মেহেরপুরের আলো

  • Home
  • মেহেরপুরের আলো

মেহেরপুরের আলো Meherpur Express is the page of delivering news and media coverage.

প্রিয় শিক্ষার্থীবৃন্দআপনারা যারা ২০২৫ সালের এসএসসি ব্যাচ, তাদের জন্য আজকে এক মহা সুসংবাদ দিতে যাচ্ছি। আর মাত্র দুই মাস ব...
06/09/2024

প্রিয় শিক্ষার্থীবৃন্দ
আপনারা যারা ২০২৫ সালের এসএসসি ব্যাচ, তাদের জন্য আজকে এক মহা সুসংবাদ দিতে যাচ্ছি। আর মাত্র দুই মাস বাকি আপনাদের টেস্ট পরীক্ষার। আপনাদের টেস্ট পরীক্ষা সামনে রেখে English 2nd Paper এর ১১ টি Grammar topic এবং English 1st & 2nd Paper এর 1০০ মার্কের Writing part এর Final Preparation For Test Exam SSC 2025 3rd Batch এর ক্লাস শুরু হতে যাচ্ছে আগামী ১০ সেপ্টেমবর থেকে।

যা থাকছে এই ব্যাচে
✅✅✅ এটি দুই মাসের কোর্স।

✅✅✅ English Second Paper এর ১১ টি Grammar এর একদম Basic থেকে লেকচার এবং সর্বচ্চ Board Question সমাধান।

✅✅✅ এছাড়া থাকছে English 1st & 2nd paper এর 100 Marks এর Writing Part এর Basic লেকচার এবং Shortcut লেকচার।

✅✅✅ প্রতি সপ্তাহে Google Meet এর মাধ্যমে ৩টা লাইভ ক্লাস।

✅✅✅ লাইভে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন।

✅✅✅ প্রত্যেকটি ক্লাসের রেকর্ড থাকবে।

✅✅✅ কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও লাইফ টাইম রেকর্ড ক্লাস দেখার সুযোগ পাবেন। ফলে আর কোথায় প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না।

✅✅✅ সকল টপিকের হ্যান্ড নোটের pdf file পাবেন সম্পূর্ণ ফ্রি।

✅✅✅ পর্যাপ্ত রেকর্ড ক্লাস পাবেন।

✅✅✅ Grammar টপিকের সকল বোর্ড প্রশ্নের লাইভ Solution হবে।

✅✅✅ প্রত্যাকটি টপিকের টপিক ভিত্তিক পরীক্ষা।

✅✅✅ কোর্সের পিডিএফ ফাইল, রেকর্ড ক্লাস, পরীক্ষাসহ অন্যান্ন সুবিধার জন্য কোন অর্থ প্রদান করতে হবে না।

✅✅✅ কোর্স ফি মাত্র ১৫০০টাকা।

❤️❤️❤️ কোর্সে ভর্তি হতে 01855357592 নাম্বারে বিকাশ/ নগদ
থেকে কোর্স ফি ১৫০০ টাকা পাঠিয়ে
আপনার নামঃ
জেলার নামঃ
ব্যাচঃ এসএসসি ২০২৫, তৃতীয় ব্যাচ
বিকাশ বা নগদ নাম্বারের শেষের চারটি নাম্বারঃ
লিখে 01855357592 নাম্বারে whatsapp এ ম্যাসেজ করুন অথবা কল করুন।

05/09/2024

Preposition শেখার সহজ টেকনিক | Preposition in English Grammar

04/09/2024

Article এর অজানা কিছু কথা যা আগে শোনেন নি || Articles in English Grammar | Use of A An The

01/09/2024

ছাত্র শিক্ষকের বর্তমান। শিক্ষকদেরকে জোরপূর্বক পদত্যাগ ব্যাপারে আপনার মতামত কী?

08/08/2024

আমরা ছাত্র, আমরা বাংলাদেশ। আমরাই পারি সন্ত্রাস, জঙ্গিবাদ এবং দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে

19/06/2024

=========================
ঠান্ডা মাথার নেতৃত্বে পরিচালিত মেহেরপুর জেলা
==========================


"এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। "

