Md.Kamal hossen

  • Home
  • Md.Kamal hossen

Md.Kamal hossen আঙ্গুল যখন আপনার কলম লক্ষ রাখবেন সোশ্?

22/08/2024

ও ছোট ভাই আমাকে একটু উঁচু জায়গায় তুলে দাও, আমার পেটে ৯ মাসের বাচ্চা ।
—এক বোনের আর্তনাদ।।😭🤲

21/08/2024

পানিতে ভাসছে ফেনী ও নোয়াখালী

Arabic Alphabet,Bless Your timeline 🌸❤️
19/08/2024

Arabic Alphabet,
Bless Your timeline 🌸❤️

17/08/2024

- তুমি ব্যাকরণের বাগধারা বুঝো অথচ আমার তৃষ্ণার্ত চোখের অভিযোগ বুঝো না- 🥺

17/07/2024

পুরুষ মানুষ অনেকটা খেজুর গাছের মতো।

আদর পায় না, যত্ন পায় না, কেউ জল দেয় না, সার দেয় না, গোঁড়ায় কেউ মাটি দেয় না, আরো বলে নিজের পায়ের তলার মাটি নিজে শক্ত করো!

অযত্নে অবহেলায় বেড়ে উঠে! বেড়ে উঠার পর কিন্তু তার কাছে প্রত্যাশা অনেক!

তার ফল খুব মিষ্টি, তার রসের জন্য হাহাকার, তার রসের গুড় চিনির চেয়ে কয়েকগুন বেশি উপকারী। তাকে বছরের পর বছর ক্ষতবিক্ষত করা হয়! যতদিন বেঁচে থাকে তাকে কাটা হয়, তার রস এক ফোঁটা এক ফোঁটা করে নিগড়ে নেওয়া হয়! রস নেওয়া শেষ হয়ে গেলে আর তার কোন কদর থাকে না, পথে ধারে একাকী অযত্নে অবহেলায় পড়ে থাকে!

আবার জীবন শেষ করে জ্বালানির কাঠ হিসেবে অধিক বিশ্বস্ত। মাছ ধরার ফাদ পাতার জন্য তার জুড়ি নেই।

তারপরও খেজুর গাছ কোন অভিযোগ করে না, কিছু প্রত্যাশা করে না, ভালোবাসা চায় না। শুধু ফল দিয়ে যায়, রস দিয়ে যায় আর মাথা উঁচু করে বেঁচে থাকে নিঃস্বার্থভাবে আপনার পরিবারের পুরুষ মানুষটির মতো।

Copy post

13/07/2024

সবার কাছে নিজেকে তুচ্ছ করে তুলে ধরবেন না। ভদ্রতা দেখিয়ে সবার কাছে অকারণে ক্ষমা চাইবেন না। কারো পাওনার অতিরিক্ত কিছু দিবেন না।
আপনি বিনয় দেখাবেন, সে দূর্বল ভাববে।
আপনি ভদ্রতা দেখাবেন, সে পরাজিত ভাববে।
আপনি অতিরিক্ত দিবেন, সে এটাকে অধিকার ধরে নিবে। আপনি সেল্ফ রেসপেক্টের জন্য চুপ থাকবেন, সে আপনাকে হীন ও অপরাধী ভাববে। আপনি নিজেকে ছোট করে তুলে ধরবেন, সে নিজেকে বড় ভাববে।

বিনয়, ভদ্রতা, এগুলো কেবল ব্যক্তি বুঝে পালন করতে হয়।
ভুল মানুষের জন্য দেখিয়ে নিজের আত্মসম্মানে আঘাত লাগতে দিবেন না। যে মর্ম বুঝে, তাকেই মূল্যায়ন করতে হয়। আমরা ভুল মানুষকে মূল্যায়ন করে নিজের ব্যক্তিত্ব ক্ষুন্ন করি। তারপর বলি, মানুষ এমন কেন?🥺

05/07/2024

Generous crow shares food with a very hungry rat ❤️💯

02/07/2024

রক্তের সম্পর্ক আর আত্মার সম্পর্ক-বিলীনের পথে। কেবলই স্বার্থের সম্পর্ক দেখছি-যা মনুষ্যত্বের ও মানবিকতার চরম অবক্ষয়।💔

30/06/2024

🌼🌼প্রয়োজনের সময় কেউ যোগাযোগ করলে অনেকেই বিরক্ত হন। রেগে গিয়ে ভাবেন, এমনিতে খোঁজ নেয়না, কাজের সময় অমনি কথা বলছে। ব্যাটা স্বার্থপর!

