AGB News24

AGB News24 Mysterious News Channel. You can Share any news. Contact with us by mail [email protected] or What'

খবরের ফেরিওয়ালাদের সাথে ঈদের জামাত।তোমাদের হাতেই হোক “সত্যের” প্রকাশ।।
17/06/2024

খবরের ফেরিওয়ালাদের সাথে ঈদের জামাত।
তোমাদের হাতেই হোক “সত্যের” প্রকাশ।।

16/06/2024

ঢাকায় ছাগলের দাম কতো দেখুন

15/06/2024

ঢাকার কোথায় পাবেন কুরবানির পশুর খাবার......

SA Tv-তে চলছে গরুর সাইজ, মাংসের দাম, লাভ নাকি লস হলো ইত্যাদি বিষয়ে মামা-ভাগিনার হিসাব নিকাশ।। অথচ কুরবানীর পশু নিয়ে এভাব...
15/06/2024

SA Tv-তে চলছে গরুর সাইজ, মাংসের দাম, লাভ নাকি লস হলো ইত্যাদি বিষয়ে মামা-ভাগিনার হিসাব নিকাশ।।

অথচ কুরবানীর পশু নিয়ে এভাবে হিসাব নিকাশ করা মোটেও উচিত নয়।।

কারণ আল্লাহ বলেন, "আল্লাহর দরবারে কোরবানির গোশত ও রক্ত কোনো কিছুই পৌঁছায় না, পৌঁছায় শুধু তোমাদের তাকওয়া"- (সূরা হজ, আয়াত-৩৭)।।
মহান আল্লাহ আমাদের প্রত্যেকের কুরবানি মঞ্জুর করুন।। আমীন।।

13/06/2024

বিয়ে করার ইচ্ছে আমার নাই ! ডা. বাবর আলী

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. আতিকুর রহমান স্যারের বিশেষ সাক্ষাৎকার শেষে ঈদ শুভেচ্...
13/06/2024

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. আতিকুর রহমান স্যারের বিশেষ সাক্ষাৎকার শেষে ঈদ শুভেচ্ছা বিনিময়।

বাংলাদেশের গর্ব। ডাক্তার সমাজের অহংকার।মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি ডা. বাবর আলীকে Doctor TV 'র পক্ষ থেকে আন্তরি...
11/06/2024

বাংলাদেশের গর্ব। ডাক্তার সমাজের অহংকার।
মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি ডা. বাবর আলীকে Doctor TV 'র পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।।

09/06/2024

সরকারি চাকরির বয়স কি ৩৫ হবে...💡 জরিপ কি বলে 🔔

08/06/2024

চাঁদ দেখা গেছে, ১৭ জুন পবিত্র ঈদুল আজহা 🐪🐂🐐❤

গানটা যেন কি 🎸 “এসব দেখি কা.......”
06/06/2024

গানটা যেন কি 🎸 “এসব দেখি কা.......”

05/06/2024

গরুও পছন্দ করলো না তাদের চু/মা/চু/মি

Viral Funny Video News

03/06/2024

সবার সোনা সাবধান! 🔥 New Bangla Funny Video 🔔

কিভাবে বুঝবো আমার “উচ্চ রক্তচাপের” সমস্যা আছে....?বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন Doctor TV
02/06/2024

কিভাবে বুঝবো আমার “উচ্চ রক্তচাপের” সমস্যা আছে....?
বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন Doctor TV

পা/য়ু/পথে এক কেজি স্বর্ণ, বিমানবালা গ্রে/ফ/তারপ্রায় এক কেজি স্বর্ণ চোরাচালানের অভিযোগে ভারতে এক বিমানবালাকে গ্রেফতার করা...
01/06/2024

পা/য়ু/পথে এক কেজি স্বর্ণ, বিমানবালা গ্রে/ফ/তার

প্রায় এক কেজি স্বর্ণ চোরাচালানের অভিযোগে ভারতে এক বিমানবালাকে গ্রেফতার করা হয়েছে। তার নাম সুরভি খাতুন। তিনি পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দা।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওমানের মাসকট থেকে কেরালার কান্নুরে স্বর্ণ নিয়ে গিয়েছিলেন সুরভি। এ ঘটনায় তাকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে। তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। বর্তমানে ওই বিমানবালা কান্নুরের নারী জেলে রয়েছেন।

ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) জানিয়েছে, বিমানবালা সুরিভর পায়ুপথে ছিল ওই স্বর্ণ। ২৮ মে কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছিলেন তিনি। সুরভিকে তল্লাশি করে প্রায় ৯৬০ গ্রাম স্বর্ণ মেলে।

