Mukto Bangla Tv

  • Home
  • Mukto Bangla Tv

Mukto Bangla Tv Mukto Bangla TV is an Entertentment & News based Tv Channel This is a first online hd entertantment and news tv channel.

ইলন মাস্কের ‘নট-আ-বোরিং কম্পিটিশন’-এর চূড়ান্ত পর্বে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে...
06/03/2025

ইলন মাস্কের ‘নট-আ-বোরিং কম্পিটিশন’-এর চূড়ান্ত পর্বে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) দুই শিক্ষার্থী। ইলন মাস্কের টানেল নির্মাণ প্রতিষ্ঠান দ্য বোরিং কোম্পানি প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করে থাকে। বিভিন্ন দেশ থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকেরা টানেল নির্মাণ–সম্পর্কিত উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন।

আইইউবির অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী শাহ আসিফ হাফিজ ও ফাইন্যান্স বিভাগের দেওয়ান মো. আলিফ বাংলাদেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘বোর্ড টানেলার্স’ দলের সদস্য। ১৯ সদস্যের দলটি আগামী ২৭-২৯ মার্চ যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিতব্য ফাইনালে অংশ নেবে।

তথ্যসূত্র : প্রথম আলো

টি-শার্ট পরা কিংবা বোরখা পরা উভয়েই নারী- সোহাগ ওড়না ছাড়া কিংবা টি-শার্ট পরা একজন নারী কিংবা বোরখা/হিজাব/শাড়ি পরা যিন...
06/03/2025

টি-শার্ট পরা কিংবা বোরখা পরা উভয়েই নারী- সোহাগ

ওড়না ছাড়া কিংবা টি-শার্ট পরা একজন নারী কিংবা বোরখা/হিজাব/শাড়ি পরা যিনি তিনিও একজন নারী।
দুইজনেই সম্মানিত মা-বোন, প্রিয়জনের জাতি।
আপনার মতাদর্শের বাইরে অথবা আপনার পছন্দের না তবুও তিনার প্রতি সম্মান প্রদর্শন করা, অন্যায় হলে তার পক্ষে দাঁড়ানোটাই একজন নীতিবান মানুষের দায়িত্ব ও সমাজের কর্তব্য।
সাম্প্রতিক জুলাই বিপ্লবেও কে কোন পোশাক পরা তা কিন্তু দেখা হয়নি, বিপদের মূহুর্তে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই, সংগ্রাম করেছি।

আমাদের মা-বোনেরা কিংবা প্রিয়সীরা রাস্তা-ঘাটে বেইজ্জত হোক, ধর্ষণের শিকার হোক, বুলিং/ইভটিজিংয়ের শিকার হোক, অন্যায়ের শিকার হোক এইটা আমরা কেউ চাইনা। এইসব ঘটনা যেনো না ঘটে সেক্ষেত্রে সরকার ও পুলিশ প্রশাসন কে কঠোর হতে হবে এবং সময় উপযোগী আইন বাস্তবায়ন করতে হবে।

অপরপক্ষে কিছু নারী অতিরঞ্জিত বিদেশি সংস্কৃতি, বাংলাদেশী সংস্কৃতি ও সমাজবিরোধী কর্মকাণ্ড ঘটিয়ে থাকে যা অত্যন্ত দুঃখজনক। কেউ কেউ তো আবার স্বেচ্ছায় প্রেম ও শারীরিক সম্পর্ক স্থাপন করে ব্রেকআপ/সম্পর্ক ছিন্ন হলে অথবা মনের অমিল হলেই সেটাকে ধর্ষণ বলে মামলা করে, কেউ আবার মোহরানার টাকা/অর্থ সম্পত্তির লোভে একাধিক বিবাহে লিপ্ত হয়ে বহু পুরুষের জীবন ধ্বংস করে।
এমন বহু কারণে প্রকৃত ধর্ষণ মামলা কিংবা নারী নির্যাতন মামলাগুলো হালকা হয়ে যায় এবং ধীরে ধীরে গুরুত্বহীন হয়ে পরে, সমালোচনার সৃষ্টি হয়।
এইসবের প্রতিবাদে স্বয়ং নারীদেরকেই বেশি বেশি এগিয়ে আসতে হবে। নারী-পুরুষ উভয়ের অধিকার রক্ষায় বর্তমান বাস্তব সম্মত আইন করা জরুরি এবং
মনে রাখবেন নারী স্বাধীনতা/অধিকারের নামে এমন যেকোন বাড়াবাড়িও আইনিভাবে মোকাবিলা করতে হবে, কোনোভাবেই মব জাস্টিস সৃষ্টি করা যাবে না। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, মনে রাখবেন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত কেউ দোষী হয়না।

