Daily Amar Bangla

  • Home
  • Daily Amar Bangla

Daily Amar Bangla Welcome to Daily Amar Bangla Newspaper, www.dailyamarbangla.com
E-mail: [email protected] Edited by Shibbir Ahmed Osmani and published by SAO Group.
(25)

Daily Amar Bangla is the mouthpiece of thousands of expatriate Bangladeshis scattered in different countries of the world. Established since 2011 in Bangladesh, this bilingual caters for the multicultural community and focuses on informative and analytical updates on current international affairs, latest trends, health, education, culture, lifestyle and sports. `Amar bangla’ is now an online daily news-paper. www.dailyamarbangla.com/ www.dailyamarbangla.com

08/12/2023

রোববার সারা দেশে মানববন্ধন করবে বিএনপি

ঢাকা: আগামী রোববার (১০ ডিসেম্বর) ঢাকাসহ সারা দেশের জেলা সদরে গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে মানববন্ধন করবে বিএনপি।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকালে ভার্চুয়াল এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির প্রস্তুতির কথা জানান।

তিনি বলেন, আমাদের পরবর্তী কর্মসূচি আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে। সেদিন ঢাকা শহরে গুম-খুনের পরিবার এবং যে সমস্ত নাগরিক গুম-খুন হয়েছেন সেই পরিবারের সমন্বয়ে এই মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঢাকা মহানগরসহ জেলা সদরে এই কর্মসূচি পালিত হবে।
তিনি জানান, ঢাকায় মানববন্ধন হবে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টায়।

08/12/2023

১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস সামনে রেখে দেশে পরিস্থিতি ঘোলাটে করার চক্রান্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

নিষেধাজ্ঞা নিয়ে আওয়ামী লীগ উদ্বিগ্ন নয়: ওবায়দুল কাদের
08/12/2023

নিষেধাজ্ঞা নিয়ে আওয়ামী লীগ উদ্বিগ্ন নয়: ওবায়দুল কাদের

"আমি তো শুরু থেকেই জয় বাংলার লোক" বিএনপির ভাইস চেয়ারম্যানের পদ ছেড়ে আওয়ামী লীগে আসা শাহজাহান ওমরের দাবি, বিএনপি দিয়ে রাজ...
08/12/2023

"আমি তো শুরু থেকেই জয় বাংলার লোক"

বিএনপির ভাইস চেয়ারম্যানের পদ ছেড়ে আওয়ামী লীগে আসা শাহজাহান ওমরের দাবি, বিএনপি দিয়ে রাজনীতি শুরু করলেও এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালেই ‘নৌকায় চড়তে’ চেয়েছিলেন তিনি।

08/12/2023
মানবাধিকার দিবসে দেশে পরিস্থিতি ঘোলাটে করার চক্রান্ত হচ্ছে: তথ্যমন্ত্রী
08/12/2023

মানবাধিকার দিবসে দেশে পরিস্থিতি ঘোলাটে করার চক্রান্ত হচ্ছে: তথ্যমন্ত্রী

পেঁয়াজ রফতানিতে ন্যূনতম মূল্যের বিধিনিষেধের সময় বাড়াল ভারত
08/12/2023

পেঁয়াজ রফতানিতে ন্যূনতম মূল্যের বিধিনিষেধের সময় বাড়াল ভারত

08/12/2023

যেভাবেই হোক তারা দেশে দুর্ভিক্ষ ঘটাবে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: বিএনপি কীভাবে নির্বাচন করবে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির নেতা কে? তাদের কোনো নেতা নেই। বিএনপি চিন্তা করেছিল নির্বাচন হবে না। এখন নির্বাচন হয়ে যাচ্ছে। একসময় বলেছিল- নির্বাচন হতে দেবে না।

উস্কানি আছে যে, নির্বাচন ঠেকাও। নির্বাচনের সিডিউল হয়ে গেছে। এখন তারা মনে করছে নির্বাচন হয়েই যাবে। তাই তারা মার্চ মাসের দিকে দেশের এমন অবস্থা করবে, দুর্ভিক্ষ ঘটাবে।

