![ওরা মেধাবীমাসুম বিল্লাহ রুয়েলওরা রক্ত চাইমানুষের তাজা রক্ত। বন মানুষের মত ছিড়ে ছিঁড়ে খাই মাংস কাঁচা মাংস মানুষের কাঁচা...](https://img3.medioq.com/147/581/940223991475812.jpg)
21/09/2024
ওরা মেধাবী
মাসুম বিল্লাহ রুয়েল
ওরা রক্ত চাই
মানুষের তাজা রক্ত।
বন মানুষের মত ছিড়ে ছিঁড়ে খাই
মাংস
কাঁচা মাংস
মানুষের কাঁচা মাংস।
ওরা মানুষ, ওরা মেধাবী
ওরা নৃত্যের তালে তালে
তাজা রক্তের ছচ মিশিয়ে
মানুষের কাঁচা মাংস খাই।
ওরা মানবিক, ওরা মেধাবী
ওরা দু'মুঠো ভাত দেয়,
পানি দেয়।
বিনিময়ে ওরা কলিজা খাই
মানুষের রক্তমাখা তাজা কলিজা।
ওরা উল্লাসে মাতে বুনো উল্লাস
ওরা ছিঁড়ে ছিঁড়ে খাই উদ্দাম উচ্ছ্বাস।
ওরা হিংস্র, ওরা মেধাবী
ওরা শক্ত হাড় পিষে পিষে খাই
শত উচ্ছ্বাস।
ওরা চোখ খাই
মগজ খাই
মানুষের তাজা মগজ।
নিজের বিবেক ও ওরা গিলে গিলে খাই।
ওরা দুর্বার, ওরা মেধাবী
বহরে বহরে জমা হয় মেধাবীর দল
তাজা তাজা প্রান কেড়ে নেয় উল্লাসে মাতাল।
ওখানে বারুদের ঝাঁঝালো গন্ধ নাই
লাঠিতে লেগে থাকা রক্তের সুমিষ্ট গন্ধ
অন্ধ করে দেয় আবেগ।
ওখানে বুটের ভয়ংকর দুম দুম তিব্র শব্দ নাই
ওরা পায়ের তলে পিষে পিষে মারে,
কখনো মোজাম্মেল, কখনো আবরার, কখনো অমুক, কখনো তমুক ।
বুকের উপর উদ্দাম নাচে
ভাঙ্গা হয় ইঞ্চি ইঞ্চি পাজর।
পায়ের লাথিতে লাঠির আঘাতে
তিব্র যন্ত্রনার আঘাতে আঘাতে
গিলে ফেলে বিবেক অন্ডকোষ ফাটাতে।
ওরা ক্ষুধার্ত, ওরা পিপাসু, ওরা মেধাবী
ওরা রক্ত চায়
মানুষের তাজা রক্ত খাই।
রক্তমাখা হাত চেটেপুটে খাই।
ওরা মাতাল , ওরা মেধাবী
ওরা নগ্ন নৃত্যে তালে তালে
গায় মৃত্যুর জয় গান।
ঝরে যাই যাক শত শত প্রাণ ।
ওরা উশৃংখল, ওরা মেধাবী
আঘাতে আঘাতে জমা হয় মৃত লাশ ।
মাতাল মেধাবীর ঝরে পড়া উল্লাসে
দেখা দেয় তীব্র উচ্ছাস।
ওরা উদ্দাম, ওরা নির্ভীক, ওরা আগামী.
ওরা মানুষ, নাকি ওরা মেধাবী ?