কিন্তু মানুষের প্রয়োজনের সময় কাজে লাগতে পারাটাই তো আসল, তাই না! আজকের এই প্রচণ্ড গতিশীল সময়ে কেউ যে তার কোন দরকারে বা বিপদে আপনাকে মনে করেছে, এতেই মানুষ হিসেবে আপনার গর্বিত হওয়া উচিৎ। কারণ আপনি তার কাছে নিজের সেই নির্ভরযোগ্যতা প্রমাণ করতে পেরেছেন। আর তা কি আপনার নিজেরও এচিভমেন্ট নয়?

মানুষের প্রয়োজনে তার পাশে থাকলে, সাধ্যমত সাহায্য করলে যে স্বর্গীয় অনুভূতিটা আসে, তা কিন্তু কাঁড়ি কাঁড়ি টাকাতেও মেলে না।

14/06/2024

"হাদিস টা পড়ুন খুশিতে কাঁন্না চলে আসবে আল্লাহ যে' কত মহান।

হযরত মুসা (আঃ) একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেনঃ
হে প্রভু! আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপি?"

আল্লাহর উত্তরঃ "যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে, সে ব্যক্তি-ই হলো তোমার অনুসারীদের মধ্যে বড় পাপি"

আল্লাহর কথানুযায়ী হযরত মুসা (আঃ) বসে দেখছেন, কিছুক্ষণ পর দেখলেন এক ব্যাক্তি ছোট একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করছে।
হযরত মুসা (আঃ) বুঝে ফেললেন এই সেই বড় পাপি

হযরত মুসা (আঃ) আল্লাহ কে বললেনঃ হে"প্রভু, এখন আমাকে সবচেয়ে নেকী মানুষটিকে দেখান।"

আল্লাহর উত্তরঃ "সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্বস্থান দিয়ে চলে যাবে সেই হইলো সবচেয়ে নেকী"

হযরত মুসা (আঃ) সূর্য ডুবার বেশ আগের থেকে বসে রইলেন যেই সূর্য ডুবছিলো দেখলেন সে সকালের ঐ ব্যাক্তি-ই ছোট ছেলেকে কোলে করে ফিরে যাচ্ছে।

মুসা (আঃ) হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেনঃ "প্রভু একই ব্যক্তি মহা পাপি আবার মহা নেকী" .

আল্লাহ বললেনঃ "হে- মুসা! সকালে যখন এই ব্যাক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো, তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করে ছিলো, বাবা!
এই জঙ্গল কতবড়?
বাবা উত্তরে বলেছিলো,অনেক বড়।

ছেলে আবার প্রশ্ন করলো, বাবা! জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে?
তখন বাবা বলেছিলো, হ্যাঁ বাবা! ঐ পাহাড়গুলো জঙ্গল থেকে বড়। ছেলে পুনরায় প্রশ্ন করলো,পাহাড় থেকে কি বড় কিছু আছে?
বাবা বললো, আছে, এই আকাশ।

ছেলে আবার প্রশ্ন করলো, আকাশ থেকে কি বড় কিছু আছে?
সেই ব্যক্তি বললো, হ্যাঁ, আমার পাপ এই আকাশ থেকেও বড়। ছেলে বাবার এ উত্তর শোনে বললো, বাবা!

তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই?
তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললো আমার পাপ থেকেও অনেক অনেক বড় আমাদের আল্লাহর রহমত।

হে-মুসা! এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতোই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপি ব্যক্তিকে সবচেয়ে' নেককার ব্যক্তি বানিয়ে দিয়েছি।
মনে রেখো আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহুগুন বড়।

হে আল্লাহ আপনি আমাদের সকলকে পিছনের গুনাহসমূহ ক্ষমা করে সামনের দিনগুলোকে সত্যপথে চলার তাওফিক দান করুন"
আমিন

রাসূল (সাঃ) বলেন, আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন,যে আমার কোনো হাদিস শুনেছে। অতঃপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে।
আবু দাউদঃ ৫১৫

অপর মুসলমান ভাই জানার জন্য পোস্টটা শেয়ার করুন সবাই।

ভয়ংকর এক নারী প্রজন্মের অপেক্ষায় আমরা!!৭৫% উচ্চ শিক্ষিত মেয়ে ২৭ থেকে ৩০ বয়সেও বিয়েহীন। ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন এক ...
13/06/2024

