RDALSCbian Freaks

  • Home
  • RDALSCbian Freaks

RDALSCbian Freaks If you're an RDALSCBian or EX RDALSBian join us to explore the beauty of RDA❤️

14/06/2024
HSC 2024❤
11/06/2024

HSC 2024❤

ছবিতে যাঁদের দেখছেন তাঁরা সবাই এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য। তাঁদের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং শ্রদ্ধার স...
09/06/2024

ছবিতে যাঁদের দেখছেন তাঁরা সবাই এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য। তাঁদের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং শ্রদ্ধার সহিত স্মরণ করি।

17/05/2024

From:তোমার মায়ায় ডুবে থাকা একজন
To: আমার অপূর্ণ ভালোবাসা ( Sanchari)

আমি জানি তুমি এই confession টা দেখতে পারবে না। 😅 অন্যরা যারা দেখছো তারাও হয়তো খুব অবাক হবে। আমার জীবন এর একটা বড় অপূর্ণতা তুমি কেন করলে তুমি এমন কাজ? কেন তুমি নিজেই নিজের উপর এতটা নির্দয় হলে? কেন তুমি আমার মনের কথা গুলো না শুনেই এই পৃথিবী থেকে চলে গেলে? অনেক বার জানাতে চেয়েছি তোমায় আমার মনের কথা গুলো। কিন্তু তুমি আর সেই সু্যোগ টা রাখলে না। আমি আজও রাত জেগে তোমার কথা ভাবি। আজও চোখ বন্ধ করলে তোমার সেই মায়াবী চেহারা আমার চোখে ভাসে। তোমাকে ভোলা আমার দ্বারা অসম্ভব। আজ নয় মাস হয়ে গেছে তোমাকে দেখি না। সেই ১৫ই আগস্ট এ ও তোমার সেই হাসি খুশি চেহারা টা দেখলাম। যখন তোমার মৃত্যুর খবর টি পেলাম তখন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তোমার মৃত্যু টা আমি আজও মেনে নিতে পারিনি। অবশেষে এইটুকুই বলতে চাই, আমি তোমায় ভালোবাসতাম, ভালোবাসি আর ভবিষ্যতেও ভালোবাসব। আশা করি ওপারে দেখা হবে প্রিয়। 😊💔

  No.44To:siam Ahmed প্রথম দেখাতে আমি প্রেমে পরেছি তোমার,দুই চোখে আন্ধার দেখি ঘুম আসেনা আমার😫কি ভাবে শুরু করবো বুঝতে  পা...
15/05/2024

No.44
To:siam Ahmed

প্রথম দেখাতে আমি প্রেমে পরেছি তোমার,দুই চোখে আন্ধার দেখি ঘুম আসেনা আমার😫

কি ভাবে শুরু করবো বুঝতে পারছি নাহ বলতে পারো লাভ অ্যাট ফার্স্ট সাইট প্রথম দেখায় অন্য রকম একটা ভালো লাগা কাজ করছে🙂 আসল কথায় আসি🥲তোমাকে দেখেছি Momoin swimming pool এ.....তখনই ভালো লেগে যায়...তুমি ওনেক বার লুক ও দিছো....সত্যিই রাতের ঘুম কেরে নিছো...এইবার ধরা দাও🥹....ওহে কি করিলে পাইবো বলো পাইব তোমারে রাখিব আঁখিতে আঁখিতে????😐
কোন রিলেশনে আছো কিনা জানি না😑আর আমার কপালে আছো নাকি তাও জানি না...তোমার সম্পর্কে হালকা পাতলা খোঁজ খবর নিয়ে দেখলাম কিন্তু fb I'd পাই নি😑

কোনো স্বরূদয় বান ব্যক্তি তাকে চিনে থাকলে বাকি তথ্য গুলো দিয়ে সহায়তা করবেন।

এসএস‌সি ২০২৪ এর ফলাফল।
12/05/2024

এসএস‌সি ২০২৪ এর ফলাফল।

 : 41From:তোমার ২ বছরের senior To:Tasnim TubaI hope তুমি ভালো আছো।তোমাকে অনেক দিন যাবৎ একটা কথা বলবো ভাবছিলাম।কিন্তু বলত...
11/05/2024

