MSL BD Agency

  • Home
  • MSL BD Agency

MSL BD Agency We are a full-service digital marketing agency specializing in Facebook marketing and graphic design.

04/05/2024

ল্যান্ডিং পেজ বানাতে মেসেজ করুনঃ
WhatsApp Number: 01404-750104

ল্যান্ডিং পেজ আপনার বিজনেস এর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ল্যান্ডিং পেইজের অনেক বেনিফিট রয়েছে। আমি জাস্ট কয়েকটা মেজর বেনিফিট আপনাদের সাথে শেয়ার করছি।

১. আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে কাস্টমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে এক জায়গাতে।
২. কাস্টমারকে আপনার রিপ্লের জন্য অপেক্ষা করতে হবে না, ডাইরেক ল্যান্ডিং পেইজে ঢুকে অর্ডার করতে পারবে।
৩. ল্যান্ডিং পেইজে আপনি পিক্সেল সেটআপ করে আপনার টার্গেট কাস্টমারকে রিটার্কেট করে বারবার অ্যাড দেখাতে পারবেন।
৪. ল্যান্ডিং পেজ আপনার বিজনেসকে অটোমেশন করবে।
ই-কমার্স ব্যবসায় ল্যান্ডিং পেইজ কতটা গুরুত্বপূর্ণ তা বলে শেষ করার মত না। আরও বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

Landing Page Design

ল্যান্ডিং পেজ ডিজাইনে ফোকাস করার জন্য কিছু স্পেসিফিক দিকগুলি রয়েছে:১. আকর্ষণীয় হোম সেকশন:একটি মুখ্য হেডলাইন যা দর্শকদে...
04/12/2023

ল্যান্ডিং পেজ ডিজাইনে ফোকাস করার জন্য কিছু স্পেসিফিক দিকগুলি রয়েছে:

১. আকর্ষণীয় হোম সেকশন:
একটি মুখ্য হেডলাইন যা দর্শকদের আপনার সেবা বা প্রোডাক্ট প্রদানের জন্য আকর্ষণীয় এবং উৎসাহজনক থাকতে পারে।

২. প্রথম দৃষ্টিতে আকর্ষণীয় এবং সংক্ষেপ ডিজাইন: আপনার ল্যান্ডিং পেজটি আকর্ষণীয় হওয়া উচিত এবং দর্শকদের প্রথম দৃষ্টিতেই তা কী সাহায্য করতে পারে তা সংক্ষেপে দেখানো উচিত। শুধুমাত্র প্রয়োজনীয় তথ্যগুলো রাখার চেষ্টা করবেন। অতিরিক্ত কালার ব্যবহার না করে উচিত।

৩. স্পষ্ট কল টু অ্যাকশন (CTA): ল্যান্ডিং পেজে একটি স্পষ্ট এবং আকর্ষণীয় Call to Action (CTA) থাকতে হবে, যাতে দর্শকদের কী করতে হবে তা সহজেই বুঝতে পারে।

৪. মোবাইল রিসপন্সিভ ডিজাইন:
বাংলাদেশের বেশিরভাগ কাস্টোমার মোবাইল দিয়ে ল্যান্ডিং পেইজ ভিজিট করে। তাই ল্যান্ডিং পেইজ ডিজাইনের মোবাইল ফ্রেন্ডলি করা উচিত। এবং তার সাথে আপনার ল্যান্ডিং পেজ স্মার্টফোন, ট্যাবলেট, এবং ডেস্কটপে সঠিকভাবে ভিউ হতে হবে, যাতে সকল ডিভাইসে উচ্চ মানের অভিজ্ঞতা অনুভব করা যায়।

৫. গ্রাফিক এবং মাল্টিমিডিয়া এলিমেন্টস: চিত্র, ভিডিও, এবং অন্যান্য এলিমেন্টস ব্যবহার করুন যাতে দর্শকদের একটি অভিজ্ঞতা প্রদান করা যায়।

৬. গুরুত্বপূর্ণ তথ্য প্রদর্শন: আপনার প্রধান তথ্যগুলি স্পষ্টভাবে এবং গুরুত্বপূর্ণভাবে দেখানো যাতে দর্শকরা তা দেখতে ইচ্ছুক এবং বোঝতে ইচ্ছুক।