ভারতে এই প্রথম কোনো বিমানবালাকে চোরাচালানের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে। এর আগেও বহু বার সুরভি স্বর্ণ পাচার করেছেন বলে অভিযোগ উঠেছ।

এ প্রসঙ্গে ভারতের বিমান সংস্থা এখনো কোনো মন্তব্য করেনি। ঘটনার নেপথ্যে কেরালার পাচারকারী গোষ্ঠী থাকতে পারে বলে ধারণা করছেন তদন্তকারীরা

30/05/2024

ঢাকার পানিতে
ক্যানসার সৃষ্টিকারী উপাদান!
বিস্তারিত AGB News24

ঢাকার পানিতে ক্যানসার সৃষ্টিকারী উপাদান! ==========================রাজধানী ঢাকার নদী, লেক, টিউবওয়েলের পানি এবং পোশাকে ক্...
30/05/2024

ঢাকার পানিতে ক্যানসার সৃষ্টিকারী উপাদান!
==========================

রাজধানী ঢাকার নদী, লেক, টিউবওয়েলের পানি এবং পোশাকে ক্যানসার সৃষ্টিকারী উপাদান পিএফএএস বা ‘চিরকালের রাসায়নিক’ এর উপস্থিতি পাওয়া গেছে।

আন্তর্জাতিক দূষণকারী নির্মূল নেটওয়ার্ক (আইপিইএন) ও এনভায়রোনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর যৌথ গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (২৯ মে) ইএসডিও’র ঢাকা অফিসে এ গবেষণার তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, এই পিএফএএস রাসায়নিক পরিবেশে দীর্ঘ সময় স্থায়ী হয়ে থাকে। এ ধরনের রাসায়নিক একটি নির্দিষ্ট মাত্রায় থাকলে সমস্যা হয় না। কিন্তু পিএফএএস রাসায়নিক অতিরিক্ত মাত্রায় থাকলে এবং এর সংস্পর্শে আসলে ক্যানসারসহ অন্যান্য শারীরিক জটিলতা দেখা দিতে পারে।

গবেষকরা বলছেন, একটি নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি পরিমাণে এ ধরনের রাসায়নিকের সংস্পর্শে আসলে ক্যানসারসহ নবজাতকদের মধ্যে জন্মগত ত্রুটি দেখা দিতে পারে। থাইরয়েডের হরমোনের কার্যক্রমও ব্যাহত হতে পারে।

30/05/2024

Mr. Probলেমীয় প্রশ্ন:
“এসএস‌সি”-তে ফেল কর‌লেও ক‌লেজে ভ‌র্তি হওয়া যা‌বে!
এমন সিদ্ধান্তে আপনার মতামত কি ?😵‍💫

26/05/2024

চিত্রনায়ক শেখ আবুল কাশেম মিঠুন কেন এতো জনপ্রিয় News24

যেমন ছিলেন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম🕋🌟🕋🌟🕋🌟    01. তিনি দীর্ঘ সময় নীরব থাকতেন। 02. কম হাসতেন। 03. মুচকি হাস...
26/05/2024

যেমন ছিলেন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম🕋🌟🕋🌟🕋🌟
01. তিনি দীর্ঘ সময় নীরব থাকতেন।
02. কম হাসতেন।
03. মুচকি হাসতেন, হাসি ওনার ঠোঁটে লেগে থাকতো।
05. অট্টহাসি হাসতেন না।
06. তাহাজ্জুদ নামাজ ত্যাগ করতেন না।
07. দৈনিক শতবার ক্ষমা প্রার্থনা করতেন।
08. কখনোই প্রতিশোধ নিতেন না।
09. যুদ্ধক্ষেত্র ছাড়া কাউকেই আঘাত করেননি।
10. বিপদে পড়লে তাৎক্ষনিক নামাজে দাঁড়িয়ে পড়তেন।
11. অসুস্থ হলে বসে নামাজ পড়তেন।
12. শিশুদের সালাম দিতেন।
13. সমবেত মহিলাদের সালাম দিতেন।
14. শিশুদের পরম স্নেহ করতেন।
15. পরিবারের সদস্যদের সাথে কোমল আচরণ করতেন।
16. সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন।
17. ঘুম থেকে জেগে মেসওয়াক করতেন।18. মিথ্যাকে সর্বাধিক ঘৃণা করতেন।
19. উপহার গ্রহণ করতেন।
20. সাদকাহ (দান) করতেন।
21. সব সময় আল্লাহকে স্মরণ করতেন।
22. আল্লাহকে সব সময় ভয় করতেন।
23. হাতে যা আসতো তা আল্লাহর রাস্তায় দান করে দিতেন।
24. কেউ কথা বলতে বসলে সে ব্যক্তি উঠা না পর্যন্ত তিনি উঠতেন না।
25. বিনা প্রয়োজনে কথা বলতেন না।
26. সুস্পষ্টভাবে কথা বলতেন যাতে শ্রোতা সহজেই বুঝতে পারে।
27. কথা, কাজ ও লেনদেনে কঠোরতা অবলম্বন করতেন না।
28. নম্রতাকে পছন্দ করতেন।
29. তাঁর নিকট আগত ব্যক্তিদের অবহেলা করতেন না।
30. কারো সাথে বিঘ্নতা সৃষ্টি করতেন না।
31. আল্লাহ তায়ালার প্রতিটি নিয়ামতকে কদর করতেন।
32. খাবারের দোষ ধরতেন না। মন চাইলে খেতেন না হয় বাদ দিতেন।
33. ক্ষমাকে পছন্দ করতেন।
34. সর্বদা ধৈর্য্য ধারণ করতেন।
আল্লাহ তায়ালা আমাদেরকে প্রিয়নবী সা. এর চরিত্রে চরিত্রবান হওয়ার তওফীক দান করুন। আমিন।

