21/01/2024
সবার সাথে তাল মিলিয়ে চলা তোমার ঠিক না। তুমি ঠিক যেমন ঠিক তেমনই তোমাকে চলতে হবে। তোমার অবস্থান ঠিক যেখানে সেই কেন্দ্র থেকে চলতে হবে, তার থেকে উপরে বা নিচে চলা যাবেনা। কেও একজন বেশি খায় বেশি পরে বলে তোমাকেও সেটা করতে হবে এটা ঠিক না। হয়তো তোমার তার মতো চলার সামর্থ আছে কিন্তু তার মতো চলতে গিয়ে অন্য দিকে চলতে পারছোনা, অন্য কাজ করতে পারছোনা, অন্য স্বপ্ন দেখতে পারছোনা। এটা তো ঠিক না। নিজের কথা ভাবতে হবে, নিজের মতো চলতে হবে। নিজেকে প্রাধান্য দিতে হবে।
ঐযে কথায় আছেনা অন্যের কথায় ফকির না হয়ে নিজের কথায় ফকির হওয়া ভালো। বিষয়টা ঠিক তেমন।