আত্মত্যাগ

আত্মত্যাগ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আত্মত্যাগ, Magazine, Shah Alam.

10/05/2023
08/05/2023

তাঁর আশায় থেকে নিজেকেই হারিয়ে ফেললাম!😅
#হিমু

06/04/2023

রমজানে শান্তিতে থাকার কথা ছিল,নিত্যপণ্যের দাম কমার কথা ছিল!
অথচ এখানে টেনশন আর নিত্য পণ্যের দাম বৃদ্ধি হয়!😅

08/03/2023

এই যে দেখছো দেয়ালে টানানো ঘড়িটা,
কি ভাবছো সময় চলে যাচ্ছে?
উহু,না!
কিছু একটা তোমার দিকে এগিয়ে আসছে!
একটা দায়িত্ব,নিয়মে বাধা একটা সময়,আর তারপর???
তারপর আসবে তোমার মৃত্যু!
নিঃশব্দে নিঃশ্বাসটা হারিয়ে যাবে,
অশান্ত শরীরটা শান্ত হয়ে যাবে,
৯৮.৪°F-এর শরীরটা হঠাৎই বরফের মতো ঠান্ডা হয়ে যাবে!
#হিমু

10/10/2022

বন্ধুত্বের বেলায় ছেলেরা হয়তো একটু বেশিই নিঃস্বার্থ হয়।এরা জাত-পাত,ধর্ম-বস্ত্র এসব কিছুই দেখেনা,দেখেনা ব্যাকবেঞ্চার কিংবা টপার।ছেলেরা একজনের ব্যাগ আরেকজন বহন করতে পারে,একজন আরেকজনকে বলতে পারে তুই সাইকেল ম্যাকানিক হবি অন্যজন আরেকজনকে বলে তুই পানের দোকানদার,কেউ বলে সেলুনের দোকানদার কেউ বা আবার বলে তুই মুদির দোকানদার হবি।ওরা এমনই খু্শি,কখনো রাগ করেনা কি হবে বলে।ওরা পরীক্ষায় সুযোগ পেলে দেখাতে পিছুপা হয়না।ওরা বন্ধুর জন্য স্যারের কাছে বকা শুনতেও রাজি,আড্ডা দেওয়ার জন্য বাপের কাছে লাঠির বারি খেতেও রাজি।ওরা এক বিছানায় আড্ডা দিতে দিতেই ৬-৭জন একসাথে ঘুমাতেও পারে।ওরা হাসপাতালের বেডে বন্ধুর জন্য সারারাত জাগতেও পারে!
একটা সময় পর যখন সবাই ব্যস্ত হয়ে পরে আর হুট করেই কারো সাথে দেখা হয় তখন এই ঢঙের সমাজের ঢং না দেখিয়ে কাঁধে হাত রেখেও বলতে পারে-'কিরে কি অবস্থা দোস্ত?'
বন্ধুত্বের বেলায় ছেলেরাই উর্ধ্বে!
#হিমু

30/05/2022

আপনি ডাক্তার,ইঞ্জিনিয়ার,বিজ্ঞানী,বড় ব্যবসায়ী।
বাড়ি আছে,আছে গাড়ি!
আছে অনেক মানুষ।
এমনও হতে পারে আপনি অমানুষ কিংবা মানুষ!
আবার এমনও হতে পারে নাস্তিক!
একটা সময়,শুধু আপনার নয় পৃথিবীর সবারই এমন একটা সময় আসবে-"আপনার সব আছে তারপরও মনে হবে কোথায় যেনো কি নেই!
মানুষ পরিবার সবই আছে তারপরও কেনো যেনো মনে হবে আপনি একাকী!
এই সময়টা না?নাস্তিকও না কেমন যেনো আস্তিক হয়ে যায়,অনুভব করে কিছু তো আছে আলাদা,একদম আলাদা!
অনেক কিছু বলতে চাইবে কিন্তু কিছু বলতে পারবেনা।চুপ করে থাকবে,একদম চুপ!
সেদিন ডাক্তারও হাত গুটিয়ে নেবে!বিজ্ঞানীও চুপ করে থাকবে!"🙂
#হিমু