৭. স্পিডঃ ল্যান্ডিং পেইজ যদি লোড হতে বেশি সময় নেয় তাহলে বেশিরভাগ মানুষই ভিজিট না করে ফিরে যাবে। এজন্য ল্যান্ডিং পেইজের লোডিং স্পিড যত বেশি হবে ততোই ভালো।

৮. আলোচনা এবং মতামত: আপনির ক্লায়েন্টদের সাক্ষরিক মতামত এবং আলোচনাগুলি প্রদর্শন করুন। কাস্টমারের রিভিউগুলো দিয়ে দিতে পারেন। এতে করে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে বিশ্বস্ততা বাড়বে।

ল্যান্ডিং পেইজ করার ক্ষেত্রে এই দিকগুলি খেল রাখা উচিত।

02/04/2023
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য আমরা আছি আপনার পাশে।সকল প্রকার বুস্টিং এবং এড ক্যাম্পেইন সার্ভিস দিয়েই।✅আমাদের সার্ভ...
09/03/2023

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য আমরা আছি আপনার পাশে।

সকল প্রকার বুস্টিং এবং এড ক্যাম্পেইন সার্ভিস দিয়েই।

✅আমাদের সার্ভিস সমূহ:
* পেজ প্রমোট
* পোস্ট বুস্ট
* ভিডিও বুস্ট
* নতুন পৃষ্ঠা সেট আপ
* ফেইসবুক মার্কেটিং
* এড ক্যাম্পেইন
* অ্যাপ ইনস্টল
* ব্রান্ড প্রোমোট
* গ্রাফিক ডিজাইন
* লোগো এবং কভার ফটো ডিজাইন

✅বিস্তারিত জানতে whatsapp নাম্বারে যোগাযোগ করুন 01790618303

১. বুস্টিং কী?
সহজ ভাবে ফেসবুকে পেজ প্রোমোট করাটাই হলো বুস্টিং ।

২. এড ক্যাম্পেইন কি?
প্রথম কথা হচ্ছে এটার গুরুত্ব ও সুবিধা এক পোস্টে লিখে শেষ করা যাবে না। আপনার বিজনেসের সঠিক মার্কেটিং করতে হলে আর এডভান্স মার্কেটিং করতে হলে এবং ক্যাম্পেইন করতে হবে ।

ফেসবুক মার্কেটিং সকল ধরনের টিপস পেতে যোগাযোগ করুন।

✅ইনবক্সে মেসেজ করুন।
✅What'sapp numbers: 01790618303

ফেসবুকে বুস্ট এবং এড ক্যাম্পেইনের পার্থক্য কী?এই বিষয়টি নতুন বা পুরাতন উদ্যোক্তা সকলের জন্যই গুরুত্বপূর্ণ ।1. বুস্টিং কী...
09/03/2023

ফেসবুকে বুস্ট এবং এড ক্যাম্পেইনের পার্থক্য কী?

এই বিষয়টি নতুন বা পুরাতন উদ্যোক্তা সকলের জন্যই গুরুত্বপূর্ণ ।

1. বুস্টিং কী?

সহজ ভাবে ফেসবুকে পেজ প্রোমোট করাটাই হলো বুস্টিং । ফেসবুক এই ফিচার টা রেখেছে যারা একেবারেই নতুন তারা যেন অতি সহজে ফেসবুকে পেজ বা ব্যবসা প্রোমোট করতে পারে । এই পদ্ধতিতে আপনার বিশেষ ভাবে তেমন কোন কিছু জানা থাকার প্রয়োজন পড়ে না । আপনার ফেসবুক পেজের প্রতিটি পোস্টের নীচেই দেখবেন Boost Post বলে একটা বাটন আছেন । এখানে ক্লিক করে অল্প কিছু ধাপ সম্পন্ন করলেই আপনার পোস্টের এড চালু হয়ে যাবে ।