এটা হচ্ছে তাদের পরবর্তী পরিকল্পনা। এটা শুধু দেশের নয়, বাইরের দেশেরও পরিকল্পনা আছে, যেভাবেই হোক দুর্ভিক্ষ ঘটাতে হবে।
শুক্রবার গোপালগঞ্জে দুই দিনের সফরের দ্বিতীয় দিনে নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

স্বপ্নপূরণে হেলিকপ্টারে চড়ে নিজ গ্রামে ফিরলেন আমেরিকা প্রবাসী সানাউল্লাহ
08/12/2023

স্বপ্নপূরণে হেলিকপ্টারে চড়ে নিজ গ্রামে ফিরলেন আমেরিকা প্রবাসী সানাউল্লাহ

চার জনকে আটক করেছে পুলিশ
08/12/2023

চার জনকে আটক করেছে পুলিশ

08/12/2023

জাপা মহাসচিব চুন্নুর প্রার্থিতা বা তি লে নৌকা প্রার্থীর আপিল

08/12/2023

মাওলানা মামুনুল হকের মুক্তির দাবিতে বাইতুল মোকাররমে বি-ক্ষোভ মিছিল

#মিছিল #মুক্তি

Credit : ManabZamin Digital

08/12/2023

মৌলভীবাজারে হরতাল অবরোধে ক্ষতির মুখে পর্যটন শিল্প

মৌলভীবাজার: হরতাল অবরোধের কারণে প্রবাসী অধ্যুষিত এলাকা ও চায়ের রাজধানী মৌলভীবাজারে পর্যটন শিল্প মাত্মক ক্ষতির মুখে পড়েছে। এ অবস্থায় পর্যটক শুন্য হয়ে পড়েছে জেলার বিভিন্ন পর্যটন স্থানগুলো। চলছে দর্শনীয় স্থানগুলোতে সুনসান নিরবতা। পাশাপাশি খালি পড়ে আছে আবাসিক হোটেল ও রিসোর্ট গুলো। অনেক প্রতিষ্ঠান কর্মচারীদের বাধ্যতামূলক ছুটি সহ ছাটাই করছেন।

জানা গেছে, প্রতিবছর নভেম্বর মাসের শুরুতে যখন কনকনে শীতের আগমনী বার্তা আসে ঠিক তখনি পর্যটকরা ভীর জমান সবুজে ঘেরা প্রকৃতির নানা রুপে সজ্জিত বিভিন্ন দর্শনীয় স্থানে। তারা জেলার একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে পরিবার পরিজন নিয়ে চষে বেড়াতেন প্রকৃতির অপরুপ দৃশ্য গুলো নিজ চোখে অবলোপন করতে। কিন্তু এ বছর পর্যটন মৌসুমের শুরুতেই টানা অবরোধ ও হরতালের কারণে পর্যটকরা আসতে সাহস করছেননা।
মৌলভীবাজার জেলায় রয়েছে পযটকদের আকৃষ্ট করা এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠাপানির জলাভূমি হাকালুকি, কাওয়াদিঘি, হাইলহাওরসহ ছোট-বড় মিলিয়ে তিনটি বৃহৎ হাওর, উঁচুউঁচু টিলা বেষ্টিত চা বাগান, আঁকাবাঁকা পাহাড়ী মেঠোপথ, ১২৫০ হেক্টর আয়তনের জীববৈচিত্র ও বিরল প্রজাতির বন্যপ্রাণী সমৃদ্ধ অরণ্য লাউয়াছড়া জাতীয় উদ্যান, ভারত সীমান্ত ঘেঁষে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধ, নয়নাভিরাম মাধবপুর লেক, রোমাঞ্চে ভরা হামহাম জলপ্রপাত, শ্রীমঙ্গলের মহান স্বাধীনতার স্মৃতি বিজরিত বদ্ধভুমি, বাইক্কাবিল, বড়লেখা উপজেলায় মাধবকুন্ড জলপ্রপাত, বর্ষিজোড়া ইকোপার্ক, মনু ব্যারেজ, সাকেরা চা বাগান লেক, পাত্রখোলা লেক, রাজঘাট চা বাগান লেকসহ আরও বেশ কিছু দর্শনীয় স্থান।

