কওমী ভয়েস ২৪ ডটকম

  • Home
  • কওমী ভয়েস ২৪ ডটকম

কওমী ভয়েস ২৪ ডটকম Qawmivoice24.com
একটি অনলাইন নিউজ পেইজ।
ঠিকানা - সানারপাড়, সাইনবোর্ড, ঢাকা
যোগাযোগ 📞 01973883159
আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ 🇧🇩
(1)

অনেক মরমী গজলের সফল লেখক আব্দুল কাদের হাওলাদার সাহেব আজ তিনিদুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে পাড়ি জমিয়েছেন। আল্লাহ তাআল...
20/11/2024

অনেক মরমী গজলের সফল লেখক
আব্দুল কাদের হাওলাদার সাহেব আজ তিনি
দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে পাড়ি জমিয়েছেন।

আল্লাহ তাআলা উনার কবরকে
জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন আমীন।

দোয়াপ্রার্থী -
মুফতি হুজাইফা আল মাহদী
প্রতিষ্ঠাতা পরিচালক - স্বপ্নপূরণ শিল্পীগোষ্ঠী

চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকীকে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা অন্তর্ভুক্ত করায় আমরা হতবাক হয়েছি। সে (ফারুকী) হেফাজত...
11/11/2024

চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকীকে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা অন্তর্ভুক্ত করায় আমরা হতবাক হয়েছি। সে (ফারুকী) হেফাজত আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.)-কে তেঁতুল হুজুর বলে ব্যঙ্গ করে চরম ধৃষ্টতা দেখিয়েছে। যা ক্ষমার অযোগ্য। তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ায় হেফাজতে ইসলাম বাংলাদেশ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

সোমবার (১১ নভেম্বর) ইসলামী এ দলটির ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব ও সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

বিবৃতিতে বলা হয়, বিগত সরকার মুজিববাদকে পুঁজি করে একটি ফ্যাসিস্ট শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই জালেম শাসকগোষ্ঠীর পতন নিশ্চিত হয়। মোস্তফা সরওয়ার ফারুকীসহ একাধিক উপদেষ্টা সেই পতিত আওয়ামী সরকারের দোসর। বিভিন্ন সময়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা উপায়ে শেখ হাসিনা সরকারের প্রশংসা করেছেন এবং সমর্থন জুগিয়েছেন।

এ ছাড়া সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ সাবেক তথ্য-প্রযুক্তিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ ফ্যাসিস্ট সরকারের একাধিক নেতার ঘনিষ্ঠ ছিলেন ফারুকী। তিনি গণঅভ্যুত্থানের পর সেই শাসনের প্রতীক সংস্কারের পক্ষে আওয়াজ তুলে এক প্রকার ফ্যাসিবাদীদের পক্ষে নিজের অবস্থান পরিষ্কারভাবে জানিয়ে দেন। যা দেশবাসীর দৃষ্টিতে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তিন জুলাই বিপ্লবে হাজারো ভাইয়ের রক্তের বিনিময়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় এদেশের ছাত্র জনতাসহ আলেম ওলামারা সম্মিলিতভাবে বসিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, দুঃখের বিষয়, হলো এই সরকারও ফ্যাসিবাদীদের পুনর্বাসনে সক্রিয় হয়ে উঠেছে। যারা আমাদের ভাইদের হত্যা করেছিল, তাদের বিচার এখনো হয়নি। এর বদলে তারা আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। অন্তর্বর্তী সরকারকে দ্যর্থহীন ভাষায় বলতে চাই, আমাদের সন্তানরা জীবন দিয়ে ফ্যাসিবাদকে পরাজিত করেছে। ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করলে, এদেশের আপামর তৌহিদী জনতা আপনাদেরও ক্ষমা করবে না।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দেশে কি যোগ্যতাসম্পন্ন লোকের অভাব পরেছে? ফারুকীর মতো একজন নাট্যকারকে কোন যুক্তিতে উপদেষ্টায় নিয়োগ দেওয়া হয়েছে তা দেশবাসী জানতে চায়? আমাদের বক্তব্য স্পষ্ট, শাহবাগীদের অনুসারী, সমকামিতার পৃষ্ঠপোষক, ফ্যাসিস্টের দোসর কাউকে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না। শহীদ ভাইদের রক্তের সঙ্গে বেইমানি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে কখনোই তা মেনে নেওয়া হবে না।