# বুস্টিং এর মেইন ফিচার ও সীমাবদ্ধতা:
দেখুন, ফেসবুকে এড প্রোমোট করা হয় যাতে আপনার এড টা সঠিক অডিয়েন্স বা কাস্টোমার এর কাছে পৌছায় । অডিয়েন্স বিষয়ক আরেকটি বিস্তারিত পোস্ট আছে এখানে । যাইহোক সকল ব্যবসারই মেইন টার্গেট এটাই থাকে । কিন্তু বুস্ট ফিচার থেকে এটা ভালোভাবে করা সম্ভব হয় না । ভালোভাবে ডিপ টার্গেট করা সম্ভব হয় না । এছাড়া এড অবজেক্টিভ বা এড দেওয়ার মূল উদ্যেশ্য অনুসারে ফেসবুকের যেই ফিচার সেটা বুস্ট ফিচার থেকে ভালোভাবে হয় না । এক্ষেত্রে শুধুমাত্র রিচ ক্যাম্পেইন হয় । কিন্তু দেখুন আপনার প্রোডাক্ট এর দাম যদি একটু বেশি হয় অথবা একটু আনকমন প্রোডাক্ট হয় সেক্ষেত্রে কিন্তু এক বার এড দেখিয়েই কাস্টোমারকে মোটিভেট করা সম্ভব না । একারণে আপনাকে ভিন্ন পন্থায় এড দিতে হবে কিন্তু বুস্ট ফিচার দিয়ে ভাল হয় না সেটা ।

2. এড ক্যাম্পেইন কি?

ক্যাম্পেইনের মেইন ফিচার ও এর গুরুত্ব (বিজনেস ম্যানেজারের ভুমিকা)

প্রথম কথা হচ্ছে এটার গুরুত্ব ও সুবিধা এক পোস্টে লিখে শেষ করা যাবে না । তবে যেটা বলতে পারি আপনার বিজনেসের সঠিক মার্কেটিং করতে হলে বিজনেস ম্যানেজার ব্যবহার করতে হবে । আর এডভান্স মার্কেটিং করতে হলে ক্যাম্পেইন করতে হবে । উদাহরণ স্বরূপ বলি, আপনি মনে করুন একটা এড একই ব্যক্তিকে সর্বোচ্চ সংখ্যকবার দেখাতে চাচ্ছেন । এখন এটা কন্ট্রোল করা এবং ডেটা এনালাইসিস করে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে কিন্তু ক্যাম্পেইন করেই করতে হবে । মার্কেটিং করে যদি আপনার কোন রিটার্ন না আসে তাহলে সমসত অর্থই পানিতে যাবে ।

নিম্নোক্ত কাজ গুলো যদি আপনার ব্যবসার জন্য করতে চান তাহলে অবশ্যই ফেসবুক এড কে বেছে নিতে হবে আপনাকে ।

# ম্যাসেজ ক্যাম্পেইনঃ আপনার যদি এফ কমার্স ব্যবসা থেকে থাকে । এবং আপনি ম্যাসেজ ক্যাম্পেইন, ম্যাসেঞ্জার মার্কেটিং করতে চান ।
# অ্যাপ ইন্সটলঃ আপনার কোন অ্যাপ থাকলে এবং সেটার প্রোমোট করতে চাইলে ।
# ওয়েবসাইট ট্রাফিকঃ আপনার কোন বিজনেস ওয়েবসাইট অথবা সার্ভিস ওয়েবসাইট থাকলে সেটার প্রোমোশনের জন্যেও এড ক্যাম্পেইন করতে হবে ।
# শপ অর্ডারঃ ফেসবুক শপে আপনার কোন বিজনেস থাকলে সেটার প্রোমোশনের জন্য ।
# ভিডিও ভিউ ও রিটার্গেটঃ আপনার কোন ভিডিও প্রোমোট করতে চাইলে এবং সেটার মাধ্যমে পরবর্তীতে রিটার্গেট করতে চাইলে ।
# ওয়েবসাইট রিটার্গেটঃ১ ওয়েব সাইটে ভিজিটর নিয়ে এবং ওই ভিজিটরদেরকে আবার রিটার্গেট করার জন্য ।
# ব্র্যান্ডিংঃ আপনি যদি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আপনার ব্যবসাকে বড় করতে চান, প্রোপার ব্র্যান্ডিং করতে চান তাহলে ফেসবুক এড ক্যাম্পেইন অবশ্যই করতে হবে ।

