাই গোবর দিয়ে ভরা😛🤭

21/09/2023

সৃষ্টিকর্তার সৃষ্টিজগৎ যে কতটা বিষ্ময়কর,আজ নতুন করে তার আরো একটা প্রমাণ পেলাম😇🙂~

একটি সাম্প্রদায়িক কুসংস্কারচ্ছন্ন রাষ্ট্র হচ্ছে ভারত,তীব্র নিন্দা জানাই।
22/08/2023

একটি সাম্প্রদায়িক কুসংস্কারচ্ছন্ন রাষ্ট্র হচ্ছে ভারত,তীব্র নিন্দা জানাই।

ওই দম্পতির ‘অপরাধ’ হচ্ছে – তাদের ছেলে কয়েক বছর আগে মহল্লার একটি হিন্দু মেয়ের সঙ্গে পালিয়ে গিয়েছিল।

14/08/2023

আমাদের আল্লামার দোয়া কবুল করুন হে আমাদের অভিভাবক 🥲

ফেসবুকে ন'/গ্ন ছবি এবং স্পর্শকাতর বিষয়বস্তু না দেখার জন্য সেটিং টি অন করে  করে রাখতে পারেন। ফিচারটা কিছুটা হলেও আপনাকে ...
05/08/2023

ফেসবুকে ন'/গ্ন ছবি এবং স্পর্শকাতর বিষয়বস্তু না দেখার জন্য সেটিং টি অন করে করে রাখতে পারেন।
ফিচারটা কিছুটা হলেও আপনাকে ফিতনামুক্ত রাখবে.

শেয়ার করে ছড়িয়ে দিন। আপনার উসিলায় কারো চোখের পাপ দুর হতে পারে।

ডেঙ্গু জ্বরের প্রধানত লক্ষণ গুলো জেনে নিন।।
16/07/2023

ডেঙ্গু জ্বরের প্রধানত লক্ষণ গুলো জেনে নিন।।

13/07/2023

উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, ইহার নাম ডিজিটাল বাংলাদেশ 😅
এনআইডির তথ্য দিয়ে যে ভয়াবহ অপরাধ ঘটতে পারে

28/06/2023
লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক।হে আল্লাহ, আরাফার ময়দানে দোয়ার তৃপ্তি অনুভব করা ছাড়া ক...
27/06/2023

লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক।
হে আল্লাহ, আরাফার ময়দানে দোয়ার তৃপ্তি অনুভব করা ছাড়া কাউকে মৃত্যু দিও না।
ইয়া আল্লাহ যে সকল হাজী আরাফার দিনে ক্ষমা পাবে, তাদের সাথে আমাদের কেউও ক্ষমা করে দিয়েন🤲

আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া টাইটানিক জাহাজ দেখতে গিয়ে নিখোঁজ হওয়া ডুবোজাহাজ বা সাবমার্সিবলের সকল অভিযাত্রী মারা যাওয়ার...
23/06/2023

আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া টাইটানিক জাহাজ দেখতে গিয়ে নিখোঁজ হওয়া ডুবোজাহাজ বা সাবমার্সিবলের সকল অভিযাত্রী মারা যাওয়ার অফিসিয়াল ঘোষনা দিয়েছে ডুবজাহাজ পরিচালনা করা কোম্পানি "ওসানগেট"।

আমেরিকার কোষ্ট গার্ডের সংবাদ সম্মেলনের অনুসারে ডুবন্ত টাইটানিকের বডি থেকে ২০০ মিটার দূরে ডুবোজাহাজ বা সাবমার্সিবলটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার দাবী করেছে তারা। ধ্বংসাবশেষ যেভাবে ছড়িয়ে আছে তা দেখে বিশেষজ্ঞ মন্তব্য করেছে যে সম্ভাবনা বেশি পানির চাপের কারণে ভেঙ্গে টুকরো-টুকরো হয়ে গেছে ডুবোজাহাজটি।

যদি সত্যিই এটা সাবমার্সিবলের ধ্বংসাবশেষ হয়ও কিন্তু এতো অনুসন্ধানের পরও একটা মৃতদেহেরও খোঁজ মিললো না! ৫ টা মানুষ হারিয়ে গেলো চিরদিনের মতো।

প্রযুক্তির এতো উৎকর্ষতার পরও এখনো কতো ক্ষুদ্র আর অসহায় আমরা৷

টাইটানিক দেখে ইতিহাস গড়তে গিয়ে নিজেরাই ইতিহাস হয়ে গেলেন!
23/06/2023

টাইটানিক দেখে ইতিহাস গড়তে গিয়ে নিজেরাই ইতিহাস হয়ে গেলেন!