23/02/2022

___"দিনশেষে"___
আমি শুধু অসহায়ের মতো দেখেছিলাম সে চলে যাচ্ছে, একবারের জন্যও পিছনে ফিরে তাকায়নি,আমাকে কিছু বলার সুযোগও দেয়নি।

***
কলেজের একটা অনুষ্ঠানে প্রথম দেখা আমাদের।সে আমাকে দেখেছিলো কিনা জানিনা তবে আমি তাকে দেখে চোখ ফেরাতে পারিনি সেদিন।অসম্ভব ভালো লেগে গেছিলো।
অনুষ্ঠান শেষ হওয়ার পর খুঁজেছিলাম,পায়নি!কোথায় যে হারিয়ে গেলো বুঝলাম না।পরেরদিন কলেজে তাড়াতাড়ি চলে যায় এই আশায় যে,যদি তাকে দেখতে পায়।নাহ পেলাম না সেদিন দেখা!
পরপর তিনদিন দেখা হলো না।চতুর্থ দিন দেখেছিলাম নীল একটা ড্রেসে হৈমন্তীকে।আমার মনে হয়েছিলো এতো সুন্দর মেয়ে আমি আগে কখনো দেখিনি!আমিতো চেয়েছিলাম কথা বলতে কিন্তু সেদিন কি যে হলো শুধু চেয়ে রইলাম তার দিকে।তারপরু হুট করেই ক্লাসে ঢুকে গেলো সে।
কি আর করার আমিও ক্লাসে চলে গেলাম।ক্লাসে মন বসছিলো না।বসবেই বা কেমনে?
আমার দু'জন কাছের বন্ধু ছিলো ওদেরকে জানালাম বিষয়টা।পরে খোঁজ নিয়ে জানতে পারলাম আমাদের সাথেই পড়ে তবে অন্য গ্রুপে।
আমার এক বান্ধবীর থেকে ওর ফেসবুকের আইডিটা নিয়েছিলাম।
ভাবছিলাম রিকুয়েষ্ট দেবো কিনা?দিলেও একসেপ্ট করবে কিনা?যদি না করে তখন?
কি করবো ভাবতে ভাবতে হুট করে রিকুয়েষ্টটা দিয়ে "Hi হৈমন্তী" লিখে মেসেজ করে দিলাম।
মনের ভেতর একটা ভয় কাজ করছিলো!রাত তখন ১০টা বেজে ৪০মিনিট হবে মন হয়,মেসেঞ্জারে টুং করে একটা শব্দ হলো।ফোনটা হাতে নিয়ে দেখলাম হৈমন্তী মেসেজ দিয়েছে,"কে আপনি?"
মনে মনে বলতে ইচ্ছা করছিলো তোমাকে ভালবাসা এক পাগল।
কি করার তাড়াহুড়ো করলে তো কিছু হবেনা।নিজের আসল নামটাই বলে দিলাম,"রূপম সরকার"
তারপর ধীরে ধীরে পরিচয় হয় আমাদের। কথা বলতে বলতে প্রায় ৫মাস পরে তাঁর জন্মদিনের দিন তাকে একটা বেলীফুলের মালা আর একটা গোলাপ ফুল দিয়ে উইশ করেছিলাম,আর যাওয়ার সময় বলেছিলাম "ভালবাসি!"