কোন একটা পণ্যের মার্কেটিং এর ক্ষেত্রে কাস্টোমারকে যথাযথ ভাবে প্রস্তুত করে নিতে হবে অর্থাৎ উক্ত প্রোডাক্ট এর ভালোমন্দ জানাতে হবে । এভাবে একটি ফানেল তৈরী করে মার্কেটিং করলে ভাল রেজাল্ট আসবে । কিন্তু এসমস্ত কার্যক্রম কোনভাবেই পোস্ট বুস্ট ফিচার থেকে করা সম্ভব হয় না । এভাবে পরিপূর্ণ মার্কেটিং এর সুবিধা পেতে আপনাকে ফেসবুক এড ক্যাম্পেন বেছে নেওয়ার পরামর্শ দিব আমি ।

ফেসবুক পেইড মার্কেটিং এর সুবিধা কি কি?1. বৃহত্তর শ্রোতাদের কাছে পৌঁছান: Facebook-এর বিশাল ব্যবহারকারী বেস এবং বিস্তারিত ...
20/02/2023

ফেসবুক পেইড মার্কেটিং এর সুবিধা কি কি?

1. বৃহত্তর শ্রোতাদের কাছে পৌঁছান: Facebook-এর বিশাল ব্যবহারকারী বেস এবং বিস্তারিত টার্গেট করার ক্ষমতা আপনার বিজ্ঞাপনের মাধ্যমে সঠিক লোকেদের কাছে পৌঁছানো সহজ করে তোলে৷ আপনি অবস্থান, আগ্রহ, বয়স, লিঙ্গ এবং আরও অনেক কিছুর উপর ভিত্তি করে লোকেদের টার্গেট করতে পারেন৷

2. খরচ-কার্যকর: ডিজিটাল বিজ্ঞাপনের অন্যান্য রূপের তুলনায়, Facebook বিজ্ঞাপনগুলি বেশ সাশ্রয়ী মূল্যের। আপনি একটি বাজেট সেট করতে পারেন এবং আপনি দৈনিক, সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে কত খরচ করতে চান তা চয়ন করতে পারেন।

3. পরিমাপযোগ্য ফলাফল: Facebook-এর শক্তিশালী ট্র্যাকিং এবং বিশ্লেষণ সরঞ্জামগুলির সাহায্যে, আপনি আপনার প্রচারাভিযানের সাফল্য পরিমাপ করতে পারেন এবং আপনার ফলাফলগুলিকে সর্বাধিক করার জন্য সেই অনুযায়ী আপনার কৌশল সামঞ্জস্য করতে পারেন৷

4. নমনীয় বিকল্প: আপনি ভিডিও, ক্যারাউজেল, লিড জেনারেশন এবং আরও অনেক কিছু সহ বিভিন্ন ধরনের বিজ্ঞাপন ফর্ম্যাট এবং উদ্দেশ্য থেকে বেছে নিতে পারেন। এমনকি আপনি আপনার ব্র্যান্ডের চেহারা এবং অনুভূতির সাথে মানানসই আপনার বিজ্ঞাপনটি কাস্টমাইজ করতে পারেন।

5. Brand Awareness: ফেসবুক বিজ্ঞাপনগুলি Brand Awareness বৃদ্ধি এবং নতুন দর্শকদের কাছে পৌঁছানোর একটি দুর্দান্ত উপায়৷ সঠিক সৃজনশীল এবং টার্গেটিং সহ, আপনার বিজ্ঞাপনগুলি বিপুল সংখ্যক সম্ভাব্য গ্রাহকরা দেখতে পাবেন।

আপনার বিজ্ঞাপনকে পৌঁছে দিন লাখো মানুষের কাছে।ফেসবুক বিজ্ঞাপন কি?পত্রিকা,টিভি,রেডিও অন্যান্য মাধ্যমের মত ফেসবুকও এমন এক ম...
18/02/2023