আজ সোমবার (১৯ জুন) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য জানিয়েছে।
19/06/2023

আজ সোমবার (১৯ জুন) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য জানিয়েছে।

দেহ কে সতেজ রাখার জন্য একটি আদর্শ খাবার,নিয়মিত ৩ মাস খান ওজন বৃদ্ধি পাবে।শারীরিক দূর্বলতা কেটে যাবে ইনশাআল্লাহ।
20/05/2023

দেহ কে সতেজ রাখার জন্য একটি আদর্শ খাবার,
নিয়মিত ৩ মাস খান ওজন বৃদ্ধি পাবে।
শারীরিক দূর্বলতা কেটে যাবে ইনশাআল্লাহ।

আমাদের মাথার খুলির ভিতরে মস্তিষ্কের প্রকৃত ওজন 1200 - 1400 গ্রাম।এই পরিমাণ ওজন আমরা মাথার ভিতরে অনুভব করি না কেন? এর কার...
08/05/2023

আমাদের মাথার খুলির ভিতরে মস্তিষ্কের প্রকৃত ওজন 1200 - 1400 গ্রাম।

এই পরিমাণ ওজন আমরা মাথার ভিতরে অনুভব করি না কেন? এর কারণ হলো,
এটা মাথার ভিতরে সেরেব্রোস্পাইনাল নামের এক প্রকার তরলে ভাসে। সুবহানাল্লাহ!

সাধারণত আমরা জানি, কোনো জিনিস পানিতে ডুবে থাকলে তার ওজন কমে যায় এবং তা তখন খুবই কম অনুভূত হয়,সেরেব্রোস্পাইনাল ফ্লুইডে ব্রেইন ভাসতে থাকে ফলে ব্রেইনের ওজন ১২০০ গ্রামের জায়গায় ৫০ গ্রাম অনুভূত হয়।

সবচেয়ে মজার ব্যাপার হলো সিজদায় গেলে আমরা এক ধরণের স্বস্তি অনুভব করি, এর কারণ আমরা যখন হাটু গেড়ে সামনে ঝুকে যাই তখন আমাদের সেরেব্রোস্পাইনাল ফ্লুইড মাথার সামনে চলে আসে। ব্রেইনের উপর মাসাজ প্রদান করে এবং ব্রেইনে তখন রক্ত চলাচল খুব ভালো হয় বলে স্বস্তি অনুভূত হয়।

আল্লাহ তাআলা কুরআনে বলেন:

ٱلَّذِىٓ أَحْسَنَ كُلَّ شَىْءٍ خَلَقَهُۥۖ وَبَدَأَ خَلْقَ ٱلْإِنسَٰنِ مِن طِينٍ
"যিনি তাঁর প্রত্যেকটি সৃষ্টিকে সৃজন করেছেন উত্তমরূপে।"(সুরা সিজদাহ ,আয়াত ৭)

©️

04/04/2023

গুলিস্তান ফুলবাড়ীয়া বঙ্গ মার্কেটে আগুন লেগে হাজার হাজার মানুষ পথের ফকির।😭 জীবদ্দশার ভয়াবহতম অগ্নিকাণ্ড!

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট।
04/04/2023

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট।

পৃথিবীতে মোট২২৮ টি দেশ নিয়ে পৃথিবী। পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুন বড়। ব্যাটেল জুইস একটা তারা আছে, যা সূর্যের চেয়ে ৩৩ কোট...
31/03/2023