: 41
From:তোমার ২ বছরের senior
To:Tasnim Tuba
I hope তুমি ভালো আছো।তোমাকে অনেক দিন যাবৎ একটা কথা বলবো ভাবছিলাম।কিন্তু বলতে পারছি না কারণ তোমার সামনে গেলে আমি বাকরুদ্ধ হয়ে যাই।উফফ!তুমি এতো শুন্দর কেন?😻তোমার সামনে গেলে আমি কথাই বলতে পারি না তাই ভাবলাম Confession এর মাধ্যমে তোমাকে জানিয়ে দেই😊
প্রথমে ২০২৩ সালের কথা থেকে শুরু করি।তুমি হয়তো আমাকে তখন পছন্দ করতা।তুমি প্রতিদিন tiffin time এ আমার দিকে তাকিয়ে থাকতে☺️।আমার অনেক ভালো লাগতো যখন তুমি ওই মায়াবী চোখ এ আমার দিকে তাকাতে🥰।তোমার সেই মায়াবী চোখ এর মায়ায় আমি আজ আত্মহারা হয়েছি।তোমার সেই হাসি আমাকে পাগল করে দেয়।আচ্ছা তুমি তোমাদের ক্লাস এর আবির নাম এর একটা ছেলের সাথে এত কথা বলো কেন?তুমি কি বোঝো না? তুমি অন্য ছেলের সঙ্গে কথা বললে আমি jealous হই।
এতো বলে শেষ করা যাবে না।অবশেষে এটুকুই বলতে চাই আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না🥺🫶। I LOVE YOU 🫶💖😘

01/05/2024

সারা বছর গফের অত্যাচার সহ্য করা ভাইদের জানাই শ্রমিক দিবসের শুভেচ্ছা।

10/04/2024

EID MUBARAK🌙💚

Alhamdulliah.🩷
15/03/2024

Alhamdulliah.🩷

"রিভেঞ্জ অব ন্যাচার"
14/03/2024

"রিভেঞ্জ অব ন্যাচার"

08/03/2024

NO:37
To:wahana zaman
From:Tomaree premik
প্রিয়,
এই যে মিস, একটু শুনবেন প্লিজ, তোমাকেই বলছি,তোমায় কি বলে ডাকবো, জানিনা তো তোমার নামটি আমি ।তোমায় খুঁজবোই বা কোথায় ।
(লাভ অ্যাট ফার্স্ট সাইট) কথাটিতে আসলে অনেক দম আছে । আমি বিশ্বাসই করতাম না যে প্রথম দেখাতে প্রেমে পড়া যায় । তোমায় দেখার পর আমার এই বিশ্বাসটা হয়ে গেছে লাভ অ্যাট ফার্স্ট সাইট বলে আসলে দুনিয়াতে আছে। তুমি হুর নাকি পরী। তুমি পরী হও আর যায়ি হও আমি তো তোমাকেই ভালোবাসি।

07/03/2024

স্কুলে যেয়েও দেখেছি, না যেয়েও দেখেছি।
মজা তো শুধু.. স্কুল বাঙ্ক দেয়ায় 🙆‍♂️

06/03/2024
Confession No:036To: RimjhimFrom:তোমার ফ্রেন্ডলিস্ট এ থাকা হতভাগাকোনো এক আগন্তুক বলছি । আপনাকে আমি দেখেছি অনেক বার । প্র...
29/02/2024

Confession No:036
To: Rimjhim
From:তোমার ফ্রেন্ডলিস্ট এ থাকা হতভাগা

কোনো এক আগন্তুক বলছি । আপনাকে আমি দেখেছি অনেক বার । প্রথম দেখা, শেষ দেখা এসব কবে মনে নেই।কখনো সামনে গিয়ে সরাসরি বলতে পারিনি, "এতো সুন্দর হাসিতে কত টাকা ট্যাক্স বরাদ্দ হয় ?" আপনি কি আমাকে দেখতে পান ? আপনি কি জানেন, আমি প্রেমে পড়েছি ? আপনি যদি কখনো নিজে থেকে এসে কথা বলতেন, আমি হয়তো কথা বলতাম, কিংবা হয়তো কথা আটকে যেতো ! আপনি হয়তো জানেন, আপনি সুন্দর । তবুও বলি, আপনি এতোটা সুন্দর না হলেও পারতেন !
কখনো কথা হোক, দেখা হোক, আর এসব যদি নাও হয়, চোখাচোখি হোক ।