এ দেশেরই এক ঐতিহাসিক ও নানা স্মৃতি বিজড়িত জেলা হলো মেহেরপুর জেলা যা বাংলাদেশের খুলনা বিভাগে অবস্থিত। শস্য-শ্যামলা অপরূপ সৌন্দর্যে ভরপুর ও সবুজে সবুজ আর নীলিমার নীলের এক বিশালতা নিয়ে রূপময় মেহেরপুর। এ জেলাতেই ১৯৭১ সালে ১৭ই এপ্রিল শপথ গ্রহণ করেন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের মন্ত্রিসভার সদস্যগণ। এখান থেকেই স্বাধীন বাংলাদেশের নতুন সূর্য উদিত হয়। এ কারণেই এটি বাংলাদেশের প্রথম রাজধানী হিসেবে খ্যাত।
এই জেলাটি তিনটি উপজেলা নিয়ে গঠিত (মুজিবনগর উপজেলা, মেহেরপুর সদর উপজেলা, গাংনী উপজেলা)। এখানে প্রধান প্রধান দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে- মুজিবনগর স্মৃতিসৌধ, বাংলাদেশের মানচিত্র, মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স, স্বাধীনতার সড়ক, আমঝুপি নীলকুঠি ও ভাটপাড়া নীলকুঠি। প্রথম রাজধানী হিসাবে এ জেলার অনেক উন্নয়ন সাধন হয়েছে। আর এটা সম্ভব হয়েছে ঠান্ডা মাথার নেতৃত্বের কারণে। আর সেই ঠান্ডা মাথার সর্বজন স্বীকৃত নেতা হলেন- হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিভাবান কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় জনপ্রশাসন মন্ত্রী জনাব অধ্যাপক ফরহাদ হোসেন। তিনি হলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর বীর মুক্তিযোদ্ধা মরহুম সহীহ উদ্দিন বিশ্বাসের যোগ্য সন্তান। তিনি মেহেরপুর ১ আসন থেকে টানা তিন বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি প্রথম মেয়াদে মাননীয় এমপি হিসাবে দক্ষতার সহিত দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জন করেন। তিনি দ্বিতীয় মেয়াদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী হিসাবে আন্তরিকতা সাথে দায়িত্ব পালন করেন। তৃতীয় মেয়াদে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এর মাননীয় জনপ্রশাসন মন্ত্রীর দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করছেন।

ব্যক্তি হিসেবে তিনি সৎ, বিনয়ী, উচ্চ শিক্ষিত ও পরিশ্রমী। তিনি সর্বদা সুখে-দুখে জনগণের পাশে দাঁড়িয়ে হাসিমুখে কথা বলেন ও অসহায় লোকজনের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তার সুযোগ্য সহধর্মিনী সৈয়দা মোনালিসা ম্যামসহ তিনি মেহেরপুরের উন্নয়নে নিজের মূল্যবান সময় দিয়ে জনগণের কল্যাণে অবিরাম কাজ করে চলেছেন। সাথে সাথে অন্যায় ও অত্যাচার এর বিরুদ্ধে রুখে দাঁড়ান তিনি। আর এ কারণেই এখানে আইন-শৃঙ্খলার ব্যাপক উন্নয়ন সাধন হয়েছে। এমনকি নিজের পরিবারের লোকজন যেন ক্ষমতার অপব্যবহার করতে না পারে সেদিকেও কঠোর নজর রেখে চলেছেন তিনি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণদের গড়ে তুলছেন আদর্শিক ও নৈতিক শিক্ষার মধ্য দিয়ে। কারণ তরুণ সমাজ যত নিষ্ঠাবান ও আদর্শবান হবে, সমাজ তথা দেশ তত উন্নত হবে। তাছাড়া তিনি একজন শিক্ষা অনুরাগী মানুষ। তিনি এখানে সুশিক্ষার আলো ছড়াচ্ছেন। কারণ তিনি ভালোভাবে জানেন যে দেশের জনগণ যত সুশিক্ষায় শিক্ষিত, সে দেশ তত উন্নত। আর সুশিক্ষাই পারে একটি জাতির ভাগ্য পরিবর্তন করে উন্নতির দ্বার প্রান্তে পৌঁছে দিতে।

মেহেরপুরের উন্নয়ন সাধনে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তিনি। তার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই এখানে নেই কোন চাঁদাবাজি, চুরি- ডাকাতি ও সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড। এ কারণেই তিনি সর্বত্র আস্থার ও সম্মানের পাত্র হয়ে দাঁড়িয়েছেন। তার দক্ষ নেতৃত্বে মেহেরপুর জেলায় অনেক উন্নয়ন হয়েছে ও বর্তমানে হচ্ছে। তার দৃশ্যমান উন্নয়নগুলো আমাদের সকলের নজর ব্যাপকভাবে আকৃষ্ট করে তোলে। তার দক্ষ নেতৃত্বের উন্নয়নের কিছু চিত্র নিম্নে তুলে ধরা হলো।

* ১৬০ পরিবারের স্বাধীনভাবে বসবাস করার সুন্দর বাড়ি নির্মাণ। প্রায় ৫ কোটি টাকা ব্যয় এ মেহেরপুরের রঘুনাথপুর গ্রামে এই কাজটি সম্পন্ন করা হয়েছে। ইহা সম্ভবপর হয়েছে তার দক্ষ নেতৃত্বের কারনেই। যে কাজটি আমরা কেবলমাত্র হৃদয়বান ব্যক্তিদেরই করতে দেখি। হৃদয়বান ব্যক্তি হিসেবে তিনি সেটাই করেছেন। যেখানে গরিব-দুঃখী ও অসহায় লোকজন এখন সুখে -শান্তিতে বসবাস করছেন।