ভয়ংকর এক নারী প্রজন্মের অপেক্ষায় আমরা!!
৭৫% উচ্চ শিক্ষিত মেয়ে ২৭ থেকে ৩০ বয়সেও বিয়েহীন। ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন এক সংকট তৈরী করেছে যে। আগামী ৫ বছরে লাখ লাখ মেয়ে বিয়েহীন থাকবে৷

তাদের যৌবনের চাহিদা, আবেগ,ভালোবাসা হারানোর ফলে। স্বামীর মন জয় করার পরিবর্তে স্বামীর প্রতিদ্বন্দ্বী হয়েই সংসারে দরকষাকষি করবে৷ আর স্বামীও তাদের মাঝে আনুগত্য, কোমলত্ব,নারীত্ব না পেয়ে অসহ্য হয়ে উঠবে। তখন সংসার টিকানো অসম্ভব হয়ে পড়বে। কারণ তার স্ত্রী ৩০ টা বছর পুরুষের ফিতরাতে টেক্কা দিয়ে সে নিজেই পুরুষে বিবর্তিত হয়ে গেছে। তার আস্ত দেহটাই নারীর বৈশিষ্ট্য হলেও। সে মানসিকভাবে পুরুষ। স্বামী তাকে দৈহিক ভাবে নারী পেলেও সে মেন্টাল ভাবে পুরুষ।এমন একটা দিন আসতে যাচ্ছে। মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যৌবন থেকে যেমন বঞ্চিত হবে। বঞ্চিত হবে সংসার থেকেও। বঞ্চিত হবে আখিরাতের মুক্তি থেকেও।

#ছবি সংগৃহিত

নারীর কেন প্রয়োজন স্বামীর????মনোচিকিৎসক এর চেম্বারে,অবিবাহিত নারী: আমি বিয়ে করতে চাই না, আমি শিক্ষিত, স্বাধীন এবং আত্ন...
10/06/2024

নারীর কেন প্রয়োজন স্বামীর????

মনোচিকিৎসক এর চেম্বারে,
অবিবাহিত নারী: আমি বিয়ে করতে চাই না, আমি শিক্ষিত, স্বাধীন এবং আত্ননিভরশীল । আমার স্বামীর কোনো প্রয়োজন নেই। কিন্তু আমার মা বাবা বিয়ে করার জন্য চাপ দিচ্ছে, এখন আমি কি করবো???

মনোচিকিৎসক: আপনি নিঃসন্দেহে জীবনে অনেক কিছু অর্জন করেছেন! কিন্তু কোন এক সময় আপনি ঠিক যা চান তা হবে না। কিছু উল্টাপাল্টা কিছু ভুল হবে ই।কখনো কখনো হয়তো ব্যর্থ হবেন, পরিকল্পনামাফিক কাজ হবে না। কখনো কখনো আপনার ইচ্ছা পূর্ণ হবে না, তখন কাকে দোষ দিবেন?? নিশ্চয়ই নিজেকে না??!!

মহিলা: কখনো ই না!!
মনোচিকিৎসক:হ্যা ঠিক এই কারণেই আপনার স্বামী দরকার।যাতে সব দোষের দায়ভার স্বামীর গায়ে চাপাতে পারেন!!

দোষ চাপানোর জন্য হলেও একটা স্বামী দরকার!

সংগৃহীত

08/06/2024

সময় বদলায় না,
বদলে যায় মানুষের মন।
যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে,
মানুষ হয় মনুষ্যত্বহীন!
#
একাকীত্ব মানুষকে ঠকায় না,
মানুষ যদি একা থাকতে শিখে যায়।
কারো সাধ্য নেই তাকে খারাপ রাখার।
নিশ্চয়ই একাকীত্ব মানুষকে স্বস্তি দেয়।
#
কিছু মানুষের কথার আঘাত সহ্য করা যায় না,
মাঝে মধ্যে কথাগুলো এমন ভাবে কলিজায় এসে আঘাত করে। অশ্রু ঝরঝরিত চ'ক্ষু দিয়ে তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার থাকেনা।
#
মানুষ বাছাই করার ক্ষেত্রে
অর্থের দিকে ফোকাস না করে!
তার চরিত্রের দিকে ফোকাস করো।
অর্থের অভাব নিয়ে বাঁচা যায়,
চরিত্রহীন মানুষের সাথে স্বস্তিতে বাঁচা যায় না।

06/06/2024

মৃ*ত্যু আসেই প্রিয় রবের সাথে সাক্ষাতের আনন্দ নিয়ে। কিন্তু যার রবের সাথেই সম্পর্ক খারাপ, মৃ*ত্যু তার জন্য এক ভয়ংকর আতঙ্ক!