ক্যারিয়ার বাংলাদেশ ও  ক‌ওমি স্কলরাস ফোরামের আয়োজনে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নেতৃত্বশীল তারুণ্যের ভূমিকা শীর্ষক গোলটেবিল ব...
08/11/2024

ক্যারিয়ার বাংলাদেশ ও ক‌ওমি স্কলরাস ফোরামের আয়োজনে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নেতৃত্বশীল তারুণ্যের ভূমিকা শীর্ষক গোলটেবিল বৈঠক রাজধানীর সেগুনবাগিচাস্থ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তন।

তরুণরা জাগলেই জেগে উঠে বাংলাদেশ................

বাইতুল মোকাররমের বয়ান রেকর্ড। ১.অডিও রেকর্ডের অনুমতি আছে, তাই হযরতের কথার মিস্টেক (ইসলামী সুশীলদের দাবী অনুযায়ী) খোঁজা...
26/10/2024

বাইতুল মোকাররমের বয়ান রেকর্ড।

১.অডিও রেকর্ডের অনুমতি আছে, তাই হযরতের কথার মিস্টেক (ইসলামী সুশীলদের দাবী অনুযায়ী) খোঁজার জন্য যত পারেন অডিও রেকর্ড করার জন্য লোক পাঠিয়ে দেন।

২.শর্তসাপেক্ষে ভিডিও করার অনুমতি দেয়া যেতে পারে,সেটা বড়দের সিদ্ধান্ত মোতাবেক হবে, তাও সর্বোচ্চ একটি চ্যানেলের অনুমতি হতে পারে, ৭০/৮০ চ্যানেল মসজিদে গেলে মসজিদের গাম্ভীর্যপূর্ণ অবস্থার বিঘ্নতা ঘটবে।

৩.বাইতুল মোকাররমের খতীব সাহেবের বয়ান পেপারে আসবে, এখান থেকেও সবাই জেনে নিতে পারবে।

৪.এতটুকু নিশ্চিত থাকতে পারেন, হযরতের বয়ানে নবী বিদ্বেষী, সাহাবী বিদ্বেষী কোন কথা পাওয়া যাবেনা, কৌতুক , হাস্যরস থাকবেনা,তাফসীরের নামে তোমারে লেগেছে কত যে ভালো/আদু রাতে যদি ঘুম ভেঙে যায় জাতীয় গান গেয়ে সুবহানাল্লাহ বলার কোন কাহিনী ঘটবেনা,হিন্দী গানের নকলে কোন গান থাকবেনা,তাফসীর করতে গিয়ে মনগড়া তাফসীরের নামে অতিতের সব তাফসীর বাদ দিয়ে আধুনিক কোন তাফসীরের সমাহার ঘটবেনা।

লিখেছেন - মাওলানা আরিফ বিন হাবিব দা.বা.

জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র এর পথচলা....................... কেন্দ্রীয় “কমিটির শপথ ও ৯ দফা” ঘোষণা আলোচনা। আল্লাহ তা”আলা এই প...
19/10/2024

জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র এর পথচলা.......................
কেন্দ্রীয় “কমিটির শপথ ও ৯ দফা” ঘোষণা আলোচনা।

আল্লাহ তা”আলা এই পথচলাকে কবুল করুক আমিন।
আমাদের নতুন পেইজ - জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র

আজ শায়খ আলী হাসান ওসামা খেলাফত মজলিসে যোগদান করেন। আজ বিকাল ৩টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয় আমিরে মজলিস মাওলা...
09/10/2024