আপনার বিজ্ঞাপনকে পৌঁছে দিন লাখো মানুষের কাছে।

ফেসবুক বিজ্ঞাপন কি?
পত্রিকা,টিভি,রেডিও অন্যান্য মাধ্যমের মত ফেসবুকও এমন এক মাধ্যম,যার মাধ্যম আপনি আপনার কোম্পানী/পেইজ/ওয়েবসাইট/প্রোডাক্ট এর বিজ্ঞাপন দিয়ে মুহুর্তের মধ্যে লাখো মানুষের কাছে আপনার বিজ্ঞাপনটি পৌঁছে দিতে পারেন।

ফেসবুকে সবার পেশা, ভাষা, আগ্রহ ইত্যাদি অনুযায়ী শ্রেণী ভাগ করা যায়। যাতে করে আপনি আপনার বিজ্ঞাপন পৌঁছে দিতে পারবেন আপনার নির্দিষ্ট গ্রাহকদের কাছে। ধরুন আপনি বুটিক হাউজ এর বিজনেস করেন এবং আপনার টার্গেট কাস্টমার হোল ১৮-২৪ বছর বয়সের মেয়েরা। তাহলে আমরা আপনার অ্যাড ক্যাম্পেইন এমন ভাবে সেট করে দিব যাতে আপনার অ্যাড শুধু ১৮-২৪ বছর বয়সের মেয়েদের কাছে পৌছায়।এবং যারা বুটিক কাপড় পছন্দ করে তাদের কাছেই আপনার বিজ্ঞাপন পৌছায়, মোট কথা আপনার পছন্দ অনুসারে আপনার বিজ্ঞাপন কাস্টমারদের কাছেই যাবে।আর একটু লক্ষ্য করে দেখুন,এখন ছোট বড় কোম্পানী ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের সাথে:
01790618303

𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 পেজ সাজানো কেনো এত গুরুত্বপূর্ণ?ফেসবুক বিজনেস পেজ হচ্ছে আপনার যে কোন ব্যবসার সব চেয়ে বড় স্টোর। অনেকভাবেই আপনি এ...
15/02/2023

𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 পেজ সাজানো কেনো এত গুরুত্বপূর্ণ?

ফেসবুক বিজনেস পেজ হচ্ছে আপনার যে কোন ব্যবসার সব চেয়ে বড় স্টোর। অনেকভাবেই আপনি এটা ব্যবহার করতে পারেন। আজকের বাংলাদেশে বেশিরভাগ মানুষ ডিজিটাল মার্কেটিং বলতে ফেসবুক মার্কেটিং বুঝায়।
ধরুন আপনি অনলাইনে পুরনো বই এর ব্যবসা করবেন। তাহলে সেই রিলেটেড একটি পেজ খুলে-সেখানে আপনার পন্যের প্রচার চালাতে পারেন। ওয়েব সাইট এর বিকল্প হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ফেসবুক।
✅ 𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 পেজ মূলত একটি ভার্চুয়াল দোকান। ডেকোরেশন ছাড়া দোকানের পণ্য বিক্রয় যেমন বৃদ্ধি পায়না ; তেমন সাজানো একটি পেজ না থাকলেও কাঙ্খিত ক্রেতা পাওয়া যায় না।
✅ Page setup pack.
1. Branded Logo
2. Professional Cover Design
3. About Description
4. Additional Information
5. Location Mapping
6. Tabs & Template Optimization
7. Pre-programmed Message Setup
যেকোনো ধরণের ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিতে আমার সাথে যোগাযোগ করুন।

𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 পেজ সাজানো কেনো এত গুরুত্বপূর্ণ?ফেসবুক বিজনেস পেজ হচ্ছে আপনার যে কোন ব্যবসার সব চেয়ে বড় স্টোর। অনেকভাবেই আপনি এ...
14/02/2023

𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 পেজ সাজানো কেনো এত গুরুত্বপূর্ণ?

