Nirviknews.com jahan

  • Home
  • Nirviknews.com jahan

Nirviknews.com jahan Collection of Funny and Comedy videos.
মজার মজার চরম হাসির ভিডিও

04/08/2024

সকল রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক সংগঠনকে ছাত্র-জনতার 'মার্চ টু ঢাকা' কর্মসূচি তে অংশগ্রহণের খোলা আহ্বান জানাচ্ছি।

মুক্তিকামী ছাত্র-জনতার পক্ষে, দেশের জনগণের পক্ষে অবস্থান নিন। সারাদেশ থেকে মুক্তিকামী জনতাকে সাথে নিয়ে ঢাকায় আসুন।

আসিফ মাহমুদ
সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

03/08/2024
03/08/2024

♦️দাবি ছিলো দুইটা, মানলেন না- গু'লি করলেন।
দাবি হলো ছয়টা, মানলেন না- গ্রেফতার করলেন।

দাবি বাড়িয়ে হলো নয়টা, আবার মানলেন না- আবার গু'লি করলেন।

আর দাবি বাড়াতে চাই না। বরং কমাইয়া নেন। এখন দাবি মাত্র একটা এক দফা। একটাই শেষ"!

Loud And Clear❗

চুপচাপ বসে থেকেও বুদ্ধি খাটিয়ে সারজিস তাঁর হাতের এই সিম্বলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন, ঠিক কোন পরিস্থিতিতে তাঁরা এই নাটকে ...
29/07/2024

চুপচাপ বসে থেকেও বুদ্ধি খাটিয়ে সারজিস তাঁর হাতের এই সিম্বলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন, ঠিক কোন পরিস্থিতিতে তাঁরা এই নাটকে অংশগ্রহণ করতে বাধ্য হলো!

প্রথমত, এখন রাজপথে কার্যত কোনো কর্মসূচি নাই, তো কী কর্মসূচি তাঁরা প্রত্যাহার করতে নির্দেশনা দিছে?

দেখেন, এই স্ক্রিপ্ট পাঠকারী নাহিদের সামনে পত্রিকা রাখা। আপনারা কী মনে করেন, এটি এমনি এমনি রাখা? না!

নাহিদকে আগেরবার তুলে নিয়ে এমনভাবে নি র্যা ত ন করা হয়েছে যে তাঁর কোমড় থেকে হাঁটু পর্যন্ত শরীর থেঁতলে গেছে। সে এ অবস্থায় লুঙ্গি পড়ে থাকতে হচ্ছে। ফলে, ভিডিওতে তাঁর লুঙ্গি ঢাকার জন্যই সামনে পত্রিকা রাখা হয়েছে।

আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, আপনারা জানেন, কোনো প্রেস কনফারেন্স/রিলিজ হলে টিভির মাইকগুলো এক জায়গায় রাখা হলেও ক্যামরা বিভিন্ন টিভির বিভিন্ন অবস্থানে থাকে। কজ, একই স্থানে বিভিন্ন টিভির ক্যামরা স্ট্যান্ড রাখা সম্ভব না। ফলে একেক টিভির ফুটেজে একেক এঙ্গেল আসে। এখানে যদি প্রতিটি টিভি আলাদা আলাদা ভিডিও ধারণ করতো তাহলে বিভিন্ন এঙ্গেল দেখা যেত, কোনটাতে নাহিদের পড়নে লুঙ্গিও দেখা যেত। বাট এখানে সতর্কতার সাথে একটা ক্যামরাতেই ভিডিও ধারণ করে সব মিডিয়া হাউজে পাঠানো হয়েছে।

হায়রে নাটক!

ভাইরে, পরিস্থিতির কাছে সাধারণ মানুষ হয়ত এই মুহূর্তে অক্ষম, বাট কেউই বলদ না। অন্তত এতটুকু জ্ঞানশক্তি এ প্রজন্মের হয়ে গেছে, কোনটা আসল আর কোনটা নাটক, তা বুঝবার! ©

26/07/2024

'অফিশিয়ালি' ফেসবুক বন্ধ আছে।
কিন্তু উর্ধ্বতন কর্তৃপক্ষ আবার যাবতীয় বার্তা সবার জন্য ফেসবুকেই প্রচার করছে।

ফেসবুক যে চালু নেই আর ফেসবুক কবে চালু হবে সেই বার্তাও আমাদের জানানো হচ্ছে ফেসবুকেই।

সার্কাস

If you know, you know
25/07/2024

If you know, you know

মাদারীপুরে  দীপ্ত দে🥲 তিনি হিন্দু ধর্মাবলম্বীতিনিও কি শিবিরের ক্যাডার ছিলেন?যারা এতদিন বুজ দিয়েছেন প্রশ্নটা তাদের জন্য।
24/07/2024

মাদারীপুরে দীপ্ত দে🥲 তিনি হিন্দু ধর্মাবলম্বী
তিনিও কি শিবিরের ক্যাডার ছিলেন?
যারা এতদিন বুজ দিয়েছেন প্রশ্নটা তাদের জন্য।

লড় - না লড়তে পারলে বলো । না বলতে পারলে লেখো । না লিখতে পারলে সঙ্গ দাও ।না সঙ্গ দিতে পারলে যারা এগুলো করছে তাদের মনোবল ...
18/07/2024

লড় -
না লড়তে পারলে বলো ।
না বলতে পারলে লেখো ।
না লিখতে পারলে সঙ্গ দাও ।
না সঙ্গ দিতে পারলে যারা এগুলো করছে তাদের মনোবল বাড়াও ।
যদি তাও না পারো, যে পারছে,
তার মনোবল কমিও না ।
কারণ, সে তোমার ভাগের লড়াই লড়ছে ।

ক্ষুদিরাম বসু ।

29/05/2024

ব্যস্ত রাস্তা, ব্যস্ত নগরী, ব্যস্ত মানুষ

28/05/2024

রোডে সাদা সাদা এগুলো কি ভাসছে 🤔🤔🤔

Address


Alerts

Be the first to know and let us send you an email when Nirviknews.com jahan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nirviknews.com jahan:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share