* একটি পাবলিক বিশ্ববিদ্যালয় যা মেহেরপুরবাসির জন্য একটি স্বপ্নের নাম। মেহেরপুরের কৃতি সন্তান হিসাবে তার দক্ষ নেতৃত্বে ও মাননীয় উপাচার্য মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় এটি একটি উন্নত বিশ্ববিদ্যালয় এ পরিণত হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। এই বিশ্ববিদ্যালয়টির কাজ পরিপূর্ণভাবে সম্পন্ন হলে মেহেরপুরের মেধাবী শিক্ষার্থীসহ দেশের অসংখ্য মেধাবী শিক্ষার্থী এখান থেকে বিশ্বমানের শিক্ষা গ্রহণ করে উচ্চশিক্ষার আলো ছড়িয়ে দিতে সক্ষম হবেন। এ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী অর্জন করে শিক্ষার্থীগন পরিবার, সমাজ তথা দেশের কল্যাণে আসবে। উচ্চশিক্ষা অর্জন করে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগ্রহী ও মেধাবী শিক্ষার্থীগণ এমফিল ও পিএইচডি ডিগ্রি লাভ করে দেশ তথা দেশের বাইরে উন্নয়নে যথেষ্ট অবদান রাখতে সক্ষম হবেন। তাছাড়া, এই বিশ্ববিদ্যালয় এ মেহেরপুরের অনেক যোগ্য মানুষের কর্মসংস্থানও সুযোগ- সুবিধা হবে।

* রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন, শিক্ষা খাত, কৃষি খাত, স্বাস্থ্যখাতসহ ব্যাপক উন্নয়নের চিত্র এখানে চোখে পড়ে।

* এখনো এখানে অনেক বড় বড় প্রকল্পের কাজসমূহ চলমান রয়েছে। তার দক্ষ নেতৃত্বে এগুলো পরিপূর্ণতা পেলে এখানকার দৃশ্যপট আমূল পরিবর্তন হয়ে যাবে বলে আমাদের বিশ্বাস।

অধ্যাপক ফরহাদ হোসেন তার শিক্ষা জীবনের ইতি টানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে। তার পর শুরু করেন শিক্ষকতা। কারণ তিনি জানেন সুশিক্ষা দেওয়ার মাধ্যমে একজন শিক্ষকই পারেন একটি জাতির ভাগ্যের পরিবর্তন করতে। তিনি ঢাকা সিটি কলেজের ইংরেজি বিভাগ এর একজন স্বনামধন্য অধ্যাপক। আজ একটি কথা অকপটে স্বীকার করতেই হয় ; তিনি মেহেরপুরের সর্স্তরের জনগণের কাছে সর্বোচ্চ গ্রহণযোগ্য ও জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি মেহেরপুরের মানুষের চোখে একজন পরিচ্ছন্ন, কর্মঠ, সৎ, বিনয়ী, যোগ্য-মেধাবী ও উন্নত চারিত্রিক ও উচ্চ গুণসম্পন্ন একজন মানুষ। অল্প সময়ের মধ্যে নানা উন্নয়ন কর্মকান্ডে মেহেরপুর কে ভরপুর করে দিতে সক্ষম হয়েছেন তিনি। সুতরাং তার দক্ষ নেতৃত্বে মেহেরপুরের সকল মানুষ এখন মিলেমিশ সুখে- শান্তিতে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করছেন।

মাননীয় জনপ্রশাসন মন্ত্রীর মত মেহেরপুর ২ আসনে ঠান্ডা মাথায় নেতৃত্ব প্রদান করছেন - উচ্চ আদর্শ ও উন্নত মানসিকতার পরিচায়ক অসহায় ও মেহনতি মানুষের বন্ধু, জনাব ডাক্তার এ এস এম নাজমুল হক সাগর, এমপি মহোদয়। তিনি বিশিষ্ট শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মরহুম নুরুল হক সাহেবের যোগ্য সন্তান।

-লেখক
এম. এ. বাশার
বিভাগীয় প্রধান (ইংরেজি বিভাগ), মেহেরপুর পলিটেকনিক কলেজ ও প্রভাষক, ইংরেজি বিভাগ (খণ্ডকালীন) টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশ, ফরিদপুর

বছরের পর বছর প্রাইভেট পড়ে বা কোচিং করে শিক্ষাথীরা ইংরেজিতে দূর্বলই থেকে যায়। এর কারন হচ্ছে আপনি ইংলিশ গ্রামারের সকল নিয়ম...
04/06/2024

বছরের পর বছর প্রাইভেট পড়ে বা কোচিং করে শিক্ষাথীরা ইংরেজিতে দূর্বলই থেকে যায়। এর কারন হচ্ছে আপনি ইংলিশ গ্রামারের সকল নিয়ম জেনেও ইংলিশ গ্রামারের বিভিন্ন টপিক সমাধান করতে পারবেন না। আপনাকে ওই নিয়মগুলো প্রয়োগের দক্ষতা অর্জন করতে হবে। আর এর জন্য প্রয়োজন সঠিক গাইড লাইন। তাই আপনারা যারা ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী, তাদেরকে একদম ভিতর থেকে ইংরেজিতে দক্ষ করে গড়ে তুলতে আপনাদের জন্য English 1st Paper এবং English 2nd Paper এর ২০০ মার্কের Complete Preparation Mission নিয়ে দ্বিতীয় অনলাইন ব্যাচ শুরু করতে যাচ্ছি। আগামী ১০ জুন থেকে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ এবং আগামী ৫ জুন রাত ১২ টা থেকে শেষ হতে যাচ্ছে এই ব্যাচে ভর্তির সুযোগ।

✅✅✅ এটি চার মাসের ফুল কোর্স।

✅✅✅ English First Paper and English Second Paper এর মোট ২০০ মার্কের Complete Preparation থাকবে এই ব্যাচে।

✅✅✅ এই ব্যাঁচে থাকছে English 2nd paper এর প্রত্যেকটি Grammar এর একদম Basic থেকে লেকচার। এরপর ওই লেকচারের আলোকে পর্যাপ্ত Board Question Solution.
এরপরে থাকবে Problem Solution Class.