তারপর হৈমন্তী কিছু বলার আগেই চলে এসেছিলাম কারণ তখন ও যদি না বলতো হয়তো আমি সহ্য করতে পারতাম না।সারাদিন অনলাইনে যায়নি, বাইরেও যায়নি, বাসায় চুপচাপ বসে ছিলাম।আমি কখনো এরকম থাকিনা,আম্মুও হঠাৎ এরকম দেখে একবার জিগ্যেস করেছিলো,"কিরে তোর কি হয়ছে?আজ বাসায় বসে আছিস যে চুপচাপ?"
আম্মুকে তো সবটা খুলে বলতে পারতাম না,তাই বলছিলাম কিছু না আম্মু এমনিতে ভালো লাগছেনা তাই।
রাতে ঘুমানোর আগে ভাবলাম অনলাইনে যায়,ইন্টারনেট অন করতেই দেখি হৈমন্তী একটি ছবি পাঠিয়েছে,কোনো মেসেজ নেই।আমি ক্লিক করতেই ভেতরে গিয়ে যা দেখলাম তার জন্য হয়তো প্রস্তুত ছিলামনা।
ছবিটা ঠিক এরকম ছিলো-
"বেলিফুলের মালাটা চুলে পড়া আছে,শুধু চুল আর ফুলটাই দেখা যাচ্ছে, আর বেলিফুল দিয়ে লাভ সার্কেল বানিয়ে তার ভেতর একটা গোলাপ!"
আমার আর কিছু বুঝতে বাকি ছিলোনা।আমি এতোটা খুশি ছিলাম যে রাত বারোটার সময় গান ছেড়ে নাচানাচি করতে লাগলাম।
এরপর থেকে আমাদের রিলেশন শুরু।
দেখতে দেখতে এইচএসসি পরীক্ষা,পরীক্ষা শেষে এডমিশন দিতে চলে আসলাম ঢাকা।হৈমন্তীও এসেছিলো।
রেজাল্টের দিন খুব টেনশনে থাকলেও দু'জন দু'জনকে সান্ত্বনা দিচ্ছিলাম।
ভালোবাসার হয়তো এটাই স্বার্থকতা!
রেজাল্ট দুজনেরই ভালো এসেছিলো।অনেক খুশি ছিলাম আমরা।
এডমিশনের সময় পড়ালেখা নিয়ে দু'জনে খুব ব্যস্ত ছিলাম তবে আমাদের কথা থেমে থাকেনি,সুযোগ পেলেই কথা বলতাম আমরা।
এরপর শুরু হয় এডমিশন পরীক্ষা। আমার কোথাও চান্স হচ্ছিলো না,শুধু ওয়েটিংয়ে।
হৈমন্তীর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে গেছিলো।ওর আর পরীক্ষা দেওয়া লাগেনি,আর এদিকে আমি শুধু পরীক্ষা দিয়ে যাচ্ছিলাম।
শেষ অবধি আমার কোথাও চান্স হয়নি,ভেঙে পড়েছিলাম খুবই।রি-এডমিশনের জন্য চেষ্টা করছিলাম আমি,আর ওদিকে হৈমন্তী বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিয়ে ব্যস্ত হয়ে পড়ে।কেমন যেনো ফ্যাকাশে হয়ে যায় আমাদের ভালবাসা।হৈমন্তী আগের মতো কথা বলায় মনোযোগী ছিলে না।আমি ভাবতাম ব্যস্ততার জন্য হয়তো।আমি কিছু বলতাম না হৈমন্তীকে।কারণ আমি অনেক ভালবাসতাম পাগলীটাকে।কিছুদিন পরই কেমন যেন আমার কাছে হৈমন্তীকে অন্যরকম লাগতো।রাতে ফোন দিলে বেশিরভাগই ব্যস্ত দেখাতো,জিগ্যেস করলে বলতো ফ্রেন্ডের সাথে পড়ালেখার বিষয়ে কথা বলছে।
