21/04/2020
100% Free - Pre-Order Now
নোটঃ পোস্ট ভালো ভাবে না পড়ে কেউ অফারে অ্যাপ্লাই করবেন না।
Stack কথা - Lifecycle of A FullStack Developer
এখানে Stack কথা একটা সিরিজ, যদি আপনাদের থেকে ভালো সাড়া পাই তাহলে ভবিষ্যতে এই টাইটেলে আরও অনেকগুলো বই পাবলিশ করার প্লান আছে। Lifecycle of A FullStack Developer হচ্ছে আসল বই, যেই বই নিয়ে অনেকের মাঝেই অনেক কৌতূহল আমরা দেখতে পাচ্ছি। এই বই সম্পর্কে আপনারা এখনো কেউ কিছুই জানেন না, আজকে এখানে বই এর একটা সামারি দেওয়ার চেষ্টা করব।
পাবলিশ করার উদ্দেশ্য নিয়ে এই বই লেখা হয়নি, যদি আপনাদের থেকে সাড়া বেশি পাই তখন চিন্তা করে দেখা যাবে। করোনার প্রকোপে আমরা আজ সবাই গৃহবন্দি। কারোর ঘরে খাবার আছে, কারোর নেই। কারোর জব আছে, কারোর ইতিমধ্যেই চলে গেছে। অনেকের খুব দ্রুতই চলে যেতে পারে। আমি চাইনা কারোর জব চলে যাক, কিন্তু করোনার প্রকোপ থেকে আমাদের শেষ রক্ষা হবে কিনা কে জানে। যারা ফ্রিলান্সিং সাইটে শক্ত পোক্ত ভাবে এখনো নিজেকে দাড় করাতে পারে নি, তাদের কাজ পাওয়ার সম্ভবনা ক্ষীণ হয়ে আসছে, কারণ যারা শক্ত ভাবেই, স্কিল্ড ভাবেই জায়গা দখল করে ছিলেন তারাও নড়েচড়ে বসতে বাধ্য হচ্ছেন।
এই দূর্দিনের সময়, আপনাকে বাঁচাতে পারে শুধুমাত্র ট্রু স্কিল। অল্প স্বল্প স্কিল নিয়ে জব করছেন, টুকিটাকি ফ্রিলান্সিং কাজ পাচ্ছেন, কালকে যখন কর্মী ছাটায় করা হবে তখন প্রথমেই খুঁজে বের করা হবে কার স্কিল কম, হাজারটা কাজের জায়গায় যখন ১০-২০টা কাজ আসবে তখন সর্বোচ্চ দক্ষরা আপনার সাথে কম্পিট করবে। এই দূর্দিনে আমাদেরকে বাঁচাতে পারে শুধু সত্যিকারের স্কিল। আমি জানি সত্যিকারের স্কিল্ড পার্সন হতে কয়েক বছরের নিরলস পরিশ্রম দরকার। এই অল্প কয়েক দিনে সেটা তৈরি করা সম্ভব না। কিন্তু সত্যিকারের স্কিল্ড হওয়ার জন্য দরকার সঠিক দিকনির্দেশনা। আর এই দিকনির্দেশনার বড়ই অভাব, দিক নির্দেশনার বদলে আমাদের দেশে চলে গুজব, সস্তা মার্কেট পাওয়া টেকনোলজি। কষ্ট করে কেউ যদি নিজেকে দক্ষ করতেও চাই তারও সুযোগ খুঁজে পাওয়া যায় না। কারণ দুনিয়া যেই দিকে আগাচ্ছে সেই দিকের কোনো দিকনির্দেশনা আমাদের কাছে নেই।
এই বইটা তাদের উদ্দেশ্যেই লেখা, যারা সঠিক দিক নির্দেশনা খুঁজছেন। সস্তা কোনো নোডজেএস বা পাইথন এর ফ্রেমওয়ার্ক ধরিয়ে দিয়ে দুই দিনে ডেভেলপার বানানোর মন্ত্র এখানে লেখা নেই। একজন মানুষ কিভাবে দক্ষ প্রোগ্রামার হয়ে ডেভেলপমেন্ট জগতে নিজের অবস্থান তৈরি করতে পারে সেই সত্য কথা লেখা আছে এখানে। এখানে আমাদের দেশে প্রচলিত মিথের বিরুদ্ধে কথা বলা হয়েছে, এখানে কোনো মিথ্যা আশ্বাস দেওয়া হইনি, দেওয়া হয়েছে সফটওয়্যার সৈনিক হিসেবে নিজেকে গড়ার শপথ বাক্য, মোটিভেট করে দুই দিনেই লাখপতি হওয়ার মন্ত্র আপনাকে দেওয়া হইনি, বরঞ্চ আপনার করা ভুল গুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে, দোষারোপ করা হয়েছে।