Confession NO:33To:Zisan (SSC-2k24)ওহে প্রিয়,আমি তুমুল প্রেমে পড়বো তোমার। গালে  আদর দিবো।  দু’হাতে আঁকড়ে ধরবো খুব। বিলি ...
22/02/2024

Confession NO:33
To:Zisan (SSC-2k24)

ওহে প্রিয়,
আমি তুমুল প্রেমে পড়বো তোমার। গালে আদর দিবো। দু’হাতে আঁকড়ে ধরবো খুব। বিলি কাটবো চুলে। আমি তোমার আষ্টেপৃষ্ঠে লেগে থেকে সংসার করবো। তোমার কোলে মাথা গুঁজে শুবো। তোমাকে ছোঁবো। গন্ধ নেবো গায়ের। রাত-দুপুরে ভীষণ সুখে কান্না করবো। আমরা একে অপরকে বুঝতে শিখে যাবো খুব, যেমন করে বাবুই বুঝতে পারে কোন সুতোর পর কোন সুতো জুড়ে বানাতে হয় নিখুঁত সংসার। ঘাসের ডগার সাথে যেমন সখ্যতা শিশিরের, আমরাও সখ্য হবো অমন।আমরা রোজ গতকালের চেয়ে একটু বেশী ভালোবাসতে শিখে যাবো। একটা মানুষের প্রেমেই পড়বো হাজারবার। তার চুম্বন পুরনো হবে না। তার গায়ের স্পর্শ রঙ হারাবে না। তার গাঢ় কণ্ঠস্বর চুরি করে নিয়ে যাবে না চোরা কাকের দল। তার চোখজোড়া শুষ্ক হবে না কোনোদিন। তার বুক উষ্ণতা হারাবে না। দু’হাতে আঁকড়ে ধরা শিথিল হবে না একটুও। আমরা কোনোদিন ভালোবাসার অভাবে ভুগবো না। আমাদের কোনো চূর্ণ হওয়ার গল্প থাকবে না। না, কোনো বিশ্বাসভঙ্গের আখ্যান। না কোনো একলা বারান্দা, ভুল ফুটোয় আটকানো শার্টের বোতাম, ঠা ঠা শূন্যতা, শুষ্ক ব্রিজের হাতল। না থাকবে কোনো ইনসোমনিয়াক রাত্তির। যদি জেগে থাকি, আমি তোমার ঘাড়ে গুঁজে থাকবো সারা রাত্তির।আমি তোমার বুকে মাথা রাখবো। কথা দিলাম। কোনোদিন তুলবো না আর।
ইতি,
প্রিয়তমা🌸

আজকে স্কুলের  "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস"  উদযাপনের ছবি/ভিডিও পাঠাতে পারো। পেইজ থেকে শেয়ার করা হবে ক্রেডিট সহ।ধন্যবাদ সা...
21/02/2024

আজকে স্কুলের "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" উদযাপনের ছবি/ভিডিও পাঠাতে পারো। পেইজ থেকে শেয়ার করা হবে ক্রেডিট সহ।
ধন্যবাদ সাথে থাকার জন্য।

20/02/2024

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হল একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গসহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিবস, যা ১৯৯৯ খ্রিস্টাব্দের ১৭ নভেম্বরে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী [১] প্রতিবছর ২১শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয়। এটি শহীদ দিবস হিসাবেও পরিচিত। এ দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালে এইদিনে (৮ ফাল্গুন, ১৩৫৮, বৃহস্পতিবার) বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন। যাঁদের মধ্যে রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত উল্লেখযোগ্য এবং এই কারণে এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আসছে।

ইতিহাস

বঙ্গীয় সমাজে বাংলা ভাষার অবস্থান নিয়ে বাঙালির আত্ম-অম্বেষায় যে ভাষাচেতনার উন্মেষ ঘটে, তারই সূত্র ধরে বিভাগোত্তর পূর্ববঙ্গের রাজধানী ঢাকায় ১৯৪৭ সালের নভেম্বর-ডিসেম্বরে ভাষা-বিক্ষোভ শুরু হয়। ১৯৪৮ সালের মার্চে এ নিয়ে সীমিত পর্যায়ে আন্দোলন হয় এবং ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি তার চরম প্রকাশ ঘটায়।

ঐদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ১৪৪ ধারা অমান্য করে রাজপথে বেরিয়ে এলে পুলিশ তাদের ওপর গুলি চালায়। এতে আবুল বরকত, আবদুল জব্বার, আবদুস সালামসহ কয়েকজন ছাত্রযুবা হতাহত হন। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ ঢাকাবাসী ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলে সমবেত হয়। নানা নির্যাতন সত্ত্বেও ছাত্রদের পাশাপাশি সাধারণ মানুষেরা প্রতিবাদ জানাতে পরের দিন ২২ ফেব্রুয়ারি পুনরায় রাজপথে নেমে আসে। তারা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে শহীদদের জন্য অনুষ্ঠিত গায়েবি জানাজায় অংশগ্রহণ করে। ভাষাশহীদদের স্মৃতিকে অমর করে রাখার জন্য ২৩ ফেব্রুয়ারি এক রাতের মধ্যে মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে গড়ে ওঠে একটি স্মৃতিস্তম্ভ, যা সরকার ২৬ ফেব্রুয়ারি গুঁড়িয়ে দেয়।[২] একুশে ফেব্রুয়ারির এই ঘটনার মধ্য দিয়ে ভাষা আন্দোলন আরও বেগবান হয়। ১৯৫৪ সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করলে ৭ মে অনুষ্ঠিত গণপরিষদের অধিবেশনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিয়ে সংবিধানে পরিবর্তন আনা হয় ১৯৫৬ সালের ২৯ ফেব্রুয়ারি।

১৯৮৭ সালের ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদে 'বাংলা ভাষা প্রচলন বিল' পাশ হয়। যা কার্যকর হয় ৮ মার্চ ১৯৮৭ সাল থেকে.

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি
কানাডার ভ্যাঙ্কুভার শহরে বসবাসরত দুই বাঙালি রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম প্রাথমিক উদ্যোক্তা হিসেবে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার আবেদন জানিয়েছিলেন জাতিসংঘের মহাসচিব কফি আনানের কাছে ১৯৯৮ খ্রিষ্টাব্দে।[৩] সে সময় সেক্রেটারী জেনারেলের প্রধান তথ্য কর্মচারী হিসেবে কর্মরত হাসান ফেরদৌসের নজরে এ চিঠিটি আসে। তিনি ১৯৯৮ সালের ২০ শে জানুয়ারী রফিককে অনুরোধ করেন তিনি যেন জাতিসংঘের অন্য কোন সদস্য রাষ্ট্রের কারো কাছ থেকে একই ধরনের প্রস্তাব আনার ব্যবস্থা করেন। পরে রফিক, আব্দুস সালামকে সাথে নিয়ে “মাদার ল্যাংগুয়েজ লাভার্স অফ দ্যা ওয়ার্ল্ড” নামে একটি সংগঠন দাঁড় করান। এতে একজন ইংরেজিভাষী, একজন জার্মানভাষী, একজন ক্যান্টোনিভাষী, একজন কাচ্চিভাষী সদস্য ছিলেন। তারা আবারো কফি আনানকে “এ গ্রুপ অব মাদার ল্যাংগুয়েজ অফ দ্যা ওয়ার্ল্ড”-এর পক্ষ থেকে একটি চিঠি লেখেন, এবং চিঠির একটি কপি ইউএনওর কানাডীয় দূত ডেভিড ফাওলারের কাছেও প্রেরণ করা হয়।

১৯৯৯ সালে তারা জোশেফের সাথে ও পরে ইউনেস্কোর আনা মারিয়ার সাথে দেখা করেন, আনা মারিয়া পরামর্শ দেন তাদের প্রস্তাব ৫ টি সদস্য দেশ – কানাডা , ভারত, হাঙ্গেরি, ফিনল্যান্ড এবং বাংলাদেশ দ্বারা আনীত হতে হবে। তারপর বাংলাদেশের বিভিন্ন প্রস্তাবের পক্ষে সমর্থন দানে ২৯টি দেশ অনুরোধ জানাতে কাজ করেন।