কারো ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ যেমন করা যাবেনা ঠিক তেমনি সামজিক রীতি-নীতি রক্ষায়, নারী-পুরুষ উভয়কেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে এগিয়ে আসতে হবে। নারী-পুরুষ উভয়ের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে দেশের রাষ্ট্রীয় আইনকে বাস্তবসম্মত ও অধিকতর শক্তিশালী করতে হবে।

সোহাগ আলী~ ৬ই- মার্চ-২০২৫
মুক্ত বাংলা টিভি, সম্পাদকীয়।

02/03/2025

একুশে বইমেলায় পেয়ে গেলাম বিখ্যাত নায়ক শাহরুখ খান ও সালমান শাহ্ কে! Book Fair Story #

একটু ডানে ঘুরতেই দেখলাম প্রিয়জন প্রকাশনী, একপা এগিয়ে গিয়ে দুইপা পিছনে গেলাম কারণ বিশেষ কোনো প্রিয়জন নেই তাই এই স্টলে আর গেলাম না।
‎সামনে এগিয়ে যেতেই দেখলাম শব্দ প্রকাশনীতে কয়েকজন রমনী শব্দ করে গল্প গুজব করছে তাই হয়তো এই প্রকাশনীর নাম শব্দ কথা প্রকাশনী।
‎কী চলবে ব‌ইমেলার এমন অদ্ভুত গল্প? আপনারা পছন্দ করলে দ্বিতীয় পার্ট আসবে।

তারুণ্য নির্ভর জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ।
28/02/2025

তারুণ্য নির্ভর জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ।

ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির টপ টেন লিডার।
28/02/2025

ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির টপ টেন লিডার।

আগামীকাল আত্মপ্রকাশ করতে যাওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি।   (   )
27/02/2025

আগামীকাল আত্মপ্রকাশ করতে যাওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি।
( )

27/02/2025

গানে গানে আড্ডা| পর্ব-০১| মুক্ত বাংলা টিভির বিশেষ গানের অনুষ্ঠান। #শিল্পি #গায়ক

মুক্ত বাংলা টিভির বিশেষ অনুষ্ঠান "গানে গানে আড্ডা"। আজকের অতিথি হিসেবে রয়েছেন তরুণ শিল্পী পারভেজ।
সোহাগ আলীর উপস্থাপনা ও প্রযোজনায় নির্মিত গানে গানে আড্ডা অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করতে চাইলে যোগাযোগ করুন এবং প্রিয় শ্রোতা ও দর্শকবৃন্দ আপনারা কোনো গান শুনতে চান, তা জানিয়ে কমেন্ট করুন। আমার আপনাদের প্রিয় গানগুলো শিল্পীদের কাছ থেকে শোনার চেষ্টা করব।
সহযোগিতায় ও পরিকল্পনায়ঃ নাইম হোসেন বাপ্পী ও রনি।
অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।

#গান #গায়ক #শিল্পি #বাংলা_গান #হিন্দি_গান #সোহাগ #জনপ্রিয় #হিন্দি_গান #বাংলা_গান

কমরেড নাহিদ ইসলামের ঐতিহাসিক পদত্যাগপত্র।
25/02/2025

কমরেড নাহিদ ইসলামের ঐতিহাসিক পদত্যাগপত্র।

জনতার কাতারে স্বাগতম কমরেড নাহিদ ইসলাম ।অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করলেন জুলাই বিপ্লবের অন্যতম না...
25/02/2025

জনতার কাতারে স্বাগতম কমরেড নাহিদ ইসলাম ।
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করলেন জুলাই বিপ্লবের অন্যতম নায়ক নাহিদ ইসলাম।ছাত্র-জনতার নতুন দলের ইমাম হতে পদত্যাগ।

জাতীয় শহীদ সেনা দিবস -২০২৫ এ পিলখানা হত্যাকাণ্ডের সকল শহীদদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা।
25/02/2025

জাতীয় শহীদ সেনা দিবস -২০২৫ এ পিলখানা হত্যাকাণ্ডের সকল শহীদদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা।

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের শীর্ষ ছয়টি পদে কারা আ...
22/02/2025