30/05/2024

❤️প্রেমে❤️ বিচ্ছেদ হওয়ার কারণে যদি তোমার মরে যেতে ইচ্ছে করে, তবে বাড়ির আশেপাশের কোন হাসপাতালে গিয়ে দেখো এসো, মানুষ একদিন বেঁচে থাকার জন্য কতোটা লড়াই করে।

সামান্য অভাবে যদি তুমি দিশেহারা হয়ে পড়ো, তবে রাতের আঁধারে রাস্তার দু'পাশে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে একবার দেখে এসো, যাদের পেটে নেই ভাত,মাথার ওপর নেই ছাঁদ।

যদি তুমি কালো হওয়ার কারণে নিজের মুখ লুকিয়ে বেড়াও অন্যদের কাছ থেকে, তবে এসিডে ঝলসে যাওয়া মানুষগুলোর দিকে তাকাও যারা নিজেদের সেই ঝলসানো চেহারা নিয়েও সমাজে ঘুরে বেড়াচ্ছে অবলীলায়।

মেয়ে না-হয়ে ছেলে হলে ভালো হতো কিংবা ছেলে না-হয়ে মেয়ে হলে ভালো হতো যদি মনে হয়, তবে আমাদের সমাজের তৃতীয় লিঙ্গের (প্রচলিত ভাষা হিজড়া) মানুষের দিকে তাকাও, যারা নিজেদের পরিবারের থেকে বিতাড়িত হয়েও জীবন চালিয়ে যাচ্ছে সমাজের সাথে তাল মিলিয়ে।

যদি নারী বলতে টাকা লোভী, ছলনাময়ী,ধোঁকাবাজ মনে হয় (কিছু কিছু মেয়েরা এমনও হয়), তবে নিজের মায়ের দিকে তাকাও, যে তোমার বাবার অভাবের সংসারে না খেয়ে পড়ে আছে তবুও ধনী কাউকে বিয়ে করার পথ বেছে নেয় নি।

যদি পুরুষ বলতে দেহ লোভী, মেয়ে বাজ মনে হয়, তবেনিজের বাবার দিকে একবার তাকিয়ো, যার ছোঁয়ায় নেই কোনো লালসা আছে শুধু মায়া, মমতা, স্নেহ। যে তার মেয়ের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল।

নিজের মধ্যে যদি কখনো অহংকার এসে পড়ে, তবে কোনো কবরস্থানে ঘুরে এসো, যেখানে তোমার চেয়ে বড় বড় জ্ঞানী, সুন্দরী, এবং সফল ব্যক্তিরা মাটির নিচে শুয়ে আছে।

04/03/2024

সূর্যের প্রয়োজন যতই হোক না কেন, প্রতিদিনই সে অস্তমিত হয়। কিন্তু কেউই সূর্যের এ বিচ্ছেদে কাঁদে না, বিষণ্ন হয় না। কেননা, প্রত্যেকেই জানে পরেরদিন সে আবার উদিত হবে, আর এটিই বিশ্বাস।

তুমি সূর্যের এ ফিরে আসার প্রতি বিশ্বাস দৃঢ়!
অথচ আল্লাহর বানী,

(নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে) এর উপরে তোমার বিশ্বাস নড়বড়ে!

আল্লাহ তায়ালা অবশ্যই এ কষ্ট দূর করবেন, যতক্ষণ আমরা এ বিশ্বাসে দৃঢ় থাকব

নিশ্চয়ই আল্লাহ তার কাজ পূর্ণ করবেন।আল্লাহ সবকিছুর জন্য একটি পরিমাণ নির্ধারণ করে রেখেছেন।

04/03/2024

😪যখন প্রেম বুঝতাম না, তখন তুমি প্রেমিকা হয়ে এসেছিলে আমি প্রেমিক হতে হতে তুমি প্রক্তন হয়ে গেলে 😇

02/03/2024

যদি তুমি একটু খানি ধৈর্য ধরতে পারো.
তোমার সাথে করা প্রতিটি অন্যায় প্রতিটি যুলুমের জবাব আরশে আজিম থেকে আসবে.
"ইনশাআল্লাহ"❤️🤲

28/02/2024

তুমি ভাবছো সব শেষ। অথচ, পাতাবিহীন গাছটিও দাঁড়িয়ে থাকে বসন্তের আশায়।তাহলে তুমি কেনো হতাশা। ভরসা রাখো রবের প্রতি তোমার হতাশা গুলোতেও একদিন আশার আলো ফুটবে-!!