✅✅✅ English First Paper এবং English Second Paper এর প্রত্যাকটি Writing Part এর Basic Lecture And Shortcut Lecture.

✅✅✅ English First Paper এর Answering Question, Information Transfer, Summary Writing এর উপর থাকবে Special Class. এছাড়া Filling Gap, Substutition table, Rearrange এর স্পেশাল লেকচার এবং পর্যাপ্ত Board Question Solution.

✅✅✅ প্রতি সপ্তাহে Google Meet এর মাধ্যমে ৩টা লাইভ ক্লাস।

✅✅✅ লাইভে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন।

✅✅✅ প্রত্যেকটি ক্লাসের রেকর্ড থাকবে।

✅✅✅ কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও লাইফ টাইম রেকর্ড ক্লাস দেখার সুযোগ পাবেন।

✅✅✅ সকল টপিকের হ্যান্ড নোটের pdf file পাবেন সম্পূর্ণ ফ্রি।

✅✅✅ পর্যাপ্ত রেকর্ড ক্লাস পাবেন।

✅✅✅ টপিক ভিত্তিক পরীক্ষা এবং মাসিক পরীক্ষার ব্যবস্থা থাকবে।

✅✅✅ Grammar টপিকের সকল বোর্ড প্রশ্নের লাইভ Solution হবে।

✅✅✅ প্রত্যাকটি টপিকের টপিক ভিত্তিক পরীক্ষা।

✅✅✅ কোর্সের পিডিএফ ফাইল, রেকর্ড ক্লাস, পরীক্ষাসহ অন্যান্ন সুবিধার জন্য কোন অর্থ প্রদান করতে হবে না।

✅✅✅ সম্পূর্ণ কোর্স ফি মাত্র ৩০০০টাকা।

❤️❤️❤️ কোর্সে ভর্তি হতে 01855357592 নাম্বারে বিকাশ/ নগদ
থেকে কোর্স ফি ৩০০০ টাকা পাঠিয়ে
আপনার নামঃ
জেলার নামঃ
ব্যাচঃ
লাস্ট নাম্বারঃ
লিখে উপরের ওই একই নাম্বারে whatsapp এ ম্যাসেজ করুন অথবা কল করুন।
কোর্স ফি বেশী মনে হলে এই ভিডিওটি দেখুন: https://youtu.be/JOuFCHzTVzM

ইংরেজি শিখতে গিয়ে শিক্ষার্থীরা পড়ছে চরম ধোকায়। বিস্তারিত কমেন্টে
14/04/2024

ইংরেজি শিখতে গিয়ে শিক্ষার্থীরা পড়ছে চরম ধোকায়। বিস্তারিত কমেন্টে

এই মহিলা হারিয়ে গেছেনাম: ছপেদা, স্বামী- বারেক আলী, গ্রাম পুরাতন মটমুড়া, গাংনী, মেহেরপুর।গত ২৭-০১-২০২৪ থেকে নিখোজযোগাযোগঃ...
04/02/2024

এই মহিলা হারিয়ে গেছে
নাম: ছপেদা, স্বামী- বারেক আলী, গ্রাম পুরাতন মটমুড়া, গাংনী, মেহেরপুর।
গত ২৭-০১-২০২৪ থেকে নিখোজ
যোগাযোগঃ +880 1798-015943

প্রয়াত অধ্যাপক রিয়াজ উদ্দীনের স্মরণসভা ও মিলাদ মাহফিলগাংনীঃ মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রী কলেজের অধ্যাপক রিয়াজ...
13/01/2024

প্রয়াত অধ্যাপক রিয়াজ উদ্দীনের স্মরণসভা ও মিলাদ মাহফিল

গাংনীঃ মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রী কলেজের অধ্যাপক রিয়াজ উদ্দীনের মৃত্যুতে স্মরণসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার বিকালে বামন্দী কারিগরি ট্রেনিং সেন্টারে এ স্মরণসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বামন্দী কারিগরি ট্রেনিং সেন্টার ও সুধী সমাজ কর্তৃক আয়োজনে রাহিদ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বামন্দী কারিগরি ট্রেনিং সেন্টারের পরিচালক প্রভাষক বশির আহম্মেদ ডাবলু। এ সময় আরো উপস্থিত ছিলেন, বামন্দী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম কম জনাব আবু হানিফ, বাওট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জনাব মাহাবুবুল হক, জান্নাতুল বাকি, কাজিপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব মোকাদ্দেস আলী ও গাংনী মহিলা ডিগ্রি কলেজ এর সমাজ কল্যান বিষয়ের প্রভাষক নাসির উদ্দিন প্রমুখ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয় মেয়াদেও যোগ্য ও প্রত্যাশিত  এমপি পেল মেহেরপুরবাসী======================= দ্বাদশ জাত...
08/01/2024