পৃথিবীতে মোট
২২৮ টি দেশ নিয়ে পৃথিবী।
পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুন বড়।
ব্যাটেল জুইস একটা তারা আছে, যা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড়। আল্লাহু আকবর।
প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই,ব্যাটেল জুইস এরকম ৫০০ বিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালাক্সি।
আল্লাহ তায়ালা কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন।
পৃথিবীর সবচেয়ে দ্রতগামী যান Apollo 11.
সেকেন্ডে চলে ১১ কিঃমিঃ বেগে।
মিনিটে চলে ৬৬০ কিঃ মিঃ বেগে
ঘন্টায় চলে ৩৯ হাজার কিঃমিঃ বেগে।
যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাই Apollo 11 তে চড়ে যেতে চায়, সময় লাগবে ১ লক্ষ ১৫ হাজার বছর। যাহা কোন ক্রমেই সম্ভব নহে।
গ্যালাক্সি, সুপার নোভা,ব্লাক হোল এগুলো ১ম আকাশ নয়,
১ম আকাশের মহাশুন্য।
তারপর ১ম আকাশ।
তারপর ২য় আকাশের মহাশুন্য,
তারপর ২য় আকাশ।
তারপর ৩য় আকাশের মহাশুন্য,
তারপর ৩য় আকাশ।
তারপর ৪র্থ আকাশের মহাশুন্য,
তারপর ৪র্থ আকাশ।
তারপর ৫ম আকাশের মহাশুন্য,
তারপর ৫ম আকাশ।
৬ষ্ঠ আসমানে একটা গাছ আছে।
গাছটির নাম সিদরাতুলমুনতাহা।
বিশ্ব নবী( সাঃ) বলেছেন,তোমার আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দেওয়া হয়,বিশাল মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট, আল্লাহর ২য় আসমানের তুলনায় ১ম আসমান ততো ছোট। আল্লাহু আকবর। ৭ম আসমানে আছে বিশাল সমুদ্র জগৎ ও আল্লাহর আরশ।
আরশের ভিতর আছে আল্লাহর কুরশি, আল্লাহর সিংহাসন।
আল্লাহর সিংহাসন কত বড়?
আল্লাহর সিংহাসনের উপর যদি সাত আসমান, সাত জমিন রাখা হয়, বিশাল মরুভূমিতে আংটি ফেলে দিলে যেমন হারিয়ে যাবে, সাত আসমান, সাত জমিনও তদ্রূপ হারিয়ে যাবে।
আল্লাহু আকবর।
মালিক তোমার সৃষ্টি সম্পর্কে জানা ও বোঝার তাওফিক নসিব করো। Amin ☀️🌤️⛅🌥️🌦️☁️🌨️⛈️🌩️🌧️💧🌈⭐🌟💫✨🌙☄️🌠🌌🪐🌑🌒🌓🌔🌕🌖🌗🌘🌍🌎🌏

রোজায় ডায়াবেটিসে করণীয়:রমজান মাসে খাদ্য গ্রহণের সময় বদলে যায়। ইফতার ও সাহ্‌রির মধ্যে অল্প সময়ে পর্যাপ্ত পরিমাণ খাবার খা...
24/03/2023

রোজায় ডায়াবেটিসে করণীয়:

রমজান মাসে খাদ্য গ্রহণের সময় বদলে যায়। ইফতার ও সাহ্‌রির মধ্যে অল্প সময়ে পর্যাপ্ত পরিমাণ খাবার খাওয়া হয়। এ ছাড়া ঐতিহ্যগতভাবে বেশ কিছু খাবার খাদ্যতালিকায় নতুন করে যুক্ত হয়।

এগুলোর কোনো কোনোটি রক্তে গ্লুকোজ বাড়িয়ে দেয়। এ কারণে ডায়াবেটিস রোগীদের এই সময় প্রায়ই রক্তে গ্লুকোজের আধিক্য সৃষ্টি হয়। অন্যদিকে দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে হতে পারে গ্লুকোজের ঘাটতিও।

তা ছাড়া এই সময় ডায়াবেটিস রোগীদের ওষুধ খাওয়ার সময়ও বদলে যায়। ফলে কিছু ওষুধ ও ইনসুলিনের মাত্রা নতুনভাবে এ মাসের জন্য ঠিক করে নিতে হয়। সে জন্য রোজার শুরুতেই খাদ্য ও ওষুধ খাওয়ার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

এক গবেষণায় দেখা গেছে, ইফতারের সময় অতিরিক্ত পরিমাণে ক্যালরিসমৃদ্ধ খাবার খাওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে এর পরিমাণ দেড় হাজার কিলোক্যালরি ছাড়িয়ে যায়। ফিরনি, হালুয়া, জিলাপি, বুন্দিয়া, দই, মিষ্টি ছাড়াও অনেক মিষ্টিজাতীয় ফল ইফতারের খাদ্যতালিকায় থাকে।