আজ শায়খ আলী হাসান ওসামা খেলাফত মজলিসে যোগদান করেন।

আজ বিকাল ৩টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয় আমিরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদের হাতে প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন বিশিষ্ট মুফাসসিরে কোরআন তারুণ্যের আইডল, শায়খ আলী হাসান ওসামা।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব ডঃ আহমদ আব্দুল কাদের। নায়েব আমির মাওলানা আহমাদ আলী কাসেমী। যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন। মোঃ মুনতাসির আলী। অধ্যাপক আব্দুল জলিল।

উপস্থিত ছিলেন অনলাইন অ্যাক্টিভিস্ট মাওলানা রুহুল আমিন সাদী (সাইমন সাদী)। মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকার প্রমুখ।

গতকাল নারায়ণগঞ্জের জেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের ভোয়া ও পকেট কমিটিকে নারায়ণগঞ্জের হেফাজতের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ  ও...
05/10/2024

গতকাল নারায়ণগঞ্জের জেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের ভোয়া ও পকেট কমিটিকে নারায়ণগঞ্জের হেফাজতের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের ওলামায়ে কেরাম ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন।

ওই কমিটিতে হেফাজতের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কিন্তু উনাদেরকে ভুলভাল বুঝিয়ে
নারায়ণগঞ্জের হেফাজতের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ ও সর্বস্তরের ওলামায়ে কেরামকে ব্যতীত একটি ভোয়া কমিটি গঠন করা হয় যে, কমিটিতে স্বৈরাচার আওয়ামীলীগের পা চাটা কিছু দালালকে গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। যারা হেফাজতের ব্যানারকে ব্যবহার করে দীর্ঘদিন আওয়ামী লীগের দালালি করেছে।

আজকে নারায়ণগঞ্জের হেফাজতের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের ওলামায়ে কেরাম একত্রিত হয়ে জেলা কমিটি নতুন করে গঠন করার সিদ্ধান্ত হয়েছে।

প্রচারে - মুফতি হুজাইফা আল মাহদী
প্রচার সম্পাদক - হেফাজতে ইসলাম বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখা

হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ মহানগর ও জেলা কমিটি এবং জেলা সেক্রেটারি'র দায়িত্ব প্রত্যাখ্যান করে বিবৃতি। "নারায়ণগঞ্জের সর্বজন...
05/10/2024

হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ মহানগর ও জেলা কমিটি এবং জেলা সেক্রেটারি'র দায়িত্ব প্রত্যাখ্যান করে বিবৃতি।

"নারায়ণগঞ্জের সর্বজনশ্রদ্ধেয় আলেম মাওলানা আব্দুল আউয়াল সাহেবকে জেলা কমিটির মূল দায়িত্ব থেকে বাদ দেয়া এবং জেলা ও মহানগরের শীর্ষস্থানীয় আলেমদের মতামতকে অগ্রাহ্য করে- হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি ঘোষণা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই কমিটি প্রত্যাখ্যান করছি।

৪ অক্টোবর ২০২৪ইং, শুক্রবার বাদ আছর, চাষাঢ়া বাগে জান্নাত জামে মসজিদের দ্বিতীয় তলায় মাওলানা জুনাইদ আল-হাবীব ঘোষিত হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক এর দায়িত্ব আমি (এবিএম সিরাজুল মামুন) প্রত্যাখ্যান করছি।

এবিএম সিরাজুল মামুন
যুগ্ম মহাসচিব, খেলাফত মজলিস"

মাওলানা রফিকুল ইসলাম মাদানী বলেন.........মুহাম্মদ বিন রফিক পৃথিবীতে এসেছে,কি আনন্দ প্রথমবার বাবা হওয়ার,কোন ভাষা পাচ্ছি ন...
01/10/2024

মাওলানা রফিকুল ইসলাম মাদানী বলেন.........

মুহাম্মদ বিন রফিক পৃথিবীতে এসেছে,কি আনন্দ প্রথমবার বাবা হওয়ার,কোন ভাষা পাচ্ছি না বলার!তবে এতটুকু বলি ৩২ মাস পর মুক্তির পরও এত আনন্দিত হইনি,আহা কি আনন্দ আকাশে বাতাসে!
সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে জগত বিখ্যাত দায়ী মু জা হি দ আলেম বানায়!