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয় মেয়াদেও যোগ্য ও প্রত্যাশিত এমপি পেল মেহেরপুরবাসী
=======================

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর জেলার লোকজন এমন একজন এমপির প্রয়োজন অনুভব করছিলেন যিনি হবেন অত্যন্ত সৎ, বিনয়ী, উচ্চশিক্ষিত ও পরিশ্রমী। তিনি সর্বদা সুখে দুঃখে জনগণের পাশে দাঁড়িয়ে হাসিমুখে কথা বলবেন এবং অসহায় লোকজনের মুখে হাসি ফোটাবেন। নিজের স্বার্থ বিসর্জন দিয়ে জনগণের কল্যাণে কাজ করবেন। অকপটে কথা বলবেন চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে। এমনকি নিজের দলের কোন নেতা কর্মী সংশ্লিষ্ট বিষয়ে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে তা শক্ত হাতে দমন করবেন। নিজের পরিবারের লোকজন যেন ক্ষমতার অপব্যবহার না করে এবং উশৃংখল না হয়ে ওঠে সেদিকে অবশ্যই কড়া নজর রাখবেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণদের গড়ে তুলবেন আদর্শিক ও নৈতিক শিক্ষা দিয়ে। কারণ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকা অপরিসীম। তরুণ সমাজ যত সৎ ও আদর্শবান হবে, সমাজ তথা দেশ তত উন্নত হবে। আইনশৃঙ্খলার ব্যাপক উন্নয়ন করবেন এবং সাথে সাথে শক্ত হাতে দমন করবেন সকল সন্ত্রাসী কর্মকান্ড। তিনি হবেন একজন শিক্ষা অনুরাগী মানুষ। কারণ যে দেশের জনগণ যত সুশিক্ষায় শিক্ষিত, সে জাতি তত উন্নত।
মেহেরপুরের উন্নয়ন ও সুন্দর পরিবেশে নিরাপদে বসবাসের জন্য তৃতীয় মেয়াদে মেহেরপুরের জনগণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন কে মেহেরপুর-১ আসন থেকে এমপি হিসাবে নির্বাচিত করেছেন। অধ্যাপক ফরহাদ হোসেন হলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক সংসদ সদস্য, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর বীর মুক্তিযোদ্ধা মরহুম সহী উদ্দিন বিশ্বাসের কৃতি সন্তান। বর্তমানে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি হলেন অধ্যাপক ফরহাদ হোসেন। তিনি মেহেরপুরের যথেষ্ট উন্নয়ন সাধন করেছেন। এখন তিনি অসমাপ্ত কাজগুলো দ্রুত সমাপ্ত করবেন। আর তার ফল ভোগ করবে সাধারণ জনগণ। যেমন -একটি পাবলিক বিশ্ববিদ্যালয় (মুজিবনগর বিশ্ববিদ্যালয়) এর কাজ পরিপূর্ণভাবে সম্পন্ন হলে মেহেরপুরের মেধাবী শিক্ষার্থী সহ বাংলাদেশের অসংখ্য মেধাবী শিক্ষার্থী এখান থেকে বিশ্বমানের শিক্ষা গ্রহণ করতে পারবে এবং উচ্চ শিক্ষার আলো চারিদিকে ছড়িয়ে পড়বে । এ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী অর্জন করে শিক্ষার্থীগন পরিবার, সমাজ তথা দেশের কল্যাণে আসবে। উচ্চশিক্ষা অর্জন করে আগ্রহী লোকজন এ বিশ্ববিদ্যালয় থেকে এমফিল, পিএইচডি ডিগ্রী লাভ করে দেশ তথা দেশের বাইরেও অবদান রাখতে পারবেন। রেললাইন সংযোগ ও স্থলবন্দর এর কাজ পরিপূর্ণতা লাভ করলে এখানকার জনগণ পাবে ব্যাপক সুযোগ সুবিধা। সাথে সাথে এ জেলার অসংখ্য লোকের কর্মসংস্থান হবে। সর্বশেষ কথা হলো এই মেঘা প্রজেক্টগুলো বাস্তবায়ন হলে মেহেরপুরের চিত্র অবিশ্বাস্যভাবে পরিবর্তন হয়ে যাবে। একটি কথা আজ অকপটে স্বীকার করতে হয়; অধ্যাপক ফরহাদ হোসেন এমপি মেহেরপুরের সর্বস্তরের সাধারণ মানুষের কাছে সর্বোচ্চ গ্রহণযোগ্য ও জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি মেহেরপুরের মানুষের চোখে একজন পরিচ্ছন্ন, কর্মঠ, সৎ, যোগ্য -মেধাবী ও উন্নত চারিত্রিক ও উচ্চ মানবিক গুণসম্পন্ন একজন মানুষ। তিনি অল্প সময়ে মেহেরপুর কে উন্নয়নে ভরপুর করে দিতে পেরেছেন এবং আরো ব্যাপক উন্নয়ন করবেন। সুতরাং আমরা সকলেই চাই তার যোগ্য নেতৃত্বে মেহেরপুর উন্নত -সমৃদ্ধ জনপদ হিসাবে গড়ে উঠুক ও সকল মানুষ এখানে মিলেমিশে সুখে-
শান্তিতে বসবাস করুক।