তা ছাড়া বিভিন্ন ধরনের শরবত রয়েছে। ছোলা-মুড়ি, হালিমসহ আরও কত বাহারি খাবারের প্রাচুর্য থাকে ইফতারে। ভাজাপোড়ার কথা নাই-বা বললাম। ইফতার ও সাহ্‌রির মধ্যেও অনেকে বিভিন্ন খাবার খান। সব মিলিয়ে এই সময় পর্যাপ্ত ক্যালরি গ্রহণ করায় ডায়াবেটিস রোগীদের রক্তে গ্লুকোজের মাত্রা অনেক বেড়ে যায়। অনেকেরই রোজার সময় স্থূলতা বৃদ্ধি পায়।

কী করবেন?
১) চিনির তৈরি মিষ্টি খাবার, ময়দা-জাতীয় নাশতা বা ভাজাপোড়ার পরিবর্তে খাদ্যতালিকায় স্থান দিতে হবে তন্তু-জাতীয় শর্করা, গোটা শস্যদানা, শাকসবজি, ফলমূল ইত্যাদি।

২) যেসব ডায়াবেটিস রোগী ইনসুলিন নেন, চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তা সমন্বয় করে নেবেন।

৩) ডায়াবেটিসের কিছু ওষুধ রক্তে শর্করা বেশি কমিয়ে দিতে পারে। সে ধরনের ওষুধ সমন্বয় করতে হবে। এ ছাড়া কিছু ওষুধ প্রস্রাবের সঙ্গে গ্লুকোজ বের করে দেয়। এসব ওষুধ পানিশূন্যতা তৈরি করতে পারে। ওষুধ বেশির ভাগ ইফতারের সময় গ্রহণ করা ভালো। রোজা রেখে ইনসুলিন নিলে কিংবা রক্তের পরীক্ষা করলে রোজার কোনো ক্ষতি হয় না।

৪) ডায়াবেটিস রোগীরা যখনই রক্তে গ্লুকোজের মাত্রা কমে যাওয়ার লক্ষণ অনুভব করবেন, তখনই তাঁরা গ্লুকোজের মাত্রা পরীক্ষা করবেন। রক্তে গ্লুকোজের মাত্রা প্রতি লিটারে ৩ দশমিক ৯ মিলি মোলের নিচে নেমে গেলে গ্লুকোজ বা চিনির শরবত খেয়ে রোজা ভেঙে ফেলবেন। আবার রক্তে গ্লুকোজের মাত্রা ১৬ দশমিক ৬ মিমি মোলের ওপরে চলে গেলে জটিলতা দেখা দিতে পারে। এ অবস্থায় রোজা রাখা ঝুঁকিপূর্ণ। তখন রোজা ভেঙে ফেলতে হবে।

লিখেছেনঃ
লে. কর্নেল ডা. নাসির উদ্দিন আহমদ
মেডিসিন বিশেষজ্ঞ, সিএমএইচ, ঢাকা

একটা বাজপাখি সাউথ আফ্রিকা থেকে ফিনল্যান্ডে উড়ে যাওয়ার সময় তার শরীরে কিছু ছোট যন্ত্র বসানো হয়, আর এই ছবিতে দেখা যাচ্ছে স্...
15/03/2023

একটা বাজপাখি সাউথ আফ্রিকা থেকে ফিনল্যান্ডে উড়ে যাওয়ার সময় তার শরীরে কিছু ছোট যন্ত্র বসানো হয়, আর এই ছবিতে দেখা যাচ্ছে স্যাটেলাইট থেকে তার যাত্রাপথ।

পাখিটি ৪২ দিনে এই ১৫,০০০কিলোমিটার পথ উড়ে পারি দিয়েছে। গড়ে প্রতিদিন ৩৫৭ কিলোমিটার উড়েছে প্রায় সমান্তরালভাবে।

স্যাটেলাইটে তার যাত্রাপথ ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে, বড় জলাশয় বা সমুদ্র সামনে আসলে সে সেখান থেকে পথ পরিবর্তন করেছে যেন বিশ্রাম নিতে চাইলে স্থলভুমি পায়।

আবার, মিশর-সুদানের মরুভূমিকেও পাশ কাটিয়ে গিয়েছে যেন তৃষ্ণা পেলে পানির অভাবে না পরতে হয়।

কঠিন কঠিন এসব ম্যাপিং, রাউটিং, আল্টিটিঊড জ্ঞান বিজ্ঞানীরা যুগের পর যুগ ধরে যেখানে আয়ত্ব করে, পাইলটদের এসব শিখতে যেখানে বছরের পর বছর লেগে যায়, এই ছোট্ট পাখিকে তাহলে কে শেখালো এতো কিছু?