মাদরাসাতুল মারওয়ায় শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের যোগ্য করে গড়ে তুলতে উচ্চতর কুরআন গবে...
28/09/2024

মাদরাসাতুল মারওয়ায় শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের যোগ্য করে গড়ে তুলতে উচ্চতর কুরআন গবেষণা ও শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের তত্ত্বাবধানে মারওয়াহ ফাউন্ডেশনের আয়োজনে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা (৩য় পর্ব) অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৭ সেপ্টেম্বর) শুক্রবার মিরপুরে অবস্থিত মাদরাসাতুল মারওয়াহ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই আয়োজনটি সকাল ৮টায় শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন হাফেজ সানাউল্লাহ । নাশিদ পরিবেশন করেন তামাদ্দুনের সংগীত পরিচালক শিল্পী রবিউল আউয়াল রবিন।
স্বাগত বক্তব্য প্রদান করেন উচ্চতর কুরআন গবেষণা ও শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের স্বপ্নদ্রষ্টা হাফেজ মাওলানা মাঈনুদ্দীন ওয়াদুদ।

১ম অধিবেশনে নুরানী,নাজেরা ও হিফয বিভাগের পাঠদান পদ্ধতি নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেন তানযীমুল উম্মাহ গাজীপুর শাখার ভাইস প্রিন্সিপাল হাফেজ মাওলানা আলি আহসান। দুপুর ১২টায় প্রথম অধিবেশন সমাপ্ত হয়।

বিকেল ৩টা থেকে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এতে হামদ পরিবেশন করেন শিল্পী ইফতেখার আহমেদ। শুভেচ্ছা বক্তব দেন মাদরাসাতুল মারওয়াহ'র নায়েবে মুহতামিম হাফেজ মাওলানা আবুবকর বিন রাশেদ।

২য় অধিবেশনে ইসলামী শিক্ষার প্রাতিষ্ঠানিক যাত্রা, বিস্তারের ইতিহাস, আদর্শ শিক্ষক হওয়ার কৌশল সহ গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করেন সার্টিফাইড প্যারেন্টিং কোচ, আল মাহির স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক, শিক্ষক প্রশিক্ষক এইচ এম রায়হানুল কাবীর। প্রশিক্ষণ শেষে প্র্যাক্টিক্যাল পরিক্ষা নেওয়া হয়। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘটে।

উল্লেখ্য যে, কর্মশালায় মারওয়াহ ফাউন্ডেশন পরিচালিত ২টি প্রতিষ্ঠানের প্রায় ২০ জন শিক্ষক শিক্ষীকা অংশগ্রহণ করেন।

17/09/2024

সারাদেশে আগামী ২ মাস নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন সেনাবাহিনীর কর্মকর্তারা।

জা লি ম রা কারাগারে বিনা চিকিৎসায় ফেলে রাখায় অনেকগুলো শারীরিক জটিলতায় ভুগছেন। সবচে বেশি ঝুঁকি দেখা দিয়েছে হাঁটু নিয়ে। ডা...
04/09/2024

জা লি ম রা কারাগারে বিনা চিকিৎসায় ফেলে রাখায় অনেকগুলো শারীরিক জটিলতায় ভুগছেন। সবচে বেশি ঝুঁকি দেখা দিয়েছে হাঁটু নিয়ে। ডাক্তার এমন আশঙ্কাও ব্যক্ত করেছেন, দুয়েক বছর পর হাঁটু থেকে কেটেও ফেলা লাগতে পারে। আল্লাহ যদি চান, দেশে হোক বা বিদেশে, সর্বোচ্চ উন্নত চিকিৎসার মাধ্যমে হলেও এই রত্নকে সুস্থ করে তোলার সর্বাত্মক প্রচেষ্টা জারি থাকবে। আল্লাহ শাফি।