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের শীর্ষ ছয়টি পদে কারা আসছেন, তা অনেকটাই চূড়ান্ত হয়েছে। দলের সাংগঠনিক কাঠামোতে ‘সমঝোতার’ ভিত্তিতে নতুন দুটি পদও সৃষ্টি করা হচ্ছে। আহ্বায়ক, সদস্যসচিব, মুখপাত্র এবং মুখ্য সংগঠকের পাশাপাশি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নামে দুটি পদ রাখার সিদ্ধান্ত হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সামনের সারিতে থাকা ছাত্রনেতারাই নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদগুলোতে আসছেন। এই দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলামের মনোনয়ন নিয়ে শুরু থেকেই জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কারও কোনো আপত্তি ছিল না। সদস্যসচিব হিসেবে কে আসবেন, মূলত তা নিয়ে মতবিরোধ ছিল। সমঝোতার ভিত্তিতে এই পদে আখতার হোসেনের নাম অনেকটাই চূড়ান্ত।

21/02/2025

মালদিহ্যা মঞ্চের আত্মপ্রকাশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে কিছু কথা- সোহাগ আলী।

আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালে এইদিনে (৮ ফাল্গুন, ১৩৫৮, বৃহস্পতিবার) মাতৃভাষা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত বাঙালি ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন। যাঁদের মধ্যে রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত উল্লেখযোগ্য এবং এই কারণে এ দিনটিকে মাতৃভাষা দিবস/শহীদ দিবস হিসেবে পালন করা হয়। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়।
বাংলাদেশের মানুষ ও বাঙালি জাতির জন্য গর্বের এই দিনটি চির স্মরণীয় হয়ে থাকবে। মাতৃভাষা বাংলার জন্য শহিদ সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেইসাথে আমাদের মালদিহ্যা/ চাঁপাইয়্যা অথবা শেরশাবাদিয়াদের আঞ্চলিক ভাষা ও সংস্কৃতি রক্ষায় কাজ করার উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার হতে আমাদের Maldiah Moncho - মালদিহ্যা মঞ্চের আজ ২১-০২-২০২৫ তারিখ হতে আত্মপ্রকাশ ঘোষণা করা হলো। আমাদের আঞ্চলিকতা, আঞ্চলিক ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য আমাদের জন্য গর্বের। মায়ের মুখের ভাষায় কথা বলে শান্তি অনুভব করি। তাই আমাদের এই আঞ্চলিক মাতৃভাষা ও সংস্কৃতি যেনো হারিয়ে না যায়, তাই তরুণ প্রজন্মের জন্য আমরা আমাদের মালদিহ্যা/ চাঁপাইয়্যা / শেরশাবাদিয়া ভাষা, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ইত্যাদি রক্ষা ও প্রচারণায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করব ইনশাআল্লাহ্। যারা আমাদের এই মহান কাজে অংশগ্রহণ করতে চান তাঁদের সাদর আমন্ত্রণ এবং অগ্রিম ধন্যবাদ জানায়।

#মালদিহ্যা_মঞ্চ #চাঁপাইয়্যা #শেরশাবাদিয়া .

19/02/2025

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল| Kazi Nazrul Islam|

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শেষ ইচ্ছা কী ছিলো? জগৎ বিখ্যাত এই বিদ্রোহী কবির সমাধি কোথায়? ইত্যাদি খুঁটিনাটি দেখুন এই ভিডিওতে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মরণে তার যেকোনো লেখা অথবা আপনার ব্যক্তিগত মন্তব্য কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনিও।
লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।

#কবি #সাহিত্যিক #গল্পকার #লেখক #জাতীয়_কবি #কাজী_নজরুল_ইসলাম #নজরুল_গীতি #সমাধিস্থল #ঢাকা #ঢাকা_বিশ্ব_বিদ্যালয়

17/02/2025

ভারতের প্রতি কড়া বার্তা বিএনপির মহাসচিব, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

#বিএনপি #মির্জা #ভারত #তিস্তা #সীমান্ত

13/02/2025

তারুণ্যের উৎসবে গুরু জেমস💕
🏠 কেন্দ্রীয় খেলার মাঠ, ঢাবি।

12/02/2025

ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান উত্তরার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১ কম্পাউন্ডের আয়নাঘর এর সামনে বক্তব্য রাখছেন, যেখানে স্বৈরাচার হাসিনার বাহিনী তাকে ৮ বছর ধরে গোপনে আটকে রেখেছিল।
আজ তিনি ঢাকায় আয়নাঘর পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তার সেই সময়কার কথা বর্ণনা করেছেন।

08/02/2025

আজ রাত থেকেই শুরু হবে 'অপারেশন ডেভিল হান্ট’।
সারাদেশে একযোগে বিশেষ এই অপারেশন পরিচালনা করবে যৌথ বাহিনী।

রাষ্ট্র বিরোধী কর্মকান্ডে সম্পৃক্ততা থাকার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
06/02/2025

রাষ্ট্র বিরোধী কর্মকান্ডে সম্পৃক্ততা থাকার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Mukto Bangla Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mukto Bangla Tv:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share