সর্বশেষ ৭ ডিসেম্বর মৌলভীবাজার, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের বিভিন্ন হোটেল, রিসোর্ট ও রেস্টুরেন্টে গিয়ে দেখা গেছে অলস সময় পার করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বুকিং ছিল এসব প্রতিষ্ঠানের মাত্র ২০ শতাংশ কক্ষ। অথচ শীতের মাসগুলোয় পর্যটন শিল্পে থাকে ভরা মৌসুম। এ ছাড়া সাপ্তাহিক সরকারি ছুটির দিন গুলোতেও পর্যটকদের ভিড় থাকে। হোটেল-রিসোর্ট গুলোতে দেওয়া থাকে অগ্রিম বুকিং। খাবার রেস্টুরেন্ট গুলোতে থাকে উপচেপড়া ভিড়। মৌসুমের শুরুতেই জেলা জুড়ে এভাবে পর্যটকশূন্য হয়ে পড়ায় হতাশ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা পর্যটন শিল্পে এ ধসের কারণ হিসেবে চিহ্নিত করেছেন রাজনৈতিক অস্থিরতাকে। নিরাপত্তার বিষয় বিবেচনা করে দেশের এমন অস্থির সময়ে মানুষ ভ্রমণ করতে অনিচ্ছুক। ডিসকাউন্ট সহ নানান সুযোগ-সুবিধা দেওয়ার পরও পর্যটনের ভরা মৌসুমে প্রত্যাশিত সংখ্যক পর্যটক পাওয়া যাচ্ছে না-এমন মন্তব্য পর্যটন সংশ্লিষ্টদের। চলমান পরিস্থিতি অব্যাহত থাকলে এ খাতে বিপর্যয় নেমে আসতে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে।

পর্যটন সেবা সংস্থার সাধারণ সম্পাদক ও নিসর্গ নিরব ইকো কটেজের সত্ত্বাধিকারী কাজী শামসুল হক বলেন, এখন শীত মৌসুম শুরু। শিক্ষার্থীদের পরীক্ষা শেষে বছরের এ সময় অর্থাৎ ডিসেম্বর মাসে প্রচুর পর্যটক আসতেন। কিন্তু অবরোধ-হরতালের কারণে পর্যটক নেই বললেই চলে। আর পর্যটক শুন্য থাকায় আমাদের রিসোর্ট এবং রেস্টুরেন্ট ব্যবসা ক্ষতির মুখে। কারণ পর্যটক না এলেও হোটেলের নিয়মিত খরচ বহন করতে হচ্ছে। এ সংকট চলতে থাকলে আমরা অচিরেই পথে বসে যাবো। হরতাল অবরোধের কারণে অনেকেই ট্যুরে আসতে চাচ্ছেননা। কিছু পর্যটক আসছেন ট্রেনে আবার দিন শেষে তারা চলে যাচ্ছেন ট্রেনে করে।
শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সভাপতি ও গ্র্যান্ড সেলিম রিসোর্টের সত্ত্বাধিকারী সেলিম আহমেদ বলেন, গেল অক্টোবর মাসের ২৫ তারিখ পর্যন্ত বুকিং হয়েছিল। পরে ২৮ তারিখ বিএনপির সমাবেশকে কেন্দ্রকরে গন্ডগোল হলে সকল বুকিং বাতিল হয়ে যায়। তবে বিএনপির সমাবেশের তিন সপ্তাহ আগে পর্যটন শিল্প বেশ জমে ওঠেছিল। পরে হরতাল অবরোধের ঘোষনা আসলে চলতি পর্যটন মৌসুমের শুরুতেই আমরা বিশাল আর্থিক লোকসানের মুখোমুখি হলাম। হরতাল অবরোধ ও রাজনৈতিক অস্থিরতার কারেণে স্টাফ ছাঁটাই করতে হয়েছে। এভাবে ভর্তুকি দিয়ে রিসোর্ট চালাতে থাকলে আমাদের পর্যটন শিল্পে ধস নেমে আসবে। বিশাল আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠতে না পারলে আমরা পথে বসে যাবো। কাজেই এ পর্যটন শিল্পের লোকসান পুষিয়ে ওঠতে আমরা সরকারের কাছে আর্থিক প্রণোদনার দাবি করছি।

বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীমঙ্গল রেল ষ্টেশনে কথা হয় ঢাকার মুগদা এলাকা থেকে বেড়াতে আসা সাকির আহমদের সাথে। তিনি জানান ভোরে কমলাপুর স্টেশন থেকে আন্তনগর পারবত ট্রেনে করে তারা ২জন শ্রীমঙ্গলে আসেন। লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক ও কয়েকটি চা বাগান গুড়ে দেখেন। বৃষ্টি থাকায় অনেক স্থানে যেতে পারেননি। প্রকৃতির এ অপরুপ দৃশ্য তাদের মুগ্ধ করেছে। ঢাকায় যাওয়ার জন্য বাস না পাওয়ায় ট্রেনের অপেক্ষা করছেন স্টেশনে।
কথা হয় আবুল কালাম নামের এক স্থানীয় এক পর্যটকের সাথে, তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকা থেকে মধ্যপ্রাচ্য প্রবাসী তার ভাইকে নিয়ে আসেন। তারা লাউয়াছড়া উদ্যান ও চা বাগান গুড়ে দেখেন, ওই স্থানগুলো একেবারে ফাঁকা ছিল। আসার সময় তিনবার সিএনজি অটোরিক্স পাল্টিয়ে আসতে হয় লাউয়াছড়ায়। এতে তাদের অনেক সময় নষ্ট হয়েছে। অবরোধ না থাকলে এ সমস্যায় পরতেননা বলে জানান।

শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এলাকার পর্যটন ট্যুরিস্ট গাইড সাজু মারচিয়াং বলেন, বিগত বছরগুলোয় ডিসেম্বর মাসে দেশি-বিদেশী পর্যটকদের উপচেপড়া ভিড় ছিল। হোটেল-রিসোর্টে থাকার জন্য আগে বুকিং না দিলে তাৎক্ষনিক কোনো সিট পাওয়া যেতনা। এখন এই হোটেল-রিসোর্ট ফাঁকা যাচ্ছে। বিশেষ করে প্রতি বছর এ সময় দেশ-বিদেশের নানা বয়সী পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে জেলার বিভিন্ন পর্যটন স্পট। কিন্তু টানা অবরোধ-হরতালের কারণে এবছর শীত মৌসুমের শুরুতে এসব স্পটে এখন পর্যটকদের দেখা মিলছে না। এতে করে পর্যটন শিল্পের সাথে জড়িতরা ক্ষতির মুখে পড়ছেন।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, লাউয়াছড়ার ইতিহাসে গেল ঈদে সবচেয়ে বেশি পর্যটক এসেছেন। তার পর থেকে সাপ্তাহিক ছুটির দিনে পর্যটক সংখা বেশি ছিল। গেল নভেম্বর মাসের শুরুতে একবোরে পর্যটকের সংখ্যা কমে গেল। যারা এসেছেন তারা স্থানীয় পর্যটক।

পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত ট্যুরিস্ট পুলিশের দায়িত্বে থাকা ট্যুরিস্ট পুলিশ মৌলভীবাজার জোনের ওসি প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, পর্যটন মৌসুম শুরু হওয়ায় পর্যটন পুলিশের অনেকেই আগাম ছুটি কাটিয়ে এসেছেন। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। কিন্তু সম্প্রতি সময়ে তেমন কোনো পর্যটকের সমাগম হচ্ছেনা। তবে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় ও পর্যটকদের সার্বিক নিরাপত্তায় পূর্বের ন্যায় প্রস্তুত রয়েছে ট্যুরিস্ট পুলিশ।

জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, প্রকৃতি মুখরিত এ জেলায় বেশ কিছু দৃষ্টি নন্দন পর্যটন স্পট রয়েছে। পর্যটন শিল্প থেকে সরকারের রাজস্ব আদায় হচ্ছে। তাই জেলাকে পর্যটক বান্ধব করতে কিছু প্রস্তাবনা মন্ত্রনালয়ে পাঠানো সহ নানা মুখি উদ্যেগ নেয়া হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে পর্যটকরা কিছু কম আসছেন। এটি এক সময় কাটিয়ে উঠবে।

08/12/2023

ওসমানী বিমানবন্দরে ৩০ কেজি সোনা জব্দ, আটক ৯

আটকরা সবাই দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটের যাত্রী।

সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০ কেজি সোনাসহ ৯ যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

আটকরা সবাই দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটের যাত্রী। শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে ফ্লাইটটি নামলে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন কাস্টমসের বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগের সহকারী কমিশনার মো. সাজেদুল করিম।

তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি তবে আটকদের মধ্যে কয়েকজন শিশু আছে বলে জানা গেছে।

08/12/2023

বিয়ের অনুষ্ঠানে কনে, কারাগারে বর!



Credit : somoynews.tv

08/12/2023

প্রাথমিকে প্রশ্ন ফাঁসের অভিযোগ, ৩ শিক্ষকসহ আটক ১৯

রংপুর নগরীসহ বিভাগের কয়েকটি জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা ও হাইটেক ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দেয়ার সময় শিক্ষক, পরীক্ষার্থী ও সিন্ডিকেট সদস্যসহ ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে শতাধিক মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস।

শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের ক্রাইম দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার জানান, রংপুর মহানগরে ৩জন শিক্ষক, ১১ জন পরীক্ষার্থী ও ৫ জন সিন্ডিকেট সদস্য সহ ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৮ জন নারী পরীক্ষার্থী রয়েছে।

 #জয়া
08/12/2023

#জয়া

ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ১৭ হাজার ১৭৭ ফিলিস্তিনি
08/12/2023

ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ১৭ হাজার ১৭৭ ফিলিস্তিনি

08/12/2023

মিরপুর টেস্টের তৃতীয় দিন বৃষ্টির বাধায় খেলা শুরু হতে দেরি হচ্ছে।

08/12/2023

সিলেট ওসমানী বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে প্রায় ২৪ কেজি স্বর্ণ জব্দ; তল্লাশি চলছে

08/12/2023

কী থাকছে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে?



Credit : somoynews.tv

জামালপুরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আনিসুর রহমান (৩৬) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি জামালপুরের জামতৈল বা...
08/12/2023

জামালপুরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আনিসুর রহমান (৩৬) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি জামালপুরের জামতৈল বাজার শাখায় অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক ছিলেন। নিহত আনিসুর জামালপুর সদর উপজেলার শাহবাজপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার বিনন্দেরপাড়া এলাকার জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ফিলিস্তিনি কবি, লেখক ও সাহিত্যের অধ্যাপক রিফাত আল আরির ই'স'রা'ই'লি হা'ম'লা'য় সপরিবারে নি'হ'ত হয়েছেন।
08/12/2023

ফিলিস্তিনি কবি, লেখক ও সাহিত্যের অধ্যাপক রিফাত আল আরির ই'স'রা'ই'লি হা'ম'লা'য় সপরিবারে নি'হ'ত হয়েছেন।

নোয়াখালীতে স্বর্ণের দোকানে ডাকাতি, নৈশ প্রহরীকে হত্যা
08/12/2023

নোয়াখালীতে স্বর্ণের দোকানে ডাকাতি, নৈশ প্রহরীকে হত্যা

অপরাধআঞ্চলিকচট্রগ্রামসর্বশেষসারাদেশ নোয়াখালীতে স্বর্ণের দোকানে ডাকাতি, নৈশ প্রহরীকে হত্যা দ্বারা Reporter - December 8, 202...