শায়খ দেশবাসীর কাছে দুয়া চেয়েছেন। সকলে আন্তরিকভাবে এই ম জ লু ম আলিমের জন্য নিয়মিত দুয়া করবেন। তবে হাসপাতালে কেউ দেখা করতে না আসার অনুরোধ। রিলিজ দেওয়ার পর সাক্ষাৎ করতে পারবেন ইনশাআল্লাহ। এই অসুস্থ শরীরেও পীর সাহেব মধুপুর হাফি.-এর সঙ্গে সাক্ষাৎ করে দুয়া নিয়ে এসেছেন। আমাকেও যেতে আদেশ করেছিলেন, কিন্তু রাতে সুদূর সিলেটের হবিগঞ্জে একাধিক মাহফিল থাকায় কোর্ট থেকে বাধ্য হয়ে সরাসরি সফরে বেরোতে হয়েছে, এই সৌভাগ্য থেকে বঞ্চিত থাকতে হয়েছে। আল্লাহ তাঁকে শিফায়ে কামেল আজেল নসিব করুন। দ্রুত আরোগ্য লাভ করে উম্মাহর খেদমতে অবতীর্ণ হওয়ার তাওফিক দান করুন।
~আলি হাসান উসামা হাফিজাহুল্লাহ

উজান থেকে নেমে আসা ঢল ও ভারি বর্ষণে প্লাবিত বাংলাদেশের দক্ষিণাঞ্চল। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চট্টগামসহ বেশ ...
01/09/2024

উজান থেকে নেমে আসা ঢল ও ভারি বর্ষণে প্লাবিত বাংলাদেশের দক্ষিণাঞ্চল। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চট্টগামসহ বেশ কয়েকটি জেলায় প্রবল বন্যায় বিপর্যস্ত।

এমন পরিস্থিতিতে বন্যায় বিপন্ন জনপদে মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছে আলেমদের তত্বাবধানে পরিচালিত সংস্থা ‘আদ-দাওয়াহ বাংলাদেশ’। উদ্ধার ও ত্রাণ তৎপরতায় প্রশংসনীয় ভূমিকা পালন করে চলছে সংস্থাটি।

২২ আগস্ট থেকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে অস্থায়ী ক্যাম্প করে আদ-দাওয়াহ বাংলাদেশ ও মারকাযুল ফুরকান ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে তাদের উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণ শুরু করে। তাদের সঙ্গে যৌথভাবে বন্যার্তদের সেবায় কাজ করছে রেডিও একাত্তর ও ত্বোহা জিন্নুরাইন ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের কর্মীরা বন্যার ভয়াবহতায় হেলিকপ্টার দিয়ে উদ্ধার অভিযানসহ ভেসে আসা একাধিক লাশও দাফন করেছেন। লাশগুলোর মধ্যে একজন শিশু, দুজন পুরুষ ও একজন নারী ছিলেন।

কুমিল্লার লাকসাম, মনোহরগঞ্জ, বুড়িচং, দেবিদ্ধার, চৌদ্দগ্রাম ক্যান্টনমেন্টসহ আশপাশের ক্ষতিগ্রস্ত এলাকায় গত ১০ দিন ও নোয়াখালীর মাইজদী তালীমুস সুন্নাহ মাদরাসায় একটি অস্থায়ী ক্যাম্প করে তিন দিন শুকনো ও রান্না করা খাবারের সমন্বয়ে ৫ থেকে ৬ হাজার লোকের খাবার বিতরণ ও পরশুরামে ৫ শতাধিক মানুষের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্যাকেট বিতরণ করা করেছে ‘আদ-দাওয়াহ বাংলাদেশ ও মারকাযুল ফুরকান ফাউন্ডেশন।

আদ-দাওয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মামুন চৌধুরী জানান, আদ-দাওয়া বাংলাদেশ, মারকাযুল ফুরকান ও রেডিও একাত্তরের যৌথ উদ্যোগে প্রতিদিন ৫-৬টি টিমে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ধারাবাহিকভাবে ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে- আলহামদুলিল্লাহ।