আরও মজার কথা হল, হাই আল্টিটিঊডে উড়ার সময় এদের ১% এনার্জিও খরচ হয়না, শুধু ভেসে ভেসে, অনেক সময় ঘুমাচ্ছন্ন হয়েও এরা শত শত মাইল পাড়ি দিতে পারে। এই অদ্ভুত ক্ষমতা ও নিখুঁত টেকনোলজি কিভাবেই বা এদের শরীরে এলো?

এ সবই মহান রবের কুদরত ও অপরিসীম দয়া, যিনি প্রত্যেকটি জিনিস পুঙ্খানুপুঙ্খ ভাবে সৃষ্টি করেছেন। সুবহানাআল্লাহ!

14/03/2023

A huge victory for Bangladesh 💥

The Tigers have whitewashed the reigning Men's Champions England 3-0 in the T20I series 🔥

| 📝: http://bit.ly/3JDU2Sw

বিশ্ব চ্যাম্পিয়ান ইংল্যান্ড কে টি২০ সিরিজে বাংলা ওয়াশ।সাবাস টীম টাইগার।সাব্বাশ বাংলাদেশ। 🇧🇩
14/03/2023

বিশ্ব চ্যাম্পিয়ান ইংল্যান্ড কে টি২০ সিরিজে বাংলা ওয়াশ।সাবাস টীম টাইগার।সাব্বাশ বাংলাদেশ। 🇧🇩

 #রূপচর্চায়  #ভিটামিন_ই_ক্যাপসুলের ব্যবহার👇👇রূপচর্চায় যেভাবে ‘ই’ ক্যাপসুল ব্যবহার করবেন-আপনার ত্বক যদি তৈলাক্ত না হয়, তব...
10/03/2023

#রূপচর্চায় #ভিটামিন_ই_ক্যাপসুলের ব্যবহার👇👇

রূপচর্চায় যেভাবে ‘ই’ ক্যাপসুল ব্যবহার করবেন-

আপনার ত্বক যদি তৈলাক্ত না হয়, তবে ই ক্যাপসুলে থাকা তেল মুখে লাগিয়ে ম্যাসাজ করতে পারেন। আর যদি ত্বক তৈলাক্ত হয়, তবে তেলের সঙ্গে মিশিয়ে নিন গোলাপের পানি।

চুলের যত্নে মাথার স্কাল্পে তেল ম্যাসাজ করতে তিনটি ই ক্যাপসুল নিতে পারেন। এরপর মাথার স্কাল্প ভালো করে ম্যাসাজের পর নজর দিন চুলে। চুলে যে নারকেল তেল ব্যবহার করবেন তাতে একটি ভিটামিন ই ক্যাপসুল ভেঙে মিশিয়ে নিন।

আরও পড়ুন: চা-কফির আসক্তি কমানোর উপায়

মুখের ক্রিম বা বডি লোশনের সঙ্গে মিশিয়ে নিতে পারেন ই ক্যাপসুল। এটি আপনার ত্বকের সুরক্ষা নিশ্চিত করবে।

দীর্ঘদিনের পুরনো দাগ যেমন: হাতের কনুই বা হাঁটুর গাঢ় কালো দাগ দূর করতে সপ্তাহে তিন দিন ই ক্যাপসুলের তেল সে স্থানে ব্যবহার করতে পারেন।

চোখের নিচের কালো দাগ দূর করতে চাইলে খাঁটি বাদাম তেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করুন।

গোলাপি আর মসৃণ ঠোঁট পেতে লিপবাম বা ভ্যাসলিনের সঙ্গে একটি ই ক্যাপসুল ভেঙে মিশিয়ে নিতে পারেন।

যদি অনেক পুরোনো কাটা দাগ, ব্রণের দাগ বা পক্সের দাগ থাকে, তবে প্রতিদিন সেই স্থানে ভিটামিন ই ক্যাপসুলের তেল ম্যাসাজ করুন। কয়েক দিনের মধ্যেই দাগ হালকা হতে শুরু করবে। সেই সঙ্গে হবে ত্বক ও চুলের উন্নতি।

Address


Alerts

Be the first to know and let us send you an email when JHS Online Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JHS Online Media:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share