ফেসবুক বিজনেস পেজ হচ্ছে আপনার যে কোন ব্যবসার সব চেয়ে বড় স্টোর। অনেকভাবেই আপনি এটা ব্যবহার করতে পারেন। আজকের বাংলাদেশে বেশিরভাগ মানুষ ডিজিটাল মার্কেটিং বলতে ফেসবুক মার্কেটিং বুঝায়।
ধরুন আপনি অনলাইনে পুরনো বই এর ব্যবসা করবেন। তাহলে সেই রিলেটেড একটি পেজ খুলে-সেখানে আপনার পন্যের প্রচার চালাতে পারেন। ওয়েব সাইট এর বিকল্প হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ফেসবুক।
✅ 𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 পেজ মূলত একটি ভার্চুয়াল দোকান। ডেকোরেশন ছাড়া দোকানের পণ্য বিক্রয় যেমন বৃদ্ধি পায়না ; তেমন সাজানো একটি পেজ না থাকলেও কাঙ্খিত ক্রেতা পাওয়া যায় না।

✅ Page setup pack.
1. Branded Logo
2. Professional Cover Design
3. About Description
4. Additional Information
5. Location Mapping
6. Tabs & Template Optimization
7. Pre-programmed Message Setup

যেকোনো ধরণের ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিতে আমার সাথে যোগাযোগ করুন।

ফেসবুক মার্কেটিং কত প্রকার?ফেসবুক মার্কেটিং সাধারণত ২ প্রকারে হয়ে থাকে। আর তা হলো ফ্রি ফেসবুক মার্কের্টিং এবং পেইড ফেসবু...
13/02/2023

ফেসবুক মার্কেটিং কত প্রকার?

ফেসবুক মার্কেটিং সাধারণত ২ প্রকারে হয়ে থাকে। আর তা হলো ফ্রি ফেসবুক মার্কের্টিং এবং পেইড ফেসবুক মার্কের্টিং। ব্যবসার ধরণ অনুযায়ী ফ্রি এবং পেইড ফেসবুক মার্কের্টিং ব্যবহার করা হয়।


1. ফ্রি ফেসবুক মার্কের্টিং
সোজা কথায় বলা যায়, যে মার্কেটিং এর কোন পর্যায়ে অর্থ ব্যয় করতে হয় না তাই ফ্রি মার্কেটিং। অনলাইন তথা ডিজিটাল মার্কেটিং এ কোন অর্থব্যয় ছাড়া মার্কেটিং করা যায়। তারই ধারাবহিকতায় ফেসবুক মার্কেটিংও ফ্রি হয়ে থাকে। সেখানে ব্যবসা বা সেবা প্রদানের জন্য নির্দিষ্ট কিছু পন্থা অবলম্বনের মাধ্যমে ফ্রি ফেসবুক মার্কেটিং হয়ে থাকে। তাই বলা যায়, বিনা অর্থ ব্যয়ে ফেসবুকে যে মার্কেটিং করা হয় তাই ফ্রি ফেসবুক মার্কের্টিং। উদাহরণের মাধ্যমে বিষয়টা আরো সহজ হয়ে যাবে।

প্রথমে আমরা একটা ফেসবুক পেজ খুলতে পারি। প্রতিষ্ঠানের ধরণ অনুযায়ী পেজ এর নাম, কভার পিকচার, প্রোপাইল পিকচার দিয়ে সাজাতে পারি। তারপর যে পণ্য বিক্রি করতে চাই তার পরিপূর্ণ তথ্য দিয়ে পোস্ট দিতে পারি। সেটা ইমেজ আকারেও হতে পারে। অতপর আমাদের পরিচিত সবাইকে এই পেজ ফলো করার জন্য আমন্ত্রণ জানাতে পারি। তারপর ফেসবুক পেজ এর পোস্টগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারি। আমাদের পরিচিত ফেসবুক বন্ধুদেরকে শেয়ার দেয়ার জন্য অনুরোধ করতে পারি। এই প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে আমরা অধিক সংখ্যক লোকের কাছে আমাদের পণ্যের প্রচার বাড়াতে পারি কোন ধরণের অর্থ ব্যয় করা ছাড়াই। ফেসবুকের বিভিন্ন গ্রুপ এ যোগদান করে আমাদের পেজ ও পণ্যের পোস্ট দিতে পারি। আর এটাই হলো ফ্রি ফেসবুক মার্কেটিং।