এ সময় তিনি বন্যা শেষে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পুনর্বাসন ও আর্থিক সহযোগিতায় দেশবাসীকে সম্মিলিতভাবে এগিয়ে আসারও আহবান জানান।

ত্রাণ তৎপরতা প্রসঙ্গে মারকাযুল ফুরকান ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মোশাররফ হোসাইন মাহমুদ বলেন, আমাদের পরবর্তী কার্যক্রম হলো- বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা করা।

বন্যাকবলিত এলাকায় ত্রাণ সহায়তা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ভিক্টোরিয়া কলেজ মসজিদের খতিব মাওলানা মামুন মুস্তফী, নোয়াখালী মাইজদী তালিমুস সুন্নাহ মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল্লাহ ও মাওলানা গাজী আল মাহমুদ, মিডিয়া ব্যাক্তিত্ব মুফতি মুয়াবিয়া আল হাবিবি, মুফতি রফি উদ্দিন মাহমুদ নুরী, আশ-শরইয়্যা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি মামুনুর রশিদ কাসেমী, মাওলানা ইমাদ উদ্দিন ও ত্বহা জিন্নুরাইন ফাউন্ডেশনের মাওলানা হাবিবুল্লাহ মিসবাহকে বিশেষ শুকরিয়া জ্ঞাপন করেছেন আদ-দাওয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মামুন চৌধুরী।

এ ছাড়া ত্রাণ কার্যক্রমে সর্বক্ষণ নিয়োজিত ছিলেন মাওলানা আবুল বাশার রেজওয়ান, মুফতি ফয়জুল্লাহ কুমিল্লা, মাওলানা ইয়াসিন মাহমুদ বরকতুল্লাহ, মাওলানা আহসানুল্লাহ জাকি, মাওলানা ইমদাদ হাফেজ মারূফ বিল্লাহ, হাফেজ আল-আমিন প্রমুখ।

কওমি অঙ্গনের বিশ্বস্ত প্ল্যাটফর্ম.......................কওমি ভয়েস ২৪ ডটকম এর অফিসিয়াল গ্রুপ।অফিসিয়াল পেইজ - কওমী ভয়েস ২...
26/08/2024

কওমি অঙ্গনের বিশ্বস্ত প্ল্যাটফর্ম.......................
কওমি ভয়েস ২৪ ডটকম এর অফিসিয়াল গ্রুপ।

অফিসিয়াল পেইজ - কওমী ভয়েস ২৪ ডটকম।
পোস্টটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন📣

ইছাপুর, বুড়িচং (কুমিল্লা) এর আজকের পরিস্থিতিছবি: মাহফুজুল হাসান
23/08/2024

ইছাপুর, বুড়িচং (কুমিল্লা) এর আজকের পরিস্থিতি
ছবি: মাহফুজুল হাসান

22/08/2024

সারা দেশের বন্যা কবলিত এলাকার উদ্ধারকাজ বিষয়ে যেকোনো সেবা গ্রহণের জন্য ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ‘১০২’। আর কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের নিয়মিত ফোন নম্বর ‘০২২২৩৩৫৫৫৫৫’। মনিটরিং সেলে সার্বক্ষণিক যোগাযোগের মুঠোফোন নম্বর ‘০১৭১৩-০৩৮১৮১’। এ ছাড়া জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করেও ফায়ার সার্ভিসের এ–সংক্রান্ত সেবা নেওয়া যাবে।

ফয়জুল কুরআনের আবারো বিশ্বজয়! আলহামদুলিল্লাহ!মুসলিম বিশ্বের প্রাণকেন্দ্র পবিত্র মক্কাতুল মুকাররামার মসজিদে হারামে অনুষ্ঠি...
21/08/2024