আমিও মেনে নিতাম সবটা,ভালবাসতাম যে পাগলের মতো।
প্রায় বছর শেষ হতে চললো,আমার পরীক্ষাও নিকটে।
এরই মধ্যে হৈমন্তীর সাথে আমার কেমন যেন দূরত্ব অনেক বেড়ে গেছে মনে হলো,ও আর আগের মতো কথা বলেনা,ফোনও দেয় না আমাকে,আমিই ফোন দিলে কথা হতো নাহলে হতো না।
এডমিশনের প্রায় একমাস বাকি,হঠাৎ একদিন হৈমন্তী বলে আমার তোমার সাথে কিছু কথা আছে,দেখা করো।
আমি কিছু না ভেবেই পরেরদিন চলে যায় রাজশাহী,আমার হৈমন্তীর কাছে!
একটা পার্কে আমরা দেখা করি,অনেক সুন্দর লাগছিলো হৈমন্তীকে দেখতে।তবে কেমন যেন লাগছিলো আমার তার মুখ দেখে!
পাশাপাশি বসে ছিলাম আমরা।আমি জিগ্যেস করেছিলাম কি হয়েছে?
সে বলেছিলো-
"আমি তোমার সাথে থাকতে পারবোনা,আমি অন্য কাউকে ভালবাসি,আমার সাথে আর যোগাযোগ করোনা,প্লিজ!"
আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই উঠে চলে গেলো।
আমি হতভম্ব হয়ে বসে ছিলাম আর আমার হৈমন্তীর চলে যাওয়া দেখছিলাম!ওর সরি,সে তো এখন অন্য কারো হৈমন্তী!🙂
আমি এক দৃষ্টিতে বসে ছিলাম ওখানে,আর আমার চোখ দিয়ে জল পড়ছিলো।
সন্ধ্যায় পার্কের কর্মীরা এসে ডেকে বললো মামা এখন এখানে থাকা যাবেনা,বাসায় যান।আমি চুপচাপ বের হয়ে আসি,রাতের গাড়িতেই বাসায় চলে আসি।বাসায় গিয়ে ফেসবুকে গিয়ে দেখি হৈমন্তী আমাকে ব্লক করে দিয়েছে।
ফোনটা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম,কতক্ষণ কান্না করেছিলাম মনে নেই।যখন ঘুম থেকে উঠি তখন দুপুর গড়িয়ে বিকেল হতে চললো।
এরপর থেকে সারাদিন বাড়িতেই চুপচাপ বসে থাকতাম। এডমিশন আমার আর দেওয়া হয়নি।
সূর্যের আলো দেখিনি প্রায় মাস দুয়েক।
এরপর আস্তে আস্তে সবটা মেনে নিলাম।
তারপর বিদেশে পাড়ি জমালাম পড়ালেখার জন্য।
প্রায় ৪বছর হতে চললো আমাদের দেখা হয়নি!
আমি হয়তো এখনো আমার হৈমন্তীকে ভালবাসি!
তবে আমি জানি সে আমার নয়,অন্যকারো!💔🙂