2. পেইড ফেসবুক মার্কেটিং
সাধারণত ফেসবুক নিউজ ফিডে যে পোস্টগুলো স্পনসরড লেখা থাকে সে সব পোস্টই হলো পেইড ফেসবুক মার্কেটিং। ছোট বড় সকল ব্যবসার প্রতিষ্ঠান এই মার্কেটিং ব্যবহার করে কাঙ্ক্ষিত গ্রাহকের কাছে পণ্য সম্পর্কে বিস্তারিত জানাতে পারে।

এ ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয়ের মাধ্যমে ফেসবুক এ মার্কেটিং করার নাম হলো পেইড ফেসবুক মার্কেটিং।

পেইড ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে একেবারে সিলেক্টিভ গ্রাহকের কাছে পৌছনো সম্ভব। যদি আমরা চাই আমাদের পণ্য শুধুমাত্র ঢাকা শহরের উত্তরায় বসবাসকারী নারী অথবা পুরুষরা দেখতে পাবে, পেইড ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে এটা সম্ভব। পেইড ফেসবুক মার্কেটিং এর জন্য ফেসবুক পেজ এবং পোস্টকে প্রমোট করা হয়। ফেসবুক কর্তৃপক্ষকে অর্থ প্রদানের মাধ্যমে বিজ্ঞাপন আকারে পেজ এবং পোস্ট নির্ধারিত গ্রাহকের কাছে উপস্থাপন করে ফেসবুক। এটি ফ্রি ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে সম্ভব হয় না।

ফেসবুক মার্কেটিং কি?ফেসবুক মার্কেটিং হলো এমন একটি যোগাযোগ মাধ্যম যার দ্বারা ব্যবসার পণ্য এবং সেবার ব্যাপারে ফেসবুক ব্যবহ...
13/02/2023

ফেসবুক মার্কেটিং কি?

ফেসবুক মার্কেটিং হলো এমন একটি যোগাযোগ মাধ্যম যার দ্বারা ব্যবসার পণ্য এবং সেবার ব্যাপারে ফেসবুক ব্যবহারকারীদের কাছে জানান দেয়া হয়ে থাকে। ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে বেশি সংখ্যক লোকের কাছে পণ্য সম্পর্কে ধারণা দেয়া হয় এবং বেশি পরিমাণ পণ্য বিক্রি নিশ্চিত করা হয়।

ফেসবুক মার্কেটিং কি?ফেসবুক মার্কেটিং হলো এমন একটি যোগাযোগ মাধ্যম যার দ্বারা ব্যবসার পণ্য এবং সেবার ব্যাপারে ফেসবুক ব্যবহ...
31/01/2023

ফেসবুক মার্কেটিং কি?
ফেসবুক মার্কেটিং হলো এমন একটি যোগাযোগ মাধ্যম যার দ্বারা ব্যবসার পণ্য এবং সেবার ব্যাপারে ফেসবুক ব্যবহারকারীদের কাছে জানান দেয়া হয়ে থাকে। ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে বেশি সংখ্যক লোকের কাছে পণ্য সম্পর্কে ধারণা দেয়া হয় এবং বেশি পরিমাণ পণ্য বিক্রি নিশ্চিত করা হয়।

11/01/2023

An Entrepreneur Journey

☑️ একটা বিজনেস শুরু করতে যে বিষয় গুলো আপনাকে করতে হবে👇✅Business Road Map?👉 টোটাল বিজনেসের একটা বাৎসরিক গোল প্ল্যান করতে...
31/12/2022

☑️ একটা বিজনেস শুরু করতে যে বিষয় গুলো আপনাকে করতে হবে👇
✅Business Road Map?
👉 টোটাল বিজনেসের একটা বাৎসরিক গোল প্ল্যান করতে হবে।
👉 বিজনেস কিভাবে চলবে কখন কোন প্রোডাক্ট অ্যাড হবে সেগুলো নিয়ে প্ল্যান করতে হবে?
👉 প্রত্যেকটা প্রোডাক্টের প্ল্যান "A" "B" & "C" করতে হবে।
👉 কত টাকা সেখান থেকে আমরা ইনকাম করবো ও তার জন্য আমাদের কস্টিং কতো ও কি কি লাগবে তার একটা প্ল্যান করতে হবে।
👉 টোটাল কত প্রফিট হবে এখান থেকে সেটা বের করতে হবে।

