29/07/2024
চুপচাপ বসে থেকেও বুদ্ধি খাটিয়ে সারজিস তাঁর হাতের এই সিম্বলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন, ঠিক কোন পরিস্থিতিতে তাঁরা এই নাটকে অংশগ্রহণ করতে বাধ্য হলো!
প্রথমত, এখন রাজপথে কার্যত কোনো কর্মসূচি নাই, তো কী কর্মসূচি তাঁরা প্রত্যাহার করতে নির্দেশনা দিছে?
দেখেন, এই স্ক্রিপ্ট পাঠকারী নাহিদের সামনে পত্রিকা রাখা। আপনারা কী মনে করেন, এটি এমনি এমনি রাখা? না!
নাহিদকে আগেরবার তুলে নিয়ে এমনভাবে নি র্যা ত ন করা হয়েছে যে তাঁর কোমড় থেকে হাঁটু পর্যন্ত শরীর থেঁতলে গেছে। সে এ অবস্থায় লুঙ্গি পড়ে থাকতে হচ্ছে। ফলে, ভিডিওতে তাঁর লুঙ্গি ঢাকার জন্যই সামনে পত্রিকা রাখা হয়েছে।
আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, আপনারা জানেন, কোনো প্রেস কনফারেন্স/রিলিজ হলে টিভির মাইকগুলো এক জায়গায় রাখা হলেও ক্যামরা বিভিন্ন টিভির বিভিন্ন অবস্থানে থাকে। কজ, একই স্থানে বিভিন্ন টিভির ক্যামরা স্ট্যান্ড রাখা সম্ভব না। ফলে একেক টিভির ফুটেজে একেক এঙ্গেল আসে। এখানে যদি প্রতিটি টিভি আলাদা আলাদা ভিডিও ধারণ করতো তাহলে বিভিন্ন এঙ্গেল দেখা যেত, কোনটাতে নাহিদের পড়নে লুঙ্গিও দেখা যেত। বাট এখানে সতর্কতার সাথে একটা ক্যামরাতেই ভিডিও ধারণ করে সব মিডিয়া হাউজে পাঠানো হয়েছে।
হায়রে নাটক!
ভাইরে, পরিস্থিতির কাছে সাধারণ মানুষ হয়ত এই মুহূর্তে অক্ষম, বাট কেউই বলদ না। অন্তত এতটুকু জ্ঞানশক্তি এ প্রজন্মের হয়ে গেছে, কোনটা আসল আর কোনটা নাটক, তা বুঝবার! ©