নাগরিক নাট্য সম্প্রদায়ের নাটক-
'অন্তরে বাহিরে চিত্রাঙ্গদা'।
২৬ জুলাই ২০২৪ শুক্রবার সন্ধ্যা ৭টা,
মহিলা সমিতি, বেইলি রোড, নাটক সরণি, ঢাকা।
যে নারী নির্বাক ধৈর্যে চিরমর্মব্যথা নিশীথনয়নজলে করয়ে পালন,
দিবালোকে ঢেকে রাখে ম্লান হাসিতলে, আজন্মাবিধবা,
আমি সেই রমনী নহি- আমার কামনা কভূ হবে না নিশফল।"
** তারিখঃ আগামী ২৬ জুলাই ২০২৪ **
** সময়ঃ সন্ধ্যা ৭টায় **
** স্থানঃ নীলিমা ইব্রাহিম মিলনায়তন, বাংলাদেশ মহিলা সমিতি **
অগ্রিম টিকেটের জন্য যোগাযোগ করুন ০১৭১৩৬২৪৫৭০
১৫ ই এপ্রিল দেখুন অন্তরে বাহিরে চিত্রাঙদা শিল্পকলা একাডেমির মূল মঞ্চে। সময়ঃ সন্ধ্যা ৭টায়। স্থানঃ জাতীয় নাট্যশালা - বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমি। মঞ্চায়নের দিন কাউন্টার থেকে টিকিট কাটতে পারবেন।এখনই অগ্রিম টিকেটের জন্য যোগাযোগ করুন এই নম্বরে - ০১৭১৩৬২৪৫৭০টিকেট মূল্যঃ ১০০০ টাকা, ৫০০ টাকা এবং ৩০০ টাকা
তারিখঃ আগামী ১৫ এপ্রিল সময়ঃ সন্ধ্যা ৭টায় স্থানঃ জাতীয় নাট্যশালা - বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমি মঞ্চায়নের দিন কাউন্টার থেকে টিকিট কাটতে পারবেন। এখনই অগ্রিম টিকেটের জন্য যোগাযোগ করুন এই নম্বরে - ০১৭১৩৬২৪৫৭০। টিকেট মূল্যঃ ১০০০ টাকা, ৫০০ টাকা এবং ৩০০ টাকা
নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণে আগ্রহীরা আবেদনের জন্য নিচের লিংকে ক্লিক করুন-
https://forms.gle/jGACETop2EEyvDjc9
যোগাযোগ- ০১৭০১২২৪৯৯৯
আবেদনের শেষ সময় ৩১ মার্চ ২০২৪।
নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণে আগ্রহীরা
আবেদনের জন্য নিচের লিংকে ক্লিক করুন-
https://forms.gle/jGACETop2EEyvDjc9
যোগাযোগ- ০১৭০১২২৪৯৯৯
আবেদনের শেষ সময় ৩১ মার্চ ২০২৪।
আলী যাকের নতুনের উৎসব ২০২৪
নাট্য প্রস্তাবনা জমা দেওয়ার শেষ দিন ১৫ মার্চ।
সকলের আমন্ত্রণ …
নাগরিক নাট্য সম্প্রদায়ের নাটক- ‘অন্তরে বাহিরে চিত্রাঙ্গদা’।
২২ ও ২৩ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ৭টা।
নীলিমা ইব্রাহিম মিলনায়তন, মহিলা সমিতি, নাটক সরণি (বেইলি রোড) ঢাকা।
আলী যাকের নতুনের উৎসব ২০২৪