এই বইটা সবার জন্য না, যারা নিজেকে সত্যিকার অর্থেই জ্ঞান গরিমায় সমৃদ্ধ করতে চাই শুধুমাত্র তাদের জন্য। কেউ যদি আজ স্বপ্ন দেখে যে সঠিক ভাবে সঠিক জ্ঞান নিয়ে কঠিন পথে একজন দক্ষ ডেভেলপার হব, এই বইটা তার জন্য। কেউ যদি চারপাশের মানুষ কি বলবে এর থেকে বের হয়ে এসে তথাকথিত গুজবের যৌক্তিক ব্যাখ্যা মানতে প্রস্তুত থাকে, তাহলে এই বইটা তার জন্য। আপনি যেই হন, যেই লেভেলেই থাকেন এই বইটার কিছু বিষয় আপনাকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করবে।
আর আমি চাই, আপনারা যারা এত দিন যাবত আমাদেরকে ফলো করছেন, যাদের জন্য আজ আমরা আমাদের কল্পনার থেকেও বড় হয়ে গেছি, যারা Twinkle Cats, Stack Learner কে ফলো করে আসছেন তারা সবাই বইটি পড়বেন। এই বইটি আপাতত PDF আকারে আমাদের সাইটে পাবলিশ হবে এবং অফিসিয়াল রিলিস হবে আগামী মাসে। PDF আকারে পাবলিশ হলেও এর একটা ক্ষুদ্র মূল্য ধরা হয়েছে, কারণ মূল্য ছাড়া অনেক দামী জিনিসও মূল্যহীন। তবে অফিসিয়াল রিলিসের আগ মূহুর্ত পর্যন্ত (১৫ মে) আপনারা এটা ফ্রিতে পড়তে পারবেন। একটা বইয়ের অনেক কাজ থাকে, তবে আমাদের PDF রিলিজ দেওয়ার মত সমস্ত কাজই প্রায় কমপ্লিট। সামনের সপ্তাহে আনঅফিসিয়াল ভাবে বইটি রিলিজ হবে।
আপনারা যারা ফ্রিতে বইটি পড়তে চান তারা আমাদের Stack Learner এর পেজে মেসেজ করুন 'preorder-100' লিখে। ২৪ এপ্রিল রাতের ভিতরেই আপনাদের কাছে আনঅফিসিয়াল রিলিজের ভার্সনটা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে পৌঁছে যাবে। তবে আগেই বলেছি, ফ্রি জিনিসের কোনো মূল্য থাকে না। আপনাদেরকেও একটা দাম দিতে হবে। আগের বার আপনারা অফার নিয়েছিলেন, কিন্তু খুব কম ব্যক্তিই পোস্ট শেয়ার করেছিলেন 😭। আমরা বিষয়টা দেখেও সবাইকে কোর্সে এন্রোল দিয়েছি। এবার সবাই তিনটা করে শেয়ার না করলে কিন্তু বই পাবেন না 😍। পরে আমাদের দোষ দিতে পারবেন না 😍। আর এই একটা বই অনেক গুলো কোর্সের থেকেও দামি 😍😍।
আশা করছি এই বইটা প্রোগ্রামিং, ডেভেলপমেন্টের সাথে জড়িত সবার কাজে দিবে। বাদ যাবে না একটি শিশুও। সো আমরাও দেখতে চাই আমাদের সফটওয়্যার সৈনিকদের দৌড় কতটা 😎। আনঅফিসিয়াল রিলিজের পূর্বে কয়টা শেয়ার আসে, আর কয়জন বইটা পড়ার জন্য অপেক্ষা করে থাকে।
ধন্যবাদ