এইসব খবর দেখার পর নিশ্চয় এমপি আনার সাহেবের স্ত্রী, কন্যা,  শশুর-শাশুড়ির স্বজন হারানোর বেদনা অনেক টুকুই কমে যাবে।।
23/05/2024

এইসব খবর দেখার পর নিশ্চয় এমপি আনার সাহেবের স্ত্রী, কন্যা, শশুর-শাশুড়ির স্বজন হারানোর বেদনা অনেক টুকুই কমে যাবে।।

অফশোর ব্যাংকিং হিসাবের আওতায় প্রবাসীরা যেন দেশের বিভিন্ন ব্যাংকে ডলার জমা রাখতে উদ্বুদ্ধ হন, সেজন্য আয়োজিত নানা প্রচারে ...
20/05/2024

অফশোর ব্যাংকিং হিসাবের আওতায় প্রবাসীরা যেন দেশের বিভিন্ন ব্যাংকে ডলার জমা রাখতে উদ্বুদ্ধ হন, সেজন্য আয়োজিত নানা প্রচারে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ৩০টি ব্যাংকের এমডিসহ মোট ৪৫ জন। এই সফরে এমডিদের শুধু একটি অনুষ্ঠানের খরচ ধরা হয়েছে ৫৫ হাজার ডলার।

জানা গেছে, সফরে প্রত্যেক এমডিকে ১৬ লাখ টাকা খরচ করার অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে বিনোদনের জন্য আয়োজিত একটি ডিনার অনুষ্ঠানেই খরচ ধরা হয়েছে ৫৫ হাজার ডলার। শুধু তা-ই নয়, কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত ডলার মূল্য ১১৭ টাকা হলেও বিপরীতে টাকার মূল্য দেখানো হয়েছে ১২৩ টাকা। সে হিসাবে এক অনুষ্ঠানেই বাংলাদেশি টাকায় ৬৭ লাখ ৬৫ হাজার টাকা খরচ করবে ব্যাংকগুলো।

ডলার সংকটের মধ্যেই অতিরিক্ত ডলার খরচ করে মার্কিন মুদ্রার সরবরাহ বাড়াতে চাচ্ছেন এমডিরাসহ কর্মকর্তা। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে। বিষয়টি নিয়ে এরই মধ্যে নানা ধরনের সমালোচনা শুরু হয়েছে।

সফরে ব্যাংক এমডিরা যে ১৬ লাখ টাকা করে খরচ করতে পারবেন, তার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সে হিসাবে ৩০ জন এমডি ৪ কোটি ৮০ লাখ টাকা বা ৪ লাখ ১০ হাজার ২৫৬ ডলার খরচ করতে পারবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমানসহ বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তার। অর্থাৎ যুক্তরাষ্ট্রের এ সফরে সাড়ে ৬ লাখ ডলারের বেশি খরচ হবে।

20/05/2024

ব্যাংক এমডিদের বিদেশ সফর, এক ডিনারেই খরচ Mattro ৫৫ হাজার ডলার!
কোন বেয়াকুফ বলে,
ব্যাংকে টাকা নাই...?