দিনশেষে আপনার জন্য সাজগোছ করা মেয়েটাও আজ অন্যকারো জন্য সাজে,আপনাকে ভালবাসি বলা মানুষটাও আজ অন্যকাউকে ভালোবাসে!🙂

___মেহেদী হাসান লিংকন

02/02/2022

কেনো জানিনা স্বামী-স্ত্রীর মাঝে ঝামেলা হলেই প্রথমে সবাই ছেলেদেরকেই দোষ দেয়!
এই অদ্ভুত অযৌক্তিক কারণের উত্তর আমি আজও পায়নি।
কেন জানিনা স্কুলে একটা মেয়ের মিথ্যা বাক্যের জন্য একটা ছেলেকে বেতের বাড়ি খেতে হয়!
কখনো কখনো সমানদোষী ছেলেমেয়ের মধ্যে ছেলেটাকেই বেশি সাজা দেওয়া হয়!
ওরা বলে ছেলেদের পড়ালেখা করাই বিয়ে দিয়ে দেয়!অথচ ওদের কি চোখে পড়েনা?সারাটাজীবন একটা ছেলে নিজের পরিবারের স্বপ্ন পূরণ করতে নিজেকে বিলিয়ে দেয়!
এমন অনেক পুরুষ আছে যারা তার স্ত্রী অসুস্থ হলে নিজেই সব কাজ করে স্ত্রীকে নিজে হাতে খায়িয়ে দিয়ে বলে তুমি বিশ্রাম করো।
সবসময় খারাপ দিকটায় কেন লেখা হয় ছেলেদের?
ব্রেকআপের দায় সবসময় ছেলেদেরকেই কেনো দেওয়া হয়?
যদি ছেলেদেরই দোষ হতো তাহলে মেয়েদের থেকে ছেলেরা কেনো পাগল বেশি হয়?
শুধু কেনো বলা হয় মেয়েদের উপর জোর করা হয়,
কেউ কখনো ভেবে দেখেছে ছেলেটা কি চাই?
রাতঘুমে নাকি মেয়েরাই কষ্টে কাঁদে!
তাহলে রাতের ল্যাম্পপোস্টের আলোয় কারা ঘুরে?🙂
#হিমু

22/01/2022

আমার তুমি হারানোর গল্প কেনো হারিয়ে যায় না?
আমি যে দীর্ঘশ্বাসে ক্লান্ত!
#হিমু

08/01/2022

আমি ব্যস্ততা শেষে বারংবার ভুল করে তাকে ভেবে ফেলি।
আমি আজও তাকে ভালোবাসি!🙂
#হিমু

04/01/2022

আমি দিব্যি মন খারাপে হাসিমুখে সবার সাথে গল্প করতে পারি!😊
#হিমু

03/01/2022

আপনার প্রিয় থাকতেই পারে,
তবে আপনি কারো প্রিয় না হতেও পারেন!🙂
#হিমু

01/01/2022

আমি হাসতে চেয়েছিলাম তাঁকে সঙ্গী করে,
পরিণতিতে স্মৃতি নিয়ে কষ্টে আছি!🙂
#হিমু

21/12/2021

রঙমাখা শহরে বিলুপ্ত কেন রঙিন জীবন?
কোটিপতি ছেলের মা কেনো বৃদ্ধাশ্রমে?🙂
#হিমু

12/12/2021

প্রেম করার বয়সে পরীক্ষা দিচ্ছি 🐸

It's real for me.When I was on my way to the end, my father made a new way of life.Insha-Allah I will give the right res...
10/12/2021

It's real for me.
When I was on my way to the end, my father made a new way of life.
Insha-Allah I will give the right result.

10/12/2021

- সব স্বপ্ন কখনো পূরণ হবার না.!🙂

- কারণ এটা তো দুনিয়া, জান্নাত নয়.!😇🌸
#মাটি_ইমরান

09/12/2021

বড় পেজ গুলোতে মেয়েরা ফলোয়ার পাওয়ার আশায় কমেন্ট করে🐸
াই

প্রসঙ্গটা যদি হয় ফুচকা খাওয়ার😍তাহলে আমিই সেরা..!🥰😋 #মাটি_ইমরান
09/12/2021

প্রসঙ্গটা যদি হয় ফুচকা খাওয়ার😍
তাহলে আমিই সেরা..!🥰😋
#মাটি_ইমরান

09/12/2021

Someone: তোমার জীবনের লক্ষ্য কি?

Me: একটু মোটা হওয়া!🤭
#মাটি_ইমরান

- প্রতিটা মানুষেরই কোথাও না কোথাও দূর্বলতা থাকে☺- আমার দূর্বলতা হচ্ছে তুমি❤🙂🥰 #মাটি_ইমরান
08/12/2021

- প্রতিটা মানুষেরই কোথাও না কোথাও দূর্বলতা থাকে☺
- আমার দূর্বলতা হচ্ছে তুমি❤🙂🥰

#মাটি_ইমরান

Address

Shah Alam

Telephone

+8801301414123

Website

Alerts

Be the first to know and let us send you an email when আত্মত্যাগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Magazines in Shah Alam

Show All