১৯৯৯ খ্রিষ্টাব্দের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হয় ও এতে ১৮৮টি দেশ সমর্থন জানালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় [৪] এবং ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্যদেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে।[৫]

২০১০ সালের ২১ অক্টোবর বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে এখন থেকে প্রতিবছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে জাতিসংঘ এ-সংক্রান্ত একটি প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাবটি সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে উত্থাপন করে বাংলাদেশ। মে মাসে ১১৩ সদস্যবিশিষ্ট জাতিসংঘের তথ্যবিষয়ক কমিটিতে প্রস্তাবটি সর্বসম্মতভাবে পাস হয়।[৬]

উদ্‌যাপন

১৯৫২ সাল থেকে প্রতি বছর এ দিনটি জাতীয় শহিদ দিবস হিসেবে উদ্‌যাপিত হয়ে আসছে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় ২১ ফেব্রুয়ারি রাত ১২টা এক মিনিটে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে একাদিক্রমে প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষকবৃন্দ, ঢাকাস্থ বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন এবং সর্বস্তরের জনগণ কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। এ সময় আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি গানের করুণ সুর বাজতে থাকে।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর একুশে ফেব্রুয়ারি সরকারি ছুটির দিন হিসেবে ঘোষিত হয়। এদিন শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে রেডিও, টেলিভিশন এবং সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। দেশের সংবাদপত্রগুলিও বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে। বাংলা একাডেমি ফেব্রুয়ারি মাস জুড়ে ঢাকায় একুশে বইমেলার আয়োজন করে। বর্তমানে ভারতের বেশ কিছু বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানেও এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপিত হয়। [৭]।

20/02/2024

অনেকেই কনফেশন দেওয়ার সঠিক নিয়ম জানেন না।যেকারনে ঠিক মতো কনফেশন দিতে পারছেন না।
তাদের সুবিধার্থে কনফেশন দেওয়ার কাঙ্ক্ষিত নিয়ম ও কিছু নীতিমালাসমূহ দেওয়া হলোঃ
↔️কনফেশন দেওয়ার নিয়ম সমূহঃ
এই পেইজের মেসেজ বক্সে নিচের নিয়ম অনুযায়ী লিখে সেন্ড করুন ⤵️
➡️সর্বপ্রথম "কনফেশন নং দেওয়া বাধ্যতামূলক (তাই পেইজের লাস্ট কনফেশন নং টি দেখে নিবেন) এবং অবশ্যই ইংরেজিতে লিখে দিবেন।" তারপর
তাকে নিয়ে আপনার মনের কথাগুলো লিখে পাঠালেই আমরা কনফেশনটি পোস্ট করে দিবো।
যেমনঃ⤵️
#0001 (আপনার কনফেশন নং টি কত হবে তা জানতে পেইজের লাস্ট কনফেশন নং দেখে জেনে নিন)
From:
To:
অতঃপর মনের কথা যা যা লিখতে চান লিখে সম্পূর্ণ লেখা টা একসাথে লিখে পেইজের মেসেজ বক্সে পাঠিয়ে দিলেই হবে]
কনফেশন ছাড়া অন্যন্য পোস্ট দেওয়ার ক্ষেত্রেও সবকিছু সেইম শুধুমাত্র কনফেশন এর উপরের ফরমেট টা বাদে।
📌পেইজের মেসেজ বক্সে কনফেশন পাঠানোর পূর্বে অবশ্যই কয়েকবার পড়ে যাচাই করে নিবেন।
কেননা পরবর্তীতে যতই রিকোয়েস্ট করা হোক,এডমিন প্যানেল আপনার পোস্টে ভুল থাকলেও বিন্দুমাত্র এডিট বা কারেকশন করার অথোরিটি নেই।
➡️কারো কনফেশন এর কারনে যার নামে কনফেশন দেওয়া তিনি যদি ক্ষুব্ধ বা বিব্রতবোধ করেন তবে তৎক্ষনাৎ পেইজে মেসেজ দেয়ার জন্য অনুরোধ রইল।
এডমিন প্যানেল সেই অনুযায়ী পোস্ট সরানো সহ যথাযথ ব্যবস্থা নিবে।
➡️পেইজের প্রধান দায়িত্ব হচ্ছে কনফেশন দাতার প্রাইভেসি রক্ষা করা।সেজন্যেই সবাই নির্দ্বিধায় নিজের নাম গোপন রাখতে চেয়ে কনফেশন দিতে পারছে।অতএব কে কনফেশন দিয়েছে সেইটা জানতে চেয়ে মেসেজ দিবেন না।দিলেও কাজ হবে না।
⚠️সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে
(RLSCBian Freaks) পেইজ কাউকে শারীরিক বা মানসিকভাবে আঘাত বা কাউকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিচালিত নয়।
☢️সেইক্ষেত্রে প্রত্যেকটি পোস্ট বা কনফেশন জনিত সকল প্রকার দায়ভার শুধুমাত্র পোস্ট/কনফেশন দাতার উপরই থাকবে।
পোস্ট বা কনফেশন জনিত কোনো প্রকার দায়ভার
(RLSCBian Freaks) পেইজ এর উপর থাকবে না।