লেখক: এম. এ. বাশার
বিভাগীয় প্রধান, (ইংরেজি বিভাগ), মেহেরপুর পলিটেকনিক কলেজ

What type of MP  needed for the development of Meherpur in the upcoming 12th National Assembly  Election ===============...
09/12/2023

What type of MP needed for the development of Meherpur in the upcoming 12th National Assembly Election
=====================

Meherpur, a district, is full of outstanding natural beauty. It is filled with different memories in the pages of history and it is the most momentous district of Bangladesh considering the overall aspects. Here the members of the Council of Ministers of the provisional Government of Bangladesh took an oath on 17 April, 1971. The new sun of independent Bangladesh rose from this district. That's why, it is known as the first capital of Bangladesh. This district has been developed as the first temporary capital of Bangladesh but more development is needed to do. This lovely district is made up of three Upazilas. People here are very peace-loving and so the people of different communities have been living together for a long time in a friendly environment. The people of this district feel the need of such an MP in the upcoming 12th National Assembly election that will be very honest, humble, highly educated and hardworking. Standing by the common people, he will always speak with a smiling face in well and woe and make the hapless laugh. He will work for the welfare of the people by sacrificing his own interest and speak frankly against extortion, tendering, drugs and corruption. Even if any leader of his own party is found to be involved in the related matters, he will suppress it with an iron hand. He must follow his family members so that they don’t misuse their power and become unruly. In order to build up Smart Bangladesh, he will develop the young generation with ideological and moral education. Because the role of the youths in building up Smart Bangladesh is unlimited. The more honest and ideal the young generation is, the more developed the society and the country will be. He will improve the law and order tremendously and suppress all terrorists activities strictly. He will grow fond of education. He will be able to know well that only proper education can civilise a man and change the lot of a nation dractically. Because the more well-educated the people are, the more developed the country is.

A lot of positive qualities can be found in Prof. Farhad Hossain who is at present the honourable Minister of the State for Public Administration of the Govt. of the people’s Republic of Bangladesh and the MP of Meherpur -1 and he is also the President of Meherpur district Awami League. Mr. Farhad Hossain, a qualified son of a brave freedom fighter Sohiuddin Biswas, is an honest, modest and highly educated person who is the Professor of English of Dhaka city College. As a professor of English, he takes classes in various educational institutions willingly from time to time in Meherpur to improve the standard of education and he is spreading the light of edcation among the young learners. For this reason, the learners are having a great deal of opportunities of receiving proper education from an expert English teacher like him. He has made massive development of this district and now he is toiling hard to improve a lot. He is working hard tirelessly day and night to fulfil the commitments of the honourable Prime Minister and Bangabandhu Sheikh Mujibur Rahman's qualified daughter, Sheikh Hasina. There has been considerable development of law and order here. That's why, there are no robbery, extortion and even no torture. At present, the people of this district can move freely day and night. Today one thing must be admitted frankly that Prof.Farhad Hossain MP is the most acceptable and a popular personality among the people of Meherpur. In the eyes of the people here, he is clean, hardworking, honest, competent- talented and a man of strong character with high human qualities. He has developed Meherpur in a short time and that’s why, now he has become an icon of trust here. So, we firmly believe that under his leadership Meherpur has developed vastly and will be developed a lot in future and all people live and will live here together happily and peacefully.

M. A. Bashar
Head of the Department of English, MCET, Meherpur

মেহেরপুর-২ (গাংনী) আসনের নৌকার মাঝি
26/11/2023

মেহেরপুর-২ (গাংনী) আসনের নৌকার মাঝি

21/10/2023

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের উন্নয়নে কেমন এমপি প্রয়োজন