বাংলাদেশের উন্নয়ন অনেক দেশেরই সহ্য করতে পারে না: স্বাস্থ্যমন্ত্রী
08/12/2023

বাংলাদেশের উন্নয়ন অনেক দেশেরই সহ্য করতে পারে না: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয়বাংলাদেশের সংবাদবিশেষ সংবাদশীর্ষ সংবাদস্বাস্থ্য বাংলাদেশের উন্নয়ন অনেক দেশই সহ্য করতে পারে না: স্বাস্থ্.....

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় তার নিজের নগদ ৬ লাখ এবং স্ত্রী’র ছিল ১০ লাখ টাকা।
07/12/2023

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় তার নিজের নগদ ৬ লাখ এবং স্ত্রী’র ছিল ১০ লাখ টাকা।

07/12/2023

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্যই কাজ করছেন পিটার হাস ও তার টিম- জন কিরবি



সৌজন্যে: নয়াদিগন্ত - Daily Naya Diganta

বাংলাদেশের উন্নয়ন অনেক দেশেরই সহ্য করতে পারে না: স্বাস্থ্যমন্ত্রীঢাকা: বাংলাদেশের উন্নয়ন অনেক দেশই সহ্য করতে পারে না বলে...
07/12/2023

বাংলাদেশের উন্নয়ন অনেক দেশেরই সহ্য করতে পারে না: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা: বাংলাদেশের উন্নয়ন অনেক দেশই সহ্য করতে পারে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এই সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে অনেক চেষ্টা করেছে। শুধু স্বাস্থ্য খাতই নয়, সার্বিকভাবেই দেশের নানা উন্নয়ন হয়েছে। কিন্তু বাংলাদেশের এসব উন্নয়ন অনেক দেশেরই সহ্য হয় না, তাই তারা পেছন থেকে নানা ষড়যন্ত্র করে।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে ‘পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, আপনারা জানেন দেশের স্বাস্থ্য সেবার অনেক উন্নয়ন হয়েছে। মানুষের গড় আয়ু বেড়েছে, কিডনি, লিভার ট্রান্সপ্লান্ট হচ্ছে। এগুলো আগে এই দেশে হতো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই নানা উন্নয়ন ও অর্জন এসেছে। তবে যেখানে জ্বালাপোড়াও হবে, সেখানে কোনো উন্নয়ন সম্ভব নয়। এমন অস্থিতিশীল পরিস্থিতিতে স্বাস্থ্য সেবার উন্নতিও সম্ভব নয়।

মেট্রোরেলের আরও দুই স্টেশন চালু হচ্ছে ১৩ ডিসেম্বরঢাকা: মেট্রোরেলের আরও দুটি স্টেশন চালু হতে যাচ্ছে ১৩ ডিসেম্বর। ওই দিন থ...
07/12/2023

মেট্রোরেলের আরও দুই স্টেশন চালু হচ্ছে ১৩ ডিসেম্বর

ঢাকা: মেট্রোরেলের আরও দুটি স্টেশন চালু হতে যাচ্ছে ১৩ ডিসেম্বর। ওই দিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি স্টেশন থেকে যাত্রী ওঠানামা করতে পারবেন।

আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক। রাজধানীর ইস্কাটনে কোম্পানির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কলকলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ আর নেইজগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শ...
07/12/2023

কলকলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ আর নেই

জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সাজ্জাদুর রহমান আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাইহি রাজিউন।

সিলেটে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়
07/12/2023

সিলেটে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

সর্বশেষসারাদেশসিলেটস্বাস্থ্য সিলেটে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় দ্বারা Reporte...

Address


Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801714457792

Alerts

Be the first to know and let us send you an email when Daily Amar Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Amar Bangla:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share