  No:33To:Ahona (Amar mon er rani)প্রিয় অহনা💞।প্রথমেই এক লাইন গান বলে শুরু করি💙। অহনা একটু ভালোবাসো না।কিভাবে শুরু করব ব...
19/02/2024

No:33
To:Ahona (Amar mon er rani)

প্রিয় অহনা💞।
প্রথমেই এক লাইন গান বলে শুরু করি💙। অহনা একটু ভালোবাসো না।কিভাবে শুরু করব বুঝতে পারছিনা,,,🥹। তোমাকে প্রথম বার দেখাতেই আমি ভালোবেসে ফেলি। তোমার মায়ায় যেন,,,নিজেকে হারিয়ে ফেলি😍৷ তুমি কেন বোঝনা তোমাকে ছাড়া আমি অসহায়💝।
জীবনে প্রথম কনফেশন লিখতেছি,,,,তাই কিভাবে লেখব বুঝতে পারছিনা❤️‍🩹🥲। লেখায় কোন ভুল হলে ঠিক করে দিও,,,,কারন তুমি তে সেই যে আমার জীবনের সব ভুল ঠিক করে দিবে😅❣️😻।
ইতি,
তোমার ভালবাসার মানুষ ।

  no:32 From : তোমার পরিচিত কেউ!To : Siam Ahmedপ্রিয়,       Maybe ভালো আছো 🥰 তুমি ভালো থাকলে আমি হাজার কষ্ঠের মধ্যেও ভা...
14/02/2024

no:32
From : তোমার পরিচিত কেউ!
To : Siam Ahmed
প্রিয়,
Maybe ভালো আছো 🥰
তুমি ভালো থাকলে আমি হাজার কষ্ঠের মধ্যেও ভালো থাকবো ; 😌 I know আমি তোমার থেকে অনেক junior 🥺😩 তাও
তোমার সাথে কথা বলতে ইচ্ছা করে, But বেশি কথাই হয় না! At first তোমার প্রতি আমার কোনো feelings ছিল না 🙂, কিন্তু ধীরে ধীরে তোমার প্রতি কখন যে আমার এতো feelings আসলো আমি নিজেও বুঝতে পারিনি 😌। এখন বুঝতে পারছি আমি তোমার প্রতি কতটা Addicted🥹🫶
কিন্তু তোমাকে বলার সাহস হয়নি।🫠
তাই আজকে বলে দিলাম এই Confession এর মাধ্যমে 😊😌
But তুমি আমার Emotion বুঝতে পারবে কিনা তা জানি না 😩।
I love you bbz 🫶🥹
তোমার অপেক্ষায় থাকব 🥹
খুঁজে নিও আমাকে প্রিয় ❤️❤️
অবশেষে শুধু বলবো যে
I really love you ❤️🥹

13/02/2024

❤️

11/02/2024

আর,ডি,এ থেকে কে কে মেডিকেলে চান্স পেলে!?
কমেন্টে জানাও... ( পরীক্ষার্থীর নাম, মেডিকেলের নাম, মেরিট পজিশন)

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when RDALSCbian Freaks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share