ফয়জুল কুরআনের আবারো বিশ্বজয়!
আলহামদুলিল্লাহ!
মুসলিম বিশ্বের প্রাণকেন্দ্র পবিত্র মক্কাতুল মুকাররামার মসজিদে হারামে অনুষ্ঠিত ৪৪তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৪ এ ১২৩টি দেশের ১৭৪ জন প্রতিযোগীর মধ্যে ৪র্থ গ্রুপে ১ম স্থান অর্জন করেছে, মারকাযু ফয়জিল কুরআর আল ইসলামী ঢাকার কিতাব বিভাগের কৃতি ছাত্র হাফেজ মুয়াজ মাহমুদ। পাশাপাশি একই প্রতিযোগিতার ৩য় গ্রুপে ১ম স্থান অর্জন করেছে বাংলাদেশের প্রতিনিধি হাফেজ আনাস বিন আতিক্ব।
:
আজ ২১ আগষ্ট বুধবার বাদ ইশা মসজিদুল হারামের বরেণ্য ইমাম,খতীব, ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন দায়িত্বশীল, মক্কাতুল মুকাররমা সহকারি গভর্নর,
রাজধানী রিয়াদের গভর্নর সহ বিভিন্ন মেহমানদের উপস্থিতিতে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।
এতে মুয়াজ মাহমুদ সম্মাননা ক্রেষ্ট ও নগদ ০০ রিয়াল পুরস্কার লাভ করে।
:
হাফেজ মুয়াজ গত ২৯/০৫/২৪ইং তারিখে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধায়নে আন্তর্জাতিক এ প্রতিযোগিতার বাছাইপর্বে দেশের শতশত মেধাবী হাফেজদের পিছনে ফেলে প্রথম স্থান অর্জন করে সৌদি আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার (৪র্থ গ্রুপে) বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হয়।
:
উল্লেখ্য: মুয়াজ মাহমুদ ২০২৩ সালে ৪৬তম কেন্দ্রীয় বেফাক পরীক্ষায় নাহবেমির জামাতে অংশগ্রহণ করে মেধাতালিকা অর্জন করেছিল। দেশ বিদেশের সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন মুয়াজ মাহমুদকে যোগ্য আলেম ও দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন।

আসামির তালিকায় রয়েছে, ১. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।২. সাবেকমন্ত্রী ওবায়দুল কাদের।৩. রাশেদ খান মেনন।৪. সাবেক মেয়র শে...
20/08/2024

আসামির তালিকায় রয়েছে,
১. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২. সাবেকমন্ত্রী ওবায়দুল কাদের।
৩. রাশেদ খান মেনন।
৪. সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস।
৫. সাবেক মন্ত্রী হাছান মাহমুদ।
৬. সাবেক সংসদ সদস্য হাজি সেলিম।
৭. সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান।
৮. সাবেক সংসদ সদস্য শামীম ওসমান।
৯. সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী।
১০. সাবেক আইজিপি একেএম শহীদুল হক।
১১. বেনজীর আহমেদ।
১২. র‌্যাবের সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান। ১৩. সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ।
১৪. সাবেক পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার।
১৫. ঘাদানিক কমিটির সভাপতি শাহরিয়ার কবির।
১৬. ঘাদানিক সদস্য মুনতাসীর মামুন।
১৭. ঘাদানিক সদস্য তুরিন আফরোজ।
১৮. গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
১৯. একাত্তর টিভির এমডি মোজাম্মেল হক বাবু।
২০. সময় টিভির আহমেদ জোবায়ের।
২১. এবি নিউজের সুভাষ সিংহ রায়।
২২. সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও দৈনিক
আমাদের নতুন সময়ের নাইমুল ইসলাম খান।
২৩. বিজিবির সাবেক ডিজি ও সাবেক সেনা প্রধান
আজিজ আহমেদ।
২৪. গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সাবেক ডিজি এম মনজুর আহমেদসহ অজ্ঞাতনামা কতিপয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও কতিপয় বিজিবি, র‌্যাব, পুলিশ সদস্য এবং তৎকালীন কয়েকটি ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার নীতি নির্ধারক।

Address


Alerts

Be the first to know and let us send you an email when কওমী ভয়েস ২৪ ডটকম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কওমী ভয়েস ২৪ ডটকম:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share