01/05/2024
💥💥💥 ৯ কাঠা জমিতে( প্রতি ফ্লোরে চারটি ইউনিট) সর্বোমোট ৩৬ টি ইউনিটের জমির শেয়ার বিক্রয় চলছে।
🔥🔥আমরা স্পেস টেন লিমিটেডের সকল সম্মানিত গ্রাহক, শেয়ার হোল্ডার এবং শুভানুধ্যায়ীদের কাছে ঘোষণা করতে পেরে আনন্দিত যে, আমরা কোম্পানির পক্ষ থেকে আমাদের গ্রাহকদের জন্য একটি নতুন ল্যান্ড শেয়ারিং প্রকল্প নিয়ে এসেছি।
🎇🎇 প্রকল্পের অবস্থান :- উওরার মেট্রোরেল ডিপোর সন্নিকটে ও প্রস্তাবিত ডিয়াবাড়ী টঙ্গী মেট্রোরেল এক্সটেনশন লাইনের ধউর/ আশুলিয়া ল্যান্ডিং ষ্টেশন ও এয়ারপোর্ট- আব্দুল্লাহপুর - আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এর ধউর/ আশুলিয়া ল্যান্ডিং ষ্টেশনের সাথেই একটি সুপরিকল্পিত আবাসিকের মধ্যেই আমাদের এই ল্যান্ড শেয়ারিং প্রজেক্টটির অবস্থান। সরকারের অগ্রাধিকারভিত্তিক প্রকল্প আশুলিয়া- গাবতলি হয়ে মাওয়া ছয় লেনের এক্সপ্রেসওয়ে টি প্রকল্পের সন্নিকটে।
🎇🎇🎇 ভবিষ্যত ঢাকার সবচেয়ে আকর্ষণীয় বিনোদনের জায়গা হবে আপনার কাছেই। ধউর/ আশুলিয়া ল্যান্ডিং স্টেশন থেকে শুরু করে আশুলিয়া ব্রিজ পর্যন্ত এক্সপ্রেসওয়ে টি হবে সম্পূর্ণ উড়ালপথ। প্রস্তাবিত ড্যাপের নকশা অনুযায়ী সড়কপথ টি ভেঙে দু'ধারের জলাধার কে এক করে হাতিরঝিলের আদলে নান্দনিকভাবে গড়ে তোলা হবে। যেখানে চারিধারে হাঁটার পথ, ওয়াটার বোট সহ বিনোদনের নানান সুযোগসুবিধা সৃষ্টি করা হবে।
💢💢 এই প্রকল্পের স্পেশাল বৈশিষ্ট্য 🔊🔊
উওরা থার্ড ফেইস সংলগ্ন এই প্রকল্পের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। তার মধ্যে দুই মিনিটের মধ্যে আশা ইউনিভার্সিটির ক্যাম্পাস, পাঁচ মিনিটের দুরত্বের মধ্যে উত্তরা ইউনিভার্সিটি, বিজিএমইএ ইউনিভার্সিটি, শীপ হসপিটাল, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হসপিটালসহ প্রস্তাবিত আরো অনেক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হসপিটাল, ও বানিজ্যিক ভবনের জন্য নির্ধারিত জায়গা। হাউজিং এর গাঘেঁষা শীন শীন জাপান হাসপাতালের ২৩ বিঘা জায়গা। এই স্পেশাল জোনে প্রকল্পটি অবস্থিত এজন্য আমাদের এই প্রকল্পটি ও স্পেশাল ।
💢💢প্রকল্পের বিস্তারিত তথ্য 🔊🔊
➡ প্রকল্পের সামনে রাস্তা- ২০ ফিট।
➡ জমির পরিমান- ৯ কাঠা
🎇🎇 প্রজেক্টের বিশেষ ফিচার 🔊🔊
➡ পর্যাপ্ত আলো বাতাসের সু ব্যবস্থা।
➡ টোটাল ফ্লোর সংখ্যা - বি + জি+নাইন( ১০ তলা)
➡ ফ্ল্যাট সাইজ -১৫০০ স্কয়ার ফিট।
➡ ৩ বেড, ৩ বাথরুম, ২ বারান্দা, ড্রয়িং, ডাইনিং, কিচেন।
➡ সবার জন্য কার পার্কিং এর ব্যবস্থা থাকবে।
✴✴✴কমন সুযোগ সুবিধা সমূহ ঃঃ
⏩ লিফট, সিঁড়ি, ইন্টারকম, সিসিটিভি, ছাদের উপরিভাগে নামাজের জায়গা, মিটিং /অনুষ্ঠান রুম, গার্ডেন, কিডস জোন, বারবিকিউ কর্নার।
⏩ বেঁজমেন্টে জেনারেটর রুম, সাবস্টেশন রুম,গার্ড রুম, গার্ড ও ড্রাইভার দের রেস্ট রুম, গেস্ট ওয়েটিং জোন।
🎇🎇🎇সুবিধা সমূহ ⏩⏩⏩
➡ ১৫০০ স্কয়ার ফিট ফ্ল্যাটের জমির মালিকানা।
➡ নির্মান খরচ সবাই সমান ভাবে ভাগাভাগি করে কিস্তি আকারে প্রদান করার সুবিধা।
➡ ফ্ল্যাট রেজিষ্ট্রেশন এর ঝামেলা নাই তাই সেভ হবে ৫/৬ লক্ষ টাকা।
➡ জমির শেয়ারের টাকা পরিশোধ করে সাবকবলা রেজিষ্ট্রি মূলে জমির মালিকানা আপনার, সুতরাং বিনিয়োগ ১০০% ঝুঁকি মুক্ত ।
🎇🎇🎇 অত্যন্ত সম্ভাবনাময় ও মনোরম লোকেশনে ভবিষ্যত প্রজন্মের ঠিকানা গড়তে সঠিক সিদ্ধান্ত আজই নিন।
আপনার স্বপ্নের আবাসস্থল এর ঠিকানা হোক স্পেস টেন লিমিটেড এর সাথে।
✴✴তাহলে আর দেরি কেন!✴✴✴
⏩প্রজেক্ট সম্পর্কিত প্রয়োজনে: 01949696578
@top fans