এ জালে আটকে গেলেই, “বদলে যায় জীবন ঘড়ির সময়”।।
19/05/2024

এ জালে আটকে গেলেই, “বদলে যায় জীবন ঘড়ির সময়”।।

“রাতে ডিউটির ফাঁকে সময় পেলেই কুরআন হিফ্জ করেন”এই নার্স। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের এই গুণী নার্স আপুর নাম মোছাঃ রওশন...
12/05/2024

“রাতে ডিউটির ফাঁকে সময় পেলেই কুরআন হিফ্জ করেন”এই নার্স। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের এই গুণী নার্স আপুর নাম মোছাঃ রওশন আরা বেগম। তার স্বামী একজন খ্যাতিমান চিকিৎসক ও সাবেব স্বাস্থ্য সচিব। “আন্তর্জাতিক নার্স দিবস” কাভারেজ করতে গিয়ে নিরহংকার মানবসেবী মহৎ মানুষটির জীবনের বিচিত্র গল্প শুনে আমি হতবাক।।
বিস্তারিত জানতে আপনিও ভিজিট করতে পারেন Doctor TV

"প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসেসিয়েশন" এর তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম রেজা ভাইয়ের স্মৃতি কথা..... ========...
12/05/2024

"প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসেসিয়েশন" এর তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম রেজা ভাইয়ের স্মৃতি কথা.....
============================
স্মৃতি-৭ ‍সম্মানিত সদস্যবৃন্দ অনেকদিন স্মৃতিকথা লেখা হয়নি সময়ে অভাবে। আবার শুরু করছি। ১৯৯৫ সালের ২৬ মার্চ। স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে কথার মধ্যে একটু টক ঝাল আছে কারণ স্থানীয় ২-৩ জন ব্যক্তি প্রাক্তন ছাত্র-ছাত্রীদেরকে বহিরাগত হিসেবে একটু টক কথা উঠালো। অথচ প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ ছাড়া স্কুলের বাৎসরিক অনুষ্ঠান কখনই অনন্য, জাঁকজমকপূর্ণ হয়ে উঠেনি। যত ভালো অনুষ্ঠান হয়েছে প্রাক্তন শিক্ষার্থীরা উদার হস্তে সহযোগিতা করেছেন। যাহোক, ২৬ মার্চ নিয়মিত আর বহিরাগত কথা উঠিয়ে শুরু হয়ে গেল সকাল বেলাতেই তর্কবিতর্ক। স্কুল আঙিনা সাজানো হয়েছে রঙিন কাগজে। সবার মধ্যে উৎসাহ অনেক। অথচ ঈর্ষাপরায়ণ ২-৩ জন ব্যক্তি নেপথ্যে থেকে গন্ডগোলের উস্কানি দিলেন, শুরু হয়ে গেল হৈচৈ। প্রধানশিক্ষক নাহারুল স্যার এবং কয়েকজন সিনিয়র স্যার ঝামেলা মিটানোর জন্য আপ্রাণ চেষ্টা চালালেন। হঠাৎ সংঘর্ষ, ঘটনা হাতাহাতি এবং পরে বিশাল মারামারিতে গিয়ে গড়াল। অবস্থা বেগতিক। স্কুলের প্রধান রাস্তায় অবস্থান নিলেন কুদরতই-রাব্বু মিনার, হাসান সাব্বির শাম্মী, মনিরুজ্জামান মিল্টন, সেলিম রেজা, আব্দুর রাজ্জাক রিচু, রুহুল আমীন, মিজানুর রহমান কেরু, রফিকুল ইসলাম, মোক্তার হোসেন, শহিদুল ইসলাম, মামুনার রশিদ চপল প্রমুখ। হঠাৎ করেই কে যেন পাশ্বর্বতী প্রাগপুর বিডিআর ক্যাম্পে খবর পাঠিয়েছে, ক্যাম্পে জোয়ানরা প্রচ্ছন্নভাবে হস্তক্ষেপ করলেন। ঘটনা কিছুটা থেমে গেল। প্রধান শিক্ষকের কক্ষে রুদ্ধদার বৈঠক হলো হৈচৈ বন্ধ হলো। কিন্তু অনুষ্ঠানের স্বাভাবিক রূপ আর ফিরে এলোনা অর্থাৎ পর্ব ক্রীড়া অনুষ্ঠানের সমাপ্তি ঘটল। ভুল বুঝাবুঝির জন্য কয়েকজন কুলাকুলি করলেন। অনুষ্ঠানের দ্বিতীয়পর্বের তা-না-না অবস্থা। কী আর করার। তবুও কিছু ছেলে মেয়ে গান গাইল। প্রাক্তন শিক্ষার্থীরা সারাদিন ধরে বিরত থাকলেন। মনে জিদ হলো আগামী পহেলা বৈশাখ অসাধারণভাবে উদযাপনের।
========================
উল্লেখ্য তখন আমি নবম শ্রেণীর ছাত্র। ছোট থেকেই আমি গ্যাঞ্জাম মারামারি থেকে দূরে থাকতাম সত্যি বলতে কি ভয় পেতাম। সেদিন স্কুলের বারান্দায় দাড়িয়ে শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছি আমার ক্লাসের বন্ধুরাও (রুহুল, বিনু, সাজু, ওমর, সাধন, সাগর, আশরাফুলসহ আরো কয়েকজন) দশম শ্রেণীর ভাইদের সঙ্গি হয়ে সাবেক ছাত্রদের সঙ্গে দৌড়ঝাপ করে ধর মার কাট করতে...

