06/09/2023
ঠাকুরগাঁও জেলায় শুভ জন্মাষ্টমী-২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রমেশ চন্দ্র সেন, এমপি, সভাপতি, পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও সদস্য, উপদেষ্টা পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগ, গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জনাব উত্তম প্রসাদ পাঠক, পুলিশ সুপার, ঠাকুরাগাঁও ও জনাব মোঃ মাহবুবুর রহমান, জেলা প্রশাসক মহোদয়। উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় বলেন ধর্ম যার যার, উৎসব সবার। ভিন্ন ভিন্ন ধর্মের অনুসারী হলেও আমরা বাঙালি। আমাদের চিন্তা হতে হবে আমরা মানুষ। সকল ধর্মের মর্মবাণী হচ্ছে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা। তিনি বলেন বাংলাদেশ রচিত হয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার রক্তের স্রোতের বিনিময়ে। আমাদের গর্বের মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষ অংশ নিয়েছেন। সব ধর্মের মানুষের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা সবাই দেশকে ভালোবাসি। সবাই মিলে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। এদেশে সকল ধর্ম-বর্ণের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করেন। সংবিধান অনুসারেই আমাদের ধর্মনিরপেক্ষতা নীতি রয়েছে। ধর্মীয় উৎসব মানুষের মনের উদারতা বিকশিত করার পাশাপাশি সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের বন্ধন সুদৃঢ় করে। তিনি বলেন বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ দীর্ঘকাল ধরে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করে আসছে। আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৩ উদযাপন উপলক্ষে নির্বিঘ্নে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে পূজা উদযাপনের লক্ষ্যে কঠোর নিরাপত্তা প্রদানের আশ্বাস প্রদান করেন পুলিশ সুপার মহোদয়। একই সাথে পূজা উদযাপন কমিটি ও কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যগণদের সার্বিক সহযোগীতা প্রদানের জন্য আহবান জানান পুলিশ সুপার মহোদয়।