26/12/2023
#প্রি_অর্ডার (৫০% ছাড়) 😍
✅ প্রি-অর্ডারের শেষ সময়সীমা : ৩১ ডিসেম্বর, ২০২৩
বইয়ের নাম : টেক্সাস আউট ল
মূল : জেমস প্যাটারসন, অ্যান্ড্রু ব্যুরেল
অনুবাদ : অরূপ ঘোষ
সম্পাদনা : জাকির হোসেন
জনরা : ওয়েস্টার্ন থ্রিলার
প্রকাশনী : খড়িয়া প্রকাশন
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা সংখ্যা : ২৭২
মূদ্রিত মূল্য : ৬০০ টাকা
৫০% ছাড়ে প্রি-অর্ডার মূল্য : ৩০০ টাকা মাত্র!
★★ডেলিভারি চার্জ প্রযোজ্য।
#কাহিনী_সংক্ষেপ
টেক্সাস রেঞ্জার রোরি ইয়েটসের কাছে একজন টেক্সাস রেঞ্জার মানেই হলো ন্যায়বিচারের প্রতিমূর্তি। একটা ব্যাংক ডাকাতিতে ডাকাতদের ঘায়েল করার পর 'হিরো' তকমা লেগে যায় তার গায়ে। তার গার্লফ্রেন্ড কান্ট্রি সিঙ্গার উইলো ডজ ওর সাহসিকতা নিয়ে একটা গানই বেঁধে ফেলে। সেটা থেকে পালাতে, ওকে পাঠানো হয় টেক্সাসের একটা ছোট্ট শহর, রিও লোবো’তে। সেখানকার ডিটেকটিভ আরিয়ানা ডেলগাডো, স্থানীয় এক কাউন্সিল সদস্যের রহস্যজনক মৃত্যুর তদন্তে একজন টেক্সাস রেঞ্জারের সাহায্য কামনা করে।
সেখানে গিয়ে, একের পর এক দুর্নীতি আর মিথ্যার মুখোমুখি হয় রোরি, স্বয়ং পুলিশ চিফ’ই ওকেচায় না সেখানে। কিন্তু ডিটেকটিভ আরিয়ানা ডেলগাডো’র মতে, কাউন্সিল সদস্যের মৃত্যুটাকে দুর্ঘটনা বলা হলেও, হত্যা করা হয়েছে তাকে। আর সেটাই খুঁজে বের করার দায়িত্ব চাপে রোরি ইয়েটসের ওপরে। আর, আরও কেউ খুন হয়ে যাওয়ার আগেই, তদন্তের গতি ত্বরান্বিত করার জন্য রোরি বেছে নেয় নিজস্ব পথ। ছোট্ট টেক্সাস শহরের রহস্যের জট খুলতে শুরু করে সে ধীরে ধীরে...
পাঠক, চলুন, ঘুরে আসি আধুনিক ওয়েস্টার্নের জগত থেকে। ঘোড়ার বদলে যেখানে এখন দাপিয়ে বেড়ায় পিকাপের দল, সেগুলোতে সওয়ার হয় আধুনিক কাউবয়েরা। টেক্সাস রেঞ্জার'রা আছে এখনও, একইভাবে রক্ষা করে চলেছে প্রিয় টেক্সাস'কে। রোরি ইয়েটসের রোমাঞ্চকর ওয়েস্টার্ন টেক্সাস রেঞ্জারের জগতে আরও একবার আপনাদের স্বাগতম!
প্রি-অর্ডার করতে ইনবক্স করুন m.me/dhee.tps অথবা হোয়াটসঅ্যাপ করুন 01537-371856