এম. এ. বাশার
শিক্ষক, লেখক ও সম্পাদক, ইংরেজি
===================
সুজলা-সুফলা, শস্য-শ্যামলা অপরূপ সৌন্দর্য্যে ভরপুর ও সবুজে সবুজ আর নীলিমার নীলের এক বিশালতা নিয়ে রূপময় মেহেরপুর । ইতিহাসের পাতায় নানা স্মৃতি বিজড়িত এই মেহেরপুর। সার্বিক দিক বিবেচনায় বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ এই জেলা। এ জেলাতেই ১৯৭১ সালের ১৭ই এপ্রিল শপথ গ্রহণ করেন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের মন্ত্রী পরিষদের সদস্যগণ। এ জেলা থেকেই স্বাধীন বাংলাদেশের নতুন সূর্য উদিত হয়। এ কারণে এটি বাংলাদেশের প্রথম রাজধানী হিসেবে খ্যাত। প্রথম রাজধানী হিসাবে এ জেলার উন্নয়ন সাধন হয়েছে। তবে আরও ব্যাপক উন্নয়ন করা প্রয়োজন। এই জেলাটি তিনটি উপজেলা নিয়ে গঠিত। এখানকার লোকজন অতি শান্তিপ্রিয়। সেজন্যই বিভিন্ন সম্প্রদায়ের লোকজন দীর্ঘদিন ধরে মিলেমিশে একসাথে বন্ধুসুলভ পরিবেশে এখানে বসবাস করে আসছে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ জেলার লোকজন এমন একজন এমপির প্রয়োজন অনুভব করেন যিনি হবেন অত্যন্ত সৎ, বিনয়ী, উচ্চশিক্ষিত ও পরিশ্রমী। তিনি সর্বদা সুখে দুঃখে জনগণের পাশে দাঁড়িয়ে হাসিমুখে কথা বলবেন এবং অসহায় লোকজনের মুখে হাসি ফোটাবেন। নিজের স্বার্থ বিসর্জন দিয়ে জনগণের কল্যাণে কাজ করবেন। অকপটে কথা বলবেন চাঁদাবাজি, টেন্ডারবাজি মাদক ও দুর্নীতির বিরুদ্ধে। এমনকি নিজের দলের কোন নেতা কর্মী সংশ্লিষ্ট বিষয়ে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে তা শক্ত হাতে দমন করবেন। নিজের পরিবারের লোকজন যেন ক্ষমতার অপব্যবহার না করে এবং উশৃংখল না হয়ে ওঠে সেদিকে অবশ্যই কড়া নজর রাখবেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণদের গড়ে তুলবেন আদর্শিক ও নৈতিক শিক্ষা দিয়ে। কারণ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকা অপরিসীম। তরুণ সমাজ যত সৎ ও আদর্শবান হবে, সমাজ তথা দেশ তত উন্নত হবে। আইনশৃঙ্খলার ব্যাপক উন্নয়ন করবেন এবং সাথে সাথে শক্ত হাতে দমন করবেন সকল সন্ত্রাসী কর্মকান্ড। তিনি হবেন একজন শিক্ষা অনুরাগী মানুষ। কারণ যে দেশের জনগণ যত সুশিক্ষায় শিক্ষিত, সে জাতি তত উন্নত।

বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং মেহেরপুর-১ আসনের এমপি ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন স্যার। তার মধ্যে অসংখ্য ভালো গুনাগুনের বৈশিষ্ট্য সমূহ লক্ষ্য করা যায়। তিনি হলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক সংসদ সদস্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঘনিষ্ঠ সহচর বীর মুক্তিযোদ্ধা মরহুম ছহিউদ্দিন বিশ্বাসের কৃতি সন্তান। ছহিউদ্দিন বিশ্বাস মহান মুক্তিযুদ্ধের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ঐতিহাসিক মুজিবনগরে অভ্যর্থনা শিবির এবং গেরিলা শিবির প্রতিষ্ঠা করেন ও পরিচালনা করেন। তিনি ছিলেন একজন দেশপ্রেমিক সাহসী মানুষ, সহজ সরল জীবন যাপন, নির্লোভ, নিরঅহংকারী, ও নানা ভালো কর্মকাণ্ডের জন্য এলাকার সাধারণ মানুষের নিকট তিনি এক অনন্য উচ্চতায় আজও সমাসীন। অধ্যাপক ফরহাদ হোসেন একজন সৎ, বিনয়ী ও উচ্চশিক্ষিত মানুষ। তিনি বাংলাদেশের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা সিটি কলেজের ইংরেজির অধ্যাপক। সুযোগ পেলেই তিনি তার নির্বাচনী এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং ইংরেজি ক্লাস নেন। তার অর্জিত বিদ্যা তিনি শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহিত করেন ভালোভাবে লেখাপড়া করে সামনে দিকে এগিয়ে যেতে। কারণ সুশিক্ষাই পারে ভাগ্যের পরিবর্তন করতে। তিনি প্রথম মেয়াদে অতি সুনামের সাথে একজন এমপি হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দ্বিতীয় মেয়াদে নিষ্ঠার সহিত তিনি জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।মেহেরপুরের উন্নয়নের জন্য ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য তিনি রাত দিন নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এখানে আইন-শৃঙ্খলার যথেষ্ট উন্নয়ন সাধন হয়েছে। যে কারণেই এখানে নেই কোন চুরি- ডাকাতি, নেই চাঁদাবাজি, নেই কোন অত্যাচার। এ জেলার জনগণ নির্বিঘ্নে রাত দিন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। তিনি বলিষ্ঠভাবে কথা বলেন অন্যায়, সন্ত্রাস, মাদক, দুর্নীতি সহ নানা অপকর্মের বিরুদ্ধে। আর এ কারণেই তিনি বর্তমানে সর্বত্র আস্থার ও সম্মানের পাত্র হয়ে দাঁড়িয়েছেন। তিনি ব্যক্তি হিসেবে সৎ ও বন্ধুত্বপরায়ণ। সকলের সাথে হাসিমুখে কথা বলেন তিনি। মেহেরপুর জেলায় অনেক দৃশ্যমান উন্নয়ন করেছেন তিনি। শিক্ষা খাত, কৃষি খাত, স্বাস্থ্য খাত ও যোগাযোগ ব্যবস্থা সহ নানা ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের চিত্র লক্ষ্য করা যায়। তার উন্নয়নের কিছু অংশ নিম্নে তুলে ধরা হলো।
১.মুজিবনগর, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় উন্নত সড়ক নির্মাণ ২. নার্সিং ট্রেনিং সেন্টার (নির্মাণাধীন) ৩.ছহিউদ্দিন টেক্সটাইল এন্ড ভোকেশনাল কলেজ (নির্মাণাধীন) ৪. শতভাগ বিদ্যুৎ সেবা প্রদান, চুয়াডাঙ্গা হতে মেহেরপুর স্টেশন পর্যন্ত ৩৩ কেভি সঞ্চালন লাইন স্থাপন। বারাদী ও মদনা ডাঙ্গায় সাবস্টেশন নির্মাণ (চলমান)
৫. প্রায় শতভাগ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা সমূহে চার তলা একাডেমিক ভবন নির্মাণ ৬. রেললাইন নকশা এবং সমীক্ষার কাজ সম্পন্ন ৭. ঐতিহাসিক মুজিবনগর বিভিন্ন উন্নয়ন প্রকল্পে প্রায় ১০০০ কোটি টাকার কাজ চলমান ৮. সড়ক জনপদ এবং এল জিইডির মাধ্যমে প্রায় ৭০০ কোটি টাকা ব্যয় ছোট বড় অসংখ্য রাস্তা নির্মাণ
৯. শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টার (নির্মাণাধীন) ১০. মেহেরপুর জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যা বিশিষ্ট উত্তীর্ণ করা হয়েছে।১১ তলা ভবন নির্মাণ করা হয়েছে। তিনটি অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করা হয়েছে।
১১. নাগরিক সেবার মান উন্নয়নে বারাদী ও শ্যামপুর দুইটি পৃথক নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে
১২. আমঝুপি থেকে কেদারগঞ্জ পর্যন্ত প্রায় ২২ কোটি টাকা ব্যায় ১৬ কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণ করা হয়েছে।
১৩. মেহেরপুর থেকে কুষ্টিয়া পর্যন্ত ফোরলেন রাস্তার কাজ চলমান।
তৃতীয় মেয়াদে মেহেরপুরের জনগণ অধ্যাপক ফরহাদ হোসেন স্যার কে এমপি হিসাবে নির্বাচিত করলে অসমাপ্ত কাজগুলো দ্রুত সমাপ্ত হবে। আর তার ফল ভোগ করবে সাধারণ জনগণ। যেমন -একটি পাবলিক বিশ্ববিদ্যালয় (মুজিবনগর বিশ্ববিদ্যালয়) এর কাজ পরিপূর্ণভাবে সম্পন্ন হলে মেহেরপুরের মেধাবী শিক্ষার্থী সহ বাংলাদেশের অসংখ্য মেধাবী শিক্ষার্থী এখান থেকে বিশ্বমানের শিক্ষা গ্রহণ করতে পারবে এবং উচ্চ শিক্ষার আলো চারিদিকে ছড়িয়ে পড়বে । এ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী অর্জন করে শিক্ষার্থীগন পরিবার, সমাজ তথা দেশের কল্যাণে আসবে। উচ্চশিক্ষা অর্জন করে আগ্রহী লোকজন এ বিশ্ববিদ্যালয় থেকে এমফিল, পিএইচডি ডিগ্রী লাভ করে দেশ তথা দেশের বাইরেও অবদান রাখতে পারবেন। রেললাইন সংযোগ ও স্থলবন্দর এর কাজ পরিপূর্ণতা লাভ করলে এখানকার জনগণ পাবে ব্যাপক সুযোগ সুবিধা। সাথে সাথে এ জেলার অসংখ্য লোকের কর্মসংস্থান হবে। সর্বশেষ কথা হলো এই মেঘা প্রজেক্টগুলো বাস্তবায়ন হলে মেহেরপুরের চিত্র অবিশ্বাস্যভাবে পরিবর্তন হয়ে যাবে। একটি কথা আজ অকপটে স্বীকার করতে হয়; অধ্যাপক ফরহাদ হোসেন এমপি মেহেরপুরের সর্বস্তরের সাধারণ মানুষের কাছে সর্বোচ্চ গ্রহণযোগ্য ও জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি মেহেরপুরের মানুষের চোখে একজন পরিচ্ছন্ন, কর্মঠ, সৎ, যোগ্য -মেধাবী ও উন্নত চারিত্রিক ও উচ্চ মানবিক গুণসম্পন্ন একজন মানুষ। তিনি অল্প সময়ে মেহেরপুর কে উন্নয়নে ভরপুর করে দিতে পেরেছেন। সুতরাং আমরা সকলেই চাই তার যোগ্য নেতৃত্বে মেহেরপুর উন্নত -সমৃদ্ধ জনপদ হিসাবে গড়ে উঠুক ও সকল মানুষ এখানে মিলেমিশে সুখে- শান্তিতে বসবাস করুক।

02/10/2023

শিশুর মানষিক বিকাশে করণীয় শির্ষক আলোচনা সভা
আয়োজক: মেহেরপুরে আপন শিশু বিকাশ ফাউন্ডেশন

03/09/2023

গাংনী উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে উঠান বৈঠক

09/08/2023

গাংনীর মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্ততি সভা

Address


Alerts

Be the first to know and let us send you an email when মেহেরপুরের আলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মেহেরপুরের আলো:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share