✅ Campaign Road Map?
👉 ক্যাম্পেইন কিভাবে চলবে তার প্ল্যান করা লাগবে কি কি কনটেন্ট লাগবে তা রেডি করতে হবে।

✅ Content Road Map?
👉 একটা কনটেন্ট এ কি থাকবে সেটা রেডি করতে হবে।
👉 যদি ভিডিও কনটেন্ট হয় সেক্ষেত্রে স্ক্রিপ্ট রেডি করতে হবে।

✅ Page Post Planning?
👉 একটা পেজে কি ধরনের পোস্ট যাবে তার টপিক গুলো রিসার্চ করে একটা সিডিউল প্ল্যান করতে হবে। (Facebook & Insta)
👉 প্রতি ৩ দিন পর পর একটা করে লাইভ করতে হবে পেইজে অথবা সপ্তাহে মিনিমাম ১ টা ও মাসে ৪ টা লাইভ করতে হবে।

✅ Social Media Post Planning?
👉 ফেসবুক পেজে স্টোরি, Instagram story, বিজনেস নাম্বারের IMO & What's App story, YouTube এগুলোতে রেগুলার পোস্ট করতে হবে।
👉এখানে পোস্ট রেগুলার করলে এখন থেকে অর্গানিক ট্রাফিক আসবে।

✅ Own Community Planning?
👉 নিজের একটা গ্রুপ বানাতে হবে আপনার বিজনেসের কাস্টমারদের নিয়ে এতে করে সে আপনার সাথ থাকবে ও আপনি চাইলে তাদের কাছে ফ্রি তে যেকোনো সময় মার্কেটিং করতে পারবেন বা নতুন প্রোডাক্ট সম্পর্কে বা যেকোনো কিছু সম্পর্কে আপডেট দিতে পারবেন।
👉 ফেসবুক গ্রুপ কমিউনিটি বিল্ড করার জন্য সহজ।

✅ Employee Management?
👉 একটা বিজনেস কে কি কাজ করবে ও কোথায় কাজ করবে সেগুলো আগে থেকে প্ল্যান করা লাগবে।
👉 প্রতিদিন তাদের সাথে সকালে মিটিং করতে হবে সব কিছু ঠিক আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা?
👉 সপ্তাহে মিনিমাম ৪ বার লিডারদের একটা মিটিং করতে হবে বিজনেস ঠিকভাবে চলছে কিনা বা আর কিভাবে সামনে ভালকিছু করা যায় এগুলো নিয়ে।
👉 লিডারের রিপ্লেসমেন্ট রেডি করতে হবে যেনো লিডার সেখান থেকে আস্তে আস্তে সে সরে আসতে পারে ও তার কমান্ডে কাজ হয়।

✅ Daily Business Update?
👉 প্রতিদিন কোম্পানিতে কত সেল হচ্ছে সেটার আপডেট মার্কেটার কে জানতে হবে।
👉 প্রতিদিন কাস্টমারদের কে যে ডেলিভারি দেওয়া হচ্ছে তাদের কে পরদিন ফোন দিয়ে আপডেট নিতে হবে কাস্টমার ঠিক মত প্রোডাক্ট পাচ্ছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা।
👉 প্রোডাক্টের স্টক চেক করতে হবে ও অর্ডার করতে হবে।
👉 প্রতিদিনের কোম্পানির খরচ ও ইনকাম হিসাব করতে হবে।
👉 প্রতিদিন কোম্পানির সেল টার্গেট ফিলাপ হচ্ছে কিনা সেটা খেয়াল রাখতে হবে।

বি দ্রঃ এগুলো সবই আমার নিজের অভিজ্ঞতা থেকে করা তাই কোনো সাজেশন থাকলে জানাবেন ও ভুল থাকলে ধরিয়ে দিবেন ধন্যবাদ।

© Rashedul Islam Sumon Ris

26/09/2022

বিশ্বের ১১১ টি দেশের মধ্যে ৩য় স্থান!
হাফেজ সালেহ আহমেদ তাকরিম।❤️

Address


Telephone

+8801790618303

Website

Alerts

Be the first to know and let us send you an email when MSL BD Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MSL BD Agency:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share