🖤🌸ইনশাআল্লাহ 🤲

25/02/2024
11/02/2024

বান্দার জীবনে সবচেয়ে বেশি বিপদ ডেকে আনে বেকার, অবসর সময়। কারণ, প্রবৃত্তি কখনো বেকার বসে থাকে না। আপনি যদি তাকে ভালো কাজে ব্যস্ত না রাখেন, সে ঠিকই খারাপ কাজে ব্যস্ত হয়ে পড়বে।

- ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.)

কোন এক হোস্টেলে ১০০_জন_ছাত্র ছিল। তাদের টিফিনে প্রতিদিন "*সিঙ্গাড়া*" দেওয়া হত। কিন্তু ১০০ জনের মধ্যে ৮০ জনই প্রতিদিন এই...
11/02/2024

কোন এক হোস্টেলে ১০০_জন_ছাত্র ছিল। তাদের টিফিনে প্রতিদিন "*সিঙ্গাড়া*" দেওয়া হত। কিন্তু ১০০ জনের মধ্যে ৮০ জনই প্রতিদিন এই একই খাবার খেতে চাইতো না। তারা টিফিনে অন্য কিছু খাবারের জন্য হোস্টেল সুপারের কাছে আবেদন জানালো। কিন্তু বাকি ২০ জন প্রতিদিন সিঙ্গাড়াই খেতে চাইলো।

অবশেষে হোস্টেল সুপার ভোটের ব্যবস্থা করলেন এবং বললেন, যে খাবার সর্বাধিক ভোট পাবে সেই খাবারই প্রতিদিন টিফিনে দেওয়া হবে।

ভোটে দেখা গেলো, ওই ২০ জন ছাত্র প্রতিদিন সিঙ্গাড়ার পক্ষেই ভোট দিয়েছে।

বাকি ৮০ জন ভোট দিয়েছে ঠিক এভাবে -
ডালপুরি - ১৮ জন
পরোটা ও সবজি - ১৬ জন
রুটি ও ছোলার ডাল - ১৩ জন
মাখন পাউরুটি - ১১ জন
নুডুলস্ - ১০ জন
ভেজিটেবল রোল - ৭ জন
এগটোস্ট - ৫ জন

ফলাফলে সেই সিঙ্গাড়া সর্বাধিক ভোট পাওয়ায় টিফিনে প্রতিদিন সিঙ্গাড়া দেওয়াই চলতে লাগলো..!

¤ মরাল অফ দ‍্য স্টোরী হ'ল -
যতদিন ৮০ শতাংশ মানুষ নিজেদের স্বার্থপরতা নিয়ে দ্বিধাবিভক্ত থাকবে, ততদিন ২০ শতাংশ মানুষই তাদের শাসন করবে।
Inside Barguna

06/02/2024

আমার ধারণা, দুইটা কারণে মানুষের জীবন থেকে আল্লাহর নিয়ামত আর বারাকাহ হারিয়ে যায়।

১.

নিয়ামত বা বারাকাহ প্রাপ্তির পর মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঠিক সেভাবে কৃতজ্ঞ হয় না যেভাবে তাঁর প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। এবং, যে বা যাকে উসিলা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনে বারাকাহ দেন, সেই উসিলার প্রতিও অকৃতজ্ঞ থাকা।

২.

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নিয়ামত আর বারাকাহকে নিজের যোগ্যতার ফল মনে করা। নিজের অহংকারের আয়নায় দুনিয়ার বাকি সবকিছুকে তুচ্ছ আর ক্ষুদ্র মনে করা।

02/02/2024

কখনো এভাবে বলবেন না যে, "আমার দুঃখগুলো আমি ছাড়া কেউ জানে না, বোঝে না।"
এ কথার দ্বারা এমন কিছু বোঝানো হয়ে গেল যে, আল্লাহ সর্ববিষয়ে জ্ঞাত নন।
দুঃখগুলো কেউ দেখুক না দেখুক, আল্লাহ সব দেখেন, বোঝেন। বরং তিনি আপনার দুঃখগুলো আপনার চেয়েও বেশি গভীরভাবে বোঝেন।