11/05/2024

ইরানে বিরল ‘মাছ বৃষ্টি’, তাজ্জব নেটদুনিয়া....

09/05/2024

এ কেমন “অসভ্য” পৃথিবীতে বাস করছি আমরা? ই/স/রাইল যেমন খুশি তেমন ভাবে ফি/লি/স্তিনের উপর নির্বিচারে হা/মলা করছে আর বিশ্ব দেখছে 😢

আজ বিশ্ব গাধা দিবস =============আজ ৮ মে বিশ্ব গাধা দিবস। প্রাণীটির প্রিতি সচেতনতা ও ভালোবাসা তৈরির উদ্দেশ্যেই দিবসটির সূ...
08/05/2024

আজ বিশ্ব গাধা দিবস
=============

আজ ৮ মে বিশ্ব গাধা দিবস। প্রাণীটির প্রিতি সচেতনতা ও ভালোবাসা তৈরির উদ্দেশ্যেই দিবসটির সূচনা করা হয়। আজ মানুষের সেবাদানকারী প্রাণীটিকে ভালোবাসার দিন।

কেউ বোকা হলে মানুষ সাধারণত তাকে গাধার সঙ্গে তুলনা করে। বোঝা টানা এ প্রাণীটিকে বোকাসোকা হিসেবেই মনে করে মানুষ। তবে প্রাণীটি ওষুধশিল্পের গুরুত্বপূর্ণ কাঁচামাল উৎপাদকও।

বিশ্ব গাধা দিবসে বিশেষ ডুডল প্রকাশ করেছে ওয়েব সার্চ ইঞ্জিন বিং ডট কম। সেখানে বলা হয়েছে, প্রাণিবিজ্ঞানী আর্ক রাজিক বিশ্ব গাধা দিবসের প্রচলন করেছিলেন। তিনি মূলত মরুভূমির প্রাণী নিয়ে কাজ করেন। তিনি বুঝতে পেরেছিলেন গাধারা মানুষের জন্য যে পরিমাণ কাজ করে, সেই পরিমাণ স্বীকৃতি পাচ্ছে না। এ জন্য তিনি একটি ফেসবুক গ্রুপ তৈরি করেন। তারপর সেখানে গাধাবিষয়ক বিভিন্ন তথ্য প্রচার করতে শুরু করেন।

আর্ক রাজিকের প্রচেষ্টায় ২০১৮ সালে প্রথম বিশ্ব গাধা দিবস উদ্‌যাপন করা হয়। তখন থেকে প্রতি বছর ৮ মে গাধা দিবস উদ্‌যাপিত হচ্ছে। দিবসটি উদ্‌যাপনের উদ্দেশ্য হলো গাধাকে নিয়ে তথ্য ছড়িয়ে দেওয়া এবং প্রাণীটি কীভাবে মানুষের জীবনে প্রভাব ফেলছে তা তুলে ধরা।

বিশ্বে সবচেয়ে বেশি গাধা রয়েছে চীনে। দেশটিতে গাধার চামড়ার নিচে থাকা এক ধরনের বিশেষ আঠা থেকে ওষুধ তৈরি করা হয়। এ ওষুধ অ্যাজমা থেকে ইনসোমনিয়ার মতো নানা রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। ওষুধশিল্পে গাঁধার ব্যবহারের ফলে দেশটিতে ক্রমেই কমছে প্রাণীটির সংখ্যা।

06/05/2024

গণতন্ত্র হল মূর্খের শাসনবাবস্থা - অ্যারিস্টটল

Address


Alerts

Be the first to know and let us send you an email when AGB News24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AGB News24:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

“Life is Problem & Problem is Life”

....but keep smiling.