ছবিটি ১৯৩৭ সালে চেলসি বনাম চার্লটনের ম্যাচের। ঘন কুয়াশার কারণে রেফারি মাঝপথে খেলা  প'রি'ত্য'ক্ত  ঘোষণা করেন। সবাই ড্রেসি...
29/01/2024

ছবিটি ১৯৩৭ সালে চেলসি বনাম চার্লটনের ম্যাচের। ঘন কুয়াশার কারণে রেফারি মাঝপথে খেলা প'রি'ত্য'ক্ত ঘোষণা করেন। সবাই ড্রেসিং রুমে ফিরে যায়। কিন্তু চেলসির গোলরক্ষক স্যাম বাট্রাম রয়ে যান গোল পাহারায়। কুয়াশা যত বাড়ছে, তার স'ত'র্ক'তা'ও তত বেশি বাড়ছে। পেছনে মানুষের কোলাহলে তিনি শুনতে পাননি রেফারির খেলা সমাপ্তির বাঁশী। অনেকক্ষণ পর, মাঠের একজন নি'রা'প'ত্তা কর্মী এসে তাঁকে জানায় ম্যাচটি প্রায় পনের মিনিট আগেই শেষ হয়ে গেছে।

স্যাম বাট্রাম বলেন- না এটা হতে পারেনা। আমি বিশ্বাস করিনা। খেলা শেষ হয়ে গেলে বন্ধুরা অবশ্যই আমাকে বলতো। আমাকে মাঠে একা রেখে ওরা চলে যেতোনা। একজন মানুষও কি ছিলোনা- যে আমার খোঁজ করবে। এরপর, সত্যি যখন বুঝলেন-আসলেই খেলা শেষ হয়ে গেছে। তখন স্যাম অনেক দুঃ*খ পেলেন, খেলা শেষ হওয়ার জন্য না। বরং বন্ধুরা যে সত্যিই তাকে না জানিয়ে চলে গেছে সে জন্য। যাদের জন্য তিনি গোল পা'হা'রা'য় দাঁড়িয়ে ছিলেন- তারা সবাই চলে গেলো। কেউ তার কথা একটিবার মনেও রাখলোনা।

জীবনটাও এমনি এক খেলার মাঠ। যেখানে সময় দিয়ে, সা'ম'র্থ্য দিয়ে যাদের ডিফেন্ড করা প্রয়োজন হয়ে দাঁড়ায়- সামান্য কুয়াশার প'রি'স্থি'তি'তে তারাই এভাবে সব কিছু ভু*লে চলে যায়।

(সংগৃহীত)

28/01/2024

“ঈমানের সর্বোচ্চ চূড়া হলো আল্লাহর সিদ্ধান্তে ধৈর্য ধরা। যে পরিস্থিতি পাল্টানো যায় না, সেই পরিস্থিতিতে তাকদীরের ওপর সন্তুষ্ট থাকা। একমাত্র আল্লাহর ওপর তাওয়াক্কুল করা এবং নিজেকে তাঁর নিকট সঁপে দেওয়া।”

28/01/2024
27/01/2024

জীবনের সব দুঃখ-কষ্ট শুধু পরীক্ষা হয়ে আসে না, কিছু আসে শাস্তি হয়ে, তাওবার আহ্বান হয়ে। কিন্তু আমরা বান্দারা সুবিধাদি। বিপদের সময় দাঁতে দাঁত চেপে ধৈর্য্য ধরতে প্রস্তুত, তবুও তাওবাহ করে দ্বীনের ছায়াতলে ফিরে আসতে চাই না।
এজন্য বিপদের পর বিপদ আমাদের জীবনে আসে, তবুও আমাদের পরিবর্তন হয় না। দুঃখ কষ্টে দুমড়ে মুচড়ে যেতে পারি, তবুও আল্লাহকে কাজে কর্মে প্রমাণ দিতে পারি না, 'আল্লাহ, আমি তোমারই...'

20/01/2024

প্রত্যেক সমস্যাই সাময়িক।
আজ না হয় কাল শেষ হয়ে যাবে। শুধু প্রয়োজন আল্লাহর উপর বিশ্বাস রেখে ধৈর্যধারণ করা।

- শাইখ তারিক জামিল হাফি.

Address


Telephone

+8801710974